কুষ্টিয়ায় গড়াই নদীর পার সংলগ্ন সবজিখেত থেকে একটি রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) সাপ উদ্ধার করেছে বাংলাদেশ জীব বৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) এবং ‘মানুষ মানুষের জন্য, কুষ্টিয়া’ নামক একটি সংগঠনের সদস্যরা।
শুক্রবার (৩০ জুন) বিকালে শহরতলীর জুগিয়া দরগাতলা এলাকার গড়াই নদী পার সংলগ্ন সবজি খেতের জালের বেড়ায় আটকে পড়া সাপটিকে দেখতে পান স্থানীয়রা। পরে স্থানীয় এক যুবক বিবিসিএফ টিমকে খবর দেয়।
আরও পড়ুন: কাপ্তাই জাতীয় উদ্যানে ১৫ ফুট ও ১৭ কেজি ওজনের অজগর সাপ অবমুক্ত
খবর পেয়ে বিকালে বিবিসিএফ'র সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রাসেল ভাইপার সাপটিকে উদ্ধার করে নিয়ে আসেন।
এ বিষয়ে ‘মানুষ মানুষের জন্য, কুষ্টিয়া’ নামক সংগঠনের সভাপতি শাহাবউদ্দিন মিলন বলেন, শুক্রবার বিকালে শহরতলীর জুগিয়া দরগা তলা এলাকার গড়াই নদীর পার থেকে একটি রাসেল ভাইপার সাপ উদ্ধার করা হয়। পরে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি বলেন, প্রতিটি বন্যপ্রাণী প্রকৃতির ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশেষ অবদান রাখে। তাই এই মূল্যবান সম্পদকে বাঁচাতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আসুন আমরা সকলে সচেতন হই প্রকৃত রক্ষায় এগিয়ে আসি কোথাও কোনো বন্যপ্রাণী আটক অথবা বন্দি দেখলে তা উদ্ধার করে অবমুক্ত করার চেষ্টা করুন। প্রকৃতি ধ্বংসকারী যত বড় শক্তিশালী হোক না কেন, তাকে কোনো ছাড় দেওয়া হবে না।
এর আগে গত বছর গড়াই নদীতে জেলেদের জালে সহ কয়েক দফায় ছয়টি রাসেল ভাইপার সাপ উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: কুড়িগ্রামে চলন্ত মোটরসাইকেলে বিষাক্ত সাপ, প্রাণে বাঁচল চালক