নাটোরের বড়াইগ্রামে বাড়িতে লাগা আগুনে পুড়ে আলিজা খাতুন নামে এক বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ১২টার দিকে উপজেলার শিমুলতলা এলাকার কায়েস মোল্লার বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।
পরিবারের বরাত দিয়ে ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার রাত ১২টার দিকে কায়েস মোল্লার বাড়িতে অগ্নিকাণ্ড ঘটে। বাড়ির সবাই বাইরে বের হতে পারলেও কয়েস মোল্লার নাতি আলিজা ভেতরে আটকা পড়ে আগুনে পুড়ে মারা যায়। অগ্নিকাণ্ডে ৬টি ঘর সম্পূর্ণ পুড়ে যায়।
বনপাড়ায় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আকরাম হোসেন জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা যাচ্ছে। এ সময় ২৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা গেলেও আগুনে প্রায় ১২ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।