বুধবার দুপুরে নিহতের বাড়ি থেকে আধা কিলোমিটার দূরের একটি খেত থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত শনিরাম মালো (৩২) ওই গ্রামের হরিদাস মালোর ছোট ছেলে। তিনি জেলা শহরের লক্ষ্মীমণ্ডপ এলাকার একটি মিষ্টির দোকানে কাজ করতেন।
আরও পড়ুন: গোয়ালন্দে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
আজ সকালে খেতে শনিরামের রক্তাক্ত লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে খবর পেয়ে বেলা ১২টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
আরও পড়ুন: রাজশাহীতে পুকুর থেকে নারীর লাশ উদ্ধার
নিহতের ভাতিজা বিকাশ মালো বলেন, মঙ্গলবার রাত ১০টার দিকে শনিরাম খাবার না খেয়েই ঘরে ঘুমাতে যান। রাত ২টার দিকে দেখা যায় তিনি ঘরে নেই এবং দরজা বাইরে থেকে আটকানো। পরে সকালে খোঁজাখুঁজির এক পর্যায়ে খেতে তার লাশ পড়ে থাকার খবর পাওয়া যায়।
আরও পড়ুন: অপহরণের ৭ দিন পর সাভারে পোশাক শ্রমিকের বস্তাবন্দি লাশ উদ্ধার
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মোহাম্মদ এরফান আনছারী জানান, লাশের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের মারাত্মক ক্ষত রয়েছে। তার দুই হাতের কবজিতে বড় ধরনের কাটা আছে।
আরও পড়ুন: আশুলিয়ায় জঙ্গল থেকে যুবকের লাশ উদ্ধার
ঘটনাস্থল পরিদর্শন করা জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা বলেন, ‘ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ওই যুবককে হত্যা করা হয়েছে। প্রাথমিক তদন্তে হত্যার রহস্য উদঘাটন জানা যায়নি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।’
আরও পড়ুন: গলায় ফাঁস দিয়ে ইবি ছাত্রীর ‘আত্মহত্যা’