তারা হলেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বাঁশতা মধুপুকুর গ্রামের আফতাব হোসেনের ছেলে আলম (৩০) ও তার ছোট ভাই মাসুম (২১)।
আরও পড়ুন: বন্ধুর জন্য মোটরসাইকেল কিনে ফেরার পথে দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
সদর থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা জানান, দুই ভাই মোটরসাইকেলযোগে বগুড়া থেকে নওগাঁর দিকে যাচ্ছিলেন। পথে গোদারপাড়া বাজার পার হলে ট্রাকের ধাক্কায় তারা সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে মর্গে পাঠায়।
দুর্ঘটনার পরপরই ট্রাকসহ চালক পালিয়ে যান।
আরও পড়ুন: তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫
নাটোর: সদর উপজেলার হযরতপুর বাজারে ট্রাকের ধাক্কায় আমির হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনার জেরে প্রায় দেড় ঘণ্টা নাটোর-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুদ্ধ জনতা।
পুলিশ জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ব্যবসায়ী আমির হোসেন মোটরসাইকেলযোগে লক্ষ্মীপুর বাজার থেকে আহম্মদপুর বাজারে যাওয়ার সময় হযরতপুর বাজারে একমুখী রাস্তায় একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন।
আরও পড়ুন: কুমিল্লায় মোটরসাইকেল দুর্ঘটনায় মাদরাসা শিক্ষক নিহত
এ ঘটনায় বিক্ষুদ্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা ১১টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলমসহ প্রশাসনের কর্মকর্তারা সড়কটি সংস্কার করে উভয় পাশে যান চলাচলের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বিক্ষুদ্ধরা।
সার্বিক চিত্র:
দেশে ২০২০ সালে চার হাজার ৭৩৫টি সড়ক দুর্ঘটনায় পাঁচ হাজার ৪৩১ জন নিহত এবং সাত হাজার ৩৭৯ জন আহত হয়েছেন।
সড়ক দুর্ঘটনা নিয়ে রোডটি সেফটি ফাউন্ডেশনের তৈরি করা বার্ষিক প্রতিবেদন-২০২০ অনুযায়ী, নিহতদের মধ্যে আছেন ৮৭১ জন নারী ও ৬৪৯টি শিশু।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
প্রতিবেদনে বলা হয়, মোট মারা যাওয়াদের মধ্যে সবচেয়ে বেশি এক হাজার ৫১২ জন ছিলেন পথচারী। সেই সাথে এক হাজার ৪৬৩ জন মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। গাড়ির চালক ও তাদের সহকারী নিহত হয়েছেন ৬৮৩ জন।
বিভিন্ন গণমাধ্যমের আসা সংবাদের ভিত্তিতে তৈরি করা প্রতিবেদনটিতে দেখা যায়, আগের বছরের তুলনায় ২০২০ সালে সড়ক দুর্ঘটনা বেড়েছে শূন্য দশমিক ৮৯ শতাংশ। নিহত ও আহতের ক্ষেত্রে এ বৃদ্ধির হার যথাক্রমে চার দশমিক ২২ শতাংশ এবং তিন দশমিক ৮৮ শতাংশ।
আরও পড়ুন: হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় চিকিৎসকসহ নিহত ২
মহামারি করোনাভাইরাস রোধে গত বছরের বড় একটি সময় চলাচলে বিধিনিষেধ আরোপ করা সত্ত্বেও দুর্ঘটনার এ প্রবণতায় লাগাম টেনে ধরা যায়নি।