‘গড়বে শিশু সোনার দেশ, ছড়িয়ে দিয়ে আলোর রেশ’-এই প্রবাদ নিয়ে বেলুন উড়িয়ে মৌলভীবাজারে বিশ্ব শিশু দিবস ও জাতীয় শিশু অধিকার সপ্তাহ-২২ এর উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে বিশ্ব শিশু দিবস ও জাতীয় শিশু অধিকার সপ্তাহ ২২ এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
আরও পড়ুন: জর্ডানে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
অনুষ্ঠানের শুরুতে কালেক্টরেট প্রাঙ্গন বিশ্ব শিশু দিবস উপলক্ষে একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ জাহিদ আখতার, জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন মাসুদ, মেহেদী হাসান উপস্থিত ছিলেন।
এছাড়া শিশুদের মধ্যে বক্তব্য দেন নওশিন, তাওফিকা, সাদী, পূর্ণ, উপন্যাস ও কাব্য প্রমুখ।
আরও পড়ুন: সোমবার পালিত হবে বিশ্ব শিশু দিবস