পাবনা: শুক্রবার সকালে সদর উপজেলার দুবলিয়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত এবং তিনজন আহত হন।
নিহতরা হলেন ঝন্টু কুন্ডু (৬০) ও আরিফা সুলতানা (৪৫)। হতাহত সবার বাড়ি সুজানগরের বিভিন্ন এলাকায়।
আরও পড়ুন: কুমিল্লায় মোটরসাইকেল দুর্ঘটনায় মাদরাসা শিক্ষক নিহত
দুবলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিউল আলম জানান, পাবনা-সুজানগর আঞ্চলিক সড়ক দিয়ে সুজানগর উপজেলা থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা পাবনা শহরের দিকে যাচ্ছিল। গাড়িটির সাথে সকাল ৮টার দিকে দুবলিয়ায় বাজারের অদূরে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ঝন্টু নিহত হন।
আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরিফাকে মৃত ঘোষণা করেন।
বাকি আহতদের পাবনা জেনারেল হাসপাতাল ও সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে পর্যায়ক্রমে বাস্তবায়ন হবে ১১১ দফা সুপারিশ: স্বরাষ্ট্রমন্ত্রী
ঘটনার পর পুলিশ ট্রাকটি আটক করতে পারলেও চালক ও তার সহকারী পালিয়ে যান।
দিনাজপুর: ফুলবাড়ী উপজেলার মহেশপুর এলাকায় ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী খালাতো দুই ভাই নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে ফুলবাড়ী-রংপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ফুলবাড়ী পৌরশহরের কাটিহারধর এলাকার নির্মল গুপ্তের ছেলে প্রিতম গুপ্ত (২৫) ও একই এলাকার অশোক গুপ্তের ছেলে শুভজিত গুপ্ত সুপ্রিয় (১৮)।
আরও পড়ুন: হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় চিকিৎসকসহ নিহত ২
দুর্ঘটনায় পৃথিবী রায় (১৮) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পৃথিবী ফুলবাড়ী পৌরশহরের কাটাবাড়ি এলাকার কালিকান্ত রায় দিল্লুর ছেলে।
এলাকাবাসী জানায়, রাতে তিন যুবক ফুলবাড়ী ফেরার পথে মহেশপুর এলাকায় তাদের মোটরসাইকেলটিকে আখ বোঝাই একটি ট্রাক্টর পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুপ্রিয়কে মৃত বলে ঘোষণা করেন। সেখান থেকে আহত দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে প্রিতম মারা যান।
আরও পড়ুন: সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪
পার্বতীপুর বড়পুকুরিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সুলতান মাহমুদ জানান, ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছার আগে আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
মেহেরপুর: শহরের কলেজ মোড় এলাকায় বাসের ধাক্কায় মারুফি খাতুন নামে এক নারীর মৃত্যু হয়েছে।
তিনি সদর উপজেলার আমদাহ গ্রামের গোলাম মোস্তফার স্ত্রী। এ ঘটনায় তার স্বামী মোস্তফা আহত হয়েছেন।
আরও পড়ুন: নভেম্বর মাসে সড়ক দুর্ঘটনার নিহত ৪৩৯: প্রতিবেদন
সদর থানা পুলিশ জানায়, মোস্তফা তার স্ত্রী মারুফিকে নিয়ে মোটরসাইকেলে করে শহরের ওয়াপদার মোড় থেকে নিজ গ্রাম আমদাহে ফিরছিলেন। পথে পেছন থেকে একটি বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে মারুফি ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হন।
আহত মোস্তফাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে বাসটিকে চিহ্নিত করা যায়নি।