অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আগামী ১৬ জানুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীকে জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মো. আরিফ সাদেক ইউএনবিকে জানান, লিয়াকত আলী লাকীকে আগামী ১৬ জানুয়ারি সকাল ১০টায় রাজধানীর সেগুনবাগিচাস্থ প্রধান কার্যালয়ে উপস্থিত হতে বুধবার একটি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে টাকা আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগের পরিপ্রেক্ষিতে লিয়াকত আলী লাকীকে তার ব্যয়ের রেকর্ড জমা দিতে বলেছে দুদক।
এর আগে ২ জানুয়ারি এ সংক্রান্ত অভিযোগের বিষয়ে তদন্ত শুরু করার সিদ্ধান্ত নেয় দুদক।
দুদকের উপ-পরিচালক মোহাম্মদ ইব্রাহিমের নেতৃত্বে দুই সদস্যের এই তদন্ত করছেন। তদন্তকারী দলের অপর সদস্যের নাম আফনান জান্নাত কেয়া।
আরও পড়ুন: তিতাসের বিক্রয় সহকারী ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
নোটিশে বলা হয়েছে, ২০১৯-২০ অর্থবছরে শিল্পকলা একাডেমির বরাদ্দকৃত বাজেট এবং ব্যয়সংক্রান্ত রেকর্ডপত্র সংবলিত নথির ফটোকপি। এ ছাড়া ২০২০-২১ অর্থবছরে শিল্পকলা একাডেমির বরাদ্দকৃত বাজেট এবং ব্যয়সংক্রান্ত রেকর্ডপত্র সংবলিত নথির ফটোকপি এবং অব্যয়িত ৩৫ কোটি টাকা, গত বছরের ৩০ জুন তারিখে ব্যয় সংক্রান্ত রেকর্ডপত্র চাওয়া হয়েছে।
এসব ছাড়াও ২০২০-২১ অর্থবছরে ভার্চুয়াল অনুষ্ঠান আয়োজন সংক্রান্ত রেকর্ডপত্র সংবলিত নথির ফটোকপি। ২০১৯-২০২০ অর্থবছর থেকে ৩১-১২-২০২১ তারিখ পর্যন্ত ব্যয়সংক্রান্ত বিভিন্ন ভাউচার, ক্যাশবই এবং শিল্পকলা একাডেমি নামীয় সোনালী ব্যাংক, সেগুনবাগিচা শাখা, ঢাকা থেকে ব্যাংক স্টেটমেন্টের কপি চাওয়া হয়েছে লাকীর কাছে।
এর আগে, ১১ জানুয়ারির মধ্যে তাকে প্রয়োজনীয় নথি ও নথি জমা দিতে বলেছিল দুদক।
গত কয়েক মাস আগে লিয়াকত আলী লাকীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ নেয়াসহ বেশ কিছু অভিযোগ ওঠে। এছাড়া তার বিরুদ্ধে ২৬ কোটি টাকা ঘুষ নেয়ার সুনির্দিষ্ট অভিযোগও রয়েছে। দুদকের অভিযোগে বলা হয়েছে, নিয়ম না মেনে লিয়াকত আলী লাকীএকজন ঠিকাদারি কর্মকর্তাকে সচিব পদে নিয়োগ দিয়ে ২৬ কোটি টাকা ঘুষ নেন।
আরও পড়ুন: করোনা ফি’র আড়াই কোটি টাকা আত্মসাৎ, টেকনোলজিস্টের বিরুদ্ধে মামলা দুদকের