মুন্সিগঞ্জ, ০১ জুন (ইউএনবি)- মুন্সিগঞ্জের গজারিয়ায় দুই বাসের সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে ১২ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভিটিকান্দিতে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কবির হোসেন জানান, দাউদকান্দিগামী গজারিয়া পরিবহনের একটি বাস যাত্রী নামাচ্ছিল। এ সময় পেছন থেকে একুশে পরিবহনের একটি বাস দ্রুত গতিতে ধাক্কা দেয়। এতে পেছনের বাসটির কিছু অংশ সামনের বাসের ভেতরে ঢুকে যায়।
নিহত যুবক কোনো একটি বাসের সহকারী বলে কবির হোসেন জানিয়েছেন।
দুর্ঘটনার পর কুমিল্লামুখী লেনে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে সৃষ্টি হয় যানজট।