বাংলাদেশ ও নেপাল ব্যবসা, বাণিজ্য, বিদ্যুৎ খাতে সহযোগিতা, যোগাযোগ এবং জনগণের সাথে জনগণের সংযোগের মতো বিভিন্ন ক্ষেত্রে আরও বেশি কাজ করতে পারে।
দেশ দুটির মাঝে রয়েছে ঐতিহাসিক সম্পর্ক এবং তারা পারস্পরিক সুবিধার জন্য সম্ভাবনার পূর্ণ ব্যবহার করতে পার।
নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারি বৃহস্পতিবার এসব কথা বলেছেন।
নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরী কাঠমান্ডুতে রাষ্ট্রপতি ভবনে পরিচয়পত্র পেশ করতে গেলে তিনি এসব কথা বলেন।
বিদ্যা দেবী নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং দ্বিপক্ষীয় সম্পর্ক গভীর করতে তাকে সব ধরনের সহযোগিতা দেয়ার আশ্বাস দেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।