রাজশাহী
নাটোরের বাগাতিপাড়ায় নিখোঁজ ঝালমুড়ি বিক্রেতার লাশ উদ্ধার
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় নিখোঁজ ঝালমুড়ি বিক্রেতা তপন কুমারের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার বাগাতিপাড়া মহিলা কলেজের পেছনের একটি আখ খেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: সিলেটে স্কুল শিক্ষিকা, গৃহকর্মীর লাশ উদ্ধার নিয়ে রহস্য!
পরিবার জানায়, লালপুর উপজেলার চংধুপইল এলাকার ঝালমুড়ি বিক্রেতা তপন কুমার পার্শবর্তী বাগাতিপাড়া পৌর এলাকায় ঝালমুড়ি বিক্রি করতেন। বৃহস্পতিবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। শুক্রবার একটি আখ খেতে তপনের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
বাগাতিপাড়া থারার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আযম খান জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: চট্টগ্রামে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার করল পিবিআই
তুরস্কে আরও ৪ জনের লাশ উদ্ধার করল বাংলাদেশ সম্মিলিত দল
আউশ ধানের চাষ বেশি হওযায় চাল আমদানির প্রয়োজন হবে না: খাদ্যমন্ত্রী
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানিয়েছেন, সরকারিভাবে ৫ লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হলেও আউশ ধানের চাষ বেশি হওযায় আমদানির প্রয়োজন হবে না।
আরও পড়ুন: খাদ্যের অপচয় বন্ধে সচেতন হওয়ার আহ্বান খাদ্যমন্ত্রীর
বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁর সাপাহারে নবনির্মিত ফায়ার সার্ভিস স্টেশন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা জানান মন্ত্রী।
মন্ত্রী আরও বলেন, বর্তমানে সরকারের গোডাউনে সর্বকালের সবচেয়ে বেশি খাদ্য মজুদ রয়েছে। পাশাপাশি খাদ্যশস্য রাখার জায়গা না থাকায় খাদ্যবান্ধব কর্মসূচির দুই মাসের চাল একসঙ্গে দেওয়া হয়েছে।
তিনি বলেন, তা ছাড়া আরও পাঁচ লাখ টন গম পাইপলাইনে রয়েছে। ফলে দেশে খাদ্যের কোনো অভাব নেই।
আরও পড়ুন: গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হচ্ছে: খাদ্যমন্ত্রী
বিএনপি নেতারাই ভিসানীতিতে ফেঁসে গেছেন: খাদ্যমন্ত্রী
নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২
নাটোর শহরে সড়ক দুর্ঘটনায় আইয়ুব খাঁ (৫৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ২ জন।
বুধবার (২০ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে জেলা শহরের হরিশপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
এ সময় আহতদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম বলেন, পাবনার সাঁথিয়া থেকে নাটোর শহরের বড় হরিশপুর খ্রিস্টান মিশনারী হাসপাতালে আসেন আয়ুবসহ তার স্বজনরা।
তিনি আরও জানান, ভোর ৫টার দিকে হাসপাতালের সামনের প্রধান সড়ক পার হওয়ার সময় একটি ট্রাক তাদের ধাক্কা দিয়ে চলে যায়। আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিলে চিকিৎসক আয়ুব খাঁকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬
কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু
রাজশাহীতে ছোট ভাইকে বেঁধে বোনকে ধর্ষণের অভিযোগ
রাজশাহীর তানোরে ছোট ভাইকে গাছের সঙ্গে বেঁধে রেখে আদিবাসী শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে রবিবার (১৭ সেপ্টেম্বর) রাজশাহীর মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পরীক্ষার জন্য পাঠিয়েছেন।
দুই ভাই বোনই চকরহমত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশুনা করে।
শনিবার দুপুরে উপজেলার কলমা ইউপির সালবাড়ি সল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদি হয়ে শনিবার রাতে দুইজনকে আসামি করে তানোর থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, আদিবাসী পাড়ার পঞ্চম শ্রেণি পড়ুয়া মেয়ে এবং ১০ বছরের ছেলে শনিবার মাঠে খাড়ির ধারে ঘাস কাটতে যায়। ফাঁকা মাঠে দুপুরে দুই ভাই-বোনেই শুধু ছিল। এ সময় একই গ্রামের মনিরুল ইসলামের ছেলে জনি ও আবুল কালামের ছেলে আলি ছোট ভাইকে গাছের সঙ্গে বেঁধে ধরে রাখে। জনি ওই শিশুকে মুখের মধ্যে গামছা আটকে দিয়ে ধর্ষণ করে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় ধর্ষণের শিকার আদিবাসী ওই শিশুকে উদ্ধার করে পরিবারের সদস্যরা।
এ নিয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম জানান, ধর্ষণের শিকার আদিবাসী ছাত্রী উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার রাতেই একটি ধর্ষণের মামলা হয়েছে। আসামি দুইজনকে আটকের চেষ্টা পুলিশ কাজ করছে।
বগুড়ায় মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার
বগুড়া থেকে মাদরাসার এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় সদর উপজেলার গোদারপাড়া এলাকায় গোদারপাড়া তা'লীমুল কুরমান মহিলা মাদরাসার স্টোররুম থেকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়।
নিহত মাদরাসা ছাত্রী শেফা আক্তার (১৫) বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার পোথাটি এলাকার সিদ্দিকুর রহমানের মেয়ে।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) ফইম উদ্দীন জানান, শেফা গত ৪ বছর ধরে ওই মাদরাসায় পড়াশোনা করে। সোমবার সকালে মাদরাসা কর্তৃপক্ষ তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে সকাল ১০টার দিকে মাদরাসার স্টোররুমের সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় লাশ উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, লাশ ময়নাতদন্তের জন্য শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
বগুড়ায় মোটরসাইকেলে বাসের ধাক্কা, নিহত ১
বগুড়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার রাত ১১টায় সদর উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের মাটিডালী এসওএস স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহীর নাম মিনহাজ (২১)। তিনি সদরের নুনগোলা ইউনিয়ের কুকরুইল এলাকার রানা মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী জানান, মিনহাজ মাটিডালী থেকে এসওএস স্কুলের সামনে পৌঁছালে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা এ আর ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে মিনহাজ। এরপর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) রাসেল আহম্মেদ জানান, পুলিশ বাসটি জব্দ করেছে। নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং বাসটি পুলিশ হেফাজতে রয়েছে।
নাটোরে পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু
নাটোরের সিংড়ায় শনিবার (১৬ সেপ্টেম্বর) পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
নিহত সাদিয়া আক্তার (৫) সিংড়া উপজেলার সাঁঐল গ্রামের শরিফুল ইসলামে মেয়ে এবং সানজিদা খাতুন (৬) ওই গ্রামের ইমরান আলীর মেয়ে। তারা পরস্পর মামাতো-ফুপাতো বোন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহত সাদিয়া ও সানজিদা দুপুরে বাড়ির পাশে খেলা করার সময় নিখোঁজ হয়। পারিবারের লোকজন অনেক খোঁজাখুজিঁ করেও তাদের সন্ধান পায়নি। বিকালে বাড়ির পাশের পুকুরে তাদের লাশ ভাসতে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে।
আরও পড়ুন: কুমিল্লায় নৌকাডুবে ভাই-বোন নিহত
মাগুরায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
চট্টগ্রামে বন্যার পানিতে ডুবে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
নাটোরে চিকিৎসকের অবহেলায় সাপে কাটা ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ পরিবারের
নাটোরের লালপুরে চিকিৎসকের অবহেলায় সাপে কাটা রোগীর মৃত্যুর অভিযোগ করেছেন স্বজনরা।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) উপজেলার রামানন্দপুর গ্রামে রাত সাড়ে ৮টার দিকে ঘটনাটি ঘটে।
নিহত ক্ষুদ্র ব্যবসায়ী মাহাবুব (২৭) উপজেলার রামানন্দপুর গ্রামের বাসিন্দা।
এলাকাবাসী জানান, লালপুর উপজেলার রামানন্দপুর গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী মাহাবুব (২৭) গত রাতে বাসায় ফিরে বাড়ির উঠানের নলকূপে হাত-মুখ ধোয়ার সময় রাত সাড়ে ৮টার দিকে সাপের কামড়ের শিকার হন।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু
পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক সোহেল রানা পরীক্ষা করে রোগীর শরীরে কোনো বিষ নেই জানিয়ে পায়ের বাঁধন খুলে দেন। এরপরই মাহবুবের অবস্থার অবনতি হয় বলে উল্লেখ করেন তার পরিবারের সদস্যরা।
তারা আরও বলেন, বমি করতে করতে এরপর মাহাবুবের মৃত্যু হয়।
এ নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়।
চিকিৎসক সোহেল রানা বলেন, রোগীর রক্ত পরীক্ষা করেও বিষক্রিয়ার লক্ষণ পাওয়া যায়নি। আতঙ্কে হার্ট অ্যাটাকে রোগীর মৃত্যু হয়ে থাকতে পারে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় সাপের কামড়ে ঘুমন্ত মা-মেয়ের মৃত্যু
ধানখেতে কাজ করার সময় সাপের ছোবলে কিশোরের মৃত্যু
জয়পুরহাটে হত্যা ও মাদক মামলায় একজনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
জয়পুরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ও মাদক মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া উভয় মামলায় প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত জেলা জজ আব্বাস উদ্দীন ও নুরুল ইসলাম এ রায় দেন।
মৃতদণ্ডপ্রাপ্ত আসামি হলেন- জেলার আক্কেলপুর উপজেলার আওয়ালগাড়ি গ্রামের সাহাদুলের ছেলে সাজাদুল।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামের মৃত বাবর মণ্ডলের ছেলে রব্বুল মণ্ডল, গোলাম মোস্তফার ছেলে রিপন মিয়া ও ফজলুলের ছেলে মাহাবুল। এর মধ্যে রব্বুল ও রিপন পলাতক রয়েছেন।
আরও পড়ুন: নওগাঁয় ধর্ষণের দুই মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড
মামলার বিবরণে জানা গেছে, আক্কেলপুর উপজেলার আওয়াল গাড়ি গ্রামের আব্দুল জলিলের মেয়ে রূপালীর সঙ্গে একই গ্রামের সাজাদুলের প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের বিষয় নিয়ে দুজনের মধ্যে বিবাদ হয়।
২০০৯ সালের ২০ফেব্রুয়ারি রাতে আসামি রূপালীকে বাড়ি থেকে ফোনে ডেকে নিয়ে যান। পরে নদীর পাড়ে তাকে হত্যা করে লাশ আগুনে পুড়িয়ে ফেলার চেষ্টা করে। পরের দিন সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা থানায় মামলা দায়েরের পর আদালত বৃহস্পতিবার এ রায় দেন।
অন্যদিকে, ২০২১ সালের ২২ এপ্রিল পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রাম থেকে ১ হাজার ৪৫০টি নেশাজাতীয় ইনজেকশন ও ৭০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ব্যাপারে সংশ্লিষ্টদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদকের মামলা করা হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা, ৫ আসামির যাবজ্জীবন
চট্টগ্রামে হত্যা মামলায় ২ জনের আমৃত্যু কারাদণ্ড, ৮ জনের যাবজ্জীবন
নাটোরে রিকশাচালকের লাশ উদ্ধার
নাটোরের চনবৈদ্যনাথ এলাকা থেকে ৫০ বছর বয়সী আকবর আলী নামে এক রিকশাচালকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় মসজিদসংলগ্ন একটি পরিত্যক্ত ঘরে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: দিনাজপুরে বাবাকে হত্যার দায়ে ছেলের ফাঁসির রায়
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ জানান, কারা কী কারণ তাকে হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: চট্টগ্রামে আ. লীগ নেতা হত্যা মামলায় গ্রেপ্তার ২
ভোলায় সিগারেট খাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ