নাটোরে কোটি টাকা হাতিয়ে পালিয়ে যাওয়া এনজিও প্রধানের বাড়ি ঘেরাও করে মানববন্ধন করেছেন ক্ষুব্ধ গ্রাহক ও কর্মীরা।
শনিবার দুপুরে সদর উপজেলার মাঝদিঘা এলাকায় বর্ষা ক্ষুদ্র ব্যবসায়ী সঞ্চয় সমিতি ও হেলপ সোসাইটি এনজিওর প্রধান কামরুল ইসলামের বাড়ি ঘেরাও করে মানববন্ধন করেন তারা।
এ সময় বক্তারা স্থানীয় ইউপি চেয়ারম্যান ও প্রশাসনের অসহযোগিতার জন্য ক্ষোভ প্রকাশ করেন।
গ্রাহকরা জানান, কামরুল ইসলাম এনজিও কার্যক্রম শুরু করে কর্মীদের মাধ্যমে আমানত সংগ্রহ ও ঋণ প্রদান করে আসছিলেন। সম্প্রতি বাড়তি মুনাফার লোভ দেখিয়ে বাড়তি আমানত ও স্বল্প সুদে মোটা অংকের ঋণ দেয়ার কথা বলে তিনি কয়েক কোটি টাকা আমানত সংগ্রহ করেন। গত ১১ জুন ঋণ দেয়ার দিন ধার্য করে আগের রাতে সমস্ত টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যান তিনি।
এ ঘটনায় রাজশাহীর পুঠিয়া থানায় মামলা দায়ের হলে প্রতিষ্ঠানের তিন কর্মীকে আটক করেছে পুলিশ।