হাসপাতালে নতুন ভর্তি
ফরিদপুরে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২৫
গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ২৫ রোগী।
ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তির নাম বিপ্লব (১৭)। তার বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলাতে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ১ নভেম্বর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. সাজেদা বেগম জানান, ডেঙ্গু আক্রান্ত হয়ে ফরিদপুরে এ পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে এসেছেন ১০১৭ জন। এরমধ্যে সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন ৯২৩ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ১০৩ জন।
আরও পড়ুন: দেশে ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, আক্রান্ত ৯৬৬
ফরিদপুরের স্বাস্থ্য কর্মকর্তা আরও বলেন, ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিরা মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি হয়। তবে তারা সঠিক সময়ে চিকিৎসা নিলে হয়তো প্রাণহানি এড়ানো যেত।
সিভিল সার্জন আরও বলেন, কোনো রোগীর মধ্যে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা গেলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
ডেঙ্গু প্রতিরোধে ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা জানিয়েছেন, ‘সরকারের স্বাস্থ্য বিভাগের নির্দেশ অনুযায়ী জেলার প্রত্যেকটি ইউনিয়ন, উপজেলা পরিষদ, পৌরসভার দায়িত্বপ্রাপ্তদের নির্দেশনা দিয়েছি ডেঙ্গু প্রতিরোধে সরকারিদের নির্দেশনা রয়েছে সেটি মেনে চলার। পাশাপাশি মানুষকে সচেতন করতে মাইকিং এবং লিফলেট বিতরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, এর বাইরেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সচেতনতা বাড়াতে সভা ও সেমিনার করা হচ্ছে।
আরও পড়ুন: চলতি বছরে ডেঙ্গুতে ৩০০ জনের মৃত্যু
১ মাস আগে