ওডিআই
বাংলাদেশ বনাম আফগানিস্তান ওডিআই ২০২৩ ম্যাচ কোথায় দেখবেন: টিভি চ্যানেল ও লাইভ স্ট্রিমিং, সম্ভাব্য একাদশ
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হাশমতউল্লাহ শাহিদির আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ।
বাংলাদেশ বনাম আফগানিস্তান ওয়ানডে ২০২৩ ম্যাচ টিভি চ্যানেল এবং লাইভ স্ট্রিমিং কোথায় দেখতে পারবেন সে সম্পর্কে এখানে বিস্তারিত রয়েছে।
বাংলাদেশ বনাম আফগানিস্তান ওয়ানডে ২০২৩ লাইভ: কোথায় দেখা যাবে বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ
আরও পড়ুন: আফগানিস্তান সিরিজের উদ্বোধনী ম্যাচে ফিটনেস নিয়ে শঙ্কা থাকা সত্ত্বেও খেলতে বদ্ধপরিকর তামিম
বাংলাদেশ
বাংলাদেশ বনাম আফগানিস্তান ওয়ানডে সিরিজের সরাসরি সম্প্রচার গাজী টিভি এবং টি-স্পোর্টসে পাওয়া যাবে।
টফিতে বাংলাদেশ-আফগানিস্তান ক্রিকেট সিরিজ সরাসরি সম্প্রচার করা হবে
বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ
বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার সকল ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে দেশের জনপ্রিয় ডিজিটাল বিনোদন অ্যাপ টফিতে।
র্যাবিটহোল অ্যাপে বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্ট্রিমিং
বাংলাদেশ বনাম আফগানিস্তান প্রথম ওয়ানডে ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে র্যাবিটহোল অ্যাপে।
ভারত
আরও পড়ুন: বিশ্বকাপে প্রতিটি ম্যাচই কঠিন: তামিম ইকবাল
বাংলাদেশ-আফগানিস্তান ওডিআই সিরিজটি ফ্যানকোড অ্যাপ এবং ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার করা হবে, তবে ভারতের কোনো টিভি চ্যানেলে সিরিজটির সরাসরি সম্প্রচার করা হবে না।
আফগানিস্তান
ওডিআই সিরিজটি আফগানিস্তানের আরটিএ স্পোর্টে দেখা যাবে।
ভারত ও আফগানিস্তানের বাইরে বিশ্বের বাকি ভক্তরা র্যাবিটহোলবিডি’র ইউটিউব চ্যানেলে ম্যাচটি দেখতে পারবেন।
এছাড়াও বিভিন্ন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ম্যাচটির লাইভ দেখাবে।
বাংলাদেশ বনাম আফগানিস্তান ওডিআই সম্ভাব্য একাদশ
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মোহাম্মদ নাইম, লিটন দাস (উইকেটরক্ষক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ-২০২৩ সূচি প্রকাশ: প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ
আফগানিস্তান একাদশ
রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, ফজলহক ফারুকী, সৈয়দ শিরজাদ/জিয়া উর রহমান।
১ বছর আগে
সাদা বলের সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে ইংল্যান্ড ক্রিকেট দল
২০১৬ সালের পর প্রথমবারের মতো বাংলাদেশ সফরে শুক্রবার সকালে ঢাকায় পৌঁছেছে ইংল্যান্ড পুরুষ ক্রিকেট দল।
মূলত ২০২১ সালের সেপ্টেম্বর ও অক্টোবরে নির্ধারিত এই সফরটি কোভিড-১৯ মহামারির কারণে স্থগিত করা হয়েছিল। এই সফরে তিনটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) এবং তিনটি টুয়েন্টি২০ আন্তর্জাতিক (টি-টোয়েন্টি) ম্যাচ ঢাকা ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।
ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার ২০২২ সালের ডিসেম্বরে বলেছিলেন যে তিনি বাংলাদেশে বিশ্ব চ্যাম্পিয়নদের নেতৃত্ব দেয়ার জন্য আগ্রহী, এমন একটি দেশ যেখানে তারা ২০১০ সালের পর থেকে কোনো ওয়ানডে সিরিজ জিততে পারেনি। তিনি স্বাগতিকদের কাছ থেকে একটি চ্যালেঞ্জিং প্রতিযোগিতা আশা করেন।
আগামী ১ মার্চ থেকে ঢাকায় শুরু হতে যাওয়া সিরিজের জন্য এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ দল। ওয়ানডে সিরিজে বাংলাদেশের নেতৃত্ব দেবেন তামিম ইকবাল। এরই মধ্যে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আরও পড়ুন: ‘অভিজ্ঞ’ চন্ডিকার লক্ষ্য খেলার নিজস্ব পরিকল্পনা করা
এই সিরিজে বাংলাদেশ দলের কোচের দায়িত্ব পালন করবেন চন্ডিকা হাথুরুসিংহে। রাসেল ডোমিঙ্গোর বিদায়ের পর দুই বছরের জন্য হাথুরুসিংহেকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয় বিসিবি। হাথুরুসিংহে ক্রিকেটের তিন ফরম্যাটের দায়িত্বে থাকবেন এবং দলের সঙ্গে তার ভালো কাজ চালিয়ে যাওয়ার আশায় বাংলাদেশে ফিরে আনন্দ প্রকাশ করেছেন।
আগামী ১ ও ৩ মার্চ ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম দুই ওয়ানডে এবং ৬ মার্চ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। সবগুলো ওয়ানডে শুরু হবে স্থানীয় সময় দুপুর আড়াইটায়।
আগামী ৯ মার্চ চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজ। ১২ ও ১৪ মার্চ ঢাকায় আরও দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সব ধরনের টি-টোয়েন্টি শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়।
আরও পড়ুন: বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব নিলেন চন্ডিকা হাথুরুসিংহে
১ বছর আগে
মুস্তাফিজ টেস্ট খেলা ছাড়তে না চাইলেও কমাতে চায়
বাংলাদেশের দলের পেসার মুস্তাফিজ জানিয়েছেন যে ‘লাল বল’ ক্রিকেটের ব্যাপারে তার প্রশ্ন আছে। তিনি মনে করে যে কেবল এক ফরম্যাটে বেশি খেললে তার বা খেলোয়াড়ের ক্রিকেট জীবন সীমিত হয়ে পড়বে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, এ নিয়ে তারা মুস্তাফিজের সাথে কথা বলতে চায়। বর্তমানে মুস্তাফিজ দিল্লি ক্যাপিটালসের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলছেন। ২০২১ সালে বিসিবি যখন বিভিন্ন ফরম্যাট ভিত্তিক চুক্তি করে প্লেয়ারদের সাথে তখন মুস্তাফিজ টেস্ট ক্রিকেট চুক্তি সই করতে রাজি হয়নি।
২
মুস্তাফিজ বলেছেন, ‘খেলার দুনিয়ায় টিকে থাকতে হলে শরীর ধরে রাখতে হবে। আর সেটা করতে কোন ফরম্যাটে কে কত সফল সেটা দেখতে হবে। রেকর্ড অনুযায়ী আমি টি-টোয়েন্টি ও ওডিআই খেলায় বেশি সফল। তাই ক্রিকেটে টিকে থাকতে আমাকে সঠিকভাবে দেখতে হবে। সারা বিশ্বে অনেকেই এখন এইভাবে নির্বাচন করে নিচ্ছে কোন ফরম্যাটে তাদের পোষায়, ক্রিকেট জীবন দীর্ঘায়িত করতে।’
পড়ুন: খালেদকে জরিমানা করল আইসিসি
৩
তিনি বলেন, এটা ঠিক না যে আমি খেললেই দল শক্তিশালী হবে কারণ চাপের কারণে খেলায প্রভাব পড়ে এবং খেলা খারাপ হয়। বরং সাদা ও লাল বলের জন্য আলাদা আলাদা বোলিং স্কোয়াড থাকা উচিত যাতে সব ফরম্যাটের খেলায় দল শক্তিশালী হয়। এতে সাফল্যের সম্ভাবনবা বেশি।
৪
২০১৫ সালে খেলার শুরুর পর মুস্তাফিজ ১৪টি টেস্ট খেলেছেন, যেখানে বাংলাদেশ এই সময়ে ৩৯ টেস্ট খেলেছে। তার অনুরোধের কারণেই তাকে টেস্ট দলের বাইরে রাখা হয় অতএব তার আগ্রহের অভাব বোঝাই যাচ্ছে। অনেকে অবশ্য তার টেস্ট খেলতে অপারগতার বিষয় নিয়ে ‘দেশ প্রেম’ প্রসঙ্গ আনেন কিন্তু এই যুক্তি খাটে না। ফিজ তো দেশের হয় খেলতে চান, শুধু টেস্ট খেলায় আগ্রহ কম।
পড়ুন: ক্যানসারের কাছে হার মানলেন ক্রিকেটার মোশাররফ
৫
গত ১০ বছরে ক্রিকেট দুনিয়ায় মৌলিক পরিবর্তন এসেছে বাণিজ্যকরণের কারণে। আজকের পেশাদারিত্বের পেছনে রয়েছে এর বাণিজ্যি সাফল্যIতাই খেলোয়াড়দের যেমন মান বেড়েছে, দর্শকদের আগ্রহ বেড়েছে তেমনি। টি-টোয়েন্টি হয়ে উঠেছে সবচেয়ে পেশাদার ও জনপ্রিয়প ফরম্যাটে। সারা পৃথিবীতে লিগ ফুটবল যেমন জনপ্রিয় তেমনি হচ্ছে ফ্রাঞ্চাইজি আর প্রিমিয়ার লিগ ক্রিকেট। ক্রমেই টেস্টে আগ্রহ হারাচ্ছে দর্শকরা যদিও এখনো এটাকে ফরম্যাটের মধ্যে ব্রাহ্মণ ভাবা হয়। অনেকের কাছে এটাই হলো কোন দেশের শ্ৰেষ্ঠত্ব মাপার নিরিখ। কিন্তু পাবলিকের আগ্রহ লাল বল ক্রিকেট। আজকের দুনিয়ায় পাঁচ দিন ধরে কারও পক্ষেই খেলা দেখা সম্ভব কি না সেটা সবার ভাবা দরকার।
৬
মুস্তাফিজের মতো আরও বহু ক্রিকেট খেলোয়াড় এই রকম সিদ্ধান্ত নিচ্ছে কারণ এটা তাদের ও পাবলিকের পছন্দ। পাঁচ দিন খেলায় দেহের ওপর ঝড় বয়ে যায়। আগে খেলা হতো অনেক কম যে কারেণে ক্রিকেটারদের ততোটা বিশ্রামের প্রয়োজন হতো না। এখন এই বাস্তবতা পাল্টেছে। সারাক্ষণ কোনো না কোনো জায়গায় ক্রিকেট চলছে। মুস্তাফিজের এই টেস্টের প্রতি কম আগ্রহ আর কর্তাদের চাপ তার ওপর প্রমাণ করে ক্রিকেট দুনিয়া আগের মতো নেই। অনেক কারণ মিলে তৈরি হয়েছে ক্রিকেটের নতুন দুনিয়া যাতে টেস্ট নয় টি-টোয়েন্টি ও ওডিআই প্রাধান্য বিস্তার করছে।
লেখক: এডিটর এট লার্জ, ইউএনবি
(প্রকাশিত মতামতের দায় লেখকের, ইউএনবির নয়)
পড়ুন: সমালোচনার মাঝে ইংল্যান্ডের টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন রুট
২ বছর আগে
বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজ ২০২২ সরাসরি দেখুন অনলাইনে
বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজ ২০২২ শুরুর মাহেন্দ্র ক্ষণটি দরজায় কড়া নাড়ছে। আর মাত্র কয়েকটা দিন! শত স্বপ্ন ও সম্ভাবনা নিয়ে আগামী ১৮ মার্চ শুক্রবার ব্যাটে-বলে যুদ্ধ গড়াতে যাচ্ছে রংধনু জাতির দেশ দক্ষিণ আফ্রিকার মাঠে। সিরিজ নিয়ে ইতোমধ্যে বাদানুবাদের পাশাপাশি পাল্লা দিয়ে পুরোদমে এগিয়ে যাচ্ছে খেলার প্রস্তুতি। বরাবরের মত গ্যালারি ভর্তি দর্শকদের সামনে হাজির হওয়ার আগে নিজের কাছে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন ব্যাট্সম্যান ও বোলাররা। দুটি দেশেরই তারকা খেলোয়ারদের দিকে এখন নিবদ্ধ বিশ্ব জোড়া হাজারো দৃষ্টি। চলুন জেনে নেয়া যাক বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজ ২০২২ খেলাগুলো অনলাইনে কোথায় দেখা যাবে।
এক নজরে বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজ ২০২২
তিনটি এক দিনের আন্তর্জাতিক (ওডিআই) ম্যাচ এবং পাঁচ দিনের দুটি টেস্ট ম্যাচ থাকছে এই সিরিজে। ১৮ মার্চে ওডিআই দিয়ে বাংলাদেশ সূচনা করবে তাদের দক্ষিণ আফ্রিকা সফর। ২২ এপ্রিলে টেস্ট ম্যাচের মাধ্যমে সর্বশেষ খেলার পর জানা যাবে এই পুরো সিরিজের চূড়ান্ত ফলাফল।
আরও পড়ুন: অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না: নিগার সুলতানা
বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা ২০২২ খেলাগুলোর সময়সূচী:
১ম ওডিআই হবে ১৮ মার্চ বিকাল ৫ টায় সুপারস্পোর্ট পার্ক,সেঞ্চুরিয়নে। ২য় ওডিআই অনুষ্ঠিত হবে ২০ মার্চ, দুপুর ২ টায়, ওয়ান্ডারার স্টেডিয়াম, জোহান্নেসবার্গে এবং ৩য় ওডিআই হবে ২৩ মার্চ,বিকাল ৫টায় সুপারস্পোর্ট পার্ক, সেঞ্চুরিয়ানে।
এছাড়া ১ম টেস্ট ৩১ মার্চ-৪ এপ্রিল, পর্যন্ত কিংসমিড, ডার্বানে অনুষ্ঠিত হবে। ৮ এপ্রিল-১২ এপ্রিল সেন্ট জর্জেস পার্ক, পোর্ট এলিজাবেথে ২য় টেস্ট অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: সব ফরম্যাটেই সাকিবের সঙ্গে নতুন চুক্তি ঘোষণা বিসিবির
বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজ ২০২২ অনলাইন স্ট্রিমিং
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ছাড়াও এই সিরিজের খেলাগুলো বাংলাদেশের দর্শকদের জন্য উন্মুক্ত করে দিচ্ছে গাজী টিভি (জিটিভি) ও তিতাস স্পোর্টস (টি-স্পোর্টস)। বাংলাদেশের এই বেসরকারি টিভি চ্যানেলে সরাসরি খেলাগুলো উপভোগ করতে পারবেন বাংলাদেশি ক্রিকেটপ্রেমীরা।
এছাড়া বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার এই ম্যাচগুলো দেখার সুযোগ থাকছে ভারতীয় চ্যানেল স্টার স্পোর্টসে।
যারা ডিজিটাল চ্যানেলে খেলা দেখতে আগ্রহী বিশেষত ডিজনি প্লাস হটস্টার ভক্তরা সরাসরি দেখতে পারবেন এই খেলাগুলো। গ্রাহকরা প্ল্যাটফর্মটির ওয়েবসাইট অথবা অ্যাপ থেকে একটি নির্দিষ্ট চার্জের মাধ্যমে অনায়াসেই উপভোগ করতে পারবেন সিরিজটি।
নিরবচ্ছিন্ন ইন্টারনেটের কল্যাণে চ্যানেলগুলোর এইচডি ভার্সনগুলোতে ব্যাটে-বলের লড়াই আরও নান্দনিক হয়ে উঠবে।
আরও পড়ুন: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশের মেয়ে
দক্ষিণ আফ্রিকা সফর ২০২২-এ বাংলাদেশ স্কোয়াড
ওডিআই স্কোয়াড
তামিম ইকবাল (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, আফিফ হোসেন, নাসুম আহমেদ, মেহেদি হাসান, ইয়াসির আলী চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ, মাহমুদুল হাসান জয়, এবাদত হোসেন ও শরিফুল ইসলাম।
টেস্ট স্কোয়াড
মোমিনুল হক (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, লিটন দাস, ইয়াসির আলী চৌধুরী, তাসকিন আহমেদ, মাহমুদুল হাসান জয়, মেহেদী হাসান, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, শাদমান ইসলাম, আবু জায়েদ, এবাদত হোসেন ও নুরুল হাসান।
আরও পড়ুন: অবশেষে দক্ষিণ আফ্রিকা সিরিজে যোগ দিচ্ছেন সাকিব
শেষাংশ
বছরের প্রথম কোয়ার্টারেই জয়-পরাজয়ের যথাযথ সংমিশ্রণে সমৃদ্ধ হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের প্রোফাইল। তন্মধ্যে বছরের শুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জয় এক বিশাল অর্জন। পাশাপাশি আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জয় ২০২২ এর শুভ সূচনার হাতছানি দেয়। সেই সূত্রে বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজ ২০২২ জয়ের লক্ষ্যেও রচিত হচ্ছে কোটি বাংলাদেশির প্রত্যাশার সাতকাহন।
২ বছর আগে
বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজে করোনার থাবা
বাংলাদেশের মাঠে বাঘ-সিংহের লড়াই শুরু হবার কথা রবিবার দুপুরে। অনেকদিন পর দেশের মাটিতে বাংলাদেশ ও শ্রীলঙ্কার একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ম্যাচ দেখার জন্য উদগ্রীব হয়ে আছে ক্রিকেট প্রেমীরা।
কিন্তু এরই মধ্যে সফররত ২ জন লঙ্কান খেলোয়াড় ও ১ কোচের করোনা শনাক্তের খবরে ওডিআই সিরিজের রথের চাকা থমকে গেছে।
আরও পড়ুন: খালেদ মাহমুদ করোনা পজিটিভ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা ইউএনবিকে জানান, লঙ্কান ক্রিকেটার ইসুরু উদানা, শিরান ফারনান্দো এবং লঙ্কান বোলিং কোচ চামিন্দা ভাসের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক বিসিবি কর্মকর্তা জানান, বিসিবি পরবর্তী করোনা টেস্টের রিপোর্টের জন্য অপেক্ষা করছে। ধারণা করা হচ্ছে, কয়েক ঘণ্টার মধ্যেই করোনা টেস্টের রিপোর্ট পাওয়া যাবে।
আরও পড়ুন: আইসিসি র্যাংকিং: নেতৃত্বে আছেন সাকিব, বাবর আর বোল্ট
করোনার থাবায় বর্তমানে অনিশ্চয়তার মধ্যে পড়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ। সিরিজটি চলবে নাকি স্থগিত হবে সে ব্যাপারে এখনো নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।
তবে এ ব্যাপারে কথা বলার জন্য বিসিবির কোনও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে পাওয়া যায়নি।
আরও পড়ুন: শ্রীলঙ্কা সিরিজের ২ ম্যাচের জন্য দল ঘোষণা, বাদ পড়লেন শান্ত
তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি আজ দুপুর ১টায় শুরু হবার কথা। সিরিজের দ্বিতীয় ম্যাচটি হবার কথা ২৫ মে এবং শেষ ও তৃতীয় ম্যাচটি ২৮ মে হবার কথা রয়েছে।
৩ বছর আগে
আইসিসি র্যাংকিং: নেতৃত্বে আছেন সাকিব, বাবর আর বোল্ট
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে (ওডিআই) ব্যাটিং, বোলিং এবং অলরাউন্ডার ক্যাটাগরিতে আইসিসির শীর্ষ স্থান দখল করেছে যথাক্রমে বাবর আজম, ট্রেন্ট বোল্ট এবং বাংলাদেশের সাকিব আল হাসান।
পাকিস্তানি অধিনায়ক বাবর আজম গত কয়েক বছরে ওডিআই ফরম্যাটে দারুণ খেললেও র্যাংকিং এর শীর্ষ স্থানটি নিজের দখলে নিতে পারছিলেন না। কিন্তু এবার ভিরাট কোহলিকে টোপকে শীর্ষ স্থান বাগিয়ে নিলেন এই ক্রিকেটার।
অন্যদিকে বোলিংয়ের ক্ষেত্রে কিউই বোলার ট্রেন্ট বোল্ট সেরা বোলারদের একজন। আর আইসিসি র্যাংকিং যথাযথ বিচারই করেছে তার নামের প্রতি।
আরও পড়ুন: শ্রীলঙ্কা সিরিজের ২ ম্যাচের জন্য দল ঘোষণা, বাদ পড়লেন শান্ত
অপরদিকে দীর্ঘ এক বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে এসে আবারও বিশ্বসেরা অলরাউন্ডারের তকমা নিজের দখলে নিলেন টাইগার সাকিব আল হাসান।
সাম্প্রতিক ওডিআই র্যাংকিং
ব্যাটিংয়ে ৮৬৫ স্কোর নিয়ে সেরার অবস্থানে আছেন পাকিস্তানের বাবর আজম। এরপরেই ৮৫৭ স্কোর নিয়ে ভিরাট কোহলি ও ৮২৫ স্কোর নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করেছেন ভারতীয় ক্রিকেটাররা। চতুর্থ ও পঞ্চম তালিকায় আছে যথাক্রেমে অস্ট্রেলিয়ান অ্যারন ফিঞ্চ এবং নিউজিল্যান্ডের রস টেইলর।
ব্যাটিংয়ে বাংলাদেশের মধ্যে সেরার অবস্থানে আছে মুশফিকুর রহিম।
আরও পড়ুন: সাকিব-মোস্তাফিজ ঢাকায়
বোলিংয়ের ক্ষেত্রে ৭২৭ স্কোর নিয়ে শীর্ষে আছেন কিউই পেসার ট্রেন্ট বোল্ট। এরপরের সেরা চারটি অবস্থানে আছে যথাক্রমে আফগানিস্তানের মুজিব-উর-রহমান, নিউজিল্যান্ডে ম্যাট হেনরি, ভারতের জাসপ্রিত বুমরাহ এবং বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ।
বাংলাদেশ থেকে ১৬তম অবস্থানে আছে সাকিব এবং ১৮তম অবস্থানে আছে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।
আরও পড়ুন: ওয়ানডে খেলতে ঢাকায় শ্রীলঙ্কা দল
অলরাউন্ডারদের তালিকার শীর্ষ স্থানকে আবারও নিজের নামেই লিখিয়েছেন সাকিব। তার স্কোর ৪০৮। এরপরে শীর্ষ চার অবস্থানে আছেন যথাক্রমে ইংল্যান্ডের বেন স্টোকস্, আফগানিস্তানের মোহাম্মদ নবী, ইংল্যান্ডে ক্রিস ওয়েক্স এবং আফগান তারকা রশীদ খান।
বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ এই তালিকার ২০ নাম্বারে অবস্থান করছেন।
৩ বছর আগে
তৃতীয় ওডিআই ম্যাচের জন্য দলে ফিরলেন সৌম্য
সফরকারী জিম্বাবুয়ের বিরুদ্ধে তৃতীয় ও শেষ ওডিআই ম্যাচের জন্য অপরিবর্তিত বাংলাদেশ দলে যোগ দিয়েছেন ওপেনিং ব্যাটসম্যান সৌম্য সরকার।
৪ বছর আগে