অন্যান্য
একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী জিন্নাত বরকতুল্লাহ মারা গেছেন
বাংলাদেশি নৃত্যশিল্পী ও অভিনেত্রী জিন্নাত বরকতুল্লাহ বুধবার বিকালে মারা গেছেন। বিভিন্ন স্বাস্থ্য জটিলতায় জিন্নাত বিকাল ৪টা ৪৫ মিনিটে তার ধানমন্ডির বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছে তার মেয়ে ও অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ।
প্রখ্যাত নৃত্যশিল্পী এই বছরের মার্চ মাসে ফুসফুসের সংক্রমণ এবং মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং পাঁচ দিন নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) ছিলেন।
এর আগে ২০২০ সালে কোভিড-১৯-এ আক্রান্ত হওয়ার পর তিনি বেশ কয়েকটি জটিলতায় ভুগছিলেন। যার মধ্যে তিনটি ব্রেন স্ট্রোক, স্লিপ অ্যাপনিয়া, উচ্চ ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ ছিল।
আরও পড়ুন: মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে আনা যৌন নির্যাতনের মামলার শুনানি শুরু আপিল বিভাগে
তার স্বামী ও বাংলাদেশ টেলিভিশনের প্রখ্যাত প্রযোজক মো. বরকতুল্লাহ ২০২০ সালে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা যান।
বর্ণাঢ্য কর্মজীবনে জিন্নাত বরকতুল্লাহ ২০০২ সাল থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে (বিএসএ) প্রযোজনা বিভাগের পাশাপাশি নৃত্য ও সংগীত বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর তিনি পারফর্মিং আর্ট একাডেমিতে যোগ দেন এবং বুলবুল ললিতকলা একাডেমি থেকে ছয় বছরের ডিপ্লোমাও অর্জন করেন।
আরও পড়ুন: পরিচালক সোহানুর রহমান সোহান মারা গেছেন
একজন দক্ষ নৃত্যশিল্পী হিসেবে তিনি কত্থক, ভারতনাট্যম, মণিপুরি ও লোকনৃত্যের ফর্ম্যাটে প্রশিক্ষণ নিয়েছেন। ১৯৮০ সালে বিটিভি নাটক ‘মারিয়া আমার মারিয়া’ দিয়ে আত্মপ্রকাশের পর তিনি বিভিন্ন টেলিভিশন চ্যানেলের জন্য ৮০টিরও বেশি নাটকে অভিনয় করেন।
নৃত্য ও অভিনয়ের ক্ষেত্রে তার অবদানের জন্য তিনি ইউনেস্কো পুরস্কার, নাট্যসভা পুরস্কার, বাচসাস পুরস্কার এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কারসহ মর্যাদাপূর্ণ পুরস্কার লাভ করেন।
নৃত্যে অসামান্য অবদানের জন্য জিন্নাত বরকতুল্লাহকে ২০২২ সালে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক দিয়ে সম্মানিত করা হয়।
আরও পড়ুন: ‘ঘুড্ডি’ পরিচালক সৈয়দ সালাহউদ্দিন জাকি মারা গেছেন
পরী ও রাজের বিবাহবিচ্ছেদ!
তারকা দম্পতি পরীমণি ও শরীফুল রাজের বিচ্ছেদের গুঞ্জন উঠেছে। ২ তারকার ঘনিষ্ঠ সূত্রে খবরটি উঠে এসেছে গণমাধ্যমে।
জানা যায়, রবিবার (১৭ সেপ্টেম্বর) বিবাহবিচ্ছেদ হয় তাদের।
তবে এই বিচ্ছেদের ইঙ্গিত পরীমণি তার ভেরিফায়েড ফেসবুক পেজে উল্লেখ করেছেন, ‘কালকের (১৭ সেপ্টেম্বর) দিনটা আমার জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটি দিন! একটি… (সইয়ের ইমোজি)। আল্লাহ ভরসা।’
তবে এ নিয়ে এখন পর্যন্ত পরী বা রাজ কারো পক্ষ থেকে এ নিয়ে সরাসরি কোনো মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন পরী-রাজ। এরপর ২০২২ সালের জানুয়ারিতে পারিবারিকভাবে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই তারকা দম্পতি।
আরও পড়ুন: রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম: পরীমণি
প্রথম বিবাহবার্ষিকীতে পরী ও রাজের কথা
ইউরোপিয়ান চলচ্চিত্র উৎসব ২০২৩-এর পর্দা উঠছে
তরুণ ইউরোপিয়ান ও বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতাদের প্রতিভা প্রদর্শন করে রবিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ইউরোপীয় চলচ্চিত্র উৎসব।
‘এ সেলিব্রেশন অব ইউরোপিয়ান অ্যান্ড বাংলাদেশি ইয়ং সিনেমা’- ট্যাগলাইন নিয়ে বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আয়োজিত এই উৎসবের প্রধান সহযোগী হিসেবে দৈনিক প্রথম আলো পত্রিকা।
রবিবার সন্ধ্যায় ঢাকায় ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির পরিচালনায় একটি চমকপ্রদ আলোচনা পর্বের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।
আরও পড়ুন: আর পারছি না রাষ্ট্র: ওমর সানি
'চলচ্চিত্রে তারুণ্য'- শীর্ষক আলোচনায় অংশ নেন প্রথম আলোর নির্বাহী সম্পাদক ও কবি সাজ্জাদ শরীফ, প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিজ্যুয়াল নৃবিজ্ঞান ক্লাবের সাবেক সভাপতি ও চলচ্চিত্র কর্মী সিমিন ইবনাত ধরিত্রী।
প্যানেল আলোচনায় সাজ্জাদ শরীফ বলেন, ‘আমাদের চলচ্চিত্র শিল্পের জন্য এমন একটি আনন্দময় সময়ে এই উৎসবটি অনুষ্ঠিত হচ্ছে এবং আমাদের তরুণ চলচ্চিত্র নির্মাতারা সমাজের অজানা অভিজ্ঞতা উপস্থাপন করে নতুন ভাষার সন্ধান করছেন। তারা আমাদের সিনেমার বাধাগুলো পরিবর্তন করার জন্য উন্মুখ। এই ধরনের উৎসব আমাদের গাইড করতে এবং সাহায্য করতে পারে।’
চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী বলেন, ‘আমি যখনই আমাদের নতুন প্রজন্মের লোকদের জিজ্ঞেস করি, তাদের অধিকাংশই বলে যে তারা দেশ ছেড়ে চলে যেতে চায়। আমাদের এমন একটি পরিবেশ নিশ্চিত করতে হবে, যাতে দেশে তারা তাদের প্রতিভা দিয়ে উন্নতি করতে পারে। যদি আমাদের সিনেমা আমাদের গল্প বলতে না পারে বা আমাদের জীবন এবং আমাদের নিজস্ব প্রেক্ষাপটের সঙ্গে অনুরণিত না হতে পারে, তবে এই সমস্যাটি আমাদের মাঝে থেকেই যাবে এবং আমাদের নতুন প্রজন্মের চলচ্চিত্র নির্মাতাদের গাইড করার জন্য আমাদের বিশ্বব্যাপী চলচ্চিত্র প্রশিক্ষক-সহযোগীদের সমর্থন প্রয়োজন।’
সাইমন ইবনাত ধরিত্রী বলেন, তরুণদের জীবনে সিনেমার প্রভাব খুবই প্রবল এবং সিনেমা দর্শকদের বিনোদনের পাশাপাশি বুদ্ধিবৃত্তিক চর্চা ও সামাজিক সচেতনতার ক্ষেত্রেও কার্যকর হতে পারে।
উদ্বোধনী প্যানেল আলোচনার পর ডাচ চলচ্চিত্র ‘ম্যালি ক্যান ফ্লাই’ প্রদর্শনের মাধ্যমে উৎসবের চলচ্চিত্র প্রদর্শন শুরু হয়।
এরপর প্রথম আলো সম্পাদক মতিউর রহমান এই চলচ্চিত্র উৎসব আয়োজনের জন্য বাংলাদেশে ইইউ দূতাবাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি, গোয়েথে-ইনস্টিটিউট বাংলাদেশ, অ্যালায়েন্স ফ্রাঙ্কেস ডি ঢাকা এবং ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশসহ সহযোগী আয়োজকদের ধন্যবাদ জানান।
এর আগে উৎসব কর্তৃপক্ষ সৃজনশীল কাজের মাধ্যমে ইউরোপ ও বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যকে সমৃদ্ধ করতে তরুণ চলচ্চিত্র নির্মাতাদের নিয়ে একটি 'মাস্টারক্লাস' আয়োজন করেছিল।
গত শুক্র ও শনিবার পরিচালক সৈয়দা নিগার বানু, চিত্রগ্রাহক অপু রোজারিও এবং চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী এবং পিপলু আর খান ঢাকার ব্রিটিশ কাউন্সিলে মাস্টারক্লাস পরিচালনা করেন।
রবিবার উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এসব প্রশিক্ষককে সম্মাননা দের ঢাকায় ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি ও প্রথম আলো সম্পাদক মতিউর রহমান।
উৎসবের অংশ হিসেবে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং চলচ্চিত্র নির্মাতাদের তিনটি বিভাগে সম্মানিত করা হয়। তরুণ পরিচালক মোস্তফা মনোয়ার তার ‘যাত্রী’ ছবির জন্য সেরা গল্পের পুরস্কার পেয়েছেন এবং ‘আশ্লেষা’ ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন আকিব মাহমুদ।
উৎসবে মেহেদী হাসান জোসেফের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পোস্টার’ সেরা চলচ্চিত্রের মর্যাদা পায় এবং চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান এবং চরকি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রেদোয়ান রনি।
২৩শে সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশের বিভিন্ন স্থানে চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। যার মধ্যে রয়েছে অ্যালায়েন্স ফ্রাঙ্কেস ডি ঢাকা, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আধুনিক ভাষা ইনস্টিটিউট, ডাচ ক্লাব, খুলনা বিশ্ববিদ্যালয়, রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয় এবং ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে।
আরও পড়ুন: নেটফ্লিক্সে বাঁধনের ‘খুফিয়া’ আসছে ৫ অক্টোবর
বিরতির পর ফিরছেন পরীমণি
আর পারছি না রাষ্ট্র: ওমর সানি
দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন দেশের সাধারণ মানুষ। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবার হতাশা প্রকাশ করলেন চিত্রনায়ক ওমর সানি।
এই তারকা তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেন, 'সাধারণ মানুষ কী খাবে—বলে দেন সরকার। খাবারের লিস্ট দিয়ে দেন আমরা কী খাব। আর পারছি না রাষ্ট্র।'
অনেকদিন অভিনয়ের বাইরে রয়েছেন ওমর সানি। এই সময়ে রেস্টুরেন্ট ব্যবসা নিয়ে ব্যস্ত আছেন তিনি।
আর সেই কারণে বাজারের নিয়মিত খোঁজ রাখছেন এই তারকা। সেই উপলব্ধি থেকে তার ফেসবুক পোস্ট।
আরও পড়ুন: অনুমতি ছাড়াই মাইকেল হাত ধরে আমাকে সরাতে গেছেন: সায়ন্তিকা
পরিচালক সোহানুর রহমান সোহান মারা গেছেন
অনেকেই বলবেন নেত্রী সিনেমার গল্প 'জাওয়ান' থেকে নেওয়া: বর্ষা
৫০ বছর পূর্তিতে সোলসের পঞ্চম গান ‘হাওয়াই মিঠাই’
দেশের ঐতিহ্যবাহী ব্যান্ডদল সোলস ৫০ বছর পূর্তিতে ৫০টি গান প্রকাশের ঘোষণা দিয়েছিল। এরই ধারবাহিকতায় ১৩ সেপ্টেম্বর পঞ্চম গান প্রকাশ করেছে সোলসের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।
গানের শিরোনাম ‘হাওয়াই মিঠাই’।
আরও পড়ুন: অনেকেই বলবেন নেত্রী সিনেমার গল্প 'জাওয়ান' থেকে নেওয়া: বর্ষা
গানটি লিখেছেন ওয়াজীহ্ রাজীব। সুর করেছেন পার্থ বড়ুয়া। এটি আড্ডাবাজি পর্বের দ্বিতীয় গান।
গানটি প্রসঙ্গে পার্থ বড়ুয়া গণমাধ্যমে বলেন, ‘গতবার সোলস অস্ট্রেলিয়া ট্যুরের সময় মেলবোর্নে গানটি করেছি। গানটির গীতিকার ওয়াজীহ্ রাজীব এর বাসায় যাওয়ার পর, ওর বাসায় বসেই গানটির সুর আরোপ করা হয়। এটি একটি ব্যাতিক্রমী গান হয়েছে’।
বর্তমানে সোলস ব্যান্ডদলটি অষ্ট্রেলিয়ায় অবস্থান করছেন। ১৬ সেপ্টেম্বর মেলবোর্ন, ২৩ সেপ্টেম্বর এডিলেড ও ২৪ সেপ্টেম্বর পার্থে কনসার্টে অংশ নিবে সোলস।
এ মাসের শেষের দিকে পুরো টিম দেশে ফেরার কথা রয়েছে।
প্রসঙ্গত, সোলস এরই মধ্যে চারটি গান প্রকাশ করেছে। গানগুলো হলো- সাগরের প্রান্তরে, কিতা ভাইসাব, রিকসা, যদি দেখো।
আরও পড়ুন: ৪৮তম টরন্টো উৎসবে ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের প্রিমিয়ার অনুষ্ঠিত
পরিচালক সোহানুর রহমান সোহান মারা গেছেন
ঢাকায় সংক্ষিপ্ত সফরে সঙ্গীতশিল্পী রাহুল আনন্দের স্টুডিও পরিদর্শন করবেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঢাকায় তার সংক্ষিপ্ত সফরে রবিবার রাতে জনপ্রিয় সঙ্গীত শিল্পী রাহুল আনন্দের বাসভবন ও স্টুডিও পরিদর্শন করবেন।
রবিবার ঢাকায় অবতরণের পর সংক্ষিপ্ত পরিদর্শনে রাত ১০টায় ধানমন্ডিতে রাহুল আনন্দের স্টুডিওতে যাওয়ার কথা রয়েছে ম্যাক্রোঁর।
সন্ধ্যায় ঢাকায় অবতরণের পর ফরাসি প্রেসিডেন্টের সরাসরি হোটেল ইন্টারকন্টিনেন্টালে যাওয়ার কথা রয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির পক্ষ থেকে তাকে অভ্যর্থনা জানানো হবে। একাডেমির শিল্পীরা নৈশভোজের আগে বা পরে শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্য প্রদর্শন করবেন।
আরও পড়ুন: অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে রবিবার ঢাকায় আসছেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ
পরে ম্যাক্রোঁ রাহুল আনন্দের স্টুডিও পরিদর্শন করবেন এবং সেখানে তিনি আরও ৩ শিল্পী আশফিকা রহমান, কামরুজ্জামান স্বাধীন ও আফরোজা সারার সঙ্গে আলাপ বলবেন।
শহুরে লোকসঙ্গীতের ব্যান্ড জলের গান-এর প্রতিষ্ঠাতা রাহুল আনন্দ গণমাধ্যমকে বলেন, এই সফরটি একজন সঙ্গীত শিল্পীর অন্য সঙ্গীত শিল্পীর সঙ্গে দেখা করার মতো। কারণ প্রেসিডেন্ট ম্যাক্রোঁ নিজেই প্যাশন থেকে একজন গিটারিস্ট এবং তিনি যখনই কোনো দেশ ভ্রমণ করেন তখন শিল্পীদের সঙ্গে দেখা করতে ও সংস্কৃতি সম্পর্কে শিখতে ভালবাসেন।
তিনি আরও বলেন, ‘বলা হচ্ছে, তিনি যেহেতু প্রেসিডেন্ট, তাই নিরাপত্তা প্রোটোকলের বিষয় রয়েছে এবং তাকে স্বাগত জানাতে আমি আমার পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি নিচ্ছি। আমি বাদ্যযন্ত্র বাজাই ও তৈরি করি এবং আমি শুনেছি যে প্রেসিডেন্ট এই সংক্ষিপ্ত সফরে সেগুলো দেখতে আগ্রহী। আমি আশা করছি এই স্বল্প সময়ের মধ্যে যতটা সম্ভব সাংস্কৃতিক বিনিময় হবে। আমি বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার আশা করি এবং তিনি যদি চান তবে গানও গাইতে পছন্দ করব।’
ম্যাক্রোঁ বর্তমানে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে রয়েছেন। সোমবার ঢাকা ত্যাগের আগে তিনি ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
আরও পড়ুন: ১০ সেপ্টেম্বর ঢাকা আসছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ
হার্ট অ্যাটাক করে সিসিইউতে অভিনেতা আফজাল হোসেন
বরেণ্য অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। হাসপাতালে ভর্তির পর তার হার্ট অ্যাটাকও হয়।
সোমবার (৪সেপ্টেম্বর) রাতে শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।
রাজধানীর স্কয়ার হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে (সিসিইউ) বর্তমানে চিকিৎসাধীন আছেন একুশে পদক পাওয়া এই অভিনেতা।
আরও পড়ুন: ‘কোলাহলে’ জীবনের গল্প বললেন আফজাল হোসেন
খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আফজাল হোসেনের ঘনিষ্ঠ বন্ধু মাসুম বাশার।
তিনি জানান, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেও সোমবার রাতে হার্ট অ্যাটাক হয় আফজালের। পরে দ্রুত তাকে সিসিইউতে স্থানান্তর করেন চিকিৎসকরা।
জানা গেছে, বেশ ক’দিন ধরেই নিউমোনিয়ায় ভুগছিলেন আফজাল হোসেন। কিন্তু হঠাৎ করেই এ সমস্যা বেড়ে যায়।
আরও পড়ুন: আফজাল হোসেনের চলচ্চিত্রে তানভীর তারেক
ক্যানবেরা মাতালো সোলস
দেশের ঐতিহ্যবাহী ব্যান্ডদল সোলস ৫০ বছর পূর্তি উপলক্ষে অস্ট্রেলিয়া সফরে গিয়েছেন। গত ২৪ আগস্ট পুরো টিম নিয়ে সোলস সদস্যরা সিডনিতে পৌঁছেছেন। এবারের সফরে ছয়টি কনসার্টে অংশ নেবে সোলস।
গত ২৬ আগস্ট ক্যানবেরায় চার্লসওয়ার্থ থিয়েটারে সোলস লাইভ কনসার্টের আয়োজন করা হয়। এটিএন ক্যানবেরার আয়োজনে কনসার্টে সোলস প্রায় দুই ঘন্টা সঙ্গীত পরিবেশন করেন। অডিটোরিয়াম দর্শকের উপস্থিতি ছিল পরিপূর্ণ।
এ সময় সোলসের কালজয়ী 'মুখরিত জীবন' গানের গীতিকার আবদুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন। মিলনায়তনের দর্শকদের সঙ্গে গানটি তৈরির গল্প তুলে ধরেন তিনি।
পাশাপাশি সোলস সদস্যদের সঙ্গে গানটি গেয়েছেন এই অস্ট্রেলিয়া প্রবাসী।
এদিন সোলসের সঙ্গে দুইজন দর্শক সাগর তীরে ও কলেজের করিডোরে গান দুটি গেয়েছেন।
আরও পড়ুন: লন্ডনে গানে গানে মাতালো 'সোলস'
এদিকে আগামী ২ সেপ্টেম্বর সিডনি, ৯ সেপ্টেম্বর ব্রিসবেন, ১৬ সেপ্টেম্বর মেলবোর্ন, ২৩ সেপ্টেম্বর এডিলেড ও ২৪ সেপ্টেম্বর পার্থে কনসার্টে অংশ নিবে সোলস।
অস্ট্রেলিয়া সফর প্রসঙ্গে ব্যান্ডটির প্রধান পার্থ বড়ুয়া বলেন, সোলসের ৫০ বছর পূর্তি উপলক্ষে আমাদের এই সফর। এবার কনসার্টগুলোতে সোলসের কালজয়ী গানের পাশাপাশি নতুন গানও থাকছে। আশা করি, সোলস ভক্তদের নতুন কিছু উপহার দিতে পারবো।
জানা গেছে, আগামী মাসের শেষদিকে ঢাকায় ফিরবে সোলস। এর আগে গত জুলাই মাসে যুক্তরাজ্যের বেশকটি শহরে সোলস কনসার্টে অংশ নিয়েছিল।
উল্লেখ্য, সোলসের ৫০ পূর্তি উপলক্ষে ৫০টি গানের ঘোষণা দিয়েছিল ব্যান্ডদলটি। এরই ধারাবাহিকতায় প্রকাশ পেয়েছে যদি দেখো’, কিতা ভাইসাব ও রিক্সা শিরোনামের তিনটি গান।
আরও পড়ুন: সুবর্ণজয়ন্তী উপলক্ষে 'সোলস' এর লোগো উন্মোচন
৬৩ বছরের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন আল্লু অর্জুন
দক্ষিণী তারকা আল্লু অর্জুন ৬৩ বছরের মধ্যে প্রথম তেলেগু অভিনেতা হিসেবে ৬৯তম জাতীয় পুরস্কারে সেরা অভিনেতার পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন।
এর মধ্যেদিয়ে তার ‘পুষ্পা: দ্য রাইজ’ জাদু ফের টক অব দ্য টাউন হয়ে উঠেছে।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) ভারতীয় গণমাধ্যম এএনআইয়ের এক প্রতিবেদনে বলা হযেছে, দেশটির রাজধানী দিল্লিতে আয়োজিত প্রেস মিটে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
২০২১ সালের ডিসেম্বরে পুষ্পা সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। ছবিটিতে শুধুমাত্র তার ব্যতিক্রমী অভিনয়ের জন্যই প্রশংসিত হননি; সংলাপ, ক্যারিশম্যাটিক সোয়াগ এবং পর্দায় শক্তিশালী উপস্থিতিতে দর্শকের মন কেড়েছে এই তারকা।
এ ছাড়া, সিনেমাটির সামি সামি, শ্রীবল্লী, ওও আন্তাভা নামের গানগুলো বিশ্বব্যাপী দর্শকনন্দিত হয়েছে।
আল্লু অর্জুন বর্তমানে এই সিনেমার দ্বিতীয় অংশের শুটিংয়ে ব্যস্ত। এতেও তার নায়িকা হিসেবে থাকবেন রাশ্মিকা মান্দান্না।
আরও পড়ুন: শ্রীদেবী থেকে কৃতি শ্যানন: এক নজরে বলিউডের আইকনিক মায়েরা
ছোটপর্দায় নিষিদ্ধ অভিনেত্রী চমক
অপ্রীতিকর ঘটনার কারণে বেশ কয়েকদিন ধরে আলোচনায় ছিলেন ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। শুটিং সেটে অন্যদের সঙ্গে খারাপ ব্যবহার ও কাজ বন্ধ করায় তার বিরুদ্ধে অভিযোগ উঠে। তার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয় তিন সংগঠন টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব), ডিরেক্টরস গিল্ড ও অভিনয় শিল্পী সংঘে।
সোমবার (২১ আগস্ট) দুপুরে টেলিভিশন নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড সংবাদ সম্মেলন ডাকে। সেখানে জানানো হয়, তিন মাসের জন্য অভিনেত্রী চমককে নিষিদ্ধ করা হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে তিন মাসের জন্য এই অভিনেত্রীকে সব ধরনের কাজ না করার নির্দেশ দিয়েছে ডিরেক্টরস গিল্ড।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৩০ আগস্টের মধ্যে ‘শ্বশুরবাড়ির প্রথম দিন’ নাটকের জন্য ক্ষতিপূরণ দিতে হবে চমককে এবং থানার সাধারণ ডায়েরি তুলে নিতে হবে।
আরও পড়ুন: বিয়ে করলেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ
এতে আরও জানানো হয়, নাটকের প্রযোজক, পরিচালক, জ্যেষ্ঠ অভিনেতা ফখরুল বাশার মাসুমসহ সবার উপস্থিতিতে দুঃখ প্রকাশ করবেন ও ক্ষমা চাইবেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে, সে ব্যাপারে সচেষ্ট থাকবেন।
উল্লেখ্য, আদিফ হাসান পরিচালিত ‘শ্বশুরবাড়ির প্রথম দিন’ এর শুটিং চলছিল ৪ আগস্ট। সেখানে একটি বিষয় নিয়ে তর্ক শুরু করেন চমক। এমনকি সেটে পুলিশ ডাকেন এই অভিনেত্রী। আর সেখান থেকেই ঘটনার সূত্রপাত ঘটে।
আরও পড়ুন: ‘সাড়ে ষোল’ জটিল সুন্দর গল্প: মম