যুবকের লাশ উদ্ধার
কুমিল্লায় পুকুরে ডুবে নিখোঁজ হওয়ার ২০ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার
কুমিল্লার দেবিদ্বারে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে যাওয়ার ২০ ঘণ্টা পর জাকির হোসেন নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
শুক্রবার (৮ নভেম্বর) উপজেলার সুবিল গ্রামে এই ঘটনা ঘটে।
জাকির হোসেন (৩০) ওই গ্রামের মৃত শহিদ মিয়ার তৃতীয় ছেলে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
খোঁজাখুঁজি করে জাকির হোসেনের সন্ধান না পেয়ে শুক্রবার বিকেলে ফায়ার সার্ভিসকে খবর দেয় পরিবারের সদস্যরা। শনিবার সকালে দুটি পুকুরে তল্লাশি শেষে জাকির হোসেনের মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি টিম। ঘটনায় শোকের মাতম বইছে নিহতের পরিবারের সদস্যদের মাঝে। ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছে মরদেহ তুলে দেওয়া হবে বলে জানিয়েছে দেবিদ্বার থানা পুলিশ।
পরিবারের সদস্যরা জানান, শুক্রবার জুমার নামাজের আগে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যান জাকির। অনেক সময় পার হয়ে গেল ফিরে না আসায় খোঁজাখুঁজি করেন পরিবারের লোকজন। পরে সন্ধান না পেয়ে মুরাদনগর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। এরপর শুক্রবার বিকালে ফায়ার সার্ভিসের দুটি টিম পুকুরটিতে খোঁজ করে। শনিবার (৯ নভেম্বর) সকালে পাশের অন্য আরেকটি একটি পুকুরে সন্ধান চালিয়ে জাকিরের লাশ উদ্ধার করে ডুবুরিরা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (চাঁদপুর নদী) স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম বলেন, ‘পরিবারের সদস্যদের তথ্যের ভিত্তিতে আমরা দুটি পুকুরে চিরুনি অভিযান চালাই। শনিবার সকাল ১০টায় জাকির হোসেনের লাশ উদ্ধার করতে সক্ষম হই আমরা।’
আরও পড়ুন: রাজশাহীতে বিদ্যুতায়িত-পুকুরে ডুবে ২ জনের মৃত্যু
১ সপ্তাহ আগে
চুয়াডাঙ্গায় মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার
চুয়াডাঙ্গার দামুড়হুদায় মাঠ থেকে আব্দুল মান্নান নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা করেছে পুলিশ।
সোমবার (২১ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলার গোবিন্দপুর গ্রামের মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আব্দুল মান্নান (৪০) গোবিন্দপুর গ্রামের মৃত হিরাজ মন্ডলের ছেলে। তিনি দর্শনা ভাই ভাই গার্মেন্টসের কর্মচারী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার (২০ অক্টোবর) সকাল ৭টার সময় বাসা থেকে বের হন আব্দুল মান্নান। রাতে তিনি বাসায় না ফেরায় অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায় না। পরদিন সোমবার সকাল ৮টার দিকে খবর পাওয়া যায় গ্রামের মাঠে মৃত অবস্থায় মান্নানের লাশ পড়ে আছে।
সংবাদ পেয়ে এএসপি (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা ও দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি মো. হুমায়ূন কবীর জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে মান্নান বিষপানে আত্মহত্যা করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
৩ সপ্তাহ আগে
দিনাজপুরে নদীর তীর থেকে যুবকের লাশ উদ্ধার
দিনাজপুরের ঘোড়াঘাটে নদীর তীর থেকে শাহিনুর নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৩ জুন) সকালে উপজেলার করতোয়া নদীর তীরবর্তী স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।
নিহত শাহিনুর (২৮) ওই উপজেলার নন্দনপুর গ্রামের বাবু মিয়ার ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শাহিনুর কাজে যাওয়ার কথা বলে শনিবার বের হয়ে আর বাড়ি ফেরেননি। রবিবার সকালে করতোয়া নদীর তীরবর্তী স্থানে তার লাশ পড়ে থাকতে দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।
আরও পড়ুন: তিস্তায় নৌকাডুবি: নিখোঁজের ৩ দিন পর শিশুর লাশ উদ্ধার
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। সুরতহাল রিপোর্টে লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন চোখে পড়েনি।
ময়নাতদন্তের জন্য তার লাশ মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির লাশ উদ্ধার
৪ মাস আগে
কোম্পানীগঞ্জে সীমান্ত এলাকা থেকে যুবকের লাশ উদ্ধার
সিলেটের কোম্পানীগঞ্জে সীমান্ত এলাকা থেকে নুরুজ্জামিন (২৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
রবিবার (২ জুন) সকাল সাড়ে ৭টায় উপজেলার নারাইনপুর সীমান্ত থেকে লাশটি উদ্ধার করে বিজিবি ও পুলিশ।
নিহত ওই উপজেলার চিকাডহর গ্রামের মৃত হানিফ আলীর ছেলে।
আরও পড়ুন: সিদ্ধিরগঞ্জে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
স্থানীয়রা জানান, রবিবার সকাল সাড়ে ৭টায় মাছ ধরতে গিয়ে নদীতে ভাসমান লাশ দেখে এলাকায় খবর দেওয়া হলে বিজিবি ও পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
কোম্পানীগঞ্জ থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) আসাদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করি। তবে কখন ও কীভাবে তার মৃত্যু হয়েছে এ ব্যাপারে এখন কিছু বলা সম্ভব নয়।’
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
৫ মাস আগে
সিলেটে মাদরাসার মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার
সিলেট নগরীর সরকারি আলিয়া মাদরাসার মাঠ থেকে রাশেদ আহমদ নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর চৌহাট্রা এলাকার আলিয়া মাদরাসা মাঠের পশ্চিম প্রান্ত থেকে লাশটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেশ কিছুদিন থেকে রাশেদ মাঠের পাশেই থাকতেন। মঙ্গলবার সকালে তার লাশ পড়ে থাকতে দেখে কোতোয়ালি থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: বরিশালে চাকরি না পাওয়ায় হতাশা, প্রকৌশলীর ঝুলন্ত লাশ উদ্ধার
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে।
তিনি জানান, ময়নাতদন্তের জন্য তার লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে তার পরিপূর্ণ ঠিকানা এখনও পাওয়া যায়নি। পরিচয় নিশ্চিতে পুলিশ কাজ করছে।
আরও পড়ুন: বরিশালে চাকরি না পাওয়ায় হতাশা, প্রকৌশলীর ঝুলন্ত লাশ উদ্ধার
৭ মাস আগে
সিলেটে কুশিয়ারা অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
সিলেটের বালাগঞ্জে কুশিয়ারা নদী থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (৫ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার বাস স্টেশন খেয়াঘাট থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
অজ্ঞাত যুবকের বয়স আনুমানিক ২৫ থেকে ২৬ বছর হবে বলে ধারণা করা করছে পুলিশ।
পুলিশ ও এলাকাবসী সূত্রে জানা যায়, বুধবার সকাল ৯টার দিকে বালাগঞ্জ বাস স্টেশন খেয়াঘাটে লাশটি দেখতে পেয়ে বালাগঞ্জ থানা পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল রিপোট তৈরি করে লাশটি ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
আরও পড়ুন: নাটোরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
এ সময় উপস্থিত ছিলেন ওসমানী নগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান, বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমাপ্রসাদ চক্রবর্ত্তী, ওসি (তদন্ত) মো. ফয়েজ আহমদ।
রমাপ্রসাদ চক্রবর্ত্তী জানান, ধারণা করা হচ্ছে যুবকটি ১৫ থেকে ১৬ দিন আগে মারা গেছেন। তার বয়স আনুমানিক ২৫/২৬ বছর হবে।
আরও পড়ুন: নাটোরের বড়াইগ্রামে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
১ বছর আগে
যশোরে পেঁপেখেত থেকে যুবকের লাশ উদ্ধার
যশোরের কেশবপুরে পেঁপেখেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৮ আগস্ট) সকালে উপজেলার পাঁজিয়া ইউনিয়নের বেলকাটি গ্রাম থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ।
নিহত আব্দুল জলিল (৪৫) উপজেলার সাগদত্তকাটি গ্রামের মৃত কানাই মোল্ল্যার ছেলে। তিনি বেলকাটি আশ্রয়ণ প্রকল্পে বসবাস করতেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার সকালে বেলকাটি গ্রামের তবিবুর রহমানের খেত থেকে আব্দুল জলিল লাশটি উদ্ধার করে পুলিশ। সোমবার সকালে জমির মালিক তবিবুর রহমানের স্ত্রী ওই খেতে মরিচ তুলতে গিয়ে লাশটি দেখতে পেয়ে চিৎকার দেন। এ সময় স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। তার লাশটির পাশে একটি টর্চ লাইট ও ১০ থেকে ১২ কেজি পেঁপে ভর্তি একটি বস্তা ও কয়েকটি পেঁপে পড়ে থাকতে দেখা যায়।
আরও পড়ুন: সীতাকুণ্ডে লেকে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে আব্দুল জলিলের লাশটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছে বলেও জানান ওসি।
আরও পড়ুন: নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে নিখোঁজ ২ শিশুর লাশ উদ্ধার
১ বছর আগে
চট্টগ্রামে বন্যার পানিতে নিখোঁজের ৩২ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার
চট্টগ্রামের রাউজানে বন্যার পানিতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজের ৩২ ঘণ্টা পর এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (৯ আগস্ট) সকালে উপজেলার হালদা নদীর ছায়ারচর এলাকা থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
মৃত যুবক শাহেদ হোসেন বাবু (৩৭) একই উপজেলার উরকিচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত সিআইপি এস এম ইউসুফের ছেলে। তিনি পেশায় একজন কৃষি ও মাছ চাষি ছিলেন।
আরও পড়ুন: নিখোঁজের ৩ দিন পর যুবকের ভাসমান লাশ উদ্ধার
নৌ পুলিশের হালদা ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মাহফুজুল হাছান বলেন, নিখোঁজের স্থান থেকে কয়েক কিলোমিটার দূর থেকে স্থানীয়রা লাশটি উদ্ধার করে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষ করতে তাদের বাড়িতে এসেছি। লাশটির সুরতাহাল করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে সোমবার (৭ আগস্ট) রাতে অতি বর্ষণে উরকিরচর গ্রামের শাহেদের গরুর খামার ডুবে যায়। খামারে থাকা কয়েকটি গরু পার্শ্ববর্তী খালে ভেসে যায়। গরুগুলো উদ্ধার করে শাহেদ আরও তিনজন সঙ্গীসহ সন্ধ্যায় নৌকায় করে ফেরার সময় নৌকা উল্টে হালদার শাখা খালপাড়ে পড়ে যান। অন্য তিনজন তীরে উঠতে পারলেও সাঁতার না জানার কারণে তীব্র স্রোতের টানে ভেসে যান শাহেদ।
উল্লেখ্য, নিখোঁজ শাহেদের খোঁজে 'ঘটনার পর থেকে সদরঘাট নৌ থানা থেকে একটি টিম হালদা নৌ ফাঁড়ির পুলিশ সদস্যদের নিয়ে স্পিডবোটে করে নদী ও শাখা খালে সন্ধানে তল্লাশি চালিয়েছিল।
আরও পড়ুন: কিশোরগঞ্জে চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার
১ বছর আগে
নাটোরে যুবকের লাশ উদ্ধার
নাটোরের লালপুর উপজেলা থেকে সোমবার (৩১ জুলাই) সকালে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মৃত কুরবান আলী উপজেলার বরবরিয়া গ্রামের হযরত আলীর ছেলে।
কুরবানের স্ত্রী জানান, তার স্বামী রবিবার রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। এমনকি তার মোবাইল ফোনে কল করেও তাকে পাওয়া যায়নি।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল হোসেন জানান, সকালে খলিলুর রহমানের আম বাগানে কুরবান আলীর লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশটি উদ্ধার করেছে।
ওসি জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
আরও পড়ুন: ঢামেক হাসপাতাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
রামপুরায় দম্পতির লাশ উদ্ধার
১ বছর আগে
কুষ্টিয়ার ভেড়ামারায় মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার
কুষ্টিয়ার ভেড়ামারায় মাঠ থেকে রাশেদুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সকাল ১০টার দিকে ভেড়ামারা হোসেনপুর-দলুয়া গ্রামের মধ্যবর্তী মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
রাশেদুল দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের গাছের দিয়াড় গ্রামের মৃত পিয়ার প্রামাণিকের ছেলে। সে ভেড়ামারায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
আরও পড়ুন: কিশোরগঞ্জে নিখোঁজের ৩৮ ঘন্টা পর মাঝির লাশ উদ্ধার
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে একজন কৃষক মাঠে ঘাস কাটতে গিয়ে ওই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখেন। পরে ভেড়ামারা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
লাশ উদ্ধারের বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম জানান, কে বা কারা শ্বাসরোধ করে হত্যা শেষে লাশ মাঠে রেখে যায়।
তদন্ত চলছে, শিগগিরই দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
আরও পড়ুন: সিলেটে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার
সিলেটে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী গ্রেপ্তার
১ বছর আগে