যুবকের লাশ উদ্ধার
রংপুরে যুবকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের
রংপুরের তারাগঞ্জে বাবু মিয়া (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি সয়ার ইউনিয়নের চালচারলিয়া বুড়িরহাট এলাকার বাসিন্দা শফিকুল ইসলামের ছেলে।
সোমবার (২৮ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর বুড়াবাড়িরডাঙ্গা নামক স্থানে খবির মিয়ার পুকুর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।
নিহতের পরিবার জানান, সোমবার রাত ১০টার দিকে বাবু মিয়া তার বাবার ভ্যানগাড়ি নিয়ে বের হন, কিন্তু গভীর রাত পর্যন্ত তিনি আর বাড়ি ফেরেননি। পরে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন।
আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে স্থানীয়দের মাধ্যমে তারা জানতে পারেন, ঘনিরামপুর বুড়াবাড়িরডাঙ্গা এলাকার একটি পুকুরপাড়ে এক যুবকের মরদেহ পড়ে আছে। শফিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে ছেলেকে শনাক্ত করেন।
আরও পড়ুন: গোলাপগঞ্জে জঙ্গল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার
স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা ভ্যান ছিনিয়ে নেওয়ার জন্য বাবুকে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে। বাবুর গলা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে।
অপরাধীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেন তিনি।
১২৯ দিন আগে
নড়াইলে হাত-পা বাঁধা অবস্থায় যুবকের লাশ উদ্ধার
নড়াইলের কালিয়ায় প্রতিপক্ষের বাড়ির পেছন থেকে রফিকুল মোল্যা নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কাঞ্চনপুর গ্রামের রিকাইল শেখের বাড়ির পেছন থেকে রফিকুলের লাশটি উদ্ধার করে কালিয়া থানা পুলিশ।
নিহত রফিকুল মোল্যা (৩৮) ওই গ্রামের আজিজুল মোল্যার ছেলে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: পদ্মায় নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১১ এপ্রিল কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের মিলন মোল্যা ও আফতাব মোল্যা পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে আফতাব মোল্যা গ্রুপের ফরিদ মোল্যা (৫৭) নামে একজন নিহত হন। পরে কালিয়া থানায় হত্যা মামলা করা হয়। এ হত্যা মামলায় মিলন মোল্যা পক্ষের রফিকুলকে আসামি করা হয়। তিনি পলাতক ছিলেন।
মঙ্গলবার সকালে প্রতিপক্ষ আফতাব মোল্যা পক্ষের রিকাইল শেখের বাড়ির পেছনে রফিকুলের পা বাধা লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কালিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ হেফাজতে নেয়।
ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। লাশটি ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনা কে বা কারা ঘটিয়েছে তা নিয়ে তদন্ত চলছে।
২২০ দিন আগে
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে যুবকের লাশ উদ্ধার
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তবর্তী মাঠ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে দর্শনা থানা পুলিশ।
বুধবার (১৫ জানুয়ারি) সকালে ভারত সীমান্তঘেঁষা দর্শনা নিমতলা সীমান্তের কাছে ঈশ্বরচন্দ্রপুর এলাকার মাঠ সংলগ্ন সীমান্তের জিরো পয়েন্ট থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের ভিতরে ওই যুবকের লাশ পড়ে ছিলো।
নিহত নাজিম উদ্দীন (৩৮) দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুরের এরশাদ আলীর ছেলে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর জানান, আমরা নিহতের বড় ভাই মারফত খবর পেয়ে মাঠে তল্লাশি করি। একপর্যায়ে এক কৃষকের জমিতে যেটা বাংলাদেশ সীমানায়, সেখানে নাজিমুদ্দিন নামে এক যুবকের লাশ পড়ে ছিল। পরবর্তীতে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। অন্যান্য আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
অন্যান্য আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
ঝিনাইদহ মহেশপুর বিজিবি-৫৮ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিক জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। যেখানে লাশটি পাওয়া গেছে, এটা নিমতলা সীমান্তের কাছাকাছি হলেও এটা চুয়াডাঙ্গার মধ্যে পড়ে।
তারপরও আমি নিহত ব্যক্তির বড় ভাইয়ের সাথে কথা বলে জেনেছি, মৃত ব্যক্তি লেবারের কাজে গিয়ে হার্ট এটাকে সম্ভবত মারা গেছেন বলে জানান তিনি।
৩২৩ দিন আগে
চাঁদপুরে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার
চাঁদপুরে কচুয়ায় নিখোঁজের চার দিন পর পানি সেচের মেশিনের সঙ্গে হাত-পা বাঁধা অবস্থায় আতিক মজুমদারের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) বিকালে উপজেলার সাচার ইউনিয়নের ঘোগড়ার বিলের একটি মৎস প্রকল্প থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আতিক মজুমদার (২৫) বজুরীখোলা গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল মতিন মজুমদারের ছেলে।
জানা যায়, মৎস প্রকল্প থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন আতিক। বিভিন্ন জায়গায় অনেক খুঁজেও পাওয়া যায়নি তাকে। পরে বুধবার (১১ ডিসেম্বর) আতিকের বাবা আব্দুল মতিন বাদী হয়ে কচুয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর ভিত্তিতে রায়হান নামে মৎস প্রকল্পের এক কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
আরও পড়ুন: দিনাজপুরে বাস উল্টে এক যাত্রীর মৃত্যু, আহত ১৫
আতিকের বাবা ইউএনবিকে বলেন, ‘আতিক সোমবার (৯ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে ফোনে আমাকে জানায় আমি বাড়ি আসছি। কিন্তু কিছুক্ষণ পর তার মোবাইল বন্ধ পাওয়া যায়। পরে জানতে পারি কে বা কারা আমার ছেলেকে হত্যা করে লাশ মৎস প্রকল্পে ফেলে চলে গেছে।’
ছেলের হত্যাকারীদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. আবদুল হালিম ইউএনবিকে বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
৩৫৬ দিন আগে
কুমিল্লায় পুকুরে ডুবে নিখোঁজ হওয়ার ২০ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার
কুমিল্লার দেবিদ্বারে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে যাওয়ার ২০ ঘণ্টা পর জাকির হোসেন নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
শুক্রবার (৮ নভেম্বর) উপজেলার সুবিল গ্রামে এই ঘটনা ঘটে।
জাকির হোসেন (৩০) ওই গ্রামের মৃত শহিদ মিয়ার তৃতীয় ছেলে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
খোঁজাখুঁজি করে জাকির হোসেনের সন্ধান না পেয়ে শুক্রবার বিকেলে ফায়ার সার্ভিসকে খবর দেয় পরিবারের সদস্যরা। শনিবার সকালে দুটি পুকুরে তল্লাশি শেষে জাকির হোসেনের মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি টিম। ঘটনায় শোকের মাতম বইছে নিহতের পরিবারের সদস্যদের মাঝে। ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছে মরদেহ তুলে দেওয়া হবে বলে জানিয়েছে দেবিদ্বার থানা পুলিশ।
পরিবারের সদস্যরা জানান, শুক্রবার জুমার নামাজের আগে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যান জাকির। অনেক সময় পার হয়ে গেল ফিরে না আসায় খোঁজাখুঁজি করেন পরিবারের লোকজন। পরে সন্ধান না পেয়ে মুরাদনগর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। এরপর শুক্রবার বিকালে ফায়ার সার্ভিসের দুটি টিম পুকুরটিতে খোঁজ করে। শনিবার (৯ নভেম্বর) সকালে পাশের অন্য আরেকটি একটি পুকুরে সন্ধান চালিয়ে জাকিরের লাশ উদ্ধার করে ডুবুরিরা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (চাঁদপুর নদী) স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম বলেন, ‘পরিবারের সদস্যদের তথ্যের ভিত্তিতে আমরা দুটি পুকুরে চিরুনি অভিযান চালাই। শনিবার সকাল ১০টায় জাকির হোসেনের লাশ উদ্ধার করতে সক্ষম হই আমরা।’
আরও পড়ুন: রাজশাহীতে বিদ্যুতায়িত-পুকুরে ডুবে ২ জনের মৃত্যু
৩৯১ দিন আগে
চুয়াডাঙ্গায় মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার
চুয়াডাঙ্গার দামুড়হুদায় মাঠ থেকে আব্দুল মান্নান নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা করেছে পুলিশ।
সোমবার (২১ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলার গোবিন্দপুর গ্রামের মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আব্দুল মান্নান (৪০) গোবিন্দপুর গ্রামের মৃত হিরাজ মন্ডলের ছেলে। তিনি দর্শনা ভাই ভাই গার্মেন্টসের কর্মচারী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার (২০ অক্টোবর) সকাল ৭টার সময় বাসা থেকে বের হন আব্দুল মান্নান। রাতে তিনি বাসায় না ফেরায় অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায় না। পরদিন সোমবার সকাল ৮টার দিকে খবর পাওয়া যায় গ্রামের মাঠে মৃত অবস্থায় মান্নানের লাশ পড়ে আছে।
সংবাদ পেয়ে এএসপি (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা ও দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি মো. হুমায়ূন কবীর জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে মান্নান বিষপানে আত্মহত্যা করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
৪১০ দিন আগে
দিনাজপুরে নদীর তীর থেকে যুবকের লাশ উদ্ধার
দিনাজপুরের ঘোড়াঘাটে নদীর তীর থেকে শাহিনুর নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৩ জুন) সকালে উপজেলার করতোয়া নদীর তীরবর্তী স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।
নিহত শাহিনুর (২৮) ওই উপজেলার নন্দনপুর গ্রামের বাবু মিয়ার ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শাহিনুর কাজে যাওয়ার কথা বলে শনিবার বের হয়ে আর বাড়ি ফেরেননি। রবিবার সকালে করতোয়া নদীর তীরবর্তী স্থানে তার লাশ পড়ে থাকতে দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।
আরও পড়ুন: তিস্তায় নৌকাডুবি: নিখোঁজের ৩ দিন পর শিশুর লাশ উদ্ধার
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। সুরতহাল রিপোর্টে লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন চোখে পড়েনি।
ময়নাতদন্তের জন্য তার লাশ মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির লাশ উদ্ধার
৫৩০ দিন আগে
কোম্পানীগঞ্জে সীমান্ত এলাকা থেকে যুবকের লাশ উদ্ধার
সিলেটের কোম্পানীগঞ্জে সীমান্ত এলাকা থেকে নুরুজ্জামিন (২৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
রবিবার (২ জুন) সকাল সাড়ে ৭টায় উপজেলার নারাইনপুর সীমান্ত থেকে লাশটি উদ্ধার করে বিজিবি ও পুলিশ।
নিহত ওই উপজেলার চিকাডহর গ্রামের মৃত হানিফ আলীর ছেলে।
আরও পড়ুন: সিদ্ধিরগঞ্জে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
স্থানীয়রা জানান, রবিবার সকাল সাড়ে ৭টায় মাছ ধরতে গিয়ে নদীতে ভাসমান লাশ দেখে এলাকায় খবর দেওয়া হলে বিজিবি ও পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
কোম্পানীগঞ্জ থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) আসাদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করি। তবে কখন ও কীভাবে তার মৃত্যু হয়েছে এ ব্যাপারে এখন কিছু বলা সম্ভব নয়।’
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
৫৫১ দিন আগে
সিলেটে মাদরাসার মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার
সিলেট নগরীর সরকারি আলিয়া মাদরাসার মাঠ থেকে রাশেদ আহমদ নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর চৌহাট্রা এলাকার আলিয়া মাদরাসা মাঠের পশ্চিম প্রান্ত থেকে লাশটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেশ কিছুদিন থেকে রাশেদ মাঠের পাশেই থাকতেন। মঙ্গলবার সকালে তার লাশ পড়ে থাকতে দেখে কোতোয়ালি থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: বরিশালে চাকরি না পাওয়ায় হতাশা, প্রকৌশলীর ঝুলন্ত লাশ উদ্ধার
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে।
তিনি জানান, ময়নাতদন্তের জন্য তার লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে তার পরিপূর্ণ ঠিকানা এখনও পাওয়া যায়নি। পরিচয় নিশ্চিতে পুলিশ কাজ করছে।
আরও পড়ুন: বরিশালে চাকরি না পাওয়ায় হতাশা, প্রকৌশলীর ঝুলন্ত লাশ উদ্ধার
৬২৫ দিন আগে
সিলেটে কুশিয়ারা অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
সিলেটের বালাগঞ্জে কুশিয়ারা নদী থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (৫ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার বাস স্টেশন খেয়াঘাট থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
অজ্ঞাত যুবকের বয়স আনুমানিক ২৫ থেকে ২৬ বছর হবে বলে ধারণা করা করছে পুলিশ।
পুলিশ ও এলাকাবসী সূত্রে জানা যায়, বুধবার সকাল ৯টার দিকে বালাগঞ্জ বাস স্টেশন খেয়াঘাটে লাশটি দেখতে পেয়ে বালাগঞ্জ থানা পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল রিপোট তৈরি করে লাশটি ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
আরও পড়ুন: নাটোরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
এ সময় উপস্থিত ছিলেন ওসমানী নগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান, বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমাপ্রসাদ চক্রবর্ত্তী, ওসি (তদন্ত) মো. ফয়েজ আহমদ।
রমাপ্রসাদ চক্রবর্ত্তী জানান, ধারণা করা হচ্ছে যুবকটি ১৫ থেকে ১৬ দিন আগে মারা গেছেন। তার বয়স আনুমানিক ২৫/২৬ বছর হবে।
আরও পড়ুন: নাটোরের বড়াইগ্রামে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
৭৭২ দিন আগে