কক্সবাজার, ২০ অক্টোবর (ইউএনবি)-কক্সবাজারের কুতুবদিয়া ও মহেশখালীর কয়েকটি গ্যাংয়ের ৪৩ জন দস্যু আগ্নেয়াস্ত্রসহ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করেছেন।
শনিবার মহেশখালী পৌরসভার আদর্শ হাইস্কুল মাঠে র্যাব আয়োজিত এক অনুষ্ঠানে ৯৪টি আগ্নেয়াস্ত্র এবং সাত হাজার ৬৩৭ রাউন্ড গুলিসহ আত্মসমর্পণ করেন তারা।
আত্মসমর্পণকারীদের মধ্যে অঞ্জু বাহিনীর ১০ জন, রমিজ বাহিনীর দুজন, কালাবোদা বাহিনীর ছয়জন, জালাল বাহিনীর ১৫ জন, আয়ুব বাহিনীর নয়জন এবং আলাউদ্দিন বাহিনীর একজন রয়েছেন।
আত্মসমর্পণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান প্রধান অতিথি হিসেবে এবং র্যাব মহাপরিচালক বেনজির আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।