রাসেল ভাইপার
কুষ্টিয়ায় গড়াই নদীর পার থেকে রাসেল ভাইপার সাপ উদ্ধার
কুষ্টিয়ায় গড়াই নদীর পার সংলগ্ন সবজিখেত থেকে একটি রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) সাপ উদ্ধার করেছে বাংলাদেশ জীব বৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) এবং ‘মানুষ মানুষের জন্য, কুষ্টিয়া’ নামক একটি সংগঠনের সদস্যরা।
শুক্রবার (৩০ জুন) বিকালে শহরতলীর জুগিয়া দরগাতলা এলাকার গড়াই নদী পার সংলগ্ন সবজি খেতের জালের বেড়ায় আটকে পড়া সাপটিকে দেখতে পান স্থানীয়রা। পরে স্থানীয় এক যুবক বিবিসিএফ টিমকে খবর দেয়।
আরও পড়ুন: কাপ্তাই জাতীয় উদ্যানে ১৫ ফুট ও ১৭ কেজি ওজনের অজগর সাপ অবমুক্ত
খবর পেয়ে বিকালে বিবিসিএফ'র সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রাসেল ভাইপার সাপটিকে উদ্ধার করে নিয়ে আসেন।
এ বিষয়ে ‘মানুষ মানুষের জন্য, কুষ্টিয়া’ নামক সংগঠনের সভাপতি শাহাবউদ্দিন মিলন বলেন, শুক্রবার বিকালে শহরতলীর জুগিয়া দরগা তলা এলাকার গড়াই নদীর পার থেকে একটি রাসেল ভাইপার সাপ উদ্ধার করা হয়। পরে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি বলেন, প্রতিটি বন্যপ্রাণী প্রকৃতির ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশেষ অবদান রাখে। তাই এই মূল্যবান সম্পদকে বাঁচাতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আসুন আমরা সকলে সচেতন হই প্রকৃত রক্ষায় এগিয়ে আসি কোথাও কোনো বন্যপ্রাণী আটক অথবা বন্দি দেখলে তা উদ্ধার করে অবমুক্ত করার চেষ্টা করুন। প্রকৃতি ধ্বংসকারী যত বড় শক্তিশালী হোক না কেন, তাকে কোনো ছাড় দেওয়া হবে না।
এর আগে গত বছর গড়াই নদীতে জেলেদের জালে সহ কয়েক দফায় ছয়টি রাসেল ভাইপার সাপ উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: কুড়িগ্রামে চলন্ত মোটরসাইকেলে বিষাক্ত সাপ, প্রাণে বাঁচল চালক
শরণখোলায় বসত ঘর থেকে ৬ ফুট লম্বা সাপ উদ্ধার, বনে অবমুক্ত
১ বছর আগে
কুষ্টিয়ায় গড়াই নদীর পাড়ে রাসেল ভাইপার
কুষ্টিয়ার গড়াই নদীর পাড় থেকে রাসেল ভাইপার সাপের বাচ্চা উদ্ধার করেছে কুষ্টিয়ার বন বিভাগ ও বাংলাদেশ জীব বৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ)-এর সদস্যরা।
শনিবার বিকালে শহরতলীর মঙ্গলবাড়িয়া বাঁধ সংলগ্ন গড়াই নদীর পাড়ে রাসেল ভাইপার এর বাচ্চাটিকে দেখতে পান স্থানীয়রা।
এএস আই মো. আসরাফুজ্জামান নামে এক পুলিশ সদস্য বন বিভাগ কুষ্টিয়া ও বিবিসিএফ টিমকে খবর দেয়। পরে বিকাল ৪টার দিকে বন বিভাগ কুষ্টিয়া ও বিবিসিএফ এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সাপের বাচ্চাটিকে উদ্ধার করে নিয়ে আসে।
আরও পড়ুন: শহরে ভয়ংকর রাসেল ভাইপার সাপ, আতঙ্কে চাঁদপুরবাসী
অপরদিকে রাসেল ভাইপার সাপের খবর মুহূর্তে ছড়িয়ে পড়লে উৎসুক জনতা সেখানে ভিড় জমায়।
উদ্ধার অভিযানে বাংলাদেশ জীব বৈচিত্র সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) এর সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া বার্ড ক্লাবের সভাপতি এস আই সোহেল, বাংলাদেশ জীব বৈচিত্র সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) এর সহ সভাপতি ও মানুষ মানুষের জন্য কুষ্টিয়ার সভাপতি শাহাবউদ্দিন মিলন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাব্বির আল নাফিজ, সদস্য মো. হাবিবুর রহমান, রাব্বু খান, বন বিভাগ কুষ্টিয়ার বন প্রহরী সদর জুয়েল আহমেদ, বাগান মালি আখিরুজ্জামান ও লিটন উপস্থিত ছিলেন।
ঘটনার সত্যতা স্বীকার করে জেলার বন কর্মকর্তা বলেন, ৯৯৯- এর মাধ্যমে আমরা জানতে পারি শহরের মঙ্গলবাড়িয়া বাঁধ সংলগ্ন গড়াই নদীর পাড়ে রাসেল ভাইপার সাপের বাচ্চা পাওয়া গিয়েছে। এমন খবর ভিত্তিতে আমাদের টিম সেখানে যায় এবং রাসেল ভাইপার এর বাচ্চাটিকে উদ্ধার করে নিয়ে আসে।
এ বিষয়ে বিবিসিএফ কুষ্টিয়া জেলা ও মানুষ মানুষের জন্য কুষ্টিয়ার সভাপতি শাহাবউদ্দিন মিলন জানান, শনিবার বিকালে শহরতলীর গড়াই নদীর পাড় থেকে একটি রাসেল ভাইপার সাপের বাচ্চা উদ্ধার করা হয়, পরে রাতে নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়।
প্রতিটি বন্যপ্রাণী অনেক মানুষের অজান্তেই প্রকৃতির ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশেষ অবদান রাখে। তাই এই মূল্যবান সম্পদকে বাঁচাতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।
আসুন আমরা সকলে সচেতন হই প্রকৃতি রক্ষায় এগিয়ে আসি। কোথাও কোন বন্যপ্রাণী আটক অথবা বন্দি দেখলে তা উদ্ধার করে অবমুক্ত করার চেষ্টা করুন, অথবা আমাদেরকে সংবাদ দেন আমাদের টিম হাজির হয়ে যাবে।
এর আগে গত বছর গড়াই নদীতে জেলেদের জালে তিন দফায় তিনটি রাসেল ভাইপার সাপ ধরা পড়েছিল।
আরও পড়ুন: নওগাঁয় শিক্ষার্থীর হাতে ধরা পড়লো রাসেল ভাইপার!
কুষ্টিয়ায় বিষাক্ত রাসেল ভাইপার সাপ উদ্ধার
১ বছর আগে
নওগাঁয় শিক্ষার্থীর হাতে ধরা পড়লো রাসেল ভাইপার!
নওগাঁর ধামইরহাট সীমান্তে এলাকা থেকে বিষধর রাসেল ভাইপার সাপ উদ্ধার করা হয়েছে। শনিবার বিকালে উপজেলার উমার ইউনিয়নের চকশব্দল গ্রামের পূর্ব পাশে ঘুকসি বিল থেকে সাকিব হাসান নামে দশম শ্রেণির এক শিক্ষার্থী সাপটিকে ধরে নেট জালে বন্দি করে।
সাপটির দৈর্ঘ প্রায় ৫ ফুট।
জানা গেছে, শনিবার বিকালে ধামইরহাট উপজেলার উমার ইউনিয়নের চকশব্দল গ্রামের রবিউল ইসলামের ছেলে সাকিব হাসান গ্রামের পূর্ব পাশে ঘুকসি বিলে মাছ ধরতে যায়। মাছ ধরে ফেরার পথে অল্প পানিতে একটি বিষধর রাসেল ভাইপার সাপ দেখতে পায়। পরে কৌশলে সে সাপটিকে ধরে নেট জালে বন্দি করে বাড়িতে নিয়ে আসে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় বিষাক্ত রাসেল ভাইপার সাপ উদ্ধার
এখবর ছড়িয়ে পড়লে সাপটিকে দেখার জন্য উৎসুক জনতা ভিড় করে। পরবর্তীতে রাজশাহী বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়।
এ ব্যাপারে বন বিভাগের ধামইরহাট উপজেলার পাইকবান্ধা রেঞ্জ কর্মকর্তা ফরহাদ জাহান বলেন, রাসেল ভাইপার একটি বিষধর সাপ। স্থানীয়ভাবে এটি চন্দ্রবোড়া নামে পরিচিত।
ধারণা করা হচ্ছে, সাপটি ভারত থেকে বাংলাদেশে এসেছে। সাপটি উদ্ধার করে রাখা হয়েছে। সাপটি রাজশাহী বিভাগের বন্যপ্রাণী বিভাগে হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: কাপ্তাই জাতীয় উদ্যানে ২টি অজগর সাপ অবমুক্ত
২ বছর আগে
কুষ্টিয়ায় বিষাক্ত রাসেল ভাইপার সাপ উদ্ধার
কুষ্টিয়ার কুমারখালীতে পদ্মা নদী থেকে একটি বিষাক্ত রাসেল ভাইপার সাপ উদ্ধার করে গড়াই নদীতে অবমুক্ত করা হয়। মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের সৈয়দ মাসুদ রুমী সেতুর নীচে গড়াই নদীতে সাপটি অবমুক্ত করেন উপজেলা বন বিভাগের কর্মকর্তারা।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা বনবিভাগের কর্মকর্তা মো. আরিফুল ইসলাম।
তিনি বলেন,‘পদ্মা নদীতে মাছ ধরা দুয়ার (মাছ ধরার যন্ত্র) জালে বিষাক্ত রাসেল ভাইপার আটকা পড়ে। সকালে খবর পেয়ে বিলপ্তপ্রায় এই সাপটি উদ্ধার করা হয় এবং গড়াই ব্রিজ হিসেবে পরিচিত সৈয়দ মাসুদ রুমী সেতুর নীচে অবমুক্ত করা হয়েছে।'
এদিকে গড়াই নদীতে বিষাক্ত রাসেল ভাইপার সাপটি অবমুক্ত করায় আতঙ্কে রয়েছেন নদীপাড়ের বাসিন্দারা।
তারা বলেন, ‘নদীর পাড়ে হাজার হাজার মানুষের বসবাস। এখানকার মানুষ বিভিন্ন প্রয়োজনে নদী ব্যবহার করেন। কিন্তু এখানে এত ভয়ংকর সাপটি ছেড়ে দেওয়া ঠিক হয়নি।’
আরও পড়ুন: শহরে ভয়ংকর রাসেল ভাইপার সাপ, আতঙ্কে চাঁদপুরবাসী
জানা গেছে, উপজেলার কয়া ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের জেলে মো. শামিম হোসেন প্রতিদিনই পদ্মায় দুয়ার জালের ফাঁদ পেতে মাছ শিকার করেন। মঙ্গলবার সকালে জাল থেকে মাছ বের করতে যান। জালে মাছের পরিবর্তে সাপ দেখতে পান। প্রথমে তিনি অজগর সাপ মনে করে স্থানীয়দের খবর দেন। পরে বন বিভাগের লোকজন এসে তাকে জানায় এটা বিষাক্ত রাসেল ভাইপার। পরে সাপটিকে বনবিভাগের লোকজন নিয়ে যান।
এ বিষয়ে জেলা বনবিভাগের বনকর্মকর্তা জি এম মোহাম্মদ কবির বলেন, ‘ধারণা করা হচ্ছে সাপটি ভারত থেকে পদ্মা নদী হয়ে এসেছে। উদ্ধার করার পর গড়াই নদীতে অবমুক্ত করা হয়েছে। এতে আতঙ্কের কিছু নেই। নদী বেয়ে অন্যত্র চলে যাবে।'
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, ‘এখানে আমাদের কিছু করার নেই। বিষয়টি বনবিভাগের। তারাই ভাল বলতে পারবেন।'
আরও পড়ুন: কুষ্টিয়ায় সাপের কামড়ে বউ-শাশুড়ির মৃত্যু
সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু
২ বছর আগে
মাশকালাই ক্ষেতে `রাসেল ভাইপার’, পিটিয়ে মারল কৃষক
ফরিদপুরের চরভদ্রাসনে মাশকালাই ক্ষেতে দেখা মিলল সাড়ে চার ফুট দৈর্ঘ্যের বিষধর রাসেল ভাইপার বা চন্দ্রবোড়া। শনিবার (১৬ জানুয়ারি) বিকালে উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের আমীন খার ডাঙ্গী গ্রামে কৃষকরা সাপটি মেরে ফেলে।
সদর ইউনিয়নের বালিয়াডাঙ্গী গ্রামের বাসিন্দা সরোয়ার হোসেন জানান, চর হরিরামপুরের শালেপুর পশ্চিম গ্রামের হালিম কাজীর নিকট তার কিছু কৃষি জমি শোনকরা দেয়া রয়েছে। সে ক্ষেতে মাশকালাই চাষ করা হয়েছে। তিনি সেই কালাই ক্ষেত দেখতে চরে যান। সেখানে হালিমসহ আরও কয়েকজন পাকা কালাই তুলছিল। এমন সময় হালিম চন্দ্রবোড়া সাপটি কুন্ডুলি পাকিয়ে থাকতে দেখে চিৎকার করে উঠেন। পরে অন্যরা এগিয়ে এসে সাপটি মেরে মাটিতে পুতে রাখে।
আরও পড়ুন: ভোলায় বিষধর রাসেল ভাইপার উদ্ধার, বনে অবমুক্ত
২০১৬ সালে চরভদ্রাসনে চন্দ্রবোড়ার দেখা মিলেলেও কেউ সাপটিকে শনাক্ত করতে পারেনি। তখন কেউ এর দ্বারা আক্রান্ত না হলেও ২০১৭ সালের আগস্ট মাসে এর বিস্তৃতি ঘটে। সে সময়ে শনাক্ত করা হয় এটি রাসেল ভাইপার বা চন্দ্রবোড়া এবং এর কামড়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। পরে এ সাপ উপজেলাব্যাপী ছড়িয়ে পরে। বর্তমানে এর উপদ্রুপ কমলেও প্রায়ই জনতার হাতে মারা পরছে চন্দ্রবোড়া।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, আগের তুলনায় চরভদ্রাসনে সাপের উপদ্রব অনেক কমেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টিভেনম মজুদ রয়েছে।
আরও পড়ুন: গড়াই নদীতে জেলের জালে বিষধর ‘রাসেল ভাইপার সাপ’
২ বছর আগে