গ্রেপ্তার বাণিজ্য
‘গ্রেপ্তার বাণিজ্যের’ বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ঘোষণা ডিএমপির
সহকর্মীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকার বলেছেন, কোনো পুলিশ সদস্য যদি ‘গ্রেপ্তার বাণিজ্যের’ দায়ে দোষী সাব্যস্ত হন, তাহলে তাকে সর্বোচ্চ শাস্তি ভোগ করতে হবে।
তিনি বলেন, ‘যেদিন থেকে ব্লক রেইডের নির্দেশ দেওয়া হয়েছে, সেদিন থেকেই গ্রেপ্তার বাণিজ্য বিষয়ে সবাইকে সতর্ক করা হয়েছে।’
মঙ্গলবার (৩০ জুলাই) ডিএমপি সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
গ্রেপ্তার বাণিজ্য হলো এক প্রকার দুর্নীতি, যেখানে টাকার বিনিময়ে কাউকে গ্রেপ্তার কিংবা ছেড়ে দেয় পুলিশ।
বিপ্লব কুমার বলেন, ‘এ ধরনের (গ্রেপ্তার বাণিজ্য) অভিযোগ পেলে শুধু দায়ী পুলিশ সদস্যকে প্রত্যাহারই করা হবে না, তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে।’
সাম্প্রতিক সহিংসতা চলাকালে গোলাগুলির ভিডিও ফুটেজ নিয়ে পুলিশ বিব্রত কি না- এমন প্রশ্নের জবাবে ডিএমপির যুগ্ম কমিশনার বলেন, ‘প্রতিটি ঘটনার বিচার করতে হবে। যদি আমাদের কোনো সদস্য গুলি করে থাকেন, তবে তিনি যে প্রেক্ষাপটে গুলি করেছেন তা পর্যালোচনা করা হবে। প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা হবে। যাতে পুলিশ পক্ষপাতদুষ্ট- এমন প্রশ্ন না ওঠে।’
আরও পড়ুন: কোটা সংস্কার আন্দোলনের ১৫ দিনে ঢাকায় গ্রেপ্তার ২৫৩৬: ডিএমপি
সাধারণ শিক্ষার্থীদের আটকের বিষয়ে জানতে চাইলে পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘সাধারণ শিক্ষার্থী, জনগণ ও নিরীহ মানুষকে গ্রেপ্তারের কোনো সুযোগ নেই।’
‘ব্লক অভিযানে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের মোতায়েন করা হয়েছে, যাতে নিরীহ মানুষ পুলিশের দ্বারা হয়রানির শিকার না হয়। তাই বলে অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়ারও সুযোগ নেই।’
তিনি বলেন, মেট্রোরেল, সেতু ভবন, টোল প্লাজায় হামলাকারী এবং জামায়াত-শিবির সিন্ডিকেট ও বিএনপির অপরাধীদের টার্গেট করে শনাক্ত করেছে পুলিশ। ভিডিও ও সিসিটিভি ফুটেজ ব্যবহার করে এসব কাজ করা হচ্ছে।
তিনি জানান, ঢাকা মহানগরীতে সাম্প্রতিক সহিংসতায় এ পর্যন্ত ৫০টি থানায় ২৬৮টি মামলা হয়েছে। এসব মামলায় গ্রেপ্তার করা হয়েছে মোট ২ হাজার ৮৫০ জনকে।
আইনশৃংখলা রক্ষায় পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করবে এবং ডিএমপি কমিশনার তা মনিটরিং করবেন বলেও এসময় আশ্বাস দেন তিনি।
আরও পড়ুন: সাম্প্রতিক সহিংসতায় আরও ১৪ মামলা দায়ের, গ্রেপ্তার ২৪৩: ডিএমপি
৪ মাস আগে