বিভিন্ন পরিষেবা প্রতিষ্ঠানগুলোকে আগামী ১ অক্টোবরের মধ্যে ঢাকা কেন্দ্রিক সব উন্নয়ন প্রকল্প সিটি করপোরেশনের সাথে সমন্বয় করতে হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
এ সময়ের মধ্যে সমন্বয় করতে ব্যর্থ হলে আগামী বছরের অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে তিনি সতর্ক করেন।
বৃহস্পতিবার আধুনিক ও জনকল্যাণমূলক মহানগরী বিনির্মাণে বিভিন্ন সীমাবদ্ধতা চিহ্নিত করে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভায় মেয়র এ কথা বলেন।
মেয়র বলেন, ‘অবশ্যই আপনারা আপনাদের প্রকল্প বাস্তবায়ন করতে পারবেন কিন্তু এক জায়গায় তিনবার রাস্তা কাটতে পারবেন না।’
‘আপনি সিটি করপোরেশ থেকে অনুমতি নিয়ে এক জায়গা একবারই কাটতে পারবেন,’ যোগ করেন মেয়র।
তাপস বলেন, কোনো পরিষেবা প্রতিষ্ঠান যদি তাদের উন্নয়ন প্রকল্পগুলোকে ১ অক্টোবরের মধ্যে সমন্বয় করতে ব্যর্থ হয় পরবর্তীতে কোনো তদবির বা অনুরোধ বিবেচনা করা হবে না।