চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে ও ইসকন (ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস) নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্কয়ারের উদ্যোগে রাত সাড়ে ৯টায় 'ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব লোহাগাড়া-সাতকানিয়া' এ কর্মসূচির আয়োজন করে।
বিক্ষোভ মিছিলে বিভিন্ন হলের শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় তারা 'ইসকন, তুমি সন্ত্রাসী, স্বৈরাচারের সাথী', 'বাংলাদেশে ইসকনের ঠাই নেই ঠাই নেই' ইত্যাদি স্লোগান দেন।
আন্দোলনকারীরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে আইনজীবী হত্যায় জড়িতদের গ্রেপ্তার, ইসকন নিষিদ্ধ করা, ইসকনের অর্থের উৎস অনুসন্ধান ও সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
ঢাবির আইন অনুষদের শিক্ষার্থী সাখাওয়াত জাকারিয়া বলেন, 'কে বা কারা অ্যাডভোকেট সাইফুলকে হত্যা করেছে তা আমাদের কাছে স্পষ্ট। তারা কোনো মুসলমানকে হত্যা করেনি, হত্যা করেছে একজন সরকারি আইনজীবীকে। কোনো ধর্মীয় সংগঠনের এ ধরনের কাজ করা উচিত নয়। এই সংগঠনটি উগ্র হিন্দু ধর্মের সঙ্গে যুক্ত। সনাতনীদের কোনওভাবেই ইসকনকে সমর্থন করা উচিত নয়।’
আরও পড়ুন: চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষ, রাষ্ট্রপক্ষের আইনজীবী নিহত
তিনি সনাতনীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, 'ইসকনের বিরুদ্ধেও আপনাদেরও আওয়াজ তোলা উচিত। ইসকন ও উগ্র হিন্দুত্ববাদকে নিষিদ্ধ করতে হবে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তাহমিদ আল মুদাসসির বলেন, 'বাংলাদেশের ইতিহাসে সরকারি আইনজীবী হত্যার নজির নেই। ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার করে বিশেষ ট্রাইব্যুনালে বিচার করতে হবে। ইসকনকে নিষিদ্ধ করা উচিত, এবং তাদের অর্থায়ন কোথা থেকে আসে তা আমাদের খুঁজে বের করতে হবে।’
তিনি বলেন, 'বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। শেখ হাসিনার মতো যারা সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির চেষ্টা করবে তাদের প্রতিহত করা হবে।’
বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, 'জঙ্গি কর্মকাণ্ডে জড়িত থাকায় ইসকনকে বিভিন্ন দেশে নিষিদ্ধ করা হয়েছে। তাই বাংলাদেশেও এটি নিষিদ্ধ করা উচিত।’
এর আগে আন্দোলনকারীরা ছাত্র-শিক্ষক কেন্দ্রের রাজু ভাস্কর্যের সামনে অ্যাডভোকেট সাইফুলের গায়েবানা নামাজে জানাজা পড়েন।
রাষ্ট্রদ্রোহের মামলায় ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করার পর মঙ্গলবার চট্টগ্রাম আদালত চত্বরে পুলিশ ও হিন্দু সম্প্রদায়ের লোকজনের মধ্যে সংঘর্ষের মধ্যে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে হত্যা করা হয়।
আরও পড়ুন: ইসকন ইস্যুতে দেশি বিদেশি ইন্ধন থাকতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা