পশ্চিমবঙ্গের বিধানসভা উপনির্বাচনে জয়ী হতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ আসনে তিনি ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির প্রার্থীর চেয়ে অনেক ভোটে এগিয়ে আছেন।
ভারতের নির্বাচন কমিশন জানিয়েছে, ৬৬ বছর বয়সী এই রাজনীতিবিদ রাজ্যের রাজধানী কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ৩০ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন।
এই আসনের উপনির্বাচনে জয় পেলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় স্বপদে বহাল থাকতে পারবেন।
এর আগে এপ্রিল-মে মাসের পশ্চিমঙ্গের বিধানসভার নির্বাচনে মমতার দল তৃণমূল কংগ্রেস ২৯২টি আসনের মধ্যে ২১৩টি আসনে জয়লাভ করে ক্ষমতায় আসে। তবে মমতা তার নিজের আসনে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে প্রায় ২ হাজার ভোটে পরাজিত হন।
পড়ুন: মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মমতা
হেরে গেলেও সংবিধান মেনে তৃণমূল কংগ্রেস তাকে মুখ্যমন্ত্রী করে। সাংবিধানিক নিয়ম অনুযায়ী ছয় মাসের মধ্যে রাজ্যের যেকোনো একটি বিধানসভার আসন থেকে জিতে আসতে হয়।
মমতাকে ভবানীপুর আসন থেকে জেতানোর লক্ষ্যে সেখানকার নির্বাচিত তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায় পদত্যাগ করেন। এতে ভবানীপুর আসনটি শূন্য হয়। সেই আসনের উপনির্বাচনে লড়েন মমতা। ৩০ সেপ্টেম্বর উপনির্বাচনে ভোটগ্রহণ হয়। গণনা শেষে আজই ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন।
পড়ুন: বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়