কক্সবাজার, ২৩ মে (ইউএনবি)- মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারকালে টেকনাফ সীমান্ত এলাকা থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।
বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলার দায়িখারাংখালীর লবণ মাঠ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, লবণ মাঠ দিয়ে তিনজন লোককে ব্যাগ হাতে আসতে দেখে বিজিবির টহলদল চ্যালেঞ্জ করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবা চোরাকারবারীরা তাদের সাথে থাকা ব্যাগটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ব্যাগটি তল্লাশি করে ৩ কোটি টাকা মূল্যমানের ১ লাখ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
বিজিবি-২ টেকনাফের ভারপ্রাপ্ত অধিনায়ক কাজী মনজুরুল ইসলাম জানান, মিয়ানমার থেকে বাংলাদেশে ইয়াবা পাচারের খবর পেয়ে এ অভিযান চালানো হয়।
তিনি আরো জানান, উদ্ধার করা ইয়াবা ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। পরে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে