শিল্পকলা
শিল্পকলায় মিষ্টি মেলা: বাহারি মিষ্টির স্বাদ-গন্ধে মাতোয়ারা রাজধানীবাসী
দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী মিষ্টি নিয়ে গত বুধবার (৬ মার্চ) বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শুরু হয়েছে প্রথমবারের মতো জাতীয় মিষ্টি মেলা ২০২৪।
৫ দিনব্যাপী এ মেলা চলবে ১০ মার্চ পর্যন্ত। খাদ্য সংস্কৃতি হিসেবে দেশের ঐতিহ্যবাহী মিষ্টিগুলোকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিতেই বাংলাদেশ শিল্পকলা একাডেমির ভিন্নধর্মী এ আয়োজন। এতে অংশ নিয়েছেন দেশের প্রত্যন্ত এলাকা থেকে আসা ৬৪ এর অধিক মিষ্টি শিল্পীরা।
আরও পড়ুন: কালের বিবর্তনে বঙ্গদেশের যে ভাষাগুলো বিলুপ্তির পথে
বৃহস্পতিবার (৭ মার্চ) প্রথম জাতীয় মিষ্টিমেলার দ্বিতীয় দিন বিকেলে মূল অনুষ্ঠানের আগে পরিবেশিত হয় অ্যাক্রোবেটিক প্রদর্শনী। লোক-সাংস্কৃতিক পরিবেশনায় সংগীত পরিবেশন করে সরকারি সংগীত কলেজ। সমবেত শাস্ত্রীয় সংগীত ‘রাগ বৈরাগী ভৈরব’ এবং সমবেত যন্ত্রসংগীত পরিবেশন করেন তারা। এরপর পর্যায়ক্রমে পরিবেশিত হয় একক সংগীত। একক সংগীত পরিবেশন করেন ড. ফকির শহীদুল ইসলাম, শেখ খালিদ হাসান, মাইনুল আহসান, ছন্দা চক্রবর্তী, উত্তম কুমার সাহা, মফিজুর রহমান, এম এ মমিন, উর্বী সোম, সৌমিতা বোম, পূর্ণ চন্দ্র মণ্ডল, সাইফুল ইসলাম, এম এম ইউনুসুর রহমান ও গোলাম মোস্তফা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আব্দুল্লাহ আল মনসুর।
প্রথম জাতীয় মিষ্টি মেলা ২০২৪, ১০ মার্চ পর্যন্ত চলবে প্রতিদিন বিকাল ৩ টা থেকে রাত ৯ টা পর্যন্ত। প্রতিদিন বিকাল ৫টায় থাকবে লোক-সাংস্কৃতিক পরিবেশনা।
আরও পড়ুন: পবিত্র শবে বরাতের তাৎপর্য, শিক্ষা ও করণীয়
১০ মাস আগে
শিল্পকলা পদক পাচ্ছেন ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান
শিল্প ও সংস্কৃতি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমি ‘শিল্পকলা পদক ২০২১ ও ২০২২’ ঘোষণা করেছে। পদক পাচ্ছেন মোট ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান।
এর মধ্যে ‘শিল্পকলা পদক ২০২১’পাচ্ছেন ১০ গুণীজন ও সংগঠন এবং ‘শিল্পকলা পদক ২০২২’পাচ্ছেন আরও ১০ গুণীজন।
আরও পড়ুন: আ. লীগের ইশতেহারে নারী উদ্যোক্তাদের উন্নয়নে বড় পদক্ষেপের অঙ্গীকার
২০২১ সালের শিল্পকলা পদক পাচ্ছেন- যন্ত্রসংগীতে মো. নূরুজ্জামান, নৃত্যকলায় শারমীন হোসেন, কণ্ঠসংগীতে সাদি মহম্মদ, চারুকলায় শিল্পী বীরেন সোম, নাট্যকলায় অধ্যাপক আবদুস সেলিম, লোক সংস্কৃতিতে মো. নহীর উদ্দিন, চলচ্চিত্রে ড. মতিন রহমান, আবৃত্তিতে কাজী মদিনা, যাত্রাশিল্পে এম. এ. মজিদ এবং সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন হিসেবে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ।
২০২২ সালের শিল্পকলা পদক পাচ্ছেন- যন্ত্রসংগীতে ফোয়াদ নাসের, নৃত্যকলায় সাজু আহম্মেদ, কণ্ঠসংগীতে এলেন মল্লিক, চারুকলায় অধ্যাপক অলক রায়, নাট্যকলায় খায়রুল আলম সবুজ, লোকসংস্কৃতিতে সুনীল কর্মকার, ফটোগ্রাফিতে রফিকুল ইসলাম, আবৃত্তিতে মীর বরকতে রহমান, যাত্রাশিল্পে অরুণা বিশ্বাস এবং সৃজনশীল সাংস্কৃতিক গবেষক হিসেবে ড. সফিউদ্দিন আহমদ।
আরও পড়ুন: প্রকল্প শেষে গাড়ি জমা না দিলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি জনপ্রশাসনমন্ত্রীর
উল্লেখ্য, শিগগিরই রাষ্ট্রপতির অনুমতি ও তারিখ নির্ধারণ সাপেক্ষে ‘শিল্পকলা পদক ২০২১ ও ২০২২’প্রদান অনুষ্ঠান আয়োজন করা হবে।
সম্মাননা হিসেবে পদকপ্রাপ্ত গুণীজন প্রত্যেকে পাবেন একটি করে স্বর্ণপদক, সনদপত্র এবং ১ লাখ টাকার চেক।
আরও পড়ুন: শিক্ষক নিয়োগে দুর্নীতির প্রতিবাদে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ প্রত্যাখ্যান
১১ মাস আগে
এসএম সুলতানের ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিল্পকলায় আয়োজন
বিশ্ববরেণ্য শিল্পী এসএম সুলতানের ২৯তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার (১০ অক্টোবর)।
এ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি সোমবার (৯ অক্টোবর) ও মঙ্গলবার (১০ অক্টোবর) চিত্রকর্ম প্রদর্শনী, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আলোচনা সভার আয়োজন করেছে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ভবনে এসএম সুলতানের প্রতিকৃতির অস্থায়ী বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দুই দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করা হবে সোমবার (৯ অক্টোবর) বিকাল ৪টায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
আরও পড়ুন: তুর্কি দূতাবাস-গ্যালারি কসমস আয়োজিত 'স্মাইলস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড: অ্যান আর্টিস্টিক সেলিব্রেশন’
শিল্পী এসএম সুলতানের চিত্রকর্ম ও শিশুস্বর্গের শিশুদের আঁকা চিত্রকর্ম নিয়ে প্রদর্শনী শুরু হবে বিকাল সোয়া ৪টায় এবং বিকাল সাড়ে ৪টায় শুরু হবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
আয়োজনের দ্বিতীয় দিন মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল ৯টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পক্ষ থেকে শিল্পী এসএম সুলতানের জন্মস্থান নড়াইলে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এ ছাড়া সকাল সাড়ে ৯টা এসএম সুলতান স্মৃতি সংগ্রহশালায় নড়াইলের স্থানীয় শিক্ষার্থীদের নিয়ে আর্টক্যাম্পের আয়োজন করা হবে এবং সকাল ১০টায় শিশুস্বর্গের শিশুদের লেখা চিঠি প্রদর্শনী ও পাপেট শো প্রদর্শনী হবে।
বিকাল ৩টায় নড়াইল জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। পরে তথ্যচিত্র ‘আদম সুরত’ প্রদর্শিত হবে। বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে পালাগানের আসর।
আরও পড়ুন: শুটিংয়ে ফিরলেন পরীমণি
১ বছর আগে
শুরু হলো ১৫ দিনব্যাপী তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব
শুরু হলো ১৫ দিনব্যাপী তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ১৭ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকালে জাতীয় নাট্যশালার মূল হলে এই চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে.এম খালিদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক হায়দার রিজভী, চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন, চলচ্চিত্র নির্মাতা শামীম আখতার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন একাডেমির সচিব সালাহউদ্দিন আহাম্মদ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বরেণ্য চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক, শিল্পীকলাকুশলী এবং সংগঠক, জুরি সদস্য, সিলেকশন কমিটির সদস্য ও একাডেমির কর্মকর্তারা। বর্তমানে সিনোমা হলগুলো কমে যাওয়ায় তার সংখ্যা বাড়াতে কার্যকর উদ্যোগ নেয়ার আহ্ববান জানান আলোচকরা।
আরও পড়ুন: প্রীতিলতাকে ধারণ করা চ্যালেঞ্জের ছিল: তিশা
‘সবার জন্য চলচ্চিত্র, সবার জন্য শিল্প সংস্কৃতি’ স্লোগানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে একযোগে ৬৪ জেলা শিল্পকলা একাডেমিসহ সারাদেশে ১৫ দিনব্যাপী ‘তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব-২০২৩’ অনুষ্ঠিত হবে।
পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে- সমকালীন চলচ্চিত্র, নারী নির্মাতাদের চলচ্চিত্র, মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র, ধ্রুপদী চলচ্চিত্র এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত বা পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রের মধ্য থেকে সিলেকশন কমিটি কর্তৃক বাছাইকৃত মোট ৩৬টি চলচ্চিত্র প্রদর্শনীর ব্যবস্থা করা হচ্ছে এবারের চলচ্চিত্র উৎসবে। এর মধ্যে ২৩টি সমকালীন চলচ্চিত্র (২০১৮-২০২২ সাল) এবং ১৩টি অন্যান্য ক্যাটাগরির চলচ্চিত্র।
পুরস্কার প্রদানের লক্ষ্যে ৭ সদস্যবিশিষ্ট জুরি বোর্ড গঠন করা হয়। উৎসবের চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ও জাতীয় নাট্যশালা মিলনায়তন এবং দেশব্যাপী ৬৪ জেলার শিল্পকলা একাডেমিতে। চলচ্চিত্র প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
আরও পড়ুন: শেষ হচ্ছে শুভ-বিন্দুর অপেক্ষা
১ বছর আগে
শিল্পকলা পদক ২০১৯ ও ২০২০ পাচ্ছেন ২০ গুণীজন
বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ২০ গুণীজন ‘শিল্পকলা পদক ২০১৯ ও ২০২০’ পদক পাচ্ছেন। মঙ্গলবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা হাসান মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে পদক বিতরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর।
এতে বলা হয়, অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে.এম খালিদ, এবং স্বাগত বক্তব্য প্রদান করবেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। আলোচনা ও পদক প্রদান শেষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
আরও পড়ুন: এ বছর খেলাপি ঋণ পুনঃতফসিল হয়েছে প্রায় ৬ হাজার কোটি টাকা
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ‘শিল্পকলা পদক’-এর জন্য মনোনীত প্রত্যেক ব্যক্তিকে একটি করে স্বর্ণপদক, সনদপত্র এবং এক লাখ টাকার চেক দেয়া হবে।
পদক প্রদানের জন্য তালিকাভূক্ত ক্ষেত্র ১২ টি: কণ্ঠসঙ্গীত, যন্ত্রসঙ্গীত, নৃত্যকলা, নাট্যকলা, চারুকলা, আবৃত্তি, ফটোগ্রাফি, যাত্রাশিল্প, চলচ্চিত্র ও লোকসংস্কৃতি, সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন/সংগঠক এবং সৃজনশীল সাংস্কৃতিক গবেষক। তালিকাভক্ত ক্ষেত্র হতে নির্বাচিত ১০ টি ক্ষেত্রে প্রতি বছর ‘শিল্পকলা পদক’ প্রদান করা হয়।
করোনা মহামারির কারণে ‘শিল্পকলা পদক’ এর অনুষ্ঠান স্থগিত থাকায় এ বছর ২০১৯ ও ২০২০ দু’বছর এর পদক একসাথে প্রদান করা হবে। ২০১৯ সালে দশজন ও ২০২০ সালে দশজন সহ মোট বিশ জনকে এ পদক প্রদান করা হবে।
আজ ‘শিল্পকলা পদক’ ২০১৯ ও ২০২০-এর বিষয়ে জাতীয় নাট্যশালা সেমিনার কক্ষে একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এ সময় একাডেমির সচিব মো. আসাদুজ্জামানসহ একাডেমির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২০১৯ সালে পদক পাচ্ছেন যারা
নাট্যকলায় মাসুদ আলী খান, কণ্ঠসঙ্গীতে হাসিনা মমতাজ, চারুকলায় আবদুল মান্নান, চলচ্চিত্রে অনুপম হায়াৎ, নৃত্যকলায় লুবনা মারিয়াম, লোকসংস্কৃতিতে শম্ভু আচার্য্য, যন্ত্রসঙ্গীতে মো. মনিরুজ্জামান, ফটোগ্রাফিতে এম এ তাহের ও আবৃত্তিতে হাসান আরিফ। এ ছাড়া সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন হিসেবে ছায়ানট পাচ্ছে এই পদক।
২০২০ সালে পদক পাচ্ছেন যারা
নাট্যকলায় মলয় ভৌমিক, কণ্ঠসঙ্গীতে মাহমুদুর রহমান বেণু, চারুকলায় শহিদ কবীর, চলচ্চিত্রে শামীম আখতার, নৃত্যকলায় শিবলী মোহাম্মদ, লোকসংস্কৃতিতে শাহ আলম সরকার, যন্ত্রসঙ্গীতে মো. সামসুর রহমান, ফটোগ্রাফিতে আ ন ম শফিকুল ইসলাম স্বপন ও আবৃত্তিতে ডালিয়া আহমেদ। এ ছাড়া সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন হিসেবে পদক পাচ্ছে দিনাজপুর নাট্য সমিতি।
উল্লেখ্য, দেশের শিল্প সংস্কৃতির ক্ষেত্রে জাতীয় পর্যায়ে বিশেষ অবদানের জন্য গুণীজনদের অবদানকে সম্মান ও স্বীকৃতি জানাতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে ২০১৩ সাল থেকে ‘শিল্পকলা পদক’ প্রদান করা হয়।
আরও পড়ুন: আগের অবস্থায় ফিরে গেছে প্রয়াত মেয়র আনিসুলের স্বপ্নের সড়ক!
নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে অক্টোবরে উই-এর শীর্ষ সম্মেলন
২ বছর আগে
২০২২ সালে একুশে পদক পাবেন ২৪ বিশিষ্ট নাগরিক
বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ২৪ জন বিশিষ্ট নাগরিককে ২০২২ সালের একুশে পদক দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছেন।
২০২২ সালে একুশে পদকের জন্য মনোনীতরা হলেন- ভাষা আন্দোলনে অবদানের জন্য মোস্তফা এম.এ.মতিন (মরণোত্তর), মির্জা তোফ্ফাজেল হোসেন (মরণোত্তর)। শিল্পকলায় (নৃত্য) জিনাত বরকতউল্লাহ, নজরুল ইসলাম বাবু (মরণোত্তর) শিল্পকলা (সংগীত), ইকবাল আহমেদ শিল্পকলা (সংগীত), মাহমুদুর রহমান বেণু শিল্পকলা (সংগীত), খালেদ মাহমুদ খান (মরণোত্তর) শিল্পকলা (অভিনয়), আফজাল হোসেন শিল্পকলা (অভিনয়) ও মাসুম আজিজ শিল্পকলা (অভিনয়)।
আরও পড়ুন: একুশে পদকপ্রাপ্তদের সম্মান জানালো মহাকাল নাট্য সম্প্রদায়
মুক্তিযুদ্ধ ক্ষেত্রে মনোনীতরা হলেন- মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ মো. মতিউর রহমান, সৈয়দ মোয়াজ্জেম আলী (মরণোত্তর), কিউ, এ. বি. এম রহমান ও আমজাদ আলী খন্দকার।
সাংবাদিকতায় অবদানের জন্য এম এ মালেক, বিজ্ঞান ও প্রযুক্তিতে মো.আনোয়ার হোসেন, শিক্ষায় অধ্যাপক ড.গৌতম বুদ্ধ দাশ, সমাজসেবায় এস. এম. আব্রাহাম লিংকন ও সংঘরাজ জ্ঞানশ্রী মহাথের, ভাষা ও সাহিত্যে কবি কামাল চৌধুরী ও ঝর্ণা দাশ পুরকায়স্থ, গবেষণায় ড.মো. আব্দুস সাত্তার মন্ডল, ড. মো. এনামুল হক (দলগত), (দলনেতা), ড. সাহানাজ্ সুলতানা (দলগত) ও ড. জান্নাতুল ফেরদৌস (দলগত) এই পদকের জন্য মনোনীত হয়েছেন।
আরও পড়ুন: লিটল ম্যাগাজিন প্রদর্শনীর উদ্বোধন
২ বছর আগে
জিজ্ঞাসাবাদের জন্য শিল্পকলার ডিজিকে দুদকে তলব
অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আগামী ১৬ জানুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীকে জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মো. আরিফ সাদেক ইউএনবিকে জানান, লিয়াকত আলী লাকীকে আগামী ১৬ জানুয়ারি সকাল ১০টায় রাজধানীর সেগুনবাগিচাস্থ প্রধান কার্যালয়ে উপস্থিত হতে বুধবার একটি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে টাকা আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগের পরিপ্রেক্ষিতে লিয়াকত আলী লাকীকে তার ব্যয়ের রেকর্ড জমা দিতে বলেছে দুদক।
এর আগে ২ জানুয়ারি এ সংক্রান্ত অভিযোগের বিষয়ে তদন্ত শুরু করার সিদ্ধান্ত নেয় দুদক।
দুদকের উপ-পরিচালক মোহাম্মদ ইব্রাহিমের নেতৃত্বে দুই সদস্যের এই তদন্ত করছেন। তদন্তকারী দলের অপর সদস্যের নাম আফনান জান্নাত কেয়া।
আরও পড়ুন: তিতাসের বিক্রয় সহকারী ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
নোটিশে বলা হয়েছে, ২০১৯-২০ অর্থবছরে শিল্পকলা একাডেমির বরাদ্দকৃত বাজেট এবং ব্যয়সংক্রান্ত রেকর্ডপত্র সংবলিত নথির ফটোকপি। এ ছাড়া ২০২০-২১ অর্থবছরে শিল্পকলা একাডেমির বরাদ্দকৃত বাজেট এবং ব্যয়সংক্রান্ত রেকর্ডপত্র সংবলিত নথির ফটোকপি এবং অব্যয়িত ৩৫ কোটি টাকা, গত বছরের ৩০ জুন তারিখে ব্যয় সংক্রান্ত রেকর্ডপত্র চাওয়া হয়েছে।
এসব ছাড়াও ২০২০-২১ অর্থবছরে ভার্চুয়াল অনুষ্ঠান আয়োজন সংক্রান্ত রেকর্ডপত্র সংবলিত নথির ফটোকপি। ২০১৯-২০২০ অর্থবছর থেকে ৩১-১২-২০২১ তারিখ পর্যন্ত ব্যয়সংক্রান্ত বিভিন্ন ভাউচার, ক্যাশবই এবং শিল্পকলা একাডেমি নামীয় সোনালী ব্যাংক, সেগুনবাগিচা শাখা, ঢাকা থেকে ব্যাংক স্টেটমেন্টের কপি চাওয়া হয়েছে লাকীর কাছে।
এর আগে, ১১ জানুয়ারির মধ্যে তাকে প্রয়োজনীয় নথি ও নথি জমা দিতে বলেছিল দুদক।
গত কয়েক মাস আগে লিয়াকত আলী লাকীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ নেয়াসহ বেশ কিছু অভিযোগ ওঠে। এছাড়া তার বিরুদ্ধে ২৬ কোটি টাকা ঘুষ নেয়ার সুনির্দিষ্ট অভিযোগও রয়েছে। দুদকের অভিযোগে বলা হয়েছে, নিয়ম না মেনে লিয়াকত আলী লাকীএকজন ঠিকাদারি কর্মকর্তাকে সচিব পদে নিয়োগ দিয়ে ২৬ কোটি টাকা ঘুষ নেন।
আরও পড়ুন: করোনা ফি’র আড়াই কোটি টাকা আত্মসাৎ, টেকনোলজিস্টের বিরুদ্ধে মামলা দুদকের
দুদকের মামলায় হাইকোর্টে বগুড়ার তুফান সরকারের জামিন
৩ বছর আগে