খেলাধুলা
দ্বিতীয় টেস্টে ইনিংস ব্যবধানে হারের লজ্জায় ডুবল বাংলাদেশ
গলে প্রথম টেস্ট অবিশ্বাস্যভাবে ড্র হয়েছিল। তবে দ্বিতীয় টেস্টে অবিশ্বাস্য কিছু না হলে যে হারতে চলেছে বাংলাদেশ, তা একপ্রকার নির্ধারিত হয়ে গিয়েছিল গতকালই। ইনিংস ব্যবধানে হার এড়াতে পারে কি না—শুধু তা-ই দেখার অপেক্ষা ছিল। তবে সেই আশা পূরণেও ব্যর্থ হয়েছে টাইগাররা।
কলম্বো টেস্টের তৃতীয় দিন ১১৫ রান তুলতে গিয়ে ৬ উইকেট হারিয়ে দিন শেষ করে বাংলাদেশ। এরপর চতুর্থ দিন শুরুর পর মাত্র ৩৪ বলেই গুটিয়ে গিয়েছে টাইগারদের ইনিংস।
দ্বিতীয় ইনিংসে স্বীকৃত ব্যাটার হিসেবে কেবল লিটন দাসই আউট হতে বাকি ছিলেন। তবে চতুর্থ দিনের খেলা শুরুর পর পঞ্চম বলেই সাজঘরে ফেরেন তিনি।
লিটনের আউটে বাংলাদেশ ১১৭ রানে সাত উইকেট হারানোর পর স্কোরবোর্ডে আর ১৬ রান যোগ করতে পারেন লেজের দিকের ব্যাটাররা। ফলে ৭৮ রান ও এক ইনিংস ব্যবধানে হারের লজ্জায় ডুবতে হয় নাজমুল হোসেন শান্ত অ্যান্ড কোং-কে।
প্রথম ইনিংসে কেউ অর্ধশত ছুঁতে না পারলেও বেশ কয়েকটি ত্রিশোর্ধ্ব ইনিংসে ২৪৭ রান করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ইনিংসে প্রবাথ জয়সুরিয়ার বোলিং তাণ্ডবে ১৩৩ রানেই শেষ হয় টাইগারদের ইনিংস। এই ইনিংসে একাই পাঁচ উইকেট ঝুলিতে পুরেছেন জয়সুরিয়া।
দুই ইনিংস মিলিয়ে ৩৮০ রান করতে পেরেছে বাংলাদেশ, যা শ্রীলঙ্কার প্রথম ইনিংসের ৪৫৮ রান টপকে যাওয়ার জন্য যথেষ্ট ছিল না। ওপেনার পাথুম নিশাঙ্কার ১৫৮, দীনেশ চান্দিমালের ৯৩ ও কুশল মেন্ডিসের ৮৪ রানের ইনিংসে ভর করে ওই রান করে স্বাগতিকরা।
বল হাতে তাইজুল ইসলামও পাঁচ উইকেট নিয়েছিলেন, যা ছিল বিদেশের মাটিতে দ্বিতীয় বাংলাদেশি বোলার হিসেবে টেস্টে সর্বোচ্চ পাঁচবার পাঁচ উইকেট করে নেওয়ার রেকর্ড। তবে লজ্জাজনক হারে সেই রেকর্ড ম্লান হয়েছে।
টেস্ট ইতিসাসে এটি বাংলাদেশের ৪৭তম ইনিংস ব্যবধানে পরাজয়। আর সর্বোচ্চ ৯ বার টাইগারদের এই তেতো অভিজ্ঞতা দিল শ্রীলঙ্কা। বাংলাদেশের বিপক্ষে একই সংখ্যক টেস্ট ম্যাচে ইনিংস ব্যবধানে জেতার রেকর্ড আছে দক্ষিণ আফ্রিকারও। এই রেকর্ডে শ্রীলঙ্কা আজ প্রোটিয়াদের পাশে বসল।
আরও পড়ুন: ইনিংস ব্যবধানে হারের শঙ্কায় বাংলাদেশ, ১১৫ রানেই সাজঘরে ৬ টাইগার ব্যাটার
১৭১ দিন আগে
ইনিংস ব্যবধানে হারের শঙ্কায় বাংলাদেশ, ১১৫ রানেই সাজঘরে ৬ টাইগার ব্যাটার
দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয়টিতে তৃতীয় দিন শেষে ইনিংস ব্যবধানে হারের শঙ্কায় পড়েছে বাংলাদেশ।
শুক্রবার (২৭ জুন) দ্বিতীয় ইনিংসের তৃতীয় দিনে শ্রীলঙ্কার ২১১ রানের বড় লিডের সামনে নেমে ৯৬ রানে পিছিয়ে থেকে ১১৫ রানে ৬ উইকেট হারিয়ে দিন শেষ করেছে টাইগাররা।
এ দিন শেষে, উইকেট কিপার ব্যাটার লিটন কুমার দাস ১৩ রানে অপরাজিত রয়েছেন।
শুক্রবার (২৭ জুন) কলম্বোর সিনহালিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে শ্রীলঙ্কার বড় লিড সামনে রেখে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। দুই টাইগার ওপেনার জুটি বড় করতে পারেননি। ১৯ বলে ১৯ রান করে আসিথা ফারনানদোর শিকার হয়ে ডাগ আউটে ফেরেন এনামুল হক। সঙ্গীকে হারিয়ে সাদমান ইসলামও বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। পরের ওভারেই প্রবাথ জয়সুরিয়ার বলে কনকাসন সাবের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ২৪ বলে ১২ রান করা এই টাইগার ওপেনার। এরপর ব্যাটিংয়ে নেমে মুমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ইনিংস বড় করতে পারেননি। মুমিনুল ১৫ ও শান্ত ১৯ রান করে লেগ বিফোর উইকেট হয়ে সাজঘরে ফেরেন। এরপর মুশফিকুর রহিমও প্রতিরোধ গড়তে পারেননি। ফেরেন ৫৩ বলে ২৬ রান করে। শেষ দিকে, ইনিংসের ৩৮তম ওভারে থারিন্দ্য রত্নায়েকের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ১১ রান করা মেহেদী হাসান মিরাজ আউট হলে আম্পায়ার দিনের শেষ ঘোষণা করেন।
আরও পড়ুন: ট্রাম্পকে শান্তির বার্তা দিলেন রোনালদো
এর আগে, শ্রীলঙ্কার টপ অর্ডারে আবারও ব্যাট হাতে ঝলক দেখালেন পাথুম নিসাঙ্কা। ২৫৪ বল মোকাবিলায় ১৯টি চারের সাহায্যে তিনি করেন ১৫৮ রান। এর আগে গলে অনুষ্ঠিত প্রথম টেস্টেও ১৮৭ রান করেছিলেন তিনি। ম্যাচটি শেষ পর্যন্ত ড্র দিয়ে শেষ হয়েছিল।
নিসাঙ্কার সঙ্গে দ্বিতীয় উইকেটে ১৯৪ রানের জুটি গড়েন দীনেশ চান্দিমাল, যিনি করেন ৯৩ রান। পরে কুশল মেন্ডিসের ৮৭ বলে ৮৪ রানের ঝড়ো ইনিংস শ্রীলঙ্কার লিডকে আরও বড় করে তোলে।
দুপুরের সেশনে কয়েকটি উইকেট হারালেও পুরো ইনিংসে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল শ্রীলঙ্কার কাছেই।
বাংলাদেশের পক্ষে বাম-হাতি স্পিনার তাইজুল ইসলাম ছিলেন একমাত্র উল্লেখযোগ্য বোলার। ৪২.৫ ওভারে ১৩১ রানে ৫টি উইকেট নিয়ে তিনি দলের হয়ে লড়াই করেন। নাইম হাসান ৩ উইকেট নিলেও ধারাবাহিকতা ছিল না। পেস আক্রমণে এবাদত হোসেন ও নাহিদ রানা দুজনই ছিলেন উইকেটশূন্য।
এর আগে টসে জিতে ব্যাটিং নেয় বাংলাদেশ। তবে বড় সংগ্রহ গড়তে পারেনি। শাদমান ইসলাম ৪৬ রান করেন। মেহেদি হাসান মিরাজ (৩১), তাইজুল ইসলাম (৩৩) ও লিটন দাস (৩৪) কিছু রান যোগ করলেও কেউই ইনিংস বড় করতে পারেননি।৮০ ওভারে ২৪৭ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। শ্রীলঙ্কার আসিথা ফার্নান্দো ৩ উইকেট নেন ৫১ রানে এবং সোনাল দিনুশা ২২ রানে শিকার করেন ৩ উইকেট।
আরও পড়ুন: জুলাইয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি
বড় লিড কাটিয়ে উঠতে এখন ব্যাট হাতে দৃঢ় প্রতিরোধ গড়ার চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। ম্যাচে টিকে থাকতে প্রয়োজন বড় ইনিংস।
১৭১ দিন আগে
দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, ৮৬ রানেই নাই ৪ উইকেট
দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয়টির তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার ২১১ রানের বড় লিড সামনে খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩০ রানে পিছিয়ে থেকে স্কোরবোর্ডে মাত্র ৮৬ রান তুলতেই সাজঘরে ফিরেছেন ৪ টাইগার ব্যাটার।প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে ১৩১ রান খরচায় ৫ উইকেট শিকার করেছেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম।
শুক্রবার (২৭ জুন) কলম্বোর সিনহালিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে শ্রীলঙ্কার বড় লিড সামনে রেখে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। দুই টাইগার ওপেনার জুটি বড় করতে পারেননি। ১৯ বলে ১৯ রান করে আসিথা ফারনানদোর শিকার হয়ে ডাগ আউটে ফেরেন এনামুল হক। সঙ্গীকে হারিয়ে সাদমান ইসলামও বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। পরের ওভারেই প্রবাথ জয়সুরিয়ার বলে কনকাসন সাবের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ২৪ বলে ১২ রান করা এই টাইগার ওপেনার। এরপর ব্যাটিংয়ে নেমে মুমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ইনিংস বড় করতে পারেননি। মুমিনুল ১৫ ও শান্ত ১৯ রান করে লেগ বিফোর উইকেট হয়ে সাজঘরে ফেরেন। বর্তমানে, মুশফিকুর রহিম ১৬ ও উইকেট কিপার ব্যাটার লিটন কুমার দাস ৫ রানে অপরাজিত থেকে প্রাথমিক ব্যাটিং বিপর্য সামলে উঠার চেষ্টা করছেন।
এর আগে, টপ অর্ডারে আবারও ব্যাট হাতে ঝলক দেখালেন পাথুম নিসাঙ্কা। ২৫৪ বল মোকাবিলায় ১৯টি চারের সাহায্যে তিনি করেন ১৫৮ রান। এর আগে গলে অনুষ্ঠিত প্রথম টেস্টেও ১৮৭ রান করেছিলেন তিনি। ম্যাচটি শেষ পর্যন্ত ড্র দিয়ে শেষ হয়েছিল।নিসাঙ্কার সঙ্গে দ্বিতীয় উইকেটে ১৯৪ রানের জুটি গড়েন দীনেশ চান্দিমাল, যিনি করেন ৯৩ রান। পরে কুশল মেন্ডিসের ৮৭ বলে ৮৪ রানের ঝড়ো ইনিংস শ্রীলঙ্কার লিডকে আরও বড় করে তোলে।
আরও পড়ুন: জুলাইয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি
দুপুরের সেশনে কয়েকটি উইকেট হারালেও পুরো ইনিংসে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল শ্রীলঙ্কার কাছেই।
বাংলাদেশের পক্ষে বাম-হাতি স্পিনার তাইজুল ইসলাম ছিলেন একমাত্র উল্লেখযোগ্য বোলার। ৪২.৫ ওভারে ১৩১ রানে ৫টি উইকেট নিয়ে তিনি দলের হয়ে লড়াই করেন। নাইম হাসান ৩ উইকেট নিলেও ধারাবাহিকতা ছিল না। পেস আক্রমণে এবাদত হোসেন ও নাহিদ রানা দুজনই ছিলেন উইকেটশূন্য।
এর আগে টসে জিতে ব্যাটিং নেয় বাংলাদেশ। তবে বড় সংগ্রহ গড়তে পারেনি। শাদমান ইসলাম ৪৬ রান করেন। মেহেদি হাসান মিরাজ (৩১), তাইজুল ইসলাম (৩৩) ও লিটন দাস (৩৪) কিছু রান যোগ করলেও কেউই ইনিংস বড় করতে পারেননি।৮০ ওভারে ২৪৭ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। শ্রীলঙ্কার আসিথা ফার্নান্দো ৩ উইকেট নেন ৫১ রানে এবং সোনাল দিনুশা ২২ রানে শিকার করেন ৩ উইকেট।
বড় লিড কাটিয়ে উঠতে এখন ব্যাট হাতে দৃঢ় প্রতিরোধ গড়ার চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। ম্যাচে টিকে থাকতে প্রয়োজন বড় ইনিংস।
১৭১ দিন আগে
টেস্ট মর্যাদার ২৫ বছর পূর্তিতে বিশেষ আয়োজনে বিসিবি
টেস্ট ক্রিকেটের মর্যাদা অর্জনের ২৫ বছর পূর্তি উপলক্ষে আজ বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিশেষ সংবর্ধনার আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এ মাইলফলক স্মরণে বৃহস্পতিবার (২৬ জুন) বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত স্টেডিয়ামের মিডিয়া প্লাজায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভূঁইয়া। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এতে সূচনা বক্তব্য দেবেন।
এদিনের অন্যতম আকর্ষণ থাকবে বাংলাদেশের প্রথম টেস্ট খেলা দলের সদস্যদের সম্মাননা প্রদান। ২০০০ সালের নভেম্বরে ভারতের বিপক্ষে বাংলাদেশের অভিষেক টেস্টের ওই স্কোয়াডের জীবিত সদস্যদের স্মারক ব্লেজার ও ক্যাপ পরিয়ে সম্মান জানানো হবে।
আরও পড়ুন: ট্রাম্পকে শান্তির বার্তা দিলেন রোনালদো
প্রথম টেস্ট দলের সদস্যরা সেদিনের স্মৃতিচারণও করবেন সংক্ষিপ্ত এক পর্বে।
আয়োজনে থাকবে কেক কাটার আনুষ্ঠানিকতা এবং সাবেক খেলোয়াড় ও অতিথিদের সঙ্গে দলগত ছবি তোলার আয়োজন।
বাংলাদেশের প্রথম টেস্ট একাদশ ছিল— শাহরিয়ার হোসেন, মেহরাব হোসেন, হাবিবুল বাশার, আমিনুল ইসলাম, আকরাম খান, আল সাহারিয়ার, নাইমুর রহমান (অধিনায়ক), খালেদ মাসুদ (উইকেটকিপার), মোহাম্মদ রফিক, হাসিবুল হোসেন ও রঞ্জন দাস।
১৭৩ দিন আগে
জুলাইয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি
আগামী জুলাইয়ে পাকিস্তান ক্রিকেট দলের বাংলাদেশ সফরের তিন ম্যাচের আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফ্লাডলাইটের আলোয় সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচের প্রথমটি অনুষ্ঠিত হবে ২০ জুলাই। দ্বিতীয় ম্যাচ ২২ জুলাই এবং তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি ২৪ জুলাই অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচই সন্ধ্যা ৬টায় শুরু হবে।
সূচি অনুযায়ী, সিরিজ শুরুর চার দিন আগে ১৬ জুলাই পাকিস্তান দল ঢাকায় পৌঁছাবে। সিরিজ শেষে ২৫ জুলাই বাংলাদেশ ত্যাগ করবে পাকিস্তান দল।
আরও পড়ুন: ভারত-পাকিস্তান উত্তেজনার মাঝে আইপিএল স্থগিত
এদিকে, বাংলাদেশের ক্রিকেট দল বর্তমানে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলছে।
১৭৩ দিন আগে
ট্রাম্পকে শান্তির বার্তা দিলেন রোনালদো
ইরানে ইসরায়েলের হামলার মধ্যে শান্তির বার্তা দিয়েছেন পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিস্তিয়ানো রোনালদো।
পর্তুগালের হয়ে ইউফা ন্যাশন্স লিগের জিতেছেন ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলধারী সিআর সেভেন। দেশের হয়ে ফাইনালে গোলও করেছে তিনি।
এ ম্যাচের নিজের স্বাক্ষর করা একটি জার্সি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উপহার দিয়েছেন রোনালদো। কানাডার কানানাস্কিসে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে এ উপহারটি দেওয়া হয়েছে।
ওই জার্সিতে লেখা ছিল, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্পের প্রতি—শান্তির জন্য প্রার্থনা।’
রিপাবলিকান এই প্রেসিডেন্টকে যখন জার্সিটি উপহার দেওয়া হয়, তখন তিনি সেটি ক্যামেরার সামনে তুলে ধরেন, যাতে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদোর বার্তাটি স্পষ্ট দেখা যায়।
রোনালদোর সই করা পর্তুগালের জার্সিটি তুলে দেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা। তিনি ট্রাম্পকে জানান, জার্সিতে একটি বিশেষ বার্তা রয়েছে।
বার্তাটি শুনে ট্রাম্প রোনালদোকে উদ্দেশ্য করে বলেন, ‘তিনিই সর্বকালের সেরা।’
বিশ্ব ফুটবলের অন্যতম সেরা এই খেলোয়াড়ের এমন বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। যুদ্ধ ও সহিংসতা থামিয়ে শান্তির আহ্বান জানানোর জন্য এটি রোনালদোর একটি সাহসী পদক্ষেপ হিসেবে দেখছেন অনেকে।
আরও পড়ুন: স্পেনকে হারিয়ে ফের নেশন্স লিগ চ্যাম্পিয়ন রোনালদোর পর্তুগাল
১৮২ দিন আগে
ব্রাজিল-একুয়েডরের বিশ্বকাপ নিশ্চিত, হেরে টানা তৃতীয়বার ব্যর্থ চিলি
দিনটি ছিল কার্লো আনচেলত্তির ৬৬তম জন্মদিন। সেলেসাওদের দায়িত্ব নিয়ে শুরুটা ভালো না হলেও ঘরের মাঠে এদিন প্যারাগুয়ের বিপক্ষে জিতে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করেছে ব্রাজিল। এর মাধ্যমে ইতালীয় এই কোচের বিশেষ দিনটি আরও রাঙিয়েছেন তার শিষ্যরা।
সাও পাওলোর করিন্থিয়ান্সে বাংলাদেশ সময় বুধবার (১১ জুন) সকালে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল।
৪৪তম মিনিটে ভিনিসিয়ুসের করা একমাত্র গোলটিই ম্যাচের ভাগ্য গড়ে দেয়। এটি আনচেলত্তির অধীনে ব্রাজিল দলেরও প্রথম গোল। প্রথম ম্যাচে একুয়েডরের মাঠে গোলশূন্য ছিলেন ভিনি-কাসেমিরোরা।
এই জয়ে ১৬ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে উঠে এসেছে ব্রাজিল। পাশাপাশি আর্জেন্টিনার পর দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে তৃতীয় দল হিসেবে ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত হয়ে গেছে তাদের।
অপর ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে শেষের অন্তত ২০ মিনিট দশজনের দলে পরিণত হয়েও থিয়াগো আলমাদার শেষের গোলে হার এড়িয়েছে আর্জেন্টিনা। এই ড্রয়ে ব্রাজিলের সমান ম্যাচে ১১ জয় ২ ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের চূড়ায় রয়েছে লিওনেল স্কালোনির দল।
আরেক ম্যাচে পেরুর সঙ্গে গোলশূন্য ড্র করে পঞ্চমবারের মতো বিশ্বকাপের টিকিট কেটেছে একুয়েডর। তাদের পয়েন্টও ব্রাজিলের সমান, ১৬ ম্যাচে ২৫। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় ব্রাজিলকে টপকে আর্জেন্টিনার পরই জায়গা করে নিয়েছে দলটি।
১৮৮ দিন আগে
এএফসি এশিয়ান কাপ: ঘরের মাঠে সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ
এএফসি এশিয়ান কাপ সৌদি আরব ২০২৭ বাছাই পর্বের গ্রুপ সি’র দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-২ গোলের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। মঙ্গলবার ঢাকায় নতুনভাবে উদ্বোধন করা জাতীয় স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক ফুটবলে ১৯৭৩ সালে প্রথম মুখোমুখি হওয়ার পর থেকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জন্য সিঙ্গাপুরের বিপক্ষে এটি টানা দ্বিতীয় পরাজয়।
১৯৭৩ সালের ২ আগস্ট মালয়েশিয়ায় মের্দেকা কাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে প্রথমবার মুখোমুখি হয়ে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। পরে ২০১৫ সালের ৩০ মে ঢাকায় অনুষ্ঠিত ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে ১-২ গোলে পরাজিত হয় বাংলাদেশ।
এই দিনের অন্য গ্রুপ সি ম্যাচে, স্বাগতিক হংকং ভারতের বিরুদ্ধে ১-০ ব্যবধানে জয়লাভ করেছে। ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে হংকংয়ে নতুনভাবে উদ্বোধন করা কাই টাক স্পোর্টস পার্কে।
এই ম্যাচের ফলাফলে সিঙ্গাপুর গ্রুপ সি’র শীর্ষে স্থান অর্জন করেছে। তারা দুই ম্যাচে চার পয়েন্ট অর্জন করেছে। হংকংও চার পয়েন্ট সংগ্রহ করে সিঙ্গাপুরের পরেই অবস্থান করছে। বাংলাদেশ এবং ভারত এক পয়েন্ট করে নিয়ে তৃতীয় এবং চতুর্থ অবস্থানে রয়েছে।
মঙ্গলবারের গুরুত্বপূর্ণ ম্যাচে সিঙ্গাপুরের মিডফিল্ডার সং ইউ ইয়ং ৪৫ মিনিটে গোল করে সিঙ্গাপুরকে এগিয়ে নেন (১-০)। এরপর ৫৮ মিনিটে ফরোয়ার্ড খসান ফান্দি আহমদ একটি আরেকটি শট থেকে সিঙ্গাপুরের ব্যবধান দ্বিগুণ করেন (২-০)।
বাংলাদেশ ৬৭ মিনিটে হামজা দেওয়ান চৌধুরির একটি জাদুকরি পাস থেকে রাকিব হোসেনের একটি সোজা শটে ব্যবধান এক পয়েন্টে নামিয়ে আনে (২-১)।
এর পরেও বাংলাদেশ একাধিক আক্রমণ করলেও তাদের সুযোগ কাজে লাগাতে পারেনি। ২৮ মিনিটে রাকিব হোসেন শমিত সোমের পাস থেকে গোলের কাছাকাছি পৌঁছালেও শেষ পর্যন্ত তার শটটি বাইরে চলে যায়।
আরও পড়ুন: স্পেনকে হারিয়ে ফের নেশন্স লিগ চ্যাম্পিয়ন রোনালদোর পর্তুগাল
শেষ মুহূর্তে বাংলাদেশ ডিফেন্ডার তারিক কাজির একটি দুর্দান্ত হেডারের পর বলটি ক্রসবারে স্পর্শ করে বাইরে চলে যায়, যা ছিল তাদের শেষ সুযোগ।
বাংলাদেশের স্প্যানিশ হেড কোচ জাভিয়ের কাব্রেরার অধীনে এই ম্যাচে পাঁচজন বাংলাদেশি বংশোদ্ভুত বিদেশি খেলোয়াড় খেলেছেন—ইংলিশ প্রিমিয়ার লিগের ডিফেনসিভ মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী, কানাডার জাতীয় দলের মিডফিল্ডার শমিত সোম, ইতালিয়ান লিগের ফরোয়ার্ড ফাহামিদুল ইসলাম, ফিনল্যান্ডের ডিফেন্ডার খেলোয়ার তারিক রাইহান কাজি এবং কানাডার ডিফেন্ডার সৈয়দ কাজেম শাহ কিরমানি।
তবে, আজকের সেরা একাদশে জায়গা হয়নি বাংলাদেশ দলের অধিনায়ক ও দীর্ঘদিনের মিডফিল্ডার জামাল ভূঁইয়ার, যিনি ডেনমার্কের পক্ষে খেলে থাকেন।
স্টেডিয়ামটি দর্শকে ছিল কানায় কানায় পূর্ণ। ফুটবলপ্রেমী মানুষ দীর্ঘ সারি করে টিকিট সংগ্রহ করেছেন। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশের পরাজয়ে তারা হতাশ হয়ে ফিরে যান।
গত সপ্তাহে আন্তর্জাতিক ফিফা টিয়ার-১ বন্ধুত্বপূর্ণ ম্যাচে ভুটানকে ২-০ গোলের ব্যবধানে পরাজিত করার পর বাংলাদেশ এই ম্যাচে আত্মবিশ্বাসী ছিল। বাংলাদেশ তাদের পরবর্তী গ্রুপ ম্যাচটি ৯ অক্টোবর হংকংয়ের বিরুদ্ধে খেলবে।
বাংলাদেশের মূল একাদশ
মিতুল মার্মা, শাকিল আহাদ, তপু বর্মণ, সাদ উদ্দিন, তারিক রাইহান কাজি, মোহাম্মদ হৃদয়, হামজা চৌধুরী, শমিত সোম, কাজেম শাহ কিরমানি, ফাহমিদুল ইসলাম ও রাকিব হোসেন।
১৮৮ দিন আগে
স্পেনকে হারিয়ে ফের নেশন্স লিগ চ্যাম্পিয়ন রোনালদোর পর্তুগাল
একে একে তিনটি করে পেনাল্টি শটে দুপক্ষই সফল হলো। তবে চতুর্থ শটে গিয়ে স্পেনের আলভারো মোরাতার শট ঠেকিয়ে দিলেন দিয়োগো কস্তা। এরপর পঞ্চম ও শেষ শটে রুবেন নেভেসের সফল স্পট কিক, আর উল্লাসে ফেটে পড়ল পর্তুগিজ শিবির। দ্বিতীয়বারের মতো উয়েফা নেশন্স লিগের শিরোপাজয়ের উৎসবে মাতল পর্তুগাল।
মিউনিখের আলিয়ান্স আরেনা স্টেডিয়ামে ১২০ মিনিটের খেলা ২-২ সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে গতবারের চ্যাম্পিয়ন স্পেনকে ৫-৩ ব্যবধানে হারিয়ে নেশন্স লিগের চতুর্থ আসরের চ্যাম্পিয়ন হয়েছে প্রথম আসরের শিরোপাজয়ীরা।
গত আসরের ফাইনালও গড়িয়েছিল টাইব্রেকারে। সেখানে ক্রোয়েশিয়াকে ৫-৪ ব্যবধানে হারালেও এবার আর পারল না স্প্যানিশরা। পর্তুগিজ গোলরক্ষক কস্তার বীরত্বের পর ক্রিস্তিয়ানো রোনালদো অ্যান্ড কোম্পানির কাছে হার মানতে হলো লা রোহাদের।
অথচ শুরুর গল্পটা কিন্তু এমন ছিল না। প্রথমার্ধে শুরুতেই গোল করেছিল স্পেনই। এরপর নুনো মেন্দেসের গোলে পর্তুগাল সমতায় ফিরলে ওইয়ারসাবালের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে গিয়েছিল দলটি। তবে বিরতির পর স্পেনের দুর্দান্ত সেই পারফরম্যান্সে ভাঁটা পড়ে, আর রোনালদোর গোলে আবারও সমতায় ফেরে পর্তুগাল। এরপর নব্বই মিনিট, এমনকি ১২০ মিনিটের খেলায়ও দুদলের কেউ ব্যবধান গড়তে ব্যর্থ হলে শেষ পর্যন্ত টাইব্রেকারে গড়ায় ম্যাচ। সেখানে মোরাতার শট ঠেকিয়ে জয়ের পাল্লা নিজেদের দিকে ঘুরিয়ে নেন কস্তা।
এর ফলে দুবার নেশন্স লিগের ফাইনালে উঠে দুবারই শিরোপা উঁচিয়ে ধরার গৌরব অর্জন করল পর্তুগাল। অন্যদিকে, টানা তিনবার ফাইনালে উঠেও দুবার হতাশ হতে হলো স্পেনের।
আরও পড়ুন: রোনালদোর আশা পূরণের রাতে নেশন্স লিগের ফাইনালে পর্তুগাল
পুরো ম্যাচে বলের দখল, গোলের প্রচেষ্টা, শট লক্ষ্যে রাখা—সব বিভাগেই সেরা দল ছিল স্পেন। ৬১ শতাংশ সময় পজেশন ধরে রেখে ১২০ মিনিটে মোট ৮১২ পাস দেয় দলটি, যেখানে ৫০৯ পাস দেওয়া পর্তুগালের পজেশন ছিল মাত্র ৩৯ শতাংশ।
ম্যাচজুড়ে পর্তুগাল শট নেয় মাত্র সাতটি, যার গোল হওয়া ওই দুটি শটই কেবল লক্ষ্যে রাখতে পারে; অপরদিকে ১৬টি শট নিয়ে ৬টি লক্ষ্যে রেখেও কাজের কাজ করতে ব্যর্থ হয়েছে লা রোহারা।
তবে মাঠের খেলায় ক্ষুরধার আক্রমণের অভাবে ভোগা স্পেনকে এদিন প্রথমার্ধের পর থেকেই চেনা যায়নি। অপরদিকে, উপযুক্ত সময়ে যথাযথ খেলোয়াড় বদলি করে নিজেদের সামর্থ্যের সবটুকু উজাড় করে দেওয়ার চেষ্টা করেছেন পর্তুগালের কোচ রবের্তো মার্তিনেস।
এ ছাড়া ম্যাচজুড়ে স্পেনের একের পর এক আক্রমণ রুখে দেওয়া দিয়োগো কস্তা টাইব্রেকারেও কাজের কাজটি করে দিয়েছেন একেবারে সঠিক সময়ে। ফলে শেষ পর্যন্ত গত কয়েক বছর ধরে একপ্রকার অপ্রতিরোধ্য স্পেনকে মাটিতে নামিয়ে শিরোপা নিয়ে ঘরে ফিরেছে তারাই। আর ব্যর্থতার পসরা সাজানোর পর প্রতিপক্ষকে শিরোপা উঁচিয়ে ধরতে দেখে হাততালি দিয়ে মাঠ ছাড়তে হয়েছে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যদের।
১৯০ দিন আগে
৯ গোলের থ্রিলারে লড়াই করেও হারল ফ্রান্স, স্পেন-পর্তুগাল ফাইনাল
সেয়ানে সেয়ানে টক্করের পরও ৪-০ গোলে পিছিয়ে পড়ল ফ্রান্স, কিন্তু তারপরও কী অসাধারণভাবে ঘুরে দাঁড়াল দলটি। কিন্তু শেষ পর্যন্ত লুইস দে লা ফুয়েন্তের দুর্দান্ত স্পেনের বিপক্ষে পেরে উঠল না দিদিয়ের দেশমের শিষ্যরা। ফলে হেরে ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ হয়েছে ফরাসিদের, অন্যদিকে শিরোপা ধরে রাখার মিশনে টানা তৃতীয়বার ফাইনালে উঠেছে স্পেন।
বৃহস্পতিবার (৫ জুন) রাতে দ্বিতীয় সেমিফাইনালে ফিরেছিল ২০২০-২১ মৌসুমের ফাইনাল। তবে সেবার স্প্যানিশদের ২-১ গোলে হারিয়ে শিরোপা উৎসব করলেও এবার আর পারল না ফ্রান্স। অপরদিকে ফরাসিদের ৫-৪ ব্যবধানে হারিয়ে সেই ক্ষতে প্রলেপ দিয়ে আরও একবার ফাইনালে উঠে গেল স্প্যানিশরা।
এদিন ম্যাচের ২৩ ও ২৫তম মিনিটে নিকো উইলিয়ামস ও মিকেল মেরিনোর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় স্পেন। তবে প্রথমার্ধের পুরোটা আলো কেড়ে নেন স্পেন অধিনায়ক তথা দলটির গোলরক্ষক উনাই সিমোন। ফরাসিদের নিশ্চিত গোল হওয়ার মতো পাঁচটি শট রুখে দেন তিনি।
বিরতির পর নেমে ফের জোড়া ধাক্কা খায় ফ্রান্স। এবারের দুই গোলদাতা লামিন ইয়ামাল ও পেদ্রি।
৫৪তম মিনিটে লামিনকে ফাউল করে পেনাল্টি দিয়ে বসেন ফরাসি ডিফেন্ডার আদ্রিয়েন রাবিও, আর তা থেকে ব্যবধান ৩-০-তে উন্নীত করেন এই কাতালান প্রতিভা। পরের মিনিটে স্পেনের চকিত আক্রমণে চোখে সর্ষে ফুল দেখে ফ্রান্সের ডিফেন্ডাররা। এ সময় নিকো উইলিয়ামসের ড্রিবলের পর বাড়ানো পাস থেকে আরও নিপুণ দক্ষতায় গোল করেন পেদ্রি।
তার পাঁচ মিনিট পর অবশ্য পেনাল্টি পায় ফ্রান্সও এবং তা থেকে প্রথমবার ব্যবধান কমান এমবাপ্পে। তবে ৭৯তম মিনিটে লামিন পঞ্চম গোলটি করলে মনে হচ্ছিল ফ্রান্সের খেলা সেখানেই শেষ। কিন্তু ফুটবল বলে কথা! যেখানে শেষ বলে কিছু নেই।
৭৯তম মিনিটে বদলি হিসেবে নামা রায়ান শেরকির গোলে ব্যবধান কমে দেশমের দলের। এর তিন মিনিট পর এমবাপ্পের কাছে বল যাওয়া রুখতে গিয়ে তা জালে পাঠিয়ে আত্মঘাতী গোল করে বসেন স্পেনের বদলি হিসেবে নামা ডিফেন্ডার দানি ভিভিয়ান। ৫-৩ গোলে ব্যবধান কমে এলে পায়ের নিচে মাটি পায় ফ্রান্স; আরও জমে ওঠে খেলা।
এরপর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আরও একটি গোল করেন রাঁদাল কোলো মুয়ানি, কিন্তু তা সমতায় ফেরার জন্য যথেষ্ট ছিল না। ফলে খেলা অতিরিক্ত ত্রিশ মিনিটে গড়ানোর সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত ৯০+৬ মিনিটেই শেষ হয়, আর শেষ হাসি হাসে স্পেন।
১৯৩ দিন আগে