রাজশাহী
রাজশাহীতে দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতার বাবা নিহত
রাজশাহীর পবায় দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলিবর্ষণে সালাহউদ্দিন মিন্টু নামে এক যুবদল নেতার বাবা মো. আলাউদ্দিন (৬০) নিহত হয়েছেন।
বুধবার (১৫ জানুয়ারি) দুপুর ২টা ৪০ মিনিটে রাজশাহী মেডিকলে কলেজ (রামেক) হাসপাতালের অপারেশন থিয়েটারে তিনি মারা যান বলে জানান মেডিকেল অফিসার ও মুখপাত্র ডা. সংকর কে বিশ্বাস।
তিনি বলেন, ‘গুলিটি তার কমরের ভিতরে থেকে যায়। সেটি বের করার জন্য দুপুরে অপারেশন থিয়েটারে নেওয়া হয় সেখানেই তিনি মারা যান। গুলিতে তার কিডনি ক্ষতিগ্রস্ত হয়েছিল।’
নিহত আলাউদ্দিনের বাড়ি ওই উপজেলার ভুগরইল গ্রামে। তার ছেলে সালাহউদ্দিন মিন্টু নওহাটা পৌরসভা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে ট্রলার-স্পিডবোট সংঘর্ষে নিহত ৪
নিহতের ছেলে সালাহউদ্দিন মিন্টু জানান, গেল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে তাদের বাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ করা হয়। এ সময় দরজা ভেদ করে একটি গুলি বাড়িতে ঢোকে। এতে আহত হন তার বাবা আলাউদ্দিন। গুলিটি তার কোমরে লেগেছিল। রাতেই তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
মিন্টু আরও জানান, তাদের এলাকায় দুপক্ষের টাকা-পয়সা নিয়ে একটা বিরোধ ছিল। এর মীমাংসার জন্য রাতে উভয়পক্ষ রাজশাহীর এয়ারপোর্ট থানায় বসেছিল। একপক্ষের একটি ছেলে তার ‘ছোট ভাই’। এ জন্য তিনিও গিয়েছিলেন। থানায় মীমাংসাও হয়ে যায়। এরপর তিনি বাড়ি ফেরেন। এর আধা ঘণ্টা পরেই তার বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়।
তার ভাইয়ের সঙ্গে ভুগরইল শিহাবের মোড় এলাকার কয়েকজনের বিরোধ চলছিল বলে উল্লেখ করে সালাহউদ্দিন মিন্টু।
তিনি বলেন, ‘১০ থেকে ১২ জন তাদের বাড়ির সামনে এসেছিল। তারা সবাই মাদক কারবারি। তারাই গুলিবর্ষণ করেছে।’
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, ‘দুটি পক্ষ থানায় একটি আপস-মীমাংসার জন্য বসেছিল। তারপর নাকি একপক্ষ গিয়ে মিন্টুর বাড়িতে গুলিবর্ষণ করেছে। ঘটনাস্থলটা পড়েছে শাহমখদুম থানা এলাকায়। শাহমখদুম থানা পুলিশ বিষয়টি দেখছেন।’
শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, ‘হাসপাতালে অপারেশন থিয়েটারে আলাউদ্দিন মারা গেছেন বলে শুনেছি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলা করা হবে। তবে কারা মিন্টুর বাড়িতে গুলিবর্ষণ করেছে তাদের শনাক্তে পুলিশ তদন্ত শুরু করছে।’
আরও পড়ুন: মুন্সীগঞ্জে স্পিডবোট-বাল্কহেডের সংঘর্ষে নিহত ২
১ দিন আগে
সড়ক দুর্ঘটনায় আহত সেই রাবি শিক্ষকের মৃত্যু
সড়ক দুর্ঘটনায় আহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের সহযোগী ড. পুরনজিত মহালদার মারা গেছেন।
সোমবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তিনি মারা যান।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দিন জানান, সোমবার দুপুরে রাজশাহী মহানগরীর ১২ রাস্তার মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন ড. পুরনজিত মহালদার। পরে তাকে সেখান থেকে রামেক হাসপাতালের নীবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ২ কলেজছাত্র নিহত
এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নিহতের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন উপ-উপাচার্য।
ড. পুরনজিতের মৃত্যুতে আরও শোক জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ অ্যালামনাইয়ের সভাপতি জামিল রায়হান ও সাধারণ সম্পাদক শহীদ ইকবাল।
২ দিন আগে
নওগাঁ প্রেসক্লাবের আহ্বায়ক বুলবুল, সদস্য সচিব জয়
নওগাঁ প্রেসক্লাবের ২০২৪ সালের কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত করে ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) প্রেসক্লাবের সভাপতি মো. আবু বকর সিদ্দিকের সই করা এক নোটিশে এ তথ্য জানানো হয়।
নোটিশে ডেইলি ইন্ডাস্ট্রির নাছিমুল হক বুলবুলকে আহ্বায়ক করা হয়েছে। একইসঙ্গে ইউএনবির আসাদুর রহমান জয়কে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া মাই টিভি ও ভোরের কাগজের মো. আবু বকর সিদ্দিক ও ডিবিসি নিউজের এ কে সাজুকে সদস্য করা হয়েছে।
আবু বকর সিদ্দিক জানান, প্রেসক্লাবে অনিয়মসহ বিতর্কিত কার্যক্রমের কারণে সদস্যদের মধ্যে বিভাজন সৃষ্টি হয়। পেশাদার কিছু সাংবাদিকরা প্রেসক্লাবের বাইরে থেকে দায়িত্ব পালন করছেন। এ নিয়ে প্রশাসনসহ সব মহল অসন্তোষ প্রকাশ করায় সার্বিক বিষয়ে বিবেচনা করে নওগাঁ প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
তিনি আরও জানান, আজ (বুধবার) থেকে আহ্বায়ক কমিটি প্রেসক্লাবের যাবতীয় কার্যক্রম পরিচালনা করবে। এছাড়া নতুন আহ্বায়ক কমিটিকে সহযোগিতা করার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন তিনি।
২ দিন আগে
সাড়ে ৪ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল চলাচল স্বাভাবিক
বগি লাইনচ্যুতের ঘটনার সাড়ে ৪ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ। উদ্ধার হয়েছে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগি।
সোমবার (১৩ জানুয়ারি) বেলা পৌনে ১১ টার দিকে রাজশাহীর সঙ্গে ঢাকাসহ সারা দেশের রেল রেল যোগাযোগ চলাচল স্বাভাবিক হয়।
রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক ময়েন উদ্দিন জানান, বেলা পৌনে ১১ টার দিকে ট্রেনটি নীলফামারীর চিলাহাটির উদ্দেশে ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে উদ্ধার কাজ শেষ হয়। পরে ক্ষতিগ্রস্ত লাইন মেরামত করা হয়। ফলে সাড়ে চার ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
আরও পড়ুন: বগি লাইনচ্যুত: রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ
তিনি আরও জানান, সোমবার ভোর ৬টা ২০ মিনিটে ট্রেনটি রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায়। এর কিছুক্ষণ পর ৬টা ৩৬ মিনিটে সরদহের কাছে একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। এটি রাজশাহী থেকে ছেড়ে যাওয়া দিনের প্রথম ট্রেন। সেটি আটকে থাকায় রাজশাহীর সঙ্গে দেশের অন্যান্য রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
তিনি বলেন, ‘সোমবার সকালে রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস ও বিরতিহীন বনলতা এক্সপ্রেস ছেড়ে যেতে পারেনি। এছাড়া মধুমতি এক্সপ্রেস ট্রেন হরিয়ান স্টেশনে আটকে পড়ে। উদ্ধার কাজ শেষ হওয়ার পর তিন থেকে চার ঘণ্টা বিলম্বে সব ট্রেন চলাচল করে।
৩ দিন আগে
বগি লাইনচ্যুত: রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ
রাজশাহীতে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) ভোর ৬টার দিকে রাজশাহী সরদহ স্টেশনের কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম বলেন, চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি ২৫ কিলোমিটার যাওয়ার পর বেলপুকুর পার হয়ে সরদহ স্টেশন এলাকায় এসে লাইনচ্যুত হয়। এতে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে রেল কর্তৃপক্ষ দ্রুত কাজ শেষ করতে চেষ্টা করছে।
আরও পড়ুন: ঢাকার আজমপুরে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত
তিনি আরও বলেন, ট্রেনটি লাইনচ্যুত হওয়ার কারণে রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস, বনলতা ও সিল্কসিটি স্টেশনে আটকা পড়েছে।
সিঙ্গেল লাইন থাকায় উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত কোনো ট্রেন যাওয়া আসা করতে পারছে না বলেও জানান মামুনুল ইসলাম।
৪ দিন আগে
ঘরে আগুন, বের হতে না পেরে প্রাণ গেল সাবেক পুলিশ সদস্যের
পাবনার ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে আব্দুল হামিদ নামে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নৌবাড়িয়া নতুন পাড়ায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল হামিদ স্থানীয় কৃষক দলের জ্যেষ্ঠ সহ-সভাপতি মাহবুবের বাবা। তিনি পক্ষাঘাতগ্রস্ত ছিলেন।
নিহতের পরিবারের সদস্যরা জানান, শনিবার রাতে সবাই ঘুমিয়ে পড়লে হঠাৎ অগ্নিকাণ্ড ঘটে। এ সময় পরিবারের অন্য সদস্যরা ঘর থেকে বের হতে পারলেও প্যারালাইসিসের কারণে আব্দুল বের হতে পারেননি। পরে স্থানীয়রা চিৎকার শুনে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মৃত্যু হয়।
চাটমোহর ফায়ার সার্ভিসের কর্মী আব্দুল মোত্তালেব বলেন, ‘চাটমোহর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করলেও সরু রাস্তার কারণে ভেতরে প্রবেশ করতে বেগ পেতে হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।’
ভাঙ্গুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু ও আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানতে পেরেছি। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।’
৪ দিন আগে
রাজশাহীতে রুয়েট শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
রাজশাহী নগরীর একটি ছাত্রাবাস থেকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১০ জানুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে নগরীর ফুদকিপাড়া এলাকার এবেলা ছাত্রাবাসের একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত শিক্ষার্থী মেহেদী হাসান রুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা (ইউআরপি) বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’
৫ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফের ছোড়া গুলিতে সহিদুল ইসলাম নামে এক বাংলাদেশি আহত হয়েছেন।
শুক্রবার (১০ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সহিদুল ইসলাম (২৫) ওই উপজেলার বাগিচাপাড়া এলাকার আনারুল ইসলামের ছেলে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি।
আরও পড়ুন: ধামইরহাট সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক
চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, শুক্রবার রাত ২টার দিকে সহিদুল ইসলামসহ ছয়জন আজমতপুর সীমান্তের ১৮২ নম্বর সীমান্ত পিলার থেকে ভারতের প্রায় ১৩০ গজ অভ্যন্তরে ঢুকলে ভারতের শ্বশানী বিএসএফ ক্যাম্পের সদস্যরা গুলি ছুঁড়লে সহিদুল আহত হন।
এ সময় তার সঙ্গে থাকা অপর সহযোগীরা তাকে উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসেন।
এরপর আহত সহিদুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে তার স্বজনরা। সহিদুলসহ ওই ছয় জন চোরাচালানের সঙ্গে যুক্ত বলে জানা গেছে।
এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিএসএফের কাছে প্রতিবাদ জানানো হবে বলে জানান ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।
আরও পড়ুন: বিজিবির বাধা উপেক্ষা করে লালমনিরহাট সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া
৬ দিন আগে
ধামইরহাট সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক
নওগাঁর ধামইরহাটের বস্তাবর সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি)বিকাল সাড়ে ৪টার দিকে ওই উপজেলার বস্তাবর সীমান্ত চৌকি (বিওপি) সংলগ্ন শূন্য রেখায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) ১২৩ ব্যাট্যালিয়নের শিবরামপুর কোম্পানি কমান্ডারের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ ১৪ ব্যাটালিয়নের (বিজিবি) বস্তাবর বিওপির কোম্পানির কমান্ডারের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: সীমান্ত অপরাধ দমনে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত
এ বিষয়ে জানতে চাইলে শুক্রবার রাতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির ১৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, `বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। কাঁটাতারের বেড়া নির্মাণকাজ বন্ধ রাখতে সম্মত হয়েছে বিএসএফ। সীমান্তে কাঁটাতারের বেড়া বা রাস্তা হবে কি না তা বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করে সিদ্ধান্ত নেবেন।’
তিনি বলেন, ‘বিএসএফ বলেছেন তারা সীমান্তের শূন্য রেখা থেকে ১৫০ গজের মধ্যে তারা কোনো বেড়া বা স্থাপনা করবে না। প্রতিশ্রুতি ভঙ্গ করে ১৫০ গজের মধ্যে বেড়া বা স্থাপনা করার চেষ্টা করলে বিজিবি প্রতিহত করবে।’
বিজিবি ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, ধামইরহাট উপজেলার বস্তাবর সীমান্তে প্রায় ৬০০ গজের মধ্যে দুই দেশের কোনো বেড়া নেই।
গত বুধবার সকাল ৯টা থেকে বিজিবির সঙ্গে কোনো সমঝোতা ছাড়াই সীমান্তের শূন্যরেখা থেকে ভারতীয় সীমান্তে বিএসএফের সদস্য ও কিছু নির্মাণশ্রমিকের কার্যক্রম চোখে পড়ে। ওই এলাকায় তারা গাছপালা কাটছিলেন এবং এক্সকাভেটর (খননযন্ত্র) দিয়ে মাটি কাটার কাজ করছিলেন।
আইন অনুযায়ী সীমান্তের শূন্যরেখা থেকে ১৫০ গজের মধ্যে ফসল চাষ ব্যতীত সীমান্তবর্তী কোনো দেশ তাদের সীমানায় বেড়া কিংবা কোনো স্থাপনা নির্মাণ করতে পারবে না। কিন্তু বিএসএফের সদস্যরা আন্তর্জাতিক আইন ভঙ্গ করে সীমান্তে স্থাপনা নির্মাণের চেষ্টা করেন।
জানতে পেরে বিজিবি সদস্যরা তাদের বাধা দেন। পরে কাজ না করেই ফিরে যান বিএসএফের সদস্যরা।
আরও পড়ুন: টেকনাফে বিজিবি-বিজিপির মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত
৬ দিন আগে
রুপপুরে আরও এক রুশ নাগরিকের লাশ উদ্ধার
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক গ্রিন সিটি থেকে ইভান কাইটমাজোভ নামে এক রুশ নাগরিকের লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে গ্রিন সিটির ১৪ নম্বর ভবনের নবম তলার ৯৫ নম্বর ফ্ল্যাটের ওয়াশরুম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
ইভান কাইটমাজোভ প্রকল্পের স্কেম কোম্পানিতে ইলেকট্রিক সার্কিট ইনস্টলার পদে কর্মরত ছিলেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, ‘ওয়াশরুমে গলায় রশি লাগানো অবস্থায় নিহতকে পাওয়া যায়। পরে খবর দেওয়া হলে গ্রিন সিটির দায়িত্বরত চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন।’
আরও পড়ুন: বাংলাদেশে প্রথমবারের মতো ৫ জনের শরীরে শনাক্ত রিওভাইরাস
তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’
৬ দিন আগে