ময়মনসিংহ
ময়মনসিংহে জমি নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে কৃষকের মৃত্যু
ময়মনসিংহের হালুয়াঘাটে জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে ইসরাফিল নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) সকালে উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের লক্ষ্মীকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে ইসরাফিলের সঙ্গে জমি নিয়ে আবু রায়হান ও তার পরিবারের বিরোধ চলছিল। এর জেরে আবু রায়হান ছুরি নিয়ে ইসরাফিলের পেটে পর পর তিনটি আঘাত করে পালিয়ে যায়।
আরও পড়ুন: সাভারে ওয়াজ মাহফিলে ছুরিকাঘাতে আহত ৩
এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার সাগর সরকারকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। আবু রায়হানকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
২ দিন আগে
শেরপুরে দুপক্ষের ঝগড়া থামাতে গিয়ে মাছ ব্যবসায়ী নিহত, আহত ৪
শেরপুরে সুদে ঋণ দেওয়া টাকা আদায়কে কেন্দ্র করে দুপক্ষের ঝগড়া থামাতে গিয়ে মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন।
মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ৮টার দিকে শেরপুরে নালিতাবাড়ী উপজেলার দক্ষিণ কালিনগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার হোসেন ওই এলাকার বাসিন্দা ও মাছ ব্যবসায়ী ছিলেন।
আরও পড়ুন: নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪
স্থানীয়রা জানায়, সুদে ঋণ দেওয়া টাকা আদায়কে কেন্দ্র করে দুপক্ষের ঝগড়া থামাতে গিয়ে দেশীয় অস্ত্রের আঘাতে দেলোয়ারসহ আহত হন পাঁচজন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় দেলোয়ারসহ দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পথে দেলোয়ার হোসেন মারা যান।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ‘সুদে ঋণ দেওয়া টাকা আদায়কে কেন্দ্র করে দেলোয়ার নিহত হন। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।’
২ সপ্তাহ আগে
শেরপুরে ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বিল্লাল হোসেন চৌধুরী নামের এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৩ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার নয়াবিল ইউনিয়নের মানুপাড়া গ্রামে বিল্লাল হোসেনের শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া অপরজনকে নালিতাবাড়ী শহর থেকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার বিল্লাল হোসেন চৌধুরী নালিতাবাড়ী উপজেলার ২ নম্বর নন্নী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক। অপরজন গোলকিপার রবিন সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা বাক্কারের সহযোগী হিসেবে পরিচিত।
আরও পড়ুন: কুষ্টিয়ায় হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
শনিবার (৪ জানুয়ারি) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, গ্রেপ্তার বিল্লাল হোসেন চৌধুরীর বিরুদ্ধে গত বছরের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেরপুরে ছাত্র হত্যা ও মিরপুরে গার্মেন্টসকর্মী নালিতাবাড়ীর আসিফ হত্যার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে পৃথক মামলা রয়েছে।
এ ছাড়া রবিনের বিরুদ্ধে জুলাই-আগস্টে অভ্যুত্থান চলাকালে নালিতাবাড়ী শহরের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, হামলা ও ভাঙচুরসহ নাশকতার অভিযোগে মামলা রয়েছে বলে জানান ওসি সোহেল রানা।
আরও পড়ুন: ফরিদপুরে হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
২ সপ্তাহ আগে
ছাত্রলীগের অফিস গুঁড়িয়ে দিয়েছেন বাকৃবির শিক্ষার্থীরা
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন ক্যাম্পাসের শহীদ শামসুল হক হলের শিক্ষার্থীরা।
শুক্রবার (৩ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে আব্দুল জব্বার মোড়ে অবস্থিত ছাত্রলীগের কার্যালয়টিতে ভাঙচুরের পর বুলডোজার দিয়ে পুরোপুরি ধূলিস্যাৎ করে ফেলা হয়।
রাত ২টার দিকে নাম প্রকাশ না করার শর্তে শহীদ শামসুল হক হলের এক শিক্ষার্থী বলেন, ‘এর মাধ্যমে বাকৃবিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতেই ক্যাম্পাসে তাদের কবর রচিত হলো। যে বা যারা ছাত্রলীগকে পুনর্বাসন করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আমরা শহীদ শামসুল হক হলের সাধারণ শিক্ষার্থীরা কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিচ্ছি।’
এর আগে, গত ৫ আগস্ট বিকালে ছাত্রলীগের কার্যালয়টি প্রথম দফায় ভাঙচুর করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে শিক্ষার্থীরা প্রথমে লাঠি ও ইটপাটকেল নিক্ষেপ করে অফিস ভবনটি ভাঙতে শুরু করেন। পরে একটি বুলডোজারের সাহায্য ভবনটি পুরোপুরি গুঁড়িয়ে দেয়। এ সময় উপস্থিত শতাধিক শিক্ষার্থী নেচে-গেয়ে ও বিভিন্ন স্লোগান দিয়ে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেন।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম বলেন, ‘শুক্রবার রাত সাড়ে ১১টা পর্যন্ত প্রক্টর অফিসেই ছিলাম। এ ঘটনার ব্যাপারে আমি জানতাম না। ছাত্রলীগের কেউ কোনো অভিযোগও করেনি।’
তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় চত্বরের মধ্যে সব স্থাপনাই বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি। বিশ্ববিদ্যালয়ের স্থাপনা নষ্ট করার অধিকার কেউ রাখে না।’
২ সপ্তাহ আগে
শেরপুরে অটোরিকশায় বাসের চাপা: আহত নারীকেও বাঁচানো গেল না
শেরপুরে মহাসড়কে একটি সিএনজিচালিত অটোরিকশাকে বাসচাপা দেওয়ায় ঘটা দুর্ঘটনায় আহত নারীরও মৃত্যু হয়েছে। এ নিয়ে অটোরিকশার চালকসহ মোট নিহতের সংখ্যা দাঁড়াল ৬ জনে।
রবিবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের শেরপুর জেলা সদরের ভাতশালা ইউনিয়নের সাপমারী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি কুকুরকে বাঁচাতে গিয়ে সিএনজিচালক রিফাত পরিবহনের বাসের সামনে পড়েন, আর বিপরীত দিক থেকে আসা বাসটি অটোরিকশাটিকে পিষে দেয়। এতে ঘটনাস্থলে পাঁচজন নিহত হন, আর অটোরিকশার এক নারী যাত্রীকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরে তার মৃত্যু হয়।
এর ফলে অটোরিকশাটির কোনো যাত্রীকেই বাঁচানো গেল না।
আরও পড়ুন: কুকুর বাঁচাতে গিয়ে শেরপুরে বাসের নিচে সিএনজি, নিহত ৫
নিহতরা হলেন- অটোরিকশার চালক শেরপুর সদরের কামারিয়া ইউনিয়নের গোল কামারিয়া এলাকার আব্দুস সামাদের ছেলে লোকমান মিয়া (৫৫), উত্তর আলিনাপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মোখলেছুর রহমান (৭৫), তার স্ত্রী উম্মে কুলছুম (৬৫), নকলা উপজেলার গজারিয়া এলাকার দুই শিক্ষার্থী কামরুজ্জামান ইমন (২৪) ও তার স্নাতক পড়ুয়া বোন মাইশা জেসমিন মীম (২০) এবং পশ্চিম চিথলিয়া গ্রামের সুভাষ চন্দ্র বিশ্বাসের স্ত্রী নীনা রানী বিশ্বাস ((৪৫)।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম বলেন, ‘দুর্ঘটনার পর ঘাতক বাসটি আটক করেছে স্থানীয়রা। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মগে পাঠানো হয়েছে। আমরা ঘটনটির তদন্ত করছি।’
৩ সপ্তাহ আগে
কুকুর বাঁচাতে গিয়ে শেরপুরে বাসের নিচে সিএনজি, নিহত ৫
শেরপুরে মহাসড়কে বাসের চাপায় একটি সিএনজিচালিত অটোরিকশার চালকসহ পাঁচ যাত্রী নিহত হয়েছেন। একটি কুকুরকে বাঁচাতে গিয়ে সিএনজিচালক বাসের বাসের সামনে পড়েন, আর বিপরীত দিক থেকে আসা বাসটি অটোরিকশাটিকে পিষে দেয়।
রবিবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের শেরপুর জেলা সদরের ভাতশালা ইউনিয়নের সাপমারী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনায় আহত আরেক নারীকে গুরুতর অবস্থায় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
নিহতদের মধ্যে সিএসজিচালক লোকমান আকরামের (৪৫) পরিচয় জানা গেছে। তার বাড়ি শেরপুর সদর উপজেলার তারাকান্দি এলাকায়। অন্যান্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দুর্ঘটনার পর ওই সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে পুলিশ, সেনাসদস্য ও দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। পরে সেটি ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম জানান, সিএনজিটি একটি কুকরকে বাচাঁতে গিয়ে বিপরীত দিক থেকে আসা বাসের সামনে পড়ে। এতে ঘটনাস্থলেই সিএনজিচালক ও দুই নারী যাত্রীসহ মোট পাঁচজন নিহত হন।
৩ সপ্তাহ আগে
ময়মনসিংহে ট্রাকচাপায় একই পরিবারের ৪ জন নিহত
ময়মনসিংহে ড্রাম ট্রাকের চাপায সিএনজি অটোরিকশা থাকা একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল পৌনে ৮টার দিকে ময়মনসিংহ-নেত্রকোণা সড়কের তারাকান্দা গাছতলায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নেত্রকোণা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের মৃত নবী নেওয়াজের ছেলে আব্দুর রশিদ (৬০), তার স্ত্রী বকুল বেগম (৫৫), আব্দুর রাশিদের শ্যালক বিদ্দা মিয়া (৪২) ও বিদ্দা মিয়ার ছেলের বউ লাবনী আক্তার (১৮)।
আরও পড়ুন: নড়াইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১
শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী জানান, বৃহস্পতিবার ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রিজ মোড় থেকে অসুস্থ এক স্বজনকে দেখতে একটি সিএনজি আটোরিকশায় পাঁচজন নেত্রকোণা যাচ্ছিলেন। পথে আজ সকাল পৌনে ৮টার দিকে ময়মনসিংহ-নেত্রকোণা সড়কের তারাকান্দা গাছতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক তাদের সিএনজিকে চাপা দেয়। এতে অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান।
তিনি জানান, ঘটনাস্থল থেকে আহত তিনজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও দুইজনের মৃত্যু হয়। আহত অন্তর মিয়া হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় সঞ্জয় চক্রবর্তী।
আরও পড়ুন: নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪
৩ সপ্তাহ আগে
চার মাস পর চালু শেরপুর জেলা কারাগার
সংস্কার কাজ শেষ না হলেও চার মাস পর সীমিত পরিসরে চালু করা হয়েছে শেরপুর জেলা কারাগার।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকালে আদালত থেকে যাওয়া ১৩ বন্দিকে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর মধ্য দিয়ে কারাগারকেন্দ্রিক নানা সমস্যা-সংকটের নিরসন হয়েছে।
এদিকে, সীমিত পরিসরে কারাগার সচল করার আগে সংস্কারকৃত কারাগার পরিদর্শন করেছেন শেরপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুলতান মাহমুদ। সেসময় অন্যান্য বিচারকরা উপস্থিত ছিলেন।
শেরপুর জেলা কারাগারের জেল সুপার মো. শফিকুল আলম জানান, দুর্বৃত্তদের হামলায় অকার্যকর হয়ে পড়ার পর গণপূর্ত বিভাগের মাধ্যমে কারাগারের সংস্কার কাজ চলছিল। প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয় বরাদ্দে ওই সংস্কার কাজের ইতোমধ্যে ৮০ ভাগ শেষ হয়েছে। সিসি ক্যামেরা স্থাপনসহ দুটি প্রাক্কলনের কাজ এখনো বাকি রয়েছে।
আরও পড়ুন: শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া ২ আসামি গ্রেপ্তার
তিনি বলেন, শেরপুরের বন্দীদের জামালপুরে আনা-নেওয়াসহ নানা বাড়তি ঝামেলার বিষয়টি বিবেচনা করে পূর্ণাঙ্গ সংস্কার কাজ শেষ না হলেও প্রাথমিক পর্যায়ে ও সীমিত পরিসরে কারাগারটি সচল করা হয়েছে। এখন থেকে নতুন বা পুরাতন মামলায় গ্রেপ্তারকৃত আসামিদের এ কারাগারেই আনা হবে। এছাড়া পর্যায়ক্রমে অর্থাৎ সংশ্লিষ্ট মামলার প্রতি ধার্য তারিখে জামালপুরে থাকা বন্দিদের শেরপুর কারাগারে আনা হবে। আর এর মধ্য দিয়েই শেরপুর জেলা কারাগারের কার্যক্রম পূর্ণাঙ্গভাবে সম্পন্ন হবে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ওইদিন বিকালেই দুর্বৃত্তরা হামলা চালায় শেরপুর জেলা কারাগারে।
ওইসময় ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করলে কারাগার থেকে পালিয়ে যায় সাজাপ্রাপ্তসহ নানা গুরুতর অভিযোগের মামলার ৫১৮ বন্দি। অস্ত্র-গুলি, মামলার নথি, কাগজপত্রসহ বিভিন্ন সামগ্রী লুটপাট, ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।
আরও পড়ুন: শেরপুর জেলা কারাগার ভাঙল দুর্বৃত্তরা, ৫০০ বন্দির পলায়ন
১ মাস আগে
ভালুকায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
ময়মনসিংহের ভালুকায় ফ্যানের সঙ্গে শাড়িতে ঝুলন্ত অবস্থায় স্বামী ও স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় উপজেলার জমিরদিয়া মাষ্টারবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে।
মৃতরা হলেন- সাগর ইসলাম (২২) এবং তার স্ত্রী নূপুর (১৯)। সাগরের বাড়ি দিনাজপুরের বিরল উপজেলায় ও নূপুরের বাড়ি নেত্রকোনার মদন উপজেলায়। তারা স্থানীয় ক্রাউন ফেক্টরির শ্রমিক বলে জানা গেছে।
আরও পড়ুন: মেহেরপুরে অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার
স্থানীয়রা জানায়, প্রেম করে বিয়ে করেছিলেন পোশাক শ্রমিক সাগর ইসলাম ও নূপুর বেগম। কিন্তু তাদের প্রেমের বিয়ে মেনে নিতে পারেনি পরিবার। তারা ময়মনসিংহের ভালুকায় একটি ভাড়া বাসায় থেকে দুজনে পোশাক কারখানায় কাজ করতেন। বুধবার একই সঙ্গে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবীর বলেন, ‘স্বামী-স্ত্রী দুজনে পোশাক কারখানায় কাজ করতেন। তারা প্রেম করে বিয়ে করলেও পরিবার তা মানতে পারেনি। বুধবার প্রতিবেশীরা দুজনকে ফ্যানে ঝুলন্ত অবস্থায় দেখে রাত ৯টার দিকে পুলিশকে খবর দেয়। আমরা রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। দুটি লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।’
তিনি বলেন, ‘প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এখনও কোনো আলামত পাওয়া যায়নি।
আরও পড়ুন: মানিকগঞ্জে অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার
১ মাস আগে
ময়মনসিংহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক খুনের অভিযোগ
ময়মনসিংহের ভালুকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে সাকিব সিকদার নামের এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় রুহুল আমিন নামে একজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের গৌরীপুর দেবুনিয়া কোম্পানির গেইটের সামনে এ ঘটনা ঘটে।
নিহত যুবক সাকিব সিকদার (২৫) স্থানীয় হাউজুদ্দিনের ছেলে। তিনি একজন ভ্যান চালক বলে জানা গেছে।অভিযুক্ত রুহুল আমিন (৩০) পাশ্ববর্তী শ্রীপুর উপজেলার বাঁশবাড়ী গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: পাবনায় ওয়াজ মাহফিলে ছুরিকাঘাতে যুবক হত্যার অভিযোগ
ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মির্জা শফি উল্লাহ জানান, ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের গৌরীপুর দেবুনিয়া কোম্পানির গেইটের সামনের একটি বাড়ি থেকে সাকিবের একটি ভ্যান গাড়ি চুরি করে নিয়ে যাচ্ছিলেন রুহুল আমিন। ঘটনাটি টের পেয়ে চোরকে পেছন থেকে ধাওয়া করেন সাকিবসহ কয়েকজন।
এ সময় রুহুল আমিন ছুরিকাঘাত করলে সাকিব মারাত্নকভাবে আহত হন। পরে স্থানীয় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা রুহুল আমিনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান এসআই।
আরও পড়ুন: ফেসবুক পোস্টে রিঅ্যাক্টের জেরে ছুরিকাঘাতে ৪ কিশোর আহত
১ মাস আগে