বুড়িগঙ্গা নদী
মডেল তিন্নি হত্যা মামলার রায় ১৫ নভেম্বর
২০০২ সালের ঢাকার কেরানীগঞ্জে মডেল ও অভিনেত্রী সৈয়দা তানিয়া মাহবুব তিন্নি হত্যা মামলার রায় পেছাল। পরবর্তী রায় ঘোষণার জন্য আগামী ১৫ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার ঢাকার সপ্তম অতিরিক্ত জেলা জজ আদালতের বিচারক কেশব রায় চৌধুরী এ আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর ভোলানাথ দত্ত এ তথ্য নিশ্চিত করে বলেন, আজ রায় ঘোষণার দিন ধার্য ছিল। কিন্তু বিচারক রায় প্রস্তুত করতে না পারায় পরবর্তী এ তারিখ ধার্য করেন।
মামলার নথি থেকে জানা যায়, কেরানীগঞ্জের বুড়িগঙ্গা নদীর ১ নম্বর চীন মৈত্রী সেতুর ১১ নম্বর পিলারের পাশে ২০০২ সালের ১০ নভেম্বর রাতে মডেল তিন্নির লাশ পাওয়া যায়। পরের দিন অজ্ঞাত পরিচয়ে আসামির বিরুদ্ধে মামলা করেন কেরানীগঞ্জ বর্তমান মডেল থানার তৎকালীন সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সফি উদ্দিন।
আরও পড়ুন: পরীমণির জামিন শুনানির তারিখ এগিয়েছে
এ মামলার প্রথম তদন্ত কর্মকর্তা ছিলেন ওই থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. কাইয়ুম আলী সরদার। এরপর নিহত তিন্নির লাশের ছবি পত্রিকায় ছাপা হলে সুজন নামে নিহতের এক আত্মীয় লাশটি মডেলকন্যা তিন্নির বলে শনাক্ত করেন। পরে মামলাটি চাঞ্চল্যকর মামলা হিসেবে ২০০২ সালের ২৪ নভেম্বর তদন্তভার সিআইডিতে ন্যস্ত হয়। আর তদন্তের দায়িত্ব পান তৎকালীন সিআইডির পরিদর্শক ফজলুর রহমান।
এরপর মামলার তদন্তের দায়িত্ব পান সিআইডির পরিদর্শক সুজাউল হক, সহকারী পুলিশ সুপার (এএসপি) গোলাম মোস্তফা, এএসপি আরমান আলী, এএসপি কমল কৃষ্ণ ভরদ্বাজ ও এএসপি মোজাম্মেল হক।
সর্বশেষ তদন্ত কর্মকর্তা মোজাম্মেল হকই আদালতে চার্জশিট দাখিল করেন। তিন্নি হত্যা মামলার অভিযোগপত্রে ৪১ জনকে সাক্ষী করা হয়। এছাড়াও এই মামলায় ২২টি আলামত জব্দ করা হয়।
পুলিশি তদন্তে প্রাথমিকভাবে জাতীয় পার্টির সাবেক সাংসদ গোলাম ফারুক অভি অভিযুক্ত হলেও পুলিশ তাকে ধরতে পারেনি। আর অভির অনুপস্থিতিতেই ২০১০ সালের ১৪ জুলাই ঢাকার সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ তিন্নি হত্যা ও মরদেহ গুম সংক্রান্ত মামলায় অভির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
আরও পড়ুন: পরীমণি জেলে, জামিন নাকচ
পরীমণি চারদিনের রিমান্ডে
৩ বছর আগে
বুড়িগঙ্গা তীরে হাজী সেলিমের পেট্রল পাম্পসহ ২৬৫ স্থাপনা উচ্ছেদ
বুড়িগঙ্গা নদীর তীরে লালবাগ থানার ইসলামবাগ এলাকায় হাজী সেলিমের দখলে থাকা বিভিন্ন অবৈধ স্থাপনাসহ মোট ২৬৫টি স্থাপনা উচ্ছেদ কারছে বিআইডব্লিউটিএ।
৪ বছর আগে
বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় নৌকাডুবি: দুদিন পর ইলেকট্রিক মিস্ত্রীর লাশ উদ্ধার
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার বুড়িগঙ্গা নদীর বাদামতলী ঘাট এলাকায় এভ ভি মেরাজ লঞ্চের ধাক্কায় খেয়ানৌকা ডুবে নিখোঁজ থাকার দুইদিন পর মঙ্গলবার ইলেকট্রিক মিস্ত্রীর লাশ উদ্ধার করেছে সদরঘাট ফায়ার সার্ভিসের সদস্যরা।
৪ বছর আগে
বুড়িগঙ্গায় লঞ্চডুবি: দেড় লাখ টাকা করে পাবে নিহতদের পরিবার
ঢাকার শ্যামবাজার এলাকায় বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবির ঘটনায় নিহতদের প্রত্যেক পরিবারকে দেড় লাখ টাকা এবং লাশ দাফনে আরও ১০ হাজার টাকা দেয়ার ঘোষণা দেয়া হয়েছে।
৪ বছর আগে
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজধানীতে দুই ভাইসহ ৩ জনের মৃত্যু
বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত রাজধানীর হাজারীবাগ এলাকায় বুধবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদরসহ তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে এবং দুজন আহত হয়েছেন।
৪ বছর আগে
ধলেশ্বরী নদী থেকে প্রকৌশলীর লাশ উদ্ধার
নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে নিখোঁজ প্রকৌশলীর লাশ ধলেশ্বরী নদী থেকে উদ্ধার করেছে পুলিশ।
৪ বছর আগে