রাজশাহী
দুর্গাপূজায় সোনামসজিদ স্থলবন্দরে ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে টানা আট দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময়ে বন্দর অভ্যন্তরে থাকা আমদানি পণ্য খালাস কার্যক্রম স্বাভাবিক থাকবে।
বৃহস্পতিবার ( ২৫ সেপ্টেম্বর) সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য সচিব রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত গেল ১২০০ কেজি ইলিশ
তিনি জানান, দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটি এবং ভারতের মহদিপুর স্থলবন্দর রপ্তানিকারক সমিতির ছুটি মিলে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত টানা ৮ দিন এই বন্দর দিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। ৮ দিন বন্ধের পর ৪ অক্টোবর থেকে আবারও আমদানি-রপ্তানি শুরু হবে।
তবে এ সময়ে বন্দর অভ্যন্তরে থাকা আমদানি পণ্য খালাসের কাজ স্বাভাবিকভাবে চলবে বলে জানান তিনি।
১৩ দিন আগে
শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে রাজশাহী থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
বেতন বৃদ্ধির দাবিতে রাজশাহী থেকে ঢাকাগামী সব যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দিয়েছেন শ্রমিকরা।
রোববার (৭ সেপ্টেম্বর) রাত ৯টা থেকে চালক, সুপারভাইজার ও সহকারীদের বেতন বৃদ্ধির দাবিতে এ কর্মবিরতি শুরু হয়। তবে শুধুমাত্র একতা ট্রান্সপোর্টের বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
হঠাৎ করে বাস চলাচল বন্ধ হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন ঢাকাগামী যাত্রীরা। অনেকেই বিকল্প উপায়ে ভ্রমণের চেষ্টা করলেও পর্যাপ্ত বাস না থাকায় বিপাকে পড়েছেন।
শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাজশাহী-ঢাকা রুটে বাস স্টাফদের বেতন অস্বাভাবিকভাবে কম। বর্তমানে ন্যাশনাল ট্রাভেলস চালকদের প্রতি ট্রিপে মাত্র ১১০০ টাকা, সুপারভাইজারদের ৫০০ টাকা এবং সহকারিদের ৪০০ টাকা বেতন দেওয়া হয়। শ্রমিকরা এই বেতন বাড়িয়ে অন্তত দুই হাজার টাকা করার দাবি তুলেছেন।
বেতন না বাড়ানো পর্যন্ত রাজশাহী-ঢাকা রুটে অধিকাংশ বাস চলাচল বন্ধ থাকবে বলে আন্দোলনকারীরা ঘোষণা দিয়েছেন।
আরও পড়ুন: শিক্ষার্থীদের অবরোধে ৪ ঘণ্টা বন্ধ ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ
ন্যাশনাল ট্রাভেলসের চালক আলী হোসেন বলেন, ‘১০ বছর ধরে আমাদের একই বেতন দেওয়া হচ্ছে। গত ২৩ আগস্ট আমরা শুধু ন্যাশনাল ট্রাভেলসের বাস চলাচল বন্ধ করেছিলাম। তখন কর্তৃপক্ষ দুই দিনের মধ্যে বেতন বাড়ানোর আশ্বাস দেয়। কিন্তু দুই সপ্তাহ পার হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই এবার অন্য সব বাস শ্রমিকরাও আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। একতা ট্রান্সপোর্ট ছাড়া সব বাস বন্ধ থাকবে যতক্ষণ না আমাদের দাবি পূরণ হয়।’
রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি বলেন, ‘শ্রমিকরা যৌক্তিক দাবিতে আন্দোলন করছেন। মালিকরা ১০০ টাকা বেতন বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। তবে আমরা শ্রমিকরা খুব দ্রুত মালিকদের সঙ্গে আবারও বৈঠকে বসে বিষয়টি সমাধানের চেষ্টা করব।’
৩০ দিন আগে
বেপরোয়া অটোরিকশার ধাক্কায় রাবি শিক্ষার্থী নিহত
বেপরোয়া গতির একটি ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন বিনোদপুর বাজারে ঢাকা-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম মো. ইফতেখারুল ইসলাম। ঢাকার নিউমার্কেট এলাকায় তার বাড়ি। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন ইফতেখারুল।
পুলিশ জানিয়েছে, এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেলযোগে বিনোদপুর বাজারে যাচ্ছিলেন ইফতেখারুল। এ সময় একটি অটোরিকশা হঠাৎ ইউটার্ন নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে (ব্রেক ফেল) তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি।
আরও পড়ুন: উত্তরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালক নিহত
তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের কর্মীরা ইফতেখারুলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিনোদপুর গেটের দিকে মোটরসাইকেলে আসছিলেন ইফতেখারুল ও তার বন্ধু। ঠিক তখনই অটোরিকশাটি হুট করে উল্টো দিকে ঘুরিয়ে নেয়, এ কারণে এই দুর্ঘটনা ঘটে।
রাবির ইংরেজি বিভাগের সভাপতি ড. মো. মনিমুল ইসলাম বলেন, ‘মোটরসাইকেলে থাকা দুজনই ইংরেজি বিভাগের শিক্ষার্থী। বিনোদপুর কাঁচাবাজারের দিক থেকে একটি অটোরিকশা ইউটার্ন নেওয়ার সময় হঠাৎ ব্রেক ফেল করে মোটরসাইকেলে ধাক্কা দিলে পেছনে বসা ইফতেখারুল পড়ে গিয়ে মারা যায়।’
রাজশাহী নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, ঘটনা জানার পর তাৎক্ষণিক ওই অটোরিকশার চালককে আটক করা হয়েছে। সড়ক পরিবহন আইনে তার বিরুদ্ধে মামলা হবে বলেও জানান তিনি।
৩৪ দিন আগে
নাচোলে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল এক শিশুর
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেনের ধাক্কায় তাসলিমা নামের দুই বছরের এক শিশু নিহত হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কসবা ইউনিয়নের যাদুপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাসলিমা খাতুন ওই এলাকার মশিউর রহমানের মেয়ে।
আরও পড়ুন: গাজীপুর বনলতা এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মনিরুল জানান, আজ (সোমবার) সকাল সাড়ে ৮টার বাড়ির পাশে রেললাইনের ওপর খেলছিল শিশুটি। এ সময় রহনপুর রেলস্টেশন থেকে ছেড়ে আসা আমনুরাগামী একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়।
স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি রেল পুলিশকে অবহিত করা হয়েছে বলে জানান ওসি।
৩৭ দিন আগে
সিরাজগঞ্জে ২ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
সিরাজগঞ্জে প্রায় দুই হাজার ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে সলঙ্গা থানার ধোপাকান্দি এলাকায় ন্যাশনাল ফুড ভিলেজ হাইওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে এ অভিযান চালায় র্যাব-১২।
গ্রেপ্তাররা হলেন— পাবনা জেলা সদরের রাধানগর গ্রামের মো. আমিনুল ইসলাম রনি (৪৫), দোহারপাড়া গ্রামের মো. রাশেদ রানা (৪২) ও সুজানগর উপজেলার ভবানিপুর গ্রামের মো. আব্দুল মজিদ মন্ডল (৪৮)।
র্যাব-১২-এর মিডিয়া অফিসার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: মেহেরপুরে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ১
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল (রোববার) সকাল সাড়ে ১০টার দিকে ধোপাকান্দি এলাকার ন্যাশনাল ফুড ভিলেজ হাইওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৯৭৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ নগদ ২০ হাজার ২২০ টাকা ও চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তার আসামিরা দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলা থেকে ইয়াবা সংগ্রহ করে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসছিলেন। তাদের বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
৩৭ দিন আগে
রাকসু নির্বাচন: কোষাধ্যক্ষের কার্যালয় ভাঙচুরের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (রাকসু) ভোটার তালিকায় প্রথম বর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার দাবিকে কেন্দ্র করে কোষাধ্যক্ষের কার্যালয় ভাঙচুর করে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে রাবি শাখা ছাত্রদলের বিরুদ্ধে।
এসময় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের দফায় দফায় ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে বহিরাগতসহ আহত হয়েছেন অন্তত চারজন।
রবিবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে আসন্ন রাকসু নির্বাচনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা লাগিয়ে অবস্থান কর্মসূচি পালন করছিল রাবি শাখা ছাত্রদল।
এসময় তারা ‘জিয়ার সৈনিক, এক হও লড়াই করো’, ‘প্রথমবর্ষের ভোটাধিকার, ছাত্রদলের অঙ্গীকার’, ‘রাকসু আমার অধিকার, তুমি কে বাদ দেওয়ার’, ‘ছাত্রদলের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘প্রথম বর্ষের ভোটাধিকার, দিতে হবে দিতে হবে’, ‘রাকসু ফি দিয়েছি, ভোটার হতে চেয়েছি’, ‘ডাকসু-রাকসু নির্বাচনে, প্রথমবর্ষ ভোট দেবে’, ‘প্রথমবর্ষের ভোটাধিকার, ফকির কে কেড়ে নেওয়ার’—স্লোগান দেন।
অবস্থান কর্মসূচিতে নেতাকর্মীরা জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু নির্বাচনে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া গণতান্ত্রিক অধিকার হরণ করার শামিল। আমরা চাই নির্বাচন কমিশন প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার মাধ্যমে সকলের অংশগ্রহণমূলক নির্বাচন দেবে। যতক্ষণ পর্যন্ত আমাদের এ দাবি মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত এ কর্মসূচি চলবে।
এদিকে ছাত্রদলের বিক্ষোভের মধ্যে মনোনয়ন ফরম তুলতে গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার তোপের মুখে পড়েছেন। এ সময় দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তিও হয়।
পরে বেলা ১১টার দিকে সালাউদ্দিন আম্মারের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে পড়ে ছাত্রদল। এ সময় দফায় দফায় উভয়পক্ষের মাঝে স্লোগান-পাল্টা স্লোগান, ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় দুপক্ষের মধ্যে ধস্তাধস্তিতে অন্তত চারজন আহত হয়েছেন। দুপুর ২টায় পর্যন্ত থেমে থেমে এ উত্তেজনা পরিস্থিতি অব্যাহত ছিল।
আরও পড়ুন: ৩ দফা দাবিতে সড়ক অবরোধে পবিপ্রবির কৃষি শিক্ষার্থীদের
সাধারণ শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে ছাত্রদল কার্যালয় ছেড়ে চলে যায়। দুপুরের পরে আবার কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। সালাউদ্দিন আম্মার ও ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে মনোনয়ন ফরম নেওয়া শুরু হয়।
রাকসুর কোষাধ্যক্ষ ও প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা লাগিয়ে দিয়েছে। চেয়ার-টেবিল ভাঙচুর করেছে। তারা ভায়োলেন্স ঘটানোর চেষ্টা করছে। প্রশাসনকে অবহিত করেছি। এ বিষয়ে তারা ব্যবস্থা নেবে। মনোনয়ন ফরম বিতরণের শেষ দিন আজ। তবে সাধারণ শিক্ষার্থীদের সহায়তায় দুপুরের পর থেকে আবার মনোনয়ন ফরম দেওয়া শুরু হয়।
৩৮ দিন আগে
চোর সন্দেহে নাটোরে সংঘবদ্ধ পিটুনিতে নিহত ১
নাটোরের সদর উপজেলায় চোর সন্দেহে স্থানীয়দের সংঘবদ্ধ পিটুনিতে নবীর আলী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (৩০ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার নেপালদিঘী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নবীর রাজশাহীর বাঘা এলাকায় বাসিন্দা। তবে দীর্ঘদিন ধরেই তিনি নেপালদিঘীর পার্শ্ববর্তী ইসলাবাড়ি গ্রামে শশুরবাড়িতে বসবাস করতেন।
আরও পড়ুন: লালবাগে সংঘবদ্ধ পিটুনিতে যুবক নিহত
স্থানীয়রা জানান, রাত ২টার দিকে নেপালদিঘী গ্রামের ইদ্রিস আলীর বাড়ি থেকে কিছু মালামাল চুরি করে পাশের আব্দুল আওয়ালের বাড়িতে প্রবেশ করছিলেন নবীর। সে সময় গ্রামের লোকজন টের পেয়ে চিৎকার শুরু করে। এরপর তাকে ধরে সংঘবদ্ধ পিটুনি দেয় গ্রামবাসী। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
খবর পেয়ে আজ (রবিবার) সকালে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এর আগে, মরদেহের সুরতহাল রিপোর্ট ও গ্রামবাসীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান জানান, প্রাথমিকভাবে সংঘবদ্ধ পিটুনিতে হত্যা বলে মনে হচ্ছে, বিষয়টি তদন্ত করা হচ্ছে।
৩৮ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জে ১০০ টাকার ছেঁড়া নোট নিয়ে দ্বন্দ্বের জেরে নিহত ১
চাঁপাইনবাবগঞ্জে একটি বিকাশের দোকানে ১০০ টাকার একটি ছেঁড়া নোট নিয়ে দ্বন্দ্বের জেরে হামলার ঘটনায় বাবুল হোসেন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
হামলার ৫ দিন পর মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মারা যান তিনি।
নিহত বাবুল হোসেন জেলার শিবগঞ্জ উপজেলার জালমাছমারী এলাকার মৃত ইলিয়াস উদ্দিনের ছেলে।
নিহতের স্বজনরদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, গত ২১ আগস্ট সকাল ৯টার দিকে বড়চক এলাকার গুমানের ছেলে আসাদুল নিহত বাবুলের ভাই নজরুল ইসলামের বিকাশের দোকান থেকে ২ হাজার টাকা উঠিয়ে নিয়ে যান। এর দুই ঘণ্টা পর আবারও দোকানে এসে ১০০ টাকার একটি ছেঁড়া নোট রয়েছে বলে সেটি ফেরত নিয়ে ভালো নোট দেওয়ার দাবি জানালে দুজনের বাগবিতণ্ডা হয়।
এর কিছুক্ষণ পর বিভিন্ন দেশীয় ধারালো অস্ত্রসহ ১০-১২ জনকে নিয়ে আসাদুল দোকানে হামলা চালান। এ সময় ভাইকে বাঁচাতে গেলে হামলার শিকার হন বাবুল হোসেন।
আরও পড়ুন: রাজবাড়ীতে পূর্ব শত্রুতার জেরে কৃষককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১
পরে তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। স্বাস্থ্যের কিছুটা উন্নতি হলে বাবুল হোসেনকে বাসায় নিয়ে যান স্বজনরা। এরপর গতকাল মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। সেখানে চিকিৎসাধীন অবস্থার রাত সাড়ে ৮টার দিকে মারা যান বাবুল।
রক্তশূন্যতার কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন চিকিৎসকরা।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া।
৪২ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুতায়িত হয়ে মা-মেয়ে নিহত
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিদ্যুতায়িত হয়ে মা ও মেয়ে নিহত হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) ভোর পাঁচটার দিকে উপজেলার নেজামপুর ইউনিয়নের মরাফেলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ওই এলাকার মো. আলমগীরের স্ত্রী হাওয়া (৪২) ও মেয়ে আয়েশা (২১)।
আরও পড়ুন: রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক সংগীত শিল্পীর মৃত্যু
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানিয়েছেন, বাড়িতে অটোরিকশার ব্যাটারি চার্জে দেওয়া ছিল। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হন হাওয়া। পরে তাকে বাঁচাতে গিয়ে মেয়ে আয়েশাও বিদ্যুতায়িত হন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
খবর পেয়ে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি মনিরুল ইসলাম।
৪২ দিন আগে
রাজশাহীতে ট্রাকের ধাক্কায় সেনাবাহিনীর টহল গাড়ি খাদে, আহত ১০
রাজশাহীর মোহনপুরে সেনাবাহিনীর একটি টহল গাড়িকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে দুইটি যানবাহন রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে যায়। এতে আটজন সেনাসদস্যসহ মোট ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কের মোহনপুর মডেল টাউনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ট্রাকের চালক ও তার সহকারীও রয়েছেন।
আরও পড়ুন: কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় এক পরিবারের ৪ জন নিহত
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, দুর্ঘটনায় আহতদের মধ্যে একজনকে রাজশাহী সিএমএইচ এবং দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ওসি বলেন, ‘মোহনপুর মডেল টাউনের সামনে সেনাবাহিনীর একটি টহল গাড়িকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সেনাবাহিনীর টহলরত গাড়ি ও ট্রাক রাস্তার পাশের খাদে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। দুর্ঘটনার পর ট্রাক চালককে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।’
৪৩ দিন আগে