রাজশাহী
চাঁপাইনবাবগঞ্জে ইউটিউব দেখে বস্তায় আদা চাষে সফল আরিফুল
ইউটিউবে দেখে বস্তায় আদা চাষ করে সফল হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার উপর-রাজারামপুর এলাকার কৃষক আরিফুল ইসলাম। শুরুতে নতুন ফসল আবাদে মনে কিছুটা সংশয় ছিল। তবে এখন তার মুখে সফলতার হাসি ঝিলিক দেয়। আর তার এ সাফল্য দেখে অনেকেই আগ্রহী হচ্ছেন বস্তায় আদা চাষে।
জেলার সদর উপজেলার উপর-রাজারামপুর এলাকায় রাস্তার পাশে একটি আমবাগানে দেখা যায় বস্তায় আদা চাষের খেত। সেখানে কথা হয় চাষি আরিফুল ইসলামের সঙ্গে।
তিনি বলেন, গত বছর আমি ইউটিউব থেকে বস্তায় আদা চাষ সম্পর্কে জানতে পারি। এরপর কৃষি বিভাগের পরামর্শে আমার আম বাগানে পরীক্ষামূলক ৫৮০ বস্তা আদার চাষ করি। অতি বৃষ্টির কারণে ফলন কিছুটা কম হয়েছিল। বস্তা প্রতি গড়ে ৭০০ গ্রাম করে আদার ফলন পাওয়া যায়। কিন্তু বাজার দর ভালো পাওয়ায় লাভবান হই। এতে আদা চাষের প্রতি আমার আগ্রহ আরও বেড়ে যায় তার। এবছর আমি ১ হাজার ৫০০ বস্তায় আদা চাষ করেছি। বর্তমানে আদা গাছের চেহারা বেশ ভালো। বস্তা প্রতি ১ কেজির বেশি আদার ফলন পাব বলে আশা করছি।
তিনি জানান, বস্তায় আদা চাষে উৎপাদন খরচ কম। এছাড়া রোগ বালাই তেমন হয় না বললেই চলে। তাছাড়া আম বাগান ও বসতবাড়ির আঙিনায় ছায়াযুক্ত পরিত্যক্ত জায়গায় যেখানে অন্যান্য ফসল হয় না সেখানে বস্তায় আদা চাষ করা যায়।এদিকে বস্তায় আদা চাষে আরিফুল ইসলামের সফলতা এলাকায় বেশ সাড়া ফেলেছে। অনেকেই এই ফসল চাষে আগ্রহ প্রকাশ করছেন।
পৌরসভার শিয়ালা গাবতলা এলাকার কৃষক আব্দুর রহিম বলেন, আমি দীর্ঘ দিন থেকে কৃষি কাজ করি। ধান, ভুট্টা, বিভিন্ন সবজি চাষবাস করি। কিন্তু জানতাম না যে বস্তায় আদা চাষ হয়। আরিফ ভাইকেই প্রথম দেখলাম যে গাছ গাছালির নিচে বস্তায় আদা চাষ করছেন। এটা লাভজনক তায় আমি আদা চাষ করার জন্য আরিফ ভাইয়ের কাছে পরামর্শ নিয়েছি। আগামীতে আমি বস্তায় আদা চাষ করব।’
গনকা বাগান পাড়া এলাকা যুবক মোহাম্মদ আরিফ বলেন, ‘হঠাৎ জানতে পরলাম য়ে আরিফ মামা বস্তায় আদা চাষ করেছে। আদা সম্পর্কে আমার ধারণা ছিল যে আদা জমিতে চাষ হয় এবং বিদেশ থেকে আমদানি করা হয়। কিন্তু বস্তায় যে আদা চাষ করা যায় এটা কখনো জানতাম না। এখানে দেখতে এসেছি কীভাবে বস্তায় আদা চাষ হচ্ছে। দেখলাম, আমাকে খুব ভালো লাগল। আমি এটি দেখে অনুপ্রাণিত হলাম। আগামীতে আমিও নিজের বাড়িতে বস্তায় আদা চাষ করব।’সদর উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা ফাহাদ হোসেন জানান, এপ্রিল-মে মাসে আদা লাগানোর সময় এবং জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে আদার ফলন পাওয়া যায়। সঠিক পরিচর্যা করলে একটি বস্তা থেকে দেড় কেজি আদার ফলন পাওয়া সম্ভব।
তিনি আরও জানান, বস্তা প্রতি ১০ থেকে ১২ কেজি মাটি, ৫ কেজি বালু, ২ কেজি ভার্মিকম্পোস্ট, ১ কেজি ছাই, ২০ গ্রাম এমওপি, ২ গ্রাম টিএসপি সার, ৫ গ্রাম জিংক এবং ২ গ্রাম বোরোন সার মিশিয়ে দিয়ে বস্তা প্রস্তুত করতে হয়। প্রতি বস্তায় ৪০ থেকে ৪৫ গ্রাম আদার কন্দো লাগাতে হয়। প্রতি বস্তায় খরচ পড়বে সর্বচ্চ ২৬টাকা।চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা সুনাইন বিন জামান জানান, আদা মসলা জাতীয় একটি ফসল। আমাদের প্রায় সব তরকারিতে আদার ব্যবহার হয়ে থাকে। কিন্ত দেশে আদার উৎপাদন কম বলে বিদেশ থেকে আদা আমদানি করতে হয়। এছাড়া এ জেলার মাটি আদা চাষের উপযোগী নয়। এজন্য নতুন পদ্ধতি বস্তায় আদা চাষ এর মাধ্যমে কৃষকদের আদা চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে।
জামান জানান, গত বছর ৪০ হাজার বস্তায় আদা চাষ হয়েছে। এছাড়াও ৫০ হাজার বস্তায় আদা চাষ করা হয়েছে। বস্তায় আদা চাষ অল্প পরিশ্রমে করা যায় এবং এটি লাভজনক হওয়ায় বস্তায় আদা চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
৭ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় গরু উদ্ধার, আটক ৩
চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলা থেকে গরু চোরাচালানের অভিযোগে তিন যুবককে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে তিনটি ভারতীয় গরু উদ্ধারের দাবি করেছে বিজিবি।
সোমবার (২৩ ডিসেম্বর) সকালে সদর উপজেলার বাখের আলী সীমান্তের গোয়ালডুবি ঘাট এলাকা তাদের আটক করা হয়েছে।
আটক যুবকেরা হলেন- সদর উপজেলার বাখের আলী চরবাগডাঙ্গা এলাকার বাকিদুর রহমান (৩৫), সূর্যনারায়নপুর বেলপাড়া এলাকার শাহিদুল ইসলাম (৩৫) ও শিবগঞ্জ উপজেলার নামোজগন্নাথপুর বাদশাপাড়ার আব্দুল করিম (৩০)।
সোমবার সকালে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাখের আলী বিওপির একটি টহল দল সকাল পৌনে ৭টার দিকে পদ্মা নদীর গোয়ালডুবি ঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে তিন চোরাকারবারি পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও বিজিবির হাতে ধরা পড়ে। একই সঙ্গে অবৈধভাবে ভারত থেকে আনা তিনটি গরুও উদ্ধারে করে বিজিবি সদস্যরা।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
১ দিন আগে
রাজশাহীতে তেলের দোকানে আগুন, ৮ দোকান পুড়ে ছাই
রাজশাহীর বাগমারায় তেলের দোকানে আগুন লেগে ৮টি দোকান পুড়ে গেছে।
রবিবার (২২ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার তাহেরপুর পৌরসভার বাছিয়া পাড়ায় পদ্মা ওয়েলের লরি বিস্ফোরণে এ আগুন লাগে। এ সময় আগুন আশপাশে ছড়িয়ে পড়ে।
জানা গেছে, আগুনে সেখানকার ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এসে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ণয় করা যায়নি বলেন তেলের ব্যবসায়ী আলিফ হোসেন।
স্থানীয়রা জানায়, তাহেরপুর বাজারে আলিফ হোসেনের তেলের দোকান আছে। তিনি ব্যারেলে জ্বালানি তেল রেখে বিক্রি করেন। বিকালে এই দোকানে তেল দিচ্ছিল পদ্মা অয়েলের একটি ট্যাংকার ট্রাক। এ সময় ট্রাকটিতে আগুন লেগে যায়। এক পর্যায়ে ট্রাকে বিস্ফোরণ হয়। এরপর তেলের ডিপোসহ আরও সাতটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বাগমারা ফায়ার স্টেশনের ইনচার্জ মো. ইব্রাহিম জানান, খবর পেয়ে বাগমারা ও দুর্গাপুর ফায়ার স্টেশনের চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে তার আগেই ট্যাংকার ট্রাকটি আগুনে পুড়ে যায়। এছাড়া আগুনে তেলের ডিপোসহ মোট আটটি দোকান পুড়ে গেছে।
তিনি জানান, পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে খাবারের হোটেল, মুদি দোকান ও ওয়ার্কশপ ছিল। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি। তবে শুধু তেলের দোকানেরই প্রায় ৪০০ ব্যারেল তেল পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা ধারণা করছেন, ট্যাংকার ট্রাক থেকে ব্যারেলে তেল দেওয়ার সময় সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়।
১ দিন আগে
নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪
নাটোর সদরের নওপাড়া ও চাঁদপুর এলাকায় আলাদা সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ঘন কুয়াশার কারণে ভোর ৫টার দিকে নাটোর সদর উপজেলার নওপাড়া জুটমিল এলাকায় ৬টি পণ্যবাহী ট্রাকের বিক্ষিপ্ত সংঘর্ষ হয়। এসময় কোনোটি খাদে পড়ে যায়। কোনোটি রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে হোসাইন নামে এক ট্রাকচালক নিহত হন।
হোসাইনের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জে। আহত হন চারজন। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর বন্ধ হয়ে যায় নাটোর-বগুড়া মহাসড়কে যান চলাচল।
এদিকে ভোরে সদর উপজেলার চাঁদপুর এলাকায় ট্রাক চাপায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে।
পবা হাইওয়ে থানার এস আই ফিরোজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
১ দিন আগে
রাজশাহীতে বাসচাপায় দম্পতিসহ তিনজন নিহত
রাজশাহীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী দম্পতিসহ তিনজন নিহত হয়েছেন।
শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে রাজশাহী-নাটোর মহাসড়কে উপজেলার শিবপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পুঠিয়ার কান্দ্রা গ্রামের আবু হানিফ, তার স্ত্রী ফাতেমা খাতুন ও ফাতেমার বোন যুথি খাতুন।
শিবপুরের পবা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ হোসাইন জানান, নিহত তিনজন মোটরসাইকেল করে রাজশাহী থেকে বাড়ি ফিরছিলেন। পথে শিবপুর এলাকায় পৌঁছালে রাজশাহীগামী একটি বাস তাদের চাপা দিলে গুরুতর আহত হন তারা।
আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৪১
প্রায় সঙ্গে সঙ্গে তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই হানিফ ও যুথি মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকালে ফাতেমারও মৃত্যু হয়।
এসআই ফিরোজ জানান, বাসটি শনাক্ত করতে তারা বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ দেখছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
২ দিন আগে
নাটোরে শ্মশান মন্দিরে চুরি, হাত-পা বাঁধা ধোপার লাশ উদ্ধার
নাটোর শহরের কাশিমপুর কেন্দ্রীয় শশ্মানের মন্দিরের তালা ভেঙে চুরি করেছে দুর্বৃত্তরা।
এ সময় ঘটনাস্থল থেকে কুমার দাস নামে এক প্রতিবন্ধী ধোপার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে।
মন্দির কমিটির সভাপতি সুবল দাস বলেন, ‘শনিবার সকালে শশ্মানের গার্ড দুলাল চন্দ্র প্রামাণিক সেখানে গিয়ে মন্দিরের চুরি ও ধোপার লাশের বিষয়টি দেখে এসে আমাকে জানায়। পরে আমি ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে আসে।’ প্রায় ৪ বছর ধরে কুমার দাস মন্দিরে থাকতো বলে জানান সভাপতি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান জানান, মন্দিরের গ্রিল কেটে বেশ কিছু কাঁসার বাসনপত্র চুরি করে নিয়ে গেছে। দেখে ফেলায় ধোপাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করা যাচ্ছে। ঘটনাটি তদন্ত করে অপরাধীদের আটক করা হবে বলে জানান ওসি।
৩ দিন আগে
নাটোরে আগুনে পুড়ে শিশুর মৃত্যু
নাটোরের বড়াইগ্রামে বাড়িতে লাগা আগুনে পুড়ে আলিজা খাতুন নামে এক বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ১২টার দিকে উপজেলার শিমুলতলা এলাকার কায়েস মোল্লার বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।
পরিবারের বরাত দিয়ে ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার রাত ১২টার দিকে কায়েস মোল্লার বাড়িতে অগ্নিকাণ্ড ঘটে। বাড়ির সবাই বাইরে বের হতে পারলেও কয়েস মোল্লার নাতি আলিজা ভেতরে আটকা পড়ে আগুনে পুড়ে মারা যায়। অগ্নিকাণ্ডে ৬টি ঘর সম্পূর্ণ পুড়ে যায়।
বনপাড়ায় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আকরাম হোসেন জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা যাচ্ছে। এ সময় ২৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা গেলেও আগুনে প্রায় ১২ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
৩ দিন আগে
পাবনায় ট্রলিচাপায় পুলিশ কনস্টেবল নিহত
পাবনায় বালুবোঝাই ট্রলিচাপায় মাসুদ রানা নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত চালককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে পাবনার সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের শ্রীপুর বাজারের সামনে এই দুর্ঘটনা ঘটে।
মাসুদ রানা সুজানগর উপজেলার কামালপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
আরও পড়ুন: কেরাণীগঞ্জে রূপালী ব্যাংক থেকে ৩ ডাকাতের আত্মসমর্পণ
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে পাবনার সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের শ্রীপুর বাজারের সামনে পেছন থেকে মাসুদ রানাকে চাপা দেয় ট্রলিটি। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং চালককে আটক করা হয়েছে।
৪ দিন আগে
বগুড়ায় ঘুষ নিয়ে ছাত্রদল নেতাকে ছেড়ে দেওয়ার পর এসআই প্রত্যাহার
বগুড়ায় সাবেক এক ছাত্রদল নেতাকে আটক করে ৫০ হাজার টাকা ঘুষ নিয়ে তাকে ছেড়ে দেওয়ার ঘটনায় সদর থানার এসআই তরিকুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।
ঘটনা জানতে পেরে বগুড়া জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল বাছেদ থানায় গেলে ঘুষের টাকা অন্যের মাধ্যমে ফেরত দিয়ে থানা থেকে সটকে পড়েন এসআই তরিকুল ইসলাম।
বুধবার বিকেলে বগুড়া সদর থানায় এ ঘটনা ঘটে। বিষয়টি বগুড়া আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি ) আব্দুল বাছেদ পুলিশ সুপারকে জানালে এসআই তরিকুলকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করেন।
বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল বাছেদ জানান, গত মঙ্গলবার রাতে সদর থানার এসআই তরিকুল ইসলাম শহরের জামিলনগর এলাকা থেকে সাবেক জেলা ছাত্রদল নেতা রুবেল হোসেনকে আটক করে থানায় নিয়ে যান। রুবেল শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের বেলাই গ্রামের গাজিউর রহমানের ছেলে। তিনি ২০১৮ সালে জেলা ছাত্রদলের সদস্য ছিলেন।
আবদুল বাছেদ আরও বলেন, ‘রুবেল আমার গ্রামের বাসিন্দা। বিকেলে তার এক আত্মীয় জানায় রুবেলকে থানা থেকে ছেড়ে দেওয়ার সময় এসআই তরিকুল ৫০ হাজার টাকা ঘুষ নিয়েছেন। এখবর শুনে আমি নিজেই থানায় যাই। আমাকে দেখে এসআই তরিকুল থানা থেকে সটকে পড়েন এবং ঘুষের ৫০ হাজার টাকা রুবেলের ওই আত্মীয়কে ফেরত দেন। পরে বিষয়টি পুলিশ সুপারকে জানাই। এসআই তরিকুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চেয়েছেন।’
বগুড়া সদর থানার ওসি এসএম মঈনুদ্দিন বলেন, রুবেলের নামে ছাত্র আন্দোলনের সময় ছাত্রলীগের সঙ্গে থেকে সাধারণ ছাত্রদের উপর হামলার অভিযোগ করা হয়েছিল বৈষম্যবিরোধী ছাত্রদের পক্ষ থেকে। একারণে মঙ্গলবার রাতে তাকে আটক করা হয়। পরে যাচাই বাছাই করে ছেড়ে দেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘শুনেছি এসআই তরিকুল ৫০ হাজার টাকা ঘুষ নিয়ে ফেরত দিয়েছেন। এ ঘটনায় তাকে পুলিশ সুপারের নির্দেশে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।’
৫ দিন আগে
বিজয় দিবসের অনুষ্ঠান চলাকালে চাঁপাইনবাবগঞ্জে ছুরিকাঘাতে দুই কিশোর নিহত
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ছুরিকাঘাতে দুইজন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও চারজন।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বুধবার (১৯ ডিসেম্বর) ভোরে দুজনকে আটক করেছে পুলিশ।
নিহতরা হলেন- ওই উপজেলার খোলসি গ্রামের এজাবুলের ছেলে মাসুদ রানা এবং চাঁদপাড়া এলাকার আব্দুর রহিমের ছেলে রায়হান আলি।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মনিরুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে মল্লিকপুরে বিজয় দিবস উপলক্ষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। ওই অনুষ্ঠানে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের মধ্যে কোনো বিষয় নিয়ে তর্কাতর্কি হয়। এরই জের ধরে অনুষ্ঠান শেষে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ছুরিকাঘাতে দুজন নিহত এবং চারজন আহত হয়।
আহতদের মধ্যে তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন এবং একজনকে রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি বলেন, ‘দুই কিশোরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
তবে হতাহতরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন বলে জানান ওসি।
৬ দিন আগে