যুক্তরাষ্ট্র-ইউরোপ
নাগরিকদের মানবাধিকার রক্ষায় যুক্তরাষ্ট্র-ইউরোপকে আরও কাজ করতে হবে: হাছান মাহমুদ
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপসহ সব দেশের মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে একযোগে কাজ করা প্রয়োজন।
তিনি বলেন, 'দেখুন, বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি অনেক ভালো। মানবাধিকারের ক্ষেত্রে কোনো দেশই নিখুঁত নয়।’
শুক্রবার (১০ মে) ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
যুক্তরাষ্ট্রে যা ঘটছে তার উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে বিক্ষোভকারীরা পুলিশি বর্বরতার শিকার হয় না, যেমনটা যুক্তরাষ্ট্রের কলেজ ক্যাম্পাসে ছাত্র বিক্ষোভে পুলিশের ভূমিকা দেখা যায়। সেখানে আড়াই হাজার শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: ৫ দেশ সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর সংবাদ সম্মেলন
তিনি বলেন, ‘আমরা টেলিভিশনে নৃশংসতা দেখছি, এমনকি শিক্ষকরাও রেহাই পাননি।’বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে এ ধরনের চিত্র দেখা যায় না।
তিনি বলেন, সামরিক শাসন, আইয়ুব খান, ইয়াহিয়া খান, জিয়াউর রহমান ও এইচ এম এরশাদের শাসনামলে এমনটা দেখা গেছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা মানবাধিকার ফ্রন্টে উন্নয়ন অংশীদারদের সঙ্গে কাজ করতে চান এবং যুক্তরাষ্ট্র ও ইউরোপে মানবাধিকার সুরক্ষিত দেখতে চান।
এর আগে বুধবার যুক্তরাষ্ট্রের ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের ওপর নৃশংসতার কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, হিরো আলমকে বাংলাদেশে ঘুষি মারার পর যারা বিবৃতি দিয়েছিল তাদের নৃশংসতার প্রতিক্রিয়া তিনি জানতে ইচ্ছুক।
তিনি বলেন, ‘আমাদের দেশে মেয়র প্রার্থীকে ঘুষি মারার জন্য বিবৃতি দেওয়া হয়। হিরো আলমকে ঘুষি মারলে বিবৃতি দেওয়া হয়, চরমোনাই পীরের ভাইকে ঘুষি মারলে বিবৃতিও দেওয়া হয়।’
হাছান মাহমুদ বলেন, যুক্তরাষ্ট্রে যারা প্রতিবাদ করছেন তাদের কীভাবে নির্মমভাবে দমন করা হচ্ছে তা দেখে তিনি অবাক হয়েছেন।
সম্প্রতি গাম্বিয়ার বানজুলে অনুষ্ঠিত ওআইসি সম্মেলনে অংশগ্রহণকালে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান অবিলম্বে ফিলিস্তিনে সংঘাত বন্ধ, মানবিক প্রবেশাধিকার নিশ্চিত করা এবং যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনার আহ্বান জানান।
'টেকসই উন্নয়নের জন্য সংলাপের মাধ্যমে ঐক্য ও সংহতি জোরদার' শীর্ষক ১৫তম ইসলামিক শীর্ষ সম্মেলনে তিনি বলেন, ‘গাজা সংকট অবসানে আমাদের বহুমুখী আন্তর্জাতিক প্ল্যাটফর্মে যুক্ত হওয়া উচিত।’
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বিক্ষোভ দমনে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার সমালোচনা পররাষ্ট্রমন্ত্রীর
'ফিলিস্তিন রাষ্ট্রের পরিস্থিতি' তদন্তের জন্য আরও কয়েকটি দেশের সঙ্গে বাংলাদেশও আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) অনুরোধ করেছে।
এর আগে শনিবার বিকালে বাংলাদেশের পক্ষ থেকে ছয়টি সুনির্দিষ্ট পরামর্শ তুলে ধরে হাছান মাহমুদ বলেন, 'গাজায় চলমান সংঘাতের স্থায়ী অবসান এবং মানুষ যাতে তাদের নিজ ভূমিতে শান্তিপূর্ণভাবে বসবাস শুরু করতে পারে সেজন্য ইসরায়েলের জবাবদিহি ও তাদের শাস্তি বাধ্যতামূলক।’
বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূতের মনোনয়নের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তারা নামটি অনেক আগেই পেয়েছেন।
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে বেইজিংয়ে ডেপুটি চিফ অব মিশন ডেভিড স্লেটন মিলকে মনোনয়ন দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।
চূড়ান্ত অনুমোদনের জন্য এই মনোনয়ন সিনেটে পাঠানো হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।
ঢাকায় বর্তমান মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের মেয়াদ শিগগিরই শেষ হবে।
উপজেলা পরিষদ নির্বাচন প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি নির্বাচন বর্জনের ডাক দিলেও ৩৫ শতাংশ ভোট পড়েছে।
তিনি বলেন, ‘এটি ভালো উপস্থিতি। আমি বলব না যে খুব ভালো হয়েছে। কোনো সহিংসতা হয়নি। আশা করছি দ্বিতীয় ধাপের নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়বে।’
আরও পড়ুন: বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হতে যাচ্ছেন ডেভিড স্লেটন মিল
৬ মাস আগে