শিশু দিবস
ডেনমার্কে বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস উদযাপন
ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে বাংলাদেশ দূতাবাস যথাযোগ্য মর্যাদা ও আনন্দ-উদ্দীপনার সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ উদযাপন করেছে।
সকালে ডেনমার্কে নিযুক্ত রাষ্ট্রদূত এ. কে. এম. শহীদুল করিম জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচীর উদ্বোধন করেন। এরপরে দূতাবাস মিলনায়তনে সকল কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয় এবং বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যসহ মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সন্ধ্যায় ডেনমার্কে বেড়ে ওঠা বাংলাদেশের নতুন প্রজন্মের শিশু, কিশোরদের নিয়ে দূতাবাস মিলনায়তনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আরও পড়ুন: বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী: পটুয়াখালীতে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ২০
১ বছর আগে
বিশ্ব শিশু দিবস ও জাতীয় শিশু অধিকার সপ্তাহ উদ্বোধন
‘গড়বে শিশু সোনার দেশ, ছড়িয়ে দিয়ে আলোর রেশ’-এই প্রবাদ নিয়ে বেলুন উড়িয়ে মৌলভীবাজারে বিশ্ব শিশু দিবস ও জাতীয় শিশু অধিকার সপ্তাহ-২২ এর উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে বিশ্ব শিশু দিবস ও জাতীয় শিশু অধিকার সপ্তাহ ২২ এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
আরও পড়ুন: জর্ডানে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
অনুষ্ঠানের শুরুতে কালেক্টরেট প্রাঙ্গন বিশ্ব শিশু দিবস উপলক্ষে একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ জাহিদ আখতার, জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন মাসুদ, মেহেদী হাসান উপস্থিত ছিলেন।
এছাড়া শিশুদের মধ্যে বক্তব্য দেন নওশিন, তাওফিকা, সাদী, পূর্ণ, উপন্যাস ও কাব্য প্রমুখ।
আরও পড়ুন: সোমবার পালিত হবে বিশ্ব শিশু দিবস
জাতিসংঘে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন
২ বছর আগে
বঙ্গবন্ধুর জন্মদিনে সাফারি পার্কে প্রবেশ মূল্য ফ্রি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে প্রবেশ মূল্য ফ্রি করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে সারাদিনই পর্যটকরা পার্কে টিকিট ছাড়াই প্রবেশ করতে পারবেন।
আরও পড়ুন: বঙ্গবন্ধু সাফারি পার্কে আরও ২টি জেব্রা অসুস্থ, মেডিকেল বোর্ডের জরুরি সভা
সাফারি পার্ক পরিচালক মো. রেজাউল করিম জানান, সারাদিন পর্যটকের জন্য পার্কে প্রবেশ ফ্রি করা হলেও ভেতরে আলাদা ইভেন্টে প্রবেশের জন্য নির্ধারিত ফি দিতে হবে।
তিনি জানান, বর্তমানে প্রতিদিন গড়ে সাড়ে চার থেকে পাঁচ হাজারের মতো পর্যটক পার্কে আসছেন। পার্কে ঢুকতে বড়দের জন্য ৫০ টাকা এবং ৫ বছর বয়সের উপরের শিশুদের জন্য ২০ টাকা প্রবেশ মূল্য নির্ধারিত রয়েছে।
আরও পড়ুন: গাজীপুর সাফারি পার্কে ৯ জেব্রার মৃত্যু, বৈঠকে বিশেষজ্ঞ টিম
এছাড়া জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে পার্কের মসজিদে বাদ জোহর মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন পার্কের পরিচালক মো. রেজাউল করিম।
২ বছর আগে