জমির ফসল পানিতে নিমজ্জিত
বাগেরহাটে ৭৩৯ হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিত
ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে বাগেরহাটের বিভিন্ন এলাকায় পাকা আমন ধান ও বোরো ধানের বীজতলাসহ ৭৩৯ হেক্টর জমির ফসল বৃষ্টির পানিতে ডুবে গেছে।
এছাড়া বৃষ্টিপাতের কারণে দুবলার চরে জেলেদের কয়েক কোটি টাকা মূল্যের শুটকি মাছ ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও পড়ুন: বাগেরহাটে চন্দ্রমহল ইকোপার্ক থেকে ৪৩টি বন্যপ্রাণী উদ্ধার
কৃষি বিভাগ জানায়, সোমবার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত বাগেরহাটে গড়ে ২২ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রের্কড করা হয়েছে। গত তিনদিন ধরে মাঠে ফসল পানিতে নিমজ্জিত রয়েছে। আরও দুই তিন দিন পানিতে থাকলে ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে বলে জানায় কৃষি বিভাগ।
এদিকে, চার দিন ধরে বৃষ্টিপাত ও হিমেল বাতাসের কারণে বিশেষ করে বাগেরহাটের নিম্ন আয়ের মানুষ দুর্ভোগে রয়েছে।
আরও পড়ুন: বাগেরহাটে শ্বশুরবাড়ি গিয়ে স্ত্রীকে কুপিয়ে ‘হত্যা’, স্বামী পলাতক
বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (ডিডি) মো. আজিজুর রহমান জানান, জেলায় ৭৩৯ হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিত। এর মধ্যে বোরো ধানের বীজতলা ২০৭ হেক্টর, রোপা আমন ধান ১৫০ হেক্টর, সরিষা ১৩৭ হেক্টর, ডাল ১৯৩ হেক্টর, শীতকালিন সবজি ৩৫ হেক্টর ও ১৭ হেক্টর জমির গম রয়েছে।
২ বছর আগে