কুমিল্লা, ০৩ সেপ্টেম্বর (ইউএনবি)- মেয়াদোত্তীর্ণ ইনজেকশন বিক্রি করায় কুমিল্লা নগরীর রানীর বাজার এলাকার ইকোনমিক ড্রাগ হাউজ ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম এই জরিমানা করেন।
জানা গেছে, সাইদুল ইসলাম নামে একজন ভোক্তা গত ২৯ আগস্ট ইকোনমিক ড্রাগ হাউজ থেকে একটি ইনজেকশন কেনেন। বাড়িতে ফিরে ইনজেকশন পুশ করার সময় দেখেন তার মেয়াদ ২০১৮ সালের অক্টোবরে শেষ হয়েছে।
গত ২ সেপ্টেম্বর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে লিখিত অভিযোগ করেন তিনি। মঙ্গলবার এ অভিযোগের সত্যতা মিললে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযোগকারী সাইদুল ইসলামকে নগদ সাড়ে ১২ হাজার টাকা প্রদান করা হয়। কুমিল্লার জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর অভিযোগকারীর হাতে এ অর্থ তুলে দেন।