ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় মোবাইল ফোনে সিনেমা দেখানোর ছলে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার দিবাগত রাতের এ ঘটনায় অভিযুক্ত রানা হোসেন (২২) বর্তমানে পলাতক রয়েছে। সে উপজেলার শাহা বাজপুর গ্রামে গোলাম কুদ্দুসের ছেলে।
স্থানীয়রা জানায়, রাতে শিশুটি রানার সাথে নিজ ঘরে মোবাইলে সিনেমা দেখছিল। সেই সুযোগে একা পেয়ে শিশুটিকে জোরপৃর্বক ধর্ষণ করে অসুস্থ অবস্থায় শিশুটিকে ঘরে ফেলে রেখে রানা পালিয়ে যায়। পরে পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনায় রাতেই শিশুটির চাচা বাদী হয়ে শৈলকুপা থানায় একটি মামলা দায়ের করেছেন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, 'আসামিকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান অব্যাহত রয়েছে। আশা করছি দ্রুতই আটক করতে পারবো।'