কালুরঘাট সেতু
সংস্কার শেষে যান চলাচলের জন্য খুলে দেওয়া হলো কালুরঘাট সেতু
সংস্কার শেষে যান চলাচলের জন্য খুলে দেওয়া হলো চট্টগ্রামের কালুরঘাট সেতু। এতে যাত্রীদের ভোগান্তি দূর হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রবিবার (২৭ অক্টোবর) সেতুর দুই পার দিয়ে যান চলাচল শুরু হয়। সেতু দিয়ে ৮ ফুট উচ্চতার বেশি যানবাহন চলাচল করতে পারবে না।
শুরুতে এই সেতু দিয়ে টোল ছাড়াই যানবাহন চলাচল করলেও পরে টোল যুক্ত করা হবে। এছাড়া, ভারী যানবাহন চলাচল রোধে সেতুর প্রবেশমুখে উচ্চতা প্রতিবন্ধকতা দেওয়া হয়েছে। এদিকে সেতুতে যান চলাচলের পাশপাশি পথচারীদের জন্য নতুন করে ওয়াকওয়ে যুক্ত করা হয়েছে। তবে এর ফলে যান চলাচলে কোনো প্রভাব পড়বে না বলে আশা সংশ্লিষ্টদের।
আরও পড়ুন: পদ্মা সেতু-শরীয়তপুর চার লেন সংযোগ সড়কের কাজে ধীরগতি, ভোগান্তি চরমে
জানা গেছে, ১৯১৪ সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় বার্মা ফ্রন্টের সৈন্য পরিচালনার জন্য ১৯৩০ সালে কর্ণফুলী নদীতে একটি আপদকালীন সেতু নির্মাণ করা হয়। ব্রুনিক অ্যান্ড কোম্পানি ব্রিজ বিল্ডার্স হাওড়া নামে একটি প্রতিষ্ঠান ট্রেন চলাচলের উপযোগী করে ৭০০ গজের সেতুটি তৈরি করে। দৈর্ঘ্য ২৩৯ মিটার। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে মোটরযান চলাচলের জন্য সেতুতে ডেক বসানো হয়। ১৯৫৮ সালে এই এক লেনের সেতুটিই সব ধরনের যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
উদ্বোধনের ৩১ বছর পর ১৯৬২ সালে জনগণের দুর্ভোগ বিবেচনা করে সেতুটিতে পাটাতন স্থাপন ও কার্পেটিং করে এটিকে রেলসেতুর পাশাপাশি একটি সড়ক সেতুতে রূপান্তর করা হয়। ২০০১ সালে আনুষ্ঠানিকভাবে কালুরঘাট রেল ও সড়ক সেতুটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে রেলওয়ে কর্তৃপক্ষ।
দক্ষিণ চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এবং বিগত সরকার প্রস্তাবিত চীন, মিয়ানমার ও ভারতের সঙ্গে রেল নেটওয়ার্ক স্থাপন এবং কর্ণফুলী নদীর ওপর পুরানো কালুরঘাট রেল সেতু ভেঙে নতুন করে রেল ও সড়ক সেতু নির্মাণ করার উদ্যোগ নিয়েছিল রেলপথ মন্ত্রণালয়। সেতুটি গেল সরকারের মেগা প্রকল্প দোহাজারী-ঘুমধুম রেললাইনের অন্তর্ভুক্ত।
এরপর প্রকল্প অনুসারে ২০২০ সালের শুরুতে সেতুর নির্মাণকাজ শুরু হয়।
চুক্তি অনুযায়ী, চলতি বছরের মার্চে কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু রাজনৈতিক অস্থিতিশীলতা, অর্থ ছাড়ে জটিলতা, বৃষ্টিসহ নানা প্রতিবন্ধকতায় সেতুর সংস্কারকাজ নির্ধারিত সময়ে শেষ করতে পারেনি। অবশেষে কারিগরি সব দিক পরীক্ষা-নিরীক্ষা করে রবিবার সেতুটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে।
গত ২০ সেপ্টেম্বর বিকেলে কালুরঘাট রেল সেতু সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শন করেন রেল সচিব আবদুল বাকী। সে সময় তিনি বলেছিলেন, সংস্কার শেষ হলেই যান চলাচল স্বাভাবিক হবে।
এ বিষয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন, কালুরঘাট সেতুর সংস্কারকাজ শেষ হয়েছে। রবিবারে সেতুটি যান চলাচলের জন্য খুলে দিতে বুয়েটের বিশেষজ্ঞ দল গাড়ি চলাচলের বিষয়ে সিদ্ধান্ত দিয়েছেন।
আরও পড়ুন: প্রায় ৩ মাস পর ভেসে উঠল রাঙ্গামাটির ঝুলন্ত সেতু
১ মাস আগে
মার্চেই কালুরঘাট সেতুতে যান চলাচল শুরু হবে: রেলমন্ত্রী
রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, মার্চের মাঝামাঝিতে চট্টগ্রামের পুরোনো কালুরঘাট সেতুতে যান চলাচল শুরু হবে।
তিনি বলেন, এ লক্ষ্যে সেতু মেরামত করা হচ্ছে।
বুধবার (২৪ জানুয়ারি) রেলওয়ে পূর্বাঞ্চলের রেস্ট হাউসে রেলওয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, নতুন কালুরঘাট সেতু নির্মাণ করতে ৪ থেকে
৫ বছর সময় লাগবে। কালুরঘাট সেতু নিয়ে সমীক্ষা হয়েছে। অর্থায়ন নিয়ে দক্ষিণ কোরিয়ার সংস্থা অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতা তহবিলের (ইডিসিএফ) সঙ্গে আলোচনা হচ্ছে।
আরও পড়ুন: মালবাহী ট্রেনের লোকোমাস্টার সিগন্যাল অমান্য করায় দুর্ঘটনা: রেলমন্ত্রী
মন্ত্রী বলেন, আশা করছি ৪-৫ বছরের মধ্যে কালুরঘাট সেতু নির্মাণ হবে।
রেলমন্ত্রী আরও বলেন, রেল এক সময় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। রেললাইন উপড়ে ফেলা হচ্ছে। ট্রেনে আগুন দেওয়া হচ্ছে। এরপরেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলকে ঢেলে সাজাচ্ছেন।
তিনি বলেন, বাংলাদেশের প্রত্যেকটি জেলা রেল যোগাযোগের আওতায় নিয়ে আসার কাজ করছেন। গ্রামীণ কৃষকদের উৎপাদিত ফসল যাতে ট্রেন যোগে শহর পর্যন্ত চলে আসে, প্রান্তিক কৃষক যেন যথাযথ মূল্যে ফলফলাদি ও সবজি বিক্রি করতে পারে সে লক্ষ্যে কাজ করছি৷
রেলমন্ত্রী বলেন, রেলকে সচল করার চেষ্টা করব। অনেক স্থানে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সেগুলো স্বাভাবিক করার পরিকল্পনা রয়েছে। কক্সবাজার রুটে আগামী দুই মাসের মধ্যে একটি কমিউটার ট্রেন চালু করা হবে। আমাদের সবচেয়ে বড় সমস্যা সেটা হলো লোকো মাস্টার সমস্যা। লোকো মাস্টার নিয়োগ হলে আমরা খুব শিগগিরই এ রুটে আরও কিছু ট্রেন চালু করব।
তিনি আরও বলেন, রেলকে নতুনভাবে ঢেলে সাজাতে পাঁচ হাজারের উপরে লোকবল নিয়ে দেওয়া হয়েছে। তাদের দক্ষ করে গড়ে তোলার জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অনেকগুলো ইঞ্জিন ও কোচ আমদানি করা হচ্ছে। কিছু আমদানি হয়েছে। এসব ইঞ্জিন রেল বহরে যুক্ত হলে রেলে ইঞ্জিন সংকট দূর হবে।
আরও পড়ুন: বিএনপির হরতাল-অবরোধে রেলে আক্রমণ বেড়েছে: রেলমন্ত্রী
বিএনপির ভোট চাওয়ার মুখ নেই: রেলমন্ত্রী
১০ মাস আগে
চট্টগ্রাম ভ্রমণ গাইড: ঘুরে আসুন বাংলাদেশের ঐতিহাসিক বন্দর নগরী
ঘুরতে ভালোবাসেন অথচ চট্টগ্রাম ভ্রমণ করেননি এমন বাংলাদেশি খুঁজে পাওয়া যাবে না। অবশ্য অনেকে কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান চলে যাবার সময় চট্টগ্রামে নামতে ভুলে যান। কিন্তু পর্বতপ্রেমি পর্যটকদের ভুলে গেলে চলবে না যে, বন্দর নগরী চট্টগ্রামের নামের সাথে জড়িয়ে আছে শত বছরের ইতিহাস। ঢাকার মত এই ছিমছাম শহরটিও ইতোমধ্যে ফ্লাইওভারে ঢেকে গেছে। পাশাপাশি যানযটের দিক থেকে ঢাকার সাথে সাদৃশ্য থাকলেও এর দর্শনীয় স্থানগুলো এখনো আকর্ষণ হারায়নি। আজকের ভ্রমণ করচা এই ঐতিহাসিক চট্টগ্রাম নগরীর দর্শনীয় স্থান নিয়ে।
চট্টগ্রাম শহরে জনপ্রিয় ১০টি দর্শনীয় স্থান
পতেঙ্গা সমুদ্র সৈকত
৫ কিলোমিটার দীর্ঘ এই সমুদ্র সৈকতটি বাংলাদেশের অত্যাশ্চর্য এবং বিখ্যাত সমুদ্র সৈকতগুলোর মধ্যে অন্যতম। কর্ণফুলী নদী ও সাগরের মোহনায় অবস্থিত পতেঙ্গায় সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য মনোমুগ্ধকর। এছাড়া বন্দরে ছোট-বড় জাহাজের সারি এক ভিন্ন পরিবেশের ছোঁয়া দিবে। এখানে সমুদ্রে ভেসে বেড়ানোর জন্য আছে স্পিডবোট ও সি বাইক। অনেকে ঘোড়ায় চড়ে পুরো সৈকত ঘুরে বেড়ান। পতেঙ্গার আশেপাশে অন্যান্য সুন্দর জায়গার মধ্যে আছে বাংলাদেশ নৌ ঘাঁটি এবং চট্টগ্রাম বন্দরের বাটারফ্লাই পার্ক।
চট্টগ্রাম শহরের জিরো পয়েন্ট থেকে ১৪ কিমি দক্ষিণে পতেঙ্গায় গাড়ি, সিএনজি বা লোকাল বাসে করে যাওয়া যায়। সিএনজিতে গেলে ভাড়া পড়বে ২৫০ থেকে ২৮০ টাকা আর লোকাল বাসে নিবে ৫০ টাকা।
পড়ুন: ভিমরুলি ভাসমান পেয়ারা বাজার: বাংলার ভেনিস বরিশালের সৌন্দর্য্যে সেরা সংযোজন
জাতিতাত্ত্বিক জাদুঘর
বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও উপজাতি সম্প্রদায়ের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের লক্ষ্য নিয়ে পথ চলা শুরু হয় দেশের একমাত্র জাতিতাত্ত্বিক জাদুঘরটির। চট্টগ্রাম জেলার আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় বাদামতলী মোড়ের কাছে প্রতিষ্ঠিত হয় ১৯৬৫ সালে। ১.২৫ একর জমির উপর গড়ে তোলা জাদুঘরটি ১৯৭৪ সালে বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ দ্বারা জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। জাদুঘরে ২৯টি জাতিগোষ্ঠীর আচার-অনুষ্ঠান, রীতিনীতি এবং জীবন প্রবাহের জন্য নিবেদিত ১১টি প্রদর্শনী কক্ষ রয়েছে। উপরন্তু বিশ্বব্যাপী ২৫টি বাংলাদেশী জাতিগোষ্ঠী এবং ৫টি অন্যান্য জনগোষ্ঠীর তুলনামূলক বিশ্লেষণ জাদুঘরটিকে সমৃদ্ধ করেছে। জাতিগত জাদুঘরের প্রবেশ মূল্য জনপ্রতি ১০ টাকা। এটি প্রতি রবিবার এবং সরকারি ছুটির দিনে বন্ধ থাকে।
রাঙ্গুনিয়া কোদালা চা বাগান
১৮৯৪ সালে প্রতিষ্ঠিত কোদালা টি এস্টেট বাংলাদেশের শীর্ষস্থানীয় চা বাগানগুলোর মধ্যে একটি। ঐতিহ্যবাহী এই চা বাগানটি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া সদর উপজেলা থেকে ১০ কিলোমিটার দূরে কোদালা ইউনিয়নে অবস্থিত। বাংলাদেশের মোট ১৬২টি চা বাগানের মধ্যে কোদালা চা বাগান গুণগত পরিমাণ ও আয়ের দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে।
চট্টগ্রামের বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে চন্দ্রঘোনা লিচুবাগান হয়ে কোদালা চা বাগানের দূরত্ব প্রায় ৪০ কিলোমিটার। চট্টগ্রাম-কাপ্তাই রোডে বাসে চড়ে চন্দ্রঘোনা লিচুবাগান বা সরফভাটা গোডাউন এলাকায় যাওয়া যেতে পারে। তারপর সিএনজি বা অটোরিকশা নিয়ে লিচুবাগান থেকে ৫ কিলোমিটার দূরে কোদালা চা বাগান।
পড়ুন: হাকালুকি হাওর ভ্রমণ: এক নিঃসীম জলজ মুগ্ধতা
কালুরঘাট সেতু
বহদ্দারহাট থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে চট্টগ্রাম শহরের দক্ষিণ পাশে একটি ঐতিহ্যবাহী স্থান এই কালুরঘাট সেতু। ব্রুনিক অ্যান্ড কোম্পানি ব্রিজ বিল্ডার্স হাওর নামে একটি সংস্থা ১৯৩০ সালে সেতুটি নির্মাণ শুরু করে। সে সময় ৭০০ গজের কালুরঘাট সেতুটি শুধুমাত্র ট্রেন চলাচলের জন্য উদ্বোধন করা হয়েছিল। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেতুটিতে অন্যান্য যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ঐতিহাসিক কালুরঘাট সেতুর কারণে বহদ্দারহাটের কাছে বেত কেন্দ্র ব্যাপক পরিচিতি লাভ করে। আর এই বেত কেন্দ্রের নামেই হয় কালুরঘাট স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, যেটি বাংলাদেশ বেতার সম্প্রচার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়।
বাটালী পাহাড়
চট্টগ্রামের পার্বত্য জেলার জিরো পয়েন্ট থেকে মাত্র ১ কিলোমিটার দূরে টাইগার পাস এলাকায় অবস্থিত বাটালী হিল শহরের সবচেয়ে উঁচু পাহাড়। বাটালী পাহাড়ে যাওয়ার রাস্তা পাকা হওয়ায় এটি জিলাপি পাহাড় নামেও পরিচিত। পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম শতায়ু অঙ্গন। ২৮০ ফুট উচু পাহাড়ের চূড়া থেকে প্রায় গোটা চট্টগ্রাম শহর ও বঙ্গোপসাগর দেখা যায়।
পড়ুন: কমলদহ ও সহস্রধারা-২ ঝর্ণা ভ্রমণ গাইডলাইন: ভ্রমণপিপাসুদের প্রিয় ঝিরিপথ
২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাটালী পাহাড়ে জলপাই, কাঁঠাল, কালোজাম, লিচু, কমলা, আম, জাফরান, চন্দন, কফি এবং অর্জুন জাতীয় বিভিন্ন প্রজাতির প্রায় ১২,৫০০ গাছ লাগানো হয়। পাহাড়টি বাংলাদেশ গণপূর্ত বিভাগের অন্তর্গত এবং পাহাড়ের শীর্ষে গণপূর্ত মন্ত্রণালয়ের অফিস ও বাংলো রয়েছে।
চালন্দা গিরিপথ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভেতরকার বিভিন্ন রকমের রোমাঞ্চকর স্থানের মধ্যে এই গিরিপথ আশ্চর্যজনক এক দর্শনীয় স্থান। গিরিপথের চারিদিকে সবুজ আর স্রোতের স্বচ্ছ জলের প্রকৃতি মনকে প্রশান্ত করে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের খুপরির কাছে পাহাড় থেকে নেমে আসা জলপ্রপাত সবচেয়ে ভালো দেখা যায়।
চট্টগ্রাম শহরের যেকোনো স্থান থেকে বাস বা সিএনজিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাওয়া যায়। চট্টগ্রামের বটতলী রেলওয়ে স্টেশন থেকে শাটল ট্রেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যায়। এখান থেকে জিরো পয়েন্টে যেয়ে টমটম নিয়ে কলা অনুষদে যাওয়া যাবে। কুঁড়েঘর থেকে ৭ থেকে ৮ মিনিট হাঁটার পরে পাওয়া যাবে জলধারার সরু পথ। এই এক ঘন্টার পায়ে হাটা পথটিই চলে গেছে চালন্দায়।
পড়ুন: ভ্রমণের উপকারিতা: দেশ বিদেশ ভ্রমণ আপনার মধ্যে কি পরিবর্তন আনতে পারে?
ফয়ে'স লেক ও বিনোদন পার্ক
প্রায় ৩২০ একর জমির উপর স্থাপিত ফয়ে’স লেক চট্টগ্রাম শহরের পাহাড়তলী অঞ্চলে অবস্থিত। পাহাড়ে ঘেরা এই হ্রদটি ১৯২৪ সালে আসাম বেঙ্গল রেলওয়ে কর্তৃপক্ষ দ্বারা নির্মিত হয়েছিল। পরবর্তীতে রেলওয়ে ইঞ্জিনিয়ার মিস্টার ফয়ের নামে নামকরণ করা হয় লেকটির। বাংলাদেশের নামকড়া বেসরকারি প্রতিষ্ঠান কনকর্ড গ্রুপ এই পার্কটিকে বর্তমান রূপ দিয়েছে। এখন এটির নাম ফয়'স লেক কনকর্ড। এর ছোট্ট চিড়িয়াখানাটি পার্কটিকে আরও জাঁকজমক করে তুলেছে।
চট্টগ্রাম শহরের যে কোন জায়গা থেকে ফয়ে’স লেক যাবার অটোরিকশা, সিএনজি এবং মিনিবাসে পাওয়া যায়। এছাড়া চট্টগ্রাম শহর থেকে পাহাড়তলী পর্যন্ত রেলপথও আছে।
মহামুনি বৌদ্ধ বিহার
বৌদ্ধ বিহারটি চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার পার্বত্য গ্রাম মহামুনিতে অবস্থিত। ১৮১৩ সালে ছাইঙ্গা ঠাকুর নামে একজন বৌদ্ধ ধর্মগুরু মহাপুরুষ গৌতমবুদ্ধের মূর্তি স্থাপন করে এই বৌদ্ধ বিহারটি প্রতিষ্ঠা করেন। এই কারণেই গৌতমবুদ্ধের নামে মহামুনি মন্দিরের নামকরণ করা হয়েছে। মহামুনি বৌদ্ধ বিহারের কাঠামোটি প্রায় ২০০ বছরের পুরনো একটি ঐতিহাসিক নিদর্শন।
পড়ুন: ঢাকার সেরা ১০টি জাদুঘর: ইতিহাস রোমন্থনের সঙ্গে জ্ঞান আহরণের অভাবনীয় সুযোগ
১৮৪৩ সালে মং সার্কেল রাজা মহামুনি চৈত্র মাসের শেষ দিন থেকে বৌদ্ধ বিহার কমপ্লেক্সে একটি মেলা প্রবর্তন করেন, যা সারা দেশে মহামুনি মেলা নামে পরিচিত হয়।
চট্টগ্রাম শহর থেকে কাপ্তাই সড়কের রাউজান পাহাড় দিয়ে বাস, সিএনজি বা রিকশায় মহামুনি বৌদ্ধ বিহারে যাওয়া যায়।
লাল দীঘি
১৭৬১ সালে চট্টগ্রাম ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে অর্পিত হওয়ার পর ভূমি তফসিল অফিস (বর্তমানে যেটি মেট্রোপলিটন পুলিশ অফিস) দ্বারা লাল রঙ করা হয়েছিল। সেই সময় এটি লালকুঠি নামে পরিচিতি লাভ করে। পরে লালকুঠির পূর্ব পাশের কারাগারটিও লাল রঙ করা হয় এবং লালঘর নামে পরিচিত হয়। একই ঘটনায় লালঘর ও লালকুঠির পাশের দীঘিটি লালদীঘি নামে পরিচিতি পায়।
পড়ুন: বান্দরবান ট্যুর গাইড: সেরা দর্শনীয় স্থানসমূহ
আবদুল জব্বার ১৯১০ সালের ১২ বৈশাখে লালদীঘির তীরে প্রথম বলি খেলার (খেলার নাম) আয়োজন করেন। এরপর থেকে প্রতি বছর ১২ই বৈশাখে একই স্থানে জব্বারের বলি অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম শহরের যেকোনো স্থান থেকে বাস, সিএনজির মতো লোকাল পরিবহনে লালদীঘি ময়দানে যাওয়া যায়।
প্রজাপতি পার্ক
চট্টগ্রাম জেলার শাহ আমানত বিমানবন্দর ও পতেঙ্গা সমুদ্র সৈকত সংলগ্ন পতেঙ্গা নেভাল একাডেমির ১৫ নম্বর রোডে দেশের প্রথম বাটারফ্লাই পার্ক স্থাপন করা হয়েছে। ২০০৯ সালে প্রতিষ্ঠিত হলেও পার্কটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ২০১২ সালের অক্টোবরে। পার্কটিতে প্রায় ২০০ প্রজাতির ১০০০টিরও বেশি প্রজাপতি রয়েছে।
পড়ুন: বর্ষাকালে বাংলাদেশের সেরা ১০টি ভ্রমণ স্থান
এছাড়া বিশেষজ্ঞদের মাধ্যমে এখানে প্রজাপতির কৃত্রিম প্রজনন করা হয়। সর্বাধিক প্রজাপতি দেখার জন্য যেতে হবে সকাল ৯ টা থেকে ৪ টার মধ্যে। প্রাপ্তবয়স্ক নাগরিকদের জন্য প্রজাপতি পার্কের প্রবেশ মূল্য জনপ্রতি ১০০ টাকা, আর শিশুদের জন্য জনপ্রতি ৫০ টাকা।
চট্টগ্রাম জিরো পয়েন্ট থেকে গাড়ি, সিএনজি বা লোকাল বাসে করে এক ঘন্টার মধ্যে পতেঙ্গা যাওয়া যায়।
ঢাকা থেকে চট্টগ্রাম যাতায়াত ব্যবস্থা
ঢাকা থেকে সড়ক, ট্রেন এবং আকাশপথে তিন মাধ্যমেই চট্টগ্রাম যাওয়া যায়। ঢাকার যাত্রাবাড়ি সায়াদাবাদ বাস টার্মিনাল থেকে এসি-নন এসি বিভিন্ন পরিবহন চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। মানের ভিত্তিতে এগুলোতে ভাড়া পড়তে পারে সিট প্রতি ৯০০ থেকে ২৫০০ টাকা।
পড়ুন: ইন্দোনেশিয়া ভ্রমণ গাইড: দর্শনীয় স্থান সমূহ, খরচ
কমলাপুর বা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে গেলে ভাড়া পড়তে পারে ২৮৫ থেকে ১১৭৯ টাকা। আর সবচেয়ে কম সময়ের চট্টগ্রাম পৌছনোর জন্য চট্টগ্রামগামী ফ্লাইট ব্যবহার করা যেতে পারে। এখানে সাধারণত শুধু যেতে একজনের খরচ পড়ে ৩৩০০ থেকে ৯০০০ টাকা।
শেষাংশ
চট্টগ্রামের দর্শনীয় স্থানগুলো ঐতিহাসিক বন্দর নগরীকে আরো সুন্দর করে তুলেছে। শহরটির অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি এই জায়গাগুলোরও প্রতি নজর দেয়া জরুরি। বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা এই শহরটিকে অচিরেই পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা যায়। তাই এর পরিবেশ রক্ষার্থে সরকারি ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি এগিয়ে আসতে হবে জনসাধারণকেও। ভবিষ্যত প্রজন্মকে একটি মনোরম পর্যটন শহর উপহার দেয়ার জন্য চট্টগ্রামের দর্শনীয় স্থানগুলোর সৌন্দর্য্য ধরে রাখা প্রয়োজন।
পড়ুন: ঘুরে আসুন মালদ্বীপ: অপরূপ এক দ্বীপদেশ ভ্রমণ গাইড
২ বছর আগে
৫ ঘণ্টা পর কালুরঘাট সেতুতে যানচলাচল স্বাভাবিক
চট্টগ্রামের কালুরঘাট সেতুতে পাঁচ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উদ্ধারকারী ক্রেন সেতুতে লাইনচ্যুত ওয়াগন ট্রেনের গার্ড ব্রেকটি সরিয়ে নিলে যানচলাচল শুরু হয়।
এর আগে রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রামগামী ওয়াগন ট্রেনের গার্ড ব্রেক সেতুতে লাইনচ্যুত হয়। এতে সেতুতে যানচলাচল বন্ধ হয়ে যায়। সেতুর দুই প্রান্তে শতশত যানবাহন আটকা পড়ে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
আরও পড়ুন: কালুরঘাট বেতার কেন্দ্রে যেতে মির্জা ফখরুলকে বাধা
রেলওয়ে পূর্বাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সেতু) আহসান জাবির জানান, চট্টগ্রাম-দোহাজারী এ রুটে দোহাজারী পিকিং পাওয়ার প্ল্যান্ট বিদ্যুৎ কেন্দ্রের ফার্নেস তেলবাহী ওয়াগন ট্রেন চলাচল করে। শুক্রবার দোহাজারী পিকিং পাওয়ার প্ল্যান্টে ফার্নেস তেল খালাস করে ফেরার পথে একটি গার্ড ব্রেক লাইনচ্যুত হয়। ওয়াগন ট্রেনের গার্ড ব্রেকটি লাইনচ্যুত হয়ে সেতুতে আটকা পড়েছিল। নগরীর পাহাড়তলী থেকে আসা উদ্ধারকারী ক্রেন লাইনচ্যুত গার্ড ব্রেকটি সরিয়ে নিলে রাত দেড়টার পর থেকে যানচলাচল শুরু হয়েছে।
আরও পড়ুন: কালুরঘাট নতুন সেতু: ক্ষোভ আর হতাশা নিয়ে চলে গেলেন এমপি বাদল
এর আগে বৃহস্পতিবার রাত ১০টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত সেতু বন্ধ রেখে সেতুটি সংস্কার করে রেলওয়ে কর্তৃপক্ষ।
২ বছর আগে