ইজতেমা ময়দানে তাবলীগ জামায়াতের এক পক্ষের শীর্ষ মুরুব্বী মাওলানা সাদ ও তাদের অনুসারীদের জোর ইজতেমাকে ঘিরে গত কয়েকদিনের অব্যাহত বিরোধের জেরে ২ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাতে সংঘর্ষে ইজতেমা ময়দানে এই হতাহতের ঘটনা ঘটে।
সংঘর্ষে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
পুলিশ দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ইজতেমা: প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে সাদপন্থিদের মিছিল
তাবলীগের মাওলানা জুবায়েরের অনুসারী শুরায়ে নেজামের পক্ষের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, ভোরে ইজতেমার প্রস্তুতি কাজে পাহারায় নিয়োজিত ঘুমন্ত তাবলীগের সাথীদের উপর হামলা চালায় কর্তৃপক্ষের লোকজন। এতে দুজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়। নিহত একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- কিশোরগঞ্জ জেলার বাসিন্দা আমিনুল ইসলাম বাচ্চু।
অন্যদিকে, মাওলানা সাদ কান্দলভির অনুসারী তাবলীগের নিজামুদ্দিন পক্ষের সমন্বয়ক মোহাম্মদ সায়েম জানান, পাঁচ দিনের জোড় ইজতেমা উপলক্ষে ময়দানে প্রবেশ করার সময় গতরাতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে তাবলীগের সাথী বগুড়ার তাইজুল ইসলাম নিহত ও বহু সাথী আহত হয়েছেন।
তবে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান দুজন নিহতের কথা জানিয়েছেন।
আরও পড়ুন: প্রথম ধাপের বিশ্ব ইজতেমা ৩১ জানুয়ারি