গ্রেপ্তার লিমন হোসেন খান রিমন গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া গ্রামের আশরাফ আলী খানের ছেলে ও ওরিয়ন ফার্মাসিউটিক্যালসের ইনফিউশন বিভাগে ব্রাহ্মণবাড়িয়া সদরে মেডিকেল ইনফরমেশন অফিসার হিসেবে কর্মরত।
আরও পড়ুন: সাতক্ষীরায় ইজিবাইক ‘ছিনতাই চক্রের’ ৯ সদস্য গ্রেপ্তার
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া শহর ১নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আবুল হাসান খাঁন জানান, সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে ভিকটিম বাদী হয়ে মামলা করার পর শুক্রবার রাতে লিমনকে ট্যাংকের পাড়ার ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: বিয়ের আশ্বাসে প্রেমিকাকে ধর্ষণ, প্রেমিক গ্রেপ্তার
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ভিকটিমের বড় বোনের চিকিৎসা করাতে এসে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পরিচয় হয় লিমনের সাথে। পরিচয় সুবাদে লিমনের সাথে মোবাইলে প্রায়ই কথাবার্তা চলতো। এক পর্যায়ে লিমনের সাথে প্রেমের সম্পর্ক হয় তার। প্রেম থেকে দুইজনের প্রায়ই দেখা-সাক্ষাৎ হত। গত রবিবার দুপুরে লিমন বিয়ে করবে বলে ওই শিক্ষার্থীকে ব্রাহ্মণবাড়িয়া আসতে বলেন। লিমন কাজী অফিসে নিয়ে বিয়ে করার কথা বলে তার বাসায় নিয়ে যায়। পরে হঠাৎ জোরপূর্বক ওই ছাত্রীকে ধর্ষণ করেন।
আরও পড়ুন: গৃহকর্মী নির্যাতনের অভিযোগে সিরাজগঞ্জে কলেজ শিক্ষিকা গ্রেপ্তার
ভিকটিম নিজেকে মেরে ফেলার হুমকি ও ধর্ষণের অভিযোগ দেখিয়ে থানায় মামলা করেন। মামলার অভিযোগের প্রেক্ষিতে লিমনকে গ্রেপ্তার করে পুলিশ।
ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: ক্যাপিটল হিলে সংঘর্ষ: ভিডিওতে নৃশংসতা প্রকাশের পর আরও অনেকে গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, ধর্ষণ মামলার একজন ওষুধ কোম্পানির প্রতিনিধিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামের ২৮ মামলার আসামি সন্ত্রাসী নুরু গ্রেপ্তার