পাঁচ দিন
পাঁচ দিনেও চালু হয়নি দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট
পাঁচ দিনেও চালু হয়নি ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট।
রবিবার ঘূর্ণিঝড় রিমালের কারণে ৭ নম্বর ফেরিঘাট সংযোগ সড়কের মাথা ধসে তলিয়ে র্যামসহ পন্টুনটি ক্ষতিগ্রস্ত হয়।
এ কারণেই রবিবার থেকে ঘাটটি এখনো বন্ধ রয়েছে।
আরও পড়ুন: মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে স্বস্তির ঈদ যাত্রা
ফেরিঘাট সংযোগ সড়ক বা ঘাট তদারকির দায়িত্ব বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এবং র্যামসহ পন্টুনের দায়িত্ব বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি)।
শুক্রবার (৩১ মে) সকালে দৌলতদিয়ার ৭ নম্বর ঘাটে দেখা যায়, বিআইডব্লিউটিএর তিন থেকে চারজন শ্রমিক ইটের আদলা বস্তা ভর্তি করে সংযোগ সড়কের মাথায় ফেলছেন। ক্ষতিগ্রস্ত পন্টুন এক পাশে কাত হয়ে আছে। ফলে ঘাট দিয়ে কোনো যানবাহন পারাপার করা যাচ্ছে না। ৩ ও ৪ নম্বর ঘাট দিয়ে ফেরিতে গাড়ি উঠানামা করছে। দৌলতদিয়ার ৭টির মধ্যে মাত্র দুটি ঘাট চালু থাকায় যানবাহন পারাপার কিছুটা ব্যাহত হচ্ছে।
বিআইডব্লিউটিএর দাবি, পন্টুনটি সরিয়ে ফেলা হলে তিন দিনের মধ্যে ঘাটটি সম্পূর্ণ প্রস্তুত করা সম্ভব। বর্তমানে ৩ ও ৪ নম্বর এই দুটি ঘাট দিয়ে যানবাহন পারাপার করছে।
অপেক্ষমাণ ঢাকাগামী জামান পরিবহনের দৌলতদিয়া ঘাট তত্বাবধায়ক মনির হোসেন বলেন, আগে যখন অনেক গাড়ির চাপ ছিল তখন সব সময় চার থেকে পাঁচটি ঘাট চালু থাকত। এখন আগের মতো গাড়ির চাপ না থাকলেও নিয়মিত অন্তত তিনটি ঘাট সচল থাকা দরকার। সেখানে মাত্র দুটি ঘাট সচল রয়েছে। যে কারণে দূরপাল্লার যাত্রীবাহী পরিবহনসহ অন্যান্য গাড়ি নদী পাড়ি দিতে ঘাটে এসে অপেক্ষা করতে হয়।
স্থানীয় হোটেল ব্যবসায়ী খোরশেদ মন্ডল বলেন, ঘূর্ণিঝড়ের আগের দিন রাতে ঘাট বন্ধ হয়। এরপর থেকে এখন পর্যন্ত চালু না হওয়ায় আমরা বেকার বসে আছি। গাড়ি বা যাত্রী পারাপার না হওয়ায় কোনো দোকানে বেচাকেনা নেই। যে কারণে ঘাটের প্রায় ২০টি দোকানের সবাই বেকার বসে আছি।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাহ উদ্দিন বলেন, ঘূর্ণিঝড়ে ৭ নম্বর ঘাটের সংযোগ সড়কসহ পন্টুন ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা বিআইডব্লিউটিএকে ঘাটটি দ্রুত প্রস্তুত করে দিতে অনুরোধ করেছি। ঘাট প্রস্তুত হলেই যানবাহন পারাপার শুরু হবে। তবে আমাদের পন্টুন সরাতে কিছু সময় লাগছে।
বিআইডব্লিউটিএর দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী মো. সহিদুল ইসলাম বলেন, আমরা ইটের আদলা ও বালুভর্তি জিওব্যাগ ফেলে সংযোগ সড়ক অনেকটা প্রস্তুত করেছি। পন্টুনটি না সরানোর কারণে অবশিষ্ট কাজ করতে বিলম্ব হচ্ছে। বিআইডব্লিউটিসি তাদের পন্টুনটি সরিয়ে ফেললে মাত্র তিন দিনের মধ্যে আমরা ঘাটটি প্রস্তুত করতে পারব।
আরও পড়ুন: পাটুরিয়া ফেরিঘাট এলাকায় যানবাহন নিয়ে ফেরিডুবি, চালক নিখোঁজ
মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে ট্রাকচাপায় পথচারী নিহত
৫ মাস আগে
ঢাকায় বিমস্টেকের পাঁচ দিনব্যাপী ফ্যাকাল্টি এক্সচেঞ্জ প্রোগ্রাম উদ্বোধন
বিমসটেকের সদস্যভুক্ত দেশগুলোর ফরেন সার্ভিস একাডেমির অংশগ্রহণে প্রথমবারের মতো পাঁচ দিনব্যাপী ফ্যাকাল্টিজ এক্সচেঞ্জ প্রোগ্রাম ঢাকায় শুরু হয়েছে।
রবিবার ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে এ প্রোগ্রাম শুরু হয়েছে।
আরও পড়ুন: বিমস্টেক সম্মেলনে যোগ দিতে নেপালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা দেন- ফরেন সার্ভিস একাডেমির রেক্টর রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস, বিমসটেক সচিবালয়ের পরিচালক মাহিশিনি কোলন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্ক ও বিমসটেক উইংয়ের মহাপরিচালক রাষ্ট্রদূত আবদুল মোতালেব সরকার।
বিমসটেকের সাতটি দেশের ফরেন সার্ভিস একাডেমির ১৩ জন ফ্যাকাল্টি এ প্রোগ্রামে অংশ নিচ্ছেন।
৩ থেকে ৭ মার্চ এই পাঁচ দিনব্যাপী প্রোগ্রামে বিমস্টেকের সদস্যভুক্ত দেশগুলোর ফরেন সার্ভিস প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে প্রস্তাব উপস্থাপন করা হবে।
২০২২ সালের মার্চে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনে সদস্য দেশগুলোর মধ্যে সই হওয়া সমঝোতা স্মারকের আলোকে প্রথমবারের মতো এ ধরনের কর্মসূচি আয়োজন করা হলো।
সমঝোতা স্মারকের আওতায় সদস্য দেশগুলোর ফরেন সার্ভিস একাডেমিগুলোর প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে দেশগুলোর কর্মকর্তাদের অংশগ্রহণে শর্ট কোর্স আয়োজনসহ সামগ্রিক সহযোগিতা বৃদ্ধিতে দেশগুলো কাজ করবে।
আরও পড়ুন: বিমস্টেক সম্মেলন: ৫০ বিলিয়ন ডলারের প্রকল্পগুলোতে ঐক্যমত পররাষ্ট্রমন্ত্রীদের
বিমস্টেক সম্মেলন: ৫০ বিলিয়ন ডলারের প্রকল্পগুলোতে ঐক্যমত পররাষ্ট্রমন্ত্রীদের
৮ মাস আগে
পাঁচ দিনেও খালাস হয়নি আমদানি করা ৯০ টন পেঁয়াজ
বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা ৯০ টন পেঁয়াজ পাঁচ দিনেও খালাস হয়নি। ফলে অধিকাংশ পেঁয়াজে পচন ধরতে শুরু করেছে।
গত ৫ ডিসেম্বর বেনাপোল বন্দর দিয়ে ৩টি ট্রাকে করে ৯০ টন পেঁয়াজ আমদানি করে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ(টিসিবি)। কিন্ত গত পাঁচ দিনেও খালাস হয়নি পেঁয়াজের চালানটি। ফলে পেঁয়াজগুলো নষ্ট হওয়ার আশঙ্কা করছে বন্দর কর্তৃপক্ষ।
আরও পড়ুন: ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের পর খুলনায় দাম বেড়েছে ৬০ টাকা
বেনাপোলের কোয়ারেন্টাইন উদ্ভিদ নিরীক্ষক কর্মকর্তা হেমন্ত কুমার সরকার জানান, ভারত থেকে টিসিবির আমদানি করা পেঁয়াজের ট্রাকগুলো বেনাপোল স্থলবন্দরে চার দিন আগে আসে। গাড়িতে ৯০ টন পেঁয়াজ রয়েছে।
পেঁয়াজ নিয়ে আসা ভারতীয় ট্রাক ড্রাইভার সন্তোস মণ্ডল বলেন, পেঁয়াজের ট্রাক নিয়ে গত পাঁচ দিন ধরে বেনাপোল বন্দরে এসে বসে আছি। পেঁয়াজগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কেউ আনলোড করতে আসছে না। কবে নাগাদ খালাস হবে সেটাও জানতে পারছি না, খালাসের জন্য কোনো আমদানিকারকের সঙ্গে যোগাযোগ করতে পারছি না। পণ্য চালানটি খালাসের দায়িত্বে আছে কনফিডেন্স এন্টারপ্রাইজ নামে একজন সিঅ্যান্ডএফ এজেন্ট।
বেনাপোল বন্দরের পরিচালক রেজাউল করিম জানান, গত পাঁচ দিন আগে থেকে বন্দরে টিসিবির ৯০ টন পেঁয়াজ আমদানি হয়ে বন্দরে পড়ে আছে। পেঁয়াজের চালান খালাস না হওয়ায় তা নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে আড়তে ঝুলছে ‘পেঁয়াজ নাই’ লেখা বোর্ড
হিলি স্থলবন্দরের মোকামে ঘণ্টায় ঘণ্টায় বাড়ছে পেঁয়াজের দাম
১১ মাস আগে
সিরাজগঞ্জে ৫ দিন ধরে নিখোঁজ মাদরাসা ছাত্র
সিরাজগঞ্জে পাঁচ দিন ধরে নিখোঁজ মাদরাসা ছাত্র ইয়াসিন মোল্লা। মঙ্গলবার (৯ মে) বিকালে মাদরাসা থেকে জানানো হয় যে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
ইয়াসিন মোল্লা (১২) বেলকুচি উপজেলার বড়ধুল গ্রামের আব্দুল আজিজ মোল্লার ছেলে ও উপজেলার শেরনগর শাহী মাদরাসার ছাত্র। ইয়াসিন মোল্লা কোরআনের হাফেজ।
আরও পড়ুন: সিরাজগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগ, অবশেষে থানায় মামলা
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঈদের ছুটি শেষে ওই মাদরাসায় চলে যায় হাফেজ ইয়াসিন। এর মধ্যে একবার সে বাড়িতে আসে এবং আবার মাদরাসায় চলে যায়।
মঙ্গলবার বিকালে মাদরাসা থেকে জানানো হয় ইয়াসিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাকে অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধ্যান পাওয়া যায়নি।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলছেন, এ বিষয়ে এখনও থানায় অবহিত করা হয়নি। তবে বিষয়টি জানানো হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: পটুয়াখালীতে ট্রলারডুবি: বরসহ এখনও নিখোঁজ ৪
তেঁতুলিয়া নদীতে ট্রলারডুবে নিহত ১, নিখোঁজ ৪
১ বছর আগে