বহুল প্রতীক্ষিত ‘ইকোস অফ রিভোলিউশন’ কনসার্টের মাহেন্দ্রক্ষণ একদম সন্নিকটে। আগামী ২১ ডিসেম্বর শনিবার কনসার্টের মধ্যমণি হয়ে পারফর্ম করবেন প্রখ্যাত পাকিস্তানি সঙ্গীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। এই জমকালো আয়োজন উপভোগের জন্য রাখা হয়েছে ডিজিটাল টিকেট বুকিং পদ্ধতি। ইতোমধ্যে শুরু হয়ে গেছে অনলাইন টিকেট বিক্রির কার্যক্রম। চলুন, রাহাত ফতেহ আলী খানের ঢাকা কনসার্টের টিকেট কেনার এই ইলেক্ট্রনিক প্রক্রিয়া সহ কনসার্টটির বিস্তারিত জেনে নেওয়া যাক।
ফতেহ আলী খানের কনসার্টের টিকেট কেনার উপায়
প্রথমে সরাসরি চলে যেতে হবে গেট সেট রক নামক অনলাইন টিকেটিং প্ল্যাটফর্মে (https://getsetrock.com/buy-ticket/echoes-of-revolution-j01)। শুরুতেই দেখা যাবে তিন ধরনের টিকেট ক্যাটাগরি, যেগুলো নির্ধারণ করা হয়েছে কনসার্টে অবস্থানের ভিত্তিতে। ভিআইপি (১০ হাজার টাকা), ফ্রন্ট রো ( সাড়ে ৪ হাজার টাকা) এবং জেনারেল (আড়াই হাজার টাকা)।
তিনটির যেকোনোটিতে ক্লিক করলে নিচে ‘বাই এ টিকেট নাউ’ শিরোনামের ফর্মটি আসবে। এখানে ক্রমানুসারে নাম, ই-মেইল ঠিকানা, মোবাইল নাম্বার ও জন্ম তারিখ বসাতে হবে।
আরো পড়ুন: ঈদুল ফিতর ২০২৫-এ মুক্তি বরবাদ ও দাগি: আবারও মুখোমুখি শাকিব খান ও আফরান নিশো
এই সিস্টেমের মাধ্যমে একবারে সর্বোচ্চ ৫টি টিকেট বুক দেওয়া যাবে। তাই সে অনুসারে প্রযোজ্য সংখ্যাটি টিকেট কোয়ান্টিটির ঘরে বসাতে হবে। তবে প্রত্যেকটিতেই থাকবে একক ও অদ্বিতীয় টিকেট নাম্বার এবং একটি টিকেট শুধুমাত্র একজনের জন্যই প্রযোজ্য।
ফর্মের নিচে উল্লেখিত র্শত স্বীকারক্তিতে টিক চিহ্ন দিয়ে ‘বাই নাউ’ বাটনে ক্লিক করতে হবে। এরপর আসবে টিকেট মূল্য পরিশোধের পালা। এখানে অনলাইন পরিশোধের মাধ্যম হিসেবে মোবাইল পেমেন্ট গেটওয়ে, অনলাইন ব্যাংকিং এবং কার্ড ব্যবহার করা যাবে। এই পরিশোধের সঙ্গে সঙ্গেই কনসার্টের জন্য টিকেট নিশ্চিত হয়ে যাবে। আর এর ফলে টিকেট ক্রেতার নাম চূড়ান্তভাবে ইলেক্ট্রনিক পদ্ধতিতে কনসার্টের জন্য নিবন্ধিত হবে।
‘ইকোস অফ রিভোলিউশন’ কনসার্টে প্রবেশের নির্দেশনা
শুধুমাত্র অনলাইন নিবন্ধনই কনসার্টের দর্শক হিসেবে তালিকাভুক্তির একমাত্র মাধ্যম। কোনো ধরনের কাগজের টিকেট অনুমোদনযোগ্য নয়। প্রবেশের সময় ছবির মাধ্যমে যাচাইয়ের জন্য টিকেটধারীদের অবশ্যই জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের মতো বৈধ নথি সঙ্গে রাখতে হবে।
আরো পড়ুন: আল্লু অর্জুনের পুষ্পা-২ রিভিউ: ছবি নিয়ে যত হইচই
প্রবেশকালে যাচাইকরণ সম্পন্ন হয়ে গেলে একটি টোকেন দেওয়া হবে। আর এই টোকেনটিই মূলত টিকেটের হার্ডকপি হিসেবে কাজ করবে, যার মাধ্যমে দর্শকরা কনসার্টে প্রবেশ করতে পারবেন। তাই এটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে সংরক্ষণ করতে হবে।
রাহাত ফতেহ আলীর ঢাকায় অনুষ্ঠিতব্য কনসার্টের বৃত্তান্ত
কনসার্ট অনুষ্ঠিত হবে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শনিবার (২১ ডিসেম্বর)। দর্শকদের জন্য প্রধান ফটক খোলা হবে দুপুর ২টায় এবং কনসার্ট বিকাল ৪টায় শুরু হয়ে চলবে সন্ধ্যা ৭টার আগ পর্যন্ত।
ফতেহ আলী খান ছাড়াও এই আয়োজনে থাকবে আর্টসেল, চিরকুট এবং আফটারম্যাথ ব্যান্ডের সঙ্গীত পরিবেশনা। বিনোদনে বৈচিত্র্য আনতে যোগ করা হয়েছে র্যাপ শিল্পী শেজান ও হান্নান এবং কাওয়ালি শিল্পীগোষ্ঠী সিলসিলাকে। এছাড়াও রয়েছে জুলাই বিপ্লব নিয়ে গ্রাফিতি প্রদর্শনী এবং একটি মঞ্চ নাটক।
আরো পড়ুন: ৩৬-২৪-৩৬: কারিনা কায়সার বনাম সমাজে নারীর প্রথাগত সৌন্দর্য্যের মাপকাঠি
আয়োজক হিসেবে রয়েছে শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি সংগঠন ‘স্পিরিট অব জুলাই’। সামগ্রিক অর্থায়নে রয়েছে প্রাইম ব্যাংক পিএলসি।
কনসার্টটির মূল উদ্দেশ্য জুলাই আন্দোলনে শহীদদের পরিবার এবং আহতদের সহায়তা করা। তাই এর টিকেট বিক্রি থেকে আয়কৃত অর্থ কাজে লাগানো হবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা প্রদানে।
উল্লেখ্য যে, ফতেহ আলী খান তার এই পরিবেশনের জন্য কোনো পারিশ্রমিক নিচ্ছেন না।
আরো পড়ুন: লাকি ভাস্কর মুভি রিভিউ: সততা বনাম লোভের এক জমজমাট গল্প
পরিশিষ্ট
ঢাকায় অনুষ্ঠিতব্য ওস্তাদ রাহাত ফতেহ আলী খানের ‘ইকোস অফ রিভোলিউশন’ কনসার্টের বিশেষত্বের নেপথ্যে রয়েছে বিগত জুলাই বিপ্লবের চেতনা। আয়োজনে ব্যান্ড, র্যাপ, কাওয়ালি সঙ্গীত, গ্রাফিতি প্রদর্শন এবং মঞ্চ নাটকের বৈচিত্র্যময় সংযোজন দর্শকদের আগ্রহের খোরাক যোগাচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে আয়োজনে আগ্রহীদের যোগদানের প্রক্রিয়াকে সহজ করে তুলেছে গেট সেট রক। ডিজিটাল প্ল্যাটফর্মটির সহজবোধ্য ইন্টারফেস কারিগরি জটিলতামুক্ত থেকে টিকেট সংগ্রহের ক্ষেত্রে সহায়ক। কনসার্টের টিকেট বিক্রি থেকে সংগৃহীত অর্থ ব্যয় হবে বিপ্লবে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তার কাজে।
আরো পড়ুন: মুক্তি পাচ্ছে মেহজাবীনের প্রথম চলচ্চিত্র ‘প্রিয় মালতী’