শুক্রবার বেলা ১২টার দিকে সদর শায়েস্তাগঞ্জ উপজেলার কলিমনগর স্থানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হবিগঞ্জ সদর আধুনিক মেডিকেল হাসাতালের মেডিকেল অফিসার ডা. দিপংকর পোদ্দার (২৮) ও জুলহস উদ্দিন(৫৫)।
আরও পড়ুন: নভেম্বর মাসে সড়ক দুর্ঘটনার নিহত ৪৩৯: প্রতিবেদন
ডা. দিপংকর পোদ্দার জেলার মাধবপুর উপজেলার ছাতিয়াইন গ্রামের চন্দন পোদ্দারের ছেলে। ৩৯তম বিসিএসে নিয়োগ পাওয়া এ ডাক্তারের ২ মাস বয়সের একটি মেয়ে সন্তান ও স্ত্রী রয়েছে।
অপর নিহত জুলহস উদ্দিন বাড়ি ময়মনসিংহ জেলা গফঁরগাও উপজেলার শ্রীপান গ্রামে। তিনি বানিয়াচং থানায় কর্মরত তার কনস্টেবল ছেলের সাথে দেখা করে বাড়ি ফিরছিলেন।
আরও পড়ুন: সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪
শায়েস্তগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব জানান, হবিগঞ্জ থেকে শায়েস্তাগঞ্জ মুখী একটি সিএনজি অটোরিকশা বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির ওই দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান।
এ সময় উভয় যানের আহত আরও চারজন যাত্রীকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
আরও পড়ুন: মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ছয়জনসহ নিহত ৭
গত নভেম্বর মাসে দেশের সড়ক ও মহাসড়কে দুর্ঘটনা ও হতাহতের সংখ্যা কিছুটা বেড়েছে বলে সম্প্রতি জানিয়েছে নিরাপদ সড়ক নিশ্চিত করার লক্ষ্যে কাজ করা রোড সেফটি ফাউন্ডেশন নামে এক সংস্থা।
তাদের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, নভেম্বর মাসে ৪১৭ দুর্ঘটনা সংগঠিত হয়েছে। এতে ৪৩৯ জন নিহত এবং ৬৮২ জন আহত হয়েছেন। একই সময়ে চারটি নৌ-দুর্ঘটনায় তিনজন নিহত ও আটজন আহত এবং ২৯টি রেলপথ দুর্ঘটনায় ৩২ জন নিহত ও সাতজন আহত হয়েছেন।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত
ওই প্রতিবেদনে দেশে সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে ১০ বিষয়ের কথা উল্লেখ করেছে সংস্থাটি। এগুলো হলো- ত্রুটিপূর্ণ যানবাহন, বেপরোয়া গতি, চালকদের বেপরোয়া মানসিকতা, অদক্ষতা ও শারীরিক-মানসিক অসুস্থতা, নির্দিষ্ট বেতন ও কর্মঘণ্টা না থাকা, মহাসড়কে স্বল্পগতির যানবাহন চলাচল, তরুণ ও যুবদের বেপরোয়া মোটরসাইকেল চালানো, জনসাধারণের মধ্যে ট্রাফিক আইন না জানা ও না মানার প্রবণতা, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা, বিআরটিএ’র সক্ষমতার ঘাটতি এবং গণপরিবহণ খাতে চাঁদাবাজি।
আরও পড়ুন: চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নারী নিহত, প্রতিবাদে ভাঙচুর