ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের চুনকুটিয়ায় রূপালী ব্যাংকের একটি শাখায় একদল ডাকাতকে ঘিরে রেখেছে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ ব্যাংকের শাখা ঘিরে ফেলে ডাকাতদের আত্মসমর্পণের আহ্বান জানাচ্ছে।
আরও পড়ুন: কেরাণীগঞ্জে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, দুপুর ২টার দিকে ডাকাতরা গ্রাহকের ছদ্মবেশে ব্যাংকে ঢুকে অস্ত্রের মুখে ব্যাংক কর্মকর্তাদের জিম্মি করে।
পরিস্থিতি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা ডাকাতদের ব্যাংকের ভিতরে তালাবদ্ধ করে জাতীয় জরুরি নম্বর ৯৯৯-এ যোগাযোগ করেন।