বৃহস্পতিবার বিশ্বব্যাপী ৭ হাজারেরও বেশি হলে মুক্তি পায় সিনেমাটি। তবে প্রথমদিন মাত্র ৫৫ কোটি রূপি আয় করেছে এই সিনেমা।
শত্রুতার গল্প নিয়ে পরিচালক এআর মুরুগাদাস নির্মাণ করেছেন ‘দরবার’। যেখানে একদিকে রয়েছেন হরি চোপড়া (সুনীল শেট্টি)। অন্যদিকে রয়েছেন আদিত্য অরুণাচলম (রজনীকান্ত)। সিনেমায় পুলিশের চরিত্রে অভিনয় করেছেন রজনীকান্ত। অন্যদিকে নায়িকা হিসেবে রয়েছেন নয়নতারা।
গল্পের শুরুতে দেখানো হয়েছে, মুম্বাইকে ড্রাগ স্মাগলারদের হাত থেকে রক্ষা করতে এসেছেন পুলিশ কর্তা আদিত্য অরুণাচলম। সাথে রয়েছেন তার স্ত্রী বালী (নয়নতারা)। এরপর নিজের কাজে আদিত্য এগিয়ে যেতে শুরু করলেই আসে বাধা। আর সেই বাধা আসে হরি চোপড়ার কাছ থেকে। শুরু হয় দ্বন্দ্ব।
এদিকে সিনেমা দেখে দর্শকরা রিভিউ দিয়েছেন। রজনীকান্তের এই সিনেমা ৫ স্টারের মধ্যে পেয়েছে ২.৫ স্টার। খবর এনডিটিভির।
এদিকে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, প্রথমদিনে চেন্নাই থেকে ২.২৭ কোটি রূপি আয় করেছে ‘দরবার’। দ্বিতীয় বারের মতো রজনীকান্তের কোনো সিনেমা চেন্নাই থেকে প্রথমদিন ২ কোটিরও বেশি আয় করল। এর আগে ‘২.০’ সিনেমা ২ কোটির বেশি রূপি আয় করে।
এদিকে প্রথম সপ্তাহ শেষে ‘দরবার’ ৩০০ কোটি রূপি আয় করবে বলে আশা করা হচ্ছে।