সমিতির সভাপতি খোরশেদ আলম খসরুর করা রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
রিট আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার নাজিরুল আলম। সাথে ছিলেন ব্যারিস্টার মো.ইফতাবুল কামাল অয়ন।
মঙ্গলবার ব্যারিস্টার নাজিরুল আলম বলেন, গত ১৬ নভেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের এক আদেশে প্রযোজক সমিতির ২০১৯-২০২১ কমিটি বাতিল করে সমিতির কার্যক্রম পরিচালনার জন্য এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে বাণিজ্য মন্ত্রণালয়ের উপ সচিব খন্দকার নুরুল হককে প্রশাসক নিয়োগ করা হয়।
এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে খোরশেদ আলম খসরু রিট করেন। এ রিটের শুনানি নিয়ে সোমবার হাইকোর্ট রুল জারি করে। রুলে প্রশাসক নিয়োগ করা কেন বেআইনি হবে না তা জানতে চেয়েছে। একইসাথে ৭ জানুয়ারি পর্যন্ত ১৬ নভেম্বর জারি করা আদেশের কার্যক্রম স্থগিত করে।