বিধানসভা
উত্তর প্রদেশে এগিয়ে মোদির বিজেপি
ভারতের বৃহত্তম রাজ্য উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বড় ব্যবধানে এগিয়েছে রয়েছে। এই নির্বাচনকে ২০২৪ সালের সাধারণ নির্বাচনের আগে সেমিফাইনাল হিসাবে মনে করা হচ্ছে।
প্রাথমিক হিসাবে দেখা গেছে, সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের নেতৃত্বে রাজ্যের প্রধান বিরোধী সমাজবাদী পার্টির চেয়ে যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন বিজেপি অনেক এগিয়ে।
বিধানসভায় ৪০৩ আসনের মধ্যে বিজেপি ২২০টিরও বেশি আসনে এগিয়ে রয়েছে।
চূড়ান্ত ফলাফল আজই ঘোষণার কথা রয়েছে।
এর আগে করোনার বিধিনিষেধ মেনে উত্তরপ্রদেশে সাত দফায় ভোটগ্রহণ হয়েছে।
উত্তরপ্রদেশে জয় প্রধানমন্ত্রী মোদির তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার জন্য একটি বড় উপলক্ষ হতে পারে। ২০২৪ সালে দেশটিতে সাধারণ নির্বাচন হওয়ার কথা।
আরও পড়ুন: ভারতের উত্তর প্রদেশে ভোটগ্রহণ শুরু
২ বছর আগে
মহামারির মধ্যে ভারতের ৫ রাজ্যে নির্বাচন
করোনাভাইরাস মহামারির তৃতীয় ঢেউয়ে টালমাটাল অবস্থার মধ্যেই উত্তর প্রদেশসহ ভারতের রাজনীতিতে গুরুত্বপূর্ণ পাঁচটি রাজ্যে আগামী মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে।
শনিবার দেশটির নির্বাচন কমিশন উত্তর ভারতের উত্তর প্রদেশ, পাঞ্জাব ও উত্তরাখণ্ড, পশ্চিমে গোয়া এবং উত্তর-পূর্বে মণিপুরে বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা করেছে।
ঘোষণায় বলা হয়েছে, উত্তরপ্রদেশে আগামী ১০ ফেব্রুয়ারি থেকে সাত দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে৷ পাঞ্জাব, গোয়া ও উত্তরাখণ্ড ১৪ ফেব্রুয়ারি এবং মণিপুরে যথাক্রমে ২৭ ফেব্রুয়ারি ও ৩ মার্চ দুই দফা ভোট হবে। নির্বাচনের ফলাফল ঘোষিত হবে আগামী ১০ মার্চ।
দেশটিতে করোনা আক্রান্তের হার উদ্বেগজনকভাবে বৃদ্ধি সত্ত্বেও নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র বলেন, গণতান্ত্রিক শাসন বজায় রাখার লক্ষ্যেই, সময়মত নির্বাচন অনুষ্ঠিত করা হবে।
তবে প্রথমবারের মতো ভারতের শীর্ষ নির্বাচনী সংস্থা ১৫ জানুয়ারি পর্যন্ত নির্বাচনী প্রচারে স্থগিতাদেশ ঘোষণা করেছে। এরপরেও শুধুমাত্র সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত নির্বাচনী প্রচার করা যাবে। একই সঙ্গে সব রাজনৈতিক দলকে ডিজিটাল মাধ্যমে প্রচারণা চালানোর আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টি এই পাঁচটি রাজ্যের মধ্যে চারটিতে ক্ষমতায় রয়েছে, অন্যদিকে দেশের প্রধান বিরোধী কংগ্রেস পাঞ্জাবের ক্ষমতায় রয়েছে।
আরও পড়ুন: ভারতে একদিনে করোনা আক্রান্ত ৯১ হাজার, মৃত্যু ৩ শতাধিক
৪০৩ টি বিধানসভা আসন সহ উত্তরপ্রদেশ ভারতীয় জনতা পার্টির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ রাজধানী দিল্লি লখনউয়ের অংশ হিসেবে থাকায় যে দলটি এই রাজ্যে জয়ী হয় তাদের পরবর্তী ফেডারেল সরকার গঠনের সুযোগ থাকে৷
অন্যদিকে, উত্তরপ্রদেশে একটি জয় প্রধানমন্ত্রীকে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার অর্ধেক এগিয়ে রাখবে।
এমন দিনে বিধানসভা নির্বাচনের ঘোষণা করা হলো যেদিন দেশটিতে ২৪ ঘন্টায় প্রায় ১ দশমিক ৪২ লাখ নতুন রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে তিন হাজার সাত জন ওমিক্রনে আক্রান্ত।
মাত্র একদিন আগে, কেন্দ্রীয় সরকার আন্তর্জাতিক যাত্রীদের জন্য সাত দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করে নতুন কোভিড বিধি দিয়েছে।
এদিকে, তিন দিন আগে ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানের উদয়পুর শহরে প্রথম ওমিক্রনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
আরও পড়ুন: ভারতে ওমিক্রনে প্রথম মৃত্যু
সৌরভ গাঙ্গুলির পর তার মেয়েও করোনায় আক্রান্ত
২ বছর আগে
উপনির্বাচনে জয়ের পথে মমতা
পশ্চিমবঙ্গের বিধানসভা উপনির্বাচনে জয়ী হতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ আসনে তিনি ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির প্রার্থীর চেয়ে অনেক ভোটে এগিয়ে আছেন।
ভারতের নির্বাচন কমিশন জানিয়েছে, ৬৬ বছর বয়সী এই রাজনীতিবিদ রাজ্যের রাজধানী কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ৩০ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন।
এই আসনের উপনির্বাচনে জয় পেলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় স্বপদে বহাল থাকতে পারবেন।
এর আগে এপ্রিল-মে মাসের পশ্চিমঙ্গের বিধানসভার নির্বাচনে মমতার দল তৃণমূল কংগ্রেস ২৯২টি আসনের মধ্যে ২১৩টি আসনে জয়লাভ করে ক্ষমতায় আসে। তবে মমতা তার নিজের আসনে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে প্রায় ২ হাজার ভোটে পরাজিত হন।
পড়ুন: মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মমতা
হেরে গেলেও সংবিধান মেনে তৃণমূল কংগ্রেস তাকে মুখ্যমন্ত্রী করে। সাংবিধানিক নিয়ম অনুযায়ী ছয় মাসের মধ্যে রাজ্যের যেকোনো একটি বিধানসভার আসন থেকে জিতে আসতে হয়।
মমতাকে ভবানীপুর আসন থেকে জেতানোর লক্ষ্যে সেখানকার নির্বাচিত তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায় পদত্যাগ করেন। এতে ভবানীপুর আসনটি শূন্য হয়। সেই আসনের উপনির্বাচনে লড়েন মমতা। ৩০ সেপ্টেম্বর উপনির্বাচনে ভোটগ্রহণ হয়। গণনা শেষে আজই ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন।
পড়ুন: বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়
মোদির সাবেক মন্ত্রী বাবুল এখন মমতার দলে!
৩ বছর আগে
নয়াদিল্লির বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে হারছে মোদির দল
ভারতের রাজধানী নয়াদিল্লির বিধানসভা নির্বাচনে আঞ্চলিক দল আম আদমি পার্টির (এএপি) কাছে বড় ব্যবধানে হারতে যাচ্ছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দু জাতীয়তাবাদী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
৪ বছর আগে