ক্রিকেট
সংস্কার ও জবাবদিহিতার প্রতিশ্রুতি দিলেন নতুন বিসিবি সভাপতি
ক্রিকেটার হিসেবে দুই দশকেরও বেশি সময় এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক হিসেবে প্রায় এক দশক কাটানোর পর বিসিবির নতুন সভাপতি হয়ে ফিরেছেন ফারুক আহমেদ।
দায়িত্ব পেয়েই ফারুক গণমাধ্যমে বলেন, তার সর্বোচ্চ অগ্রাধিকার হবে বোর্ডের মধ্যে জবাবদিহিতা প্রতিষ্ঠা করা, যা গত এক দশক ধরে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে জর্জরিত।
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর বাংলাদেশের বিভিন্ন খাতে পরিবর্তন আসছে। এরই ধারাবাহিকতায় পরিবর্তনের ঢেউ লেগেছে বিসিবিতেও। বিসিবি সভাপতির পথ থেকে নাজমুল হাসান পাপন পদত্যাগের পর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বিসিবির জরুরি সভায় দায়িত্ব পান ফারুক।
এরপর সংবাদ সম্মেলনে এসে ধৈর্য্য ধরে সাংবাদিকদের একের পর এক পশ্নে উত্তর দেন তিনি।
আরও পড়ুন: পাপনের পদত্যাগ, বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ
সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি হিসেবে নিজের নিয়োগ এবং ক্রিকেটার ও জাতীয় দলের অধিনায়ক হিসেবে নিজের অতীতের কথা তুলে ধরে ফারুক বলেন, ‘আমি অত্যন্ত গর্বিত। খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে।’
আমাদের দেশের ক্রিকেটে প্রচুর সম্ভাবনা রয়েছে জানিয়ে তা অর্জনে যথাসাধ্য চেষ্টা করার কথা জানিয়েছেন তিনি।
‘বাংলাদেশের মতো সম্ভাবনাময় একটা দেশের যতটা করার দরকার ছিল, আমরা ততটা পারিনি। আমাদের সাফল্য একদম কম নেই। তবে সুনির্দিষ্টি কিছু জায়গায় আমাদের আরও উন্নতি করার দরকার ছিল, আমরা পারিনি। আমাদের দায়িত্ব হবে, এই সিস্টেমটাকে পুনর্গঠন করা।’
আগের বোর্ডের অনিয়মের কথা তুলে ধরে তিনি বলেন, ‘অনেক সময় অনেক কাজ করা যায় না, অনেক বাইরের চাপ থাকে। আশা করব যে, এবার আমি সভাপতি থাকার অবস্থায়, যতটুকু সম্ভব, এটা সুন্দর সিস্টেম দাঁড় করাতে চাই।’
‘একটা সিস্টেমের বিরুদ্ধে লড়াই করে আমি পদত্যাগ করেছিলাম। আমার কাছে তাই এটিই সবচেয়ে বড় প্রাধান্য পাবে যে, সিস্টেম তৈরি করতে চাই।’
নতুন বিসিবি সভাপতি বলেন, ‘সত্যিকার অর্থেই যারা ক্রিকেট ভালোবাসে এবং ক্রিকেটের জন্য কিছু করতে চায়, তাদের অগ্রাধিকার দেওয়া উচিত। ১৮ কোটি মানুষের দেশে, আমাদের খেলোয়াড়, দর্শক, আপনারা (সংবাদমাধ্যম), সবাই এত বেশি খেলাপাগল ও ক্রিকেটপাগল, সেখানে অনেক উপাদান ঢুকে যায় এবং ক্রিকেট বোর্ড অনেক গ্ল্যামরাস হয়ে যায়। সবাই এটার অংশ পেতে চায়। আমি চাইব, আমাদের প্রথম প্রাধান্য হবে ক্রিকেটের উন্নতি।’
তিনি বলেন, ‘প্রতিটি সেক্টরে বাংলাদেশ এমন দুর্নীতি হয়েছে, এটা আমরা সবাই জানি। আমরা সবাই বাংলাদেশের মানুষ। প্রতিটি সংস্থায় যে দুর্নীতির কথা শুনেছি, ক্রিকেট বোর্ড এটির বাইরে নয়। যদি এরকম কিছু থাকে, অবশ্যই আমরা খোঁজ নেব। দুর্নীতি পুরোপুরি বন্ধ করা যাবে না। কেউ যদি এটা বলে, আমি বিশ্বাস করব না। তবে একটা সিস্টেম চালু করতে হবে, যেখানে এসব (দুর্নীতি) আমরা কমাতে পারব।’
‘আমার মেয়াদ কতদিন হবে, এটা জানি না। তবে আপনাদেরকে এই নিশ্চয়তা দিতে পারি, আমার সময়কাল যতদিন থাকবে, ততদিন সর্বোচ্চ চেষ্টা থাকবে এই জিনিসগুলোর খেয়াল রাখা।’
আরও পড়ুন: বাংলাদেশ থেকে সরে আমিরাতে গেল নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ
তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য হবে কাজের মাধ্যমে প্রমাণ করা। আমি মুখে অনেক কিছু বললাম, অনেক স্বপ্ন দেখালাম, কিন্তু দেখতে গিয়ে যদি দেখেন যে, কথার কাছাকাছি কিছু আমি করতে পারিনি, তাহলে তো হবে না। এজন্য কথা কমিয়ে দিয়ে, ক্রিকেটের জন্য যে জায়গাগুলি গুরুত্বপূর্ণ, ওই জায়গাগুলোকে প্রাধান্য দিয়ে কাজ করব।’
ক্রিকেটে যথেষ্ট কৌশলগত দক্ষতা না থাকলেও দল নির্বাচনে নিজের প্রভাব খাটিয়ে সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন দলের পারফরম্যান্স বিশ্লেষণ করতেন। তবে দল নির্বাচনে হস্তক্ষেপ করবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছেন ফারুক।
অবশ্য দল নির্বাচন নিয়ে মাঝেমধ্যে নিজের মতামত প্রকাশ করতে পারেন বলেও এসময় ইঙ্গিত দেন তিনি।
সভাপতি বলেন, ‘আমি নির্বাচকদের সর্বোচ্চ স্বাধীনতা দেব।’ উদাহরণ হিসেবে তিনি রিশাদ হোসেনের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘ক্রিকেটের দীর্ঘ ফরম্যাটে তিনি উপযুক্ত হবেন। তবে আমি আমার প্রস্তাব নির্বাচকদের স্পষ্ট করে বলব না।’
এর আগে, টাইগারদের প্রধান কোচ হিসেবে চণ্ডিকা হাথুরুসিংহের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন ফারুক। সভাপতি হিসেবে প্রথম সংবাদ সম্মেলনে আগের মতামত পুনর্ব্যক্ত করেন তিনি।
হাথুরুসিংহের ভবিষ্যতের ব্যাপারে ফারুক বলেন, ‘চণ্ডিকা হাথুরুসিংহের সঙ্গে চুক্তিটা কী, সেটা আমি ঠিক জানি না। আমি আগের জায়গাতেই আছি। আমি যা বলেছি, সেটা থেকে সরে যাইনি। এখন আমাকে আনুষ্ঠানিকভাবে কিছু জিনিস দেখতে হবে।’
‘তবে আমিই একমাত্র ডিসিশন মেকার হওয়া উচিত নয়। হয়তো আমার ওপর দায়িত্বটা বেশি। কারণ, আমি সিদ্ধান্ত নেব। কিন্তু অন্যদের সঙ্গেও কথা বলতে হবে।’
আরও পড়ুন: আন্তর্জাতিক ক্রিকেট এক ওভারে ৩৯ রানের রেকর্ড
৪৮১ দিন আগে
পাপনের পদত্যাগ, বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি বাংলাদেশের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ।
নাজমুল হাসান পাপনের স্থলাভিষিক্ত হলেন তিনি। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ ছেড়ে পালিয়ে যান পাপন।
নতুন সভাপতি হিসেবে ফারুক আহমেদের নিয়োগ নিশ্চিত করেছে বিসিবির মিডিয়া বিভাগ।
এর আগে বিসিবির প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করলেও বোর্ডের সঙ্গে অজ্ঞাত মতপার্থক্যের কারণে পদত্যাগ করেন ফারুক আহমেদ।
ফারুকের নিয়োগের মধ্য দিয়ে বিসিবি সভাপতি হিসেবে নাজমুলের দীর্ঘ ও কিছুটা বিতর্কিত মেয়াদের অবসান হলো।
২০১৩ সালে বিসিবি সভাপতি হিসেবে নিয়োগ পান নাজমুল হাসান পাপন। আগামী বছর বিসিবি সভাপতি হিসেবে তৃতীয় মেয়াদ পূর্ণ হতো তার। তবে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি।
৪৮১ দিন আগে
বাংলাদেশ থেকে সরে আমিরাতে গেল নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে চলমান অস্থিতিশীলতার জেরে এবার ২০২৪ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন বাংলাদেশ থেকে সরিয়ে নিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। বাংলাদেশের পরিবর্তে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে আইসিসি।
বাংলাদেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে অংশগ্রহণকারী বেশ কয়েকটি দেশের সরকার উদ্বেগ প্রকাশের পর এ সিদ্ধান্ত নিল আইসিসি।
আগামী ৩ থেকে ২০ অক্টোবর দুবাই ও শারজাহর দুটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের নবম আসর। অবশ্য ভেন্যু পরিবর্তন হলেও আয়োজক স্বত্ব ধরে রাখবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গত ৫ অক্টোবর আওয়ামী লীগ সরকার পতনের পর দেশজুড়ে নিরাপত্তা সংকটের মাঝে বেশ কয়েকটি অংশগ্রহণকারী দেশের সরকার বাংলাদেশ ভ্রমণে নিজ দেশের নাগরিকদের প্রতি সতর্কতা জারি করে। এ কারণে বিশ্ব ক্রিকেটের এই আসরটি বাংলাদেশে আয়োজন করা একপ্রকার অসম্ভব হয়ে পড়ে। এরপরই টুর্নামেন্টের আয়োজন সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিল আইসিসি।
আরও পড়ুন: ২০২৪ সালের আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হতে যাচ্ছে বাংলাদেশ
বিশ্বকাপ আয়োজনের প্রচেষ্টার জন্য বিসিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস। এছাড়া নতুন আয়োজক হিসেবে দায়িত্ব নিতে এগিয়ে আসায় আমিরাত ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
এক বিবৃতিতে অ্যালারডাইস বলেন, ‘বাংলাদেশে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে না পারাটা লজ্জার। কারণ আমরা জানি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একটি স্মরণীয় আসর আয়োজন করত।’
গত কয়েক বছরে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের একটি অন্যতম গন্তব্যে পরিণত হয়েছে সংযুক্ত আরব আমিরাত। এর আগে, ২০২১ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করে আরব আমিরাত। চলমান বিশ্বকাপ আসর আয়োজনেও তারা ভালোভাবেই প্রস্তুত।
আমিরাতের পাশাপাশি এই আসরটির আয়োজনে ইচ্ছা প্রকাশ করায় শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকেও ধন্যবাদ জানিয়েছে আইসিসি।
এ বিষয়ে জিওফ জানান, ২০২৬ সালে এই দুই দেশে আইসিসির বৈশ্বিক ইভেন্টগুলো দেখার অপেক্ষায় রয়েছে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থাটি।
তিনি বলেন, ‘আমি বিসিবির (আয়োজক) দলকে ধন্যবাদ জানাতে চাই যে, তারা বাংলাদেশে আসরটি আয়োজনের সর্বোচ্চ চেষ্টা করেছে। কিন্তু অংশগ্রহণকারী বেশ কয়েকটি দেশের সরকারের পক্ষ থেকে সেখানে ভ্রমণ সতর্কতা জারি করার কারণে সেটা সম্ভব হয়নি। তবে তাদের হাতেই আয়োজকের স্বত্ব থাকবে।’
আরও পড়ুন: বিশ্বকাপের আম্পায়ার হওয়ার ইচ্ছা সাথিরা জাকিরের
৪৮২ দিন আগে
আন্তর্জাতিক ক্রিকেট এক ওভারে ৩৯ রানের রেকর্ড
রান তোলায় নতুন উচ্চতা দেখল ক্রিকেট বিশ্ব। তবে সেটি এক ইনিংস বা ম্যাচে নয়, এক ওভারে। টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাছাইপর্বের ‘এ’ গ্রুপের ম্যাচে ভানুয়াতুর বিপক্ষে এক ওভারে ৩৯ রান নিয়ে নতুন রেকর্ড গড়েছে সামোয়া।
মঙ্গলবার (২০ আগস্ট) সামোয়ার এপিয়ায় অনুষ্ঠিত এই ম্যাচে ভানুয়াতুর বোলার নালিন নিপিকোর ওভারে ৬টি ছক্কা হাঁকান সামোয়ার ডারিউস ভিসের। ওভারে আরও তিনটি নো বল হওয়ায় মোট ৩৯ রান ওঠে, আর তাতেই হয়ে যায় বিশ্বরেকর্ড।
এটি শুধু আন্তর্জাতিক টি-টেয়েন্টিতেই নয় ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়েই এক ওভারে সর্বোচ্চ রানের রেকর্ড।
আরও পড়ুন: টেস্টে ইংল্যান্ডের দ্রুততম ফিফটি হাঁকালেন স্টোকস
ইনিংসের ১৫তম ওভারে নিপিকোর প্রথম তিন বলে তিনটি ছক্কা মারেন ভিসের। এর পরের বলটি নো বল হলে পরের বলে ফ্রি হিটে আবারও একটি ছক্কা হাঁকান তিনি। পরের বলে সোজা শট দিলে বল গিয়ে নন স্ট্রাইক এন্ডের স্টাম্পে লাগলে ডট বল হয়। এরপর টানা দুটি নো বল করেন নিপিকো, যার শেষটি লং লেগের ওপর দিয়ে শূন্যে ভাসিয়ে দেন ভিসের। আর ওভারের শেষ ডেলিভারিটিও উড়িয়ে সীমানাছাড়া করেন তিনি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এর আগে এক ওভারে ৩৬ রানই ছিল সর্বোচ্চ রান তোলার রেকর্ড। সেটিও হয়েছে পাঁচবার। এর মধ্যে তিনবার ছয়টি ছক্কায়, বাকি দুবারের একবার দুই ব্যাটার এবং আরেকবার এক ব্যাটারের কৃতিত্বে।
৪৮২ দিন আগে
পদত্যাগ করবেন বিসিবি সভাপতি পাপন
শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডসহ বাংলাদেশের প্রতিটি সেক্টরে পরিবর্তনের ঢেউ লেগেছে। এমনি পরিস্থিতিতে নিজের পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন বিসিবির বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন।
বিদেশ থেকে ফোনে বিসিবির এক জ্যেষ্ঠ পরিচালককে পাপন নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
ঢাকার একটি পত্রিকায় খবর বেরিয়েছে, গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর পাপন লন্ডনে পালিয়ে গেছেন।
আরও পড়ুন: ক্রিকেটারদের রাজনীতিতে আসতে নিরুৎসাহিত করলেন গাজী আশরাফ
সম্প্রতি বিসিবির ৭-৮ জন সক্রিয় পরিচালকের উপস্থিতিতে এক বৈঠকে তাদের একজন পাপনের পদত্যাগের ইচ্ছার কথা জানান।
তবে বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী তাকে আনুষ্ঠানিকভাবে বোর্ডের কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে, যা পরে বোর্ড সভায় অনুমোদন করতে হবে।
বিসিবিতে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন অক্টোবরে বাংলাদেশে আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন কয়েকজন পরিচালক। আইসিসি টুর্নামেন্টের ভেন্যু নিয়ে ২০ আগস্ট চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: 'বাংলাদেশ ক্রিকেটের সংস্কার’-এর দাবিতে মিরপুর স্টেডিয়ামের সামনে বিক্ষোভ
৪৮৬ দিন আগে
'বাংলাদেশ ক্রিকেটের সংস্কার’-এর দাবিতে মিরপুর স্টেডিয়ামের সামনে বিক্ষোভ
ক্রিকেটে বড় ধরনের সংস্কার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে 'দুর্নীতিবাজ' ব্যক্তিদের বহিষ্কারের দাবিতে বিক্ষোভ করেছে দেশের বিভিন্ন ক্রীড়া সংগঠক ও সমন্বয়করা।
মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মকাণ্ডের বিষয়ে জবাবদিহি ও ন্যায়বিচারের দাবিতে সোচ্চার হওয়ার স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা।
৪৮৯ দিন আগে
ক্রিকেটারদের রাজনীতিতে আসতে নিরুৎসাহিত করলেন গাজী আশরাফ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ক্রিকেটারদের রাজনীতিতে জড়িয়ে পড়ার ক্ষেত্রে দ্বিমত প্রকাশ করে নিরুৎসাহিত করেছেন।
আশরাফ মনে করেন, জাতীয় দলের খেলোয়াড়দের রাজনৈতিক দলে যোগ দেওয়া থেকে বিরত রাখার জন্য সুস্পষ্ট নির্দেশিকা থাকা উচিত। কারণ খেলোয়াড়রা যখন তাদের মনোযোগ ক্রিকেট এবং রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে বিভক্ত করে তখন সম্ভাব্য স্বার্থের দ্বন্দ্ব তৈরি হয়।
আরও পড়ুন: বিদেশি ক্রিকেট লিগগুলোতে যেমন খেলছেন বাংলাদেশি ক্রিকেটাররা
সম্প্রতি এক সাক্ষাৎকারে উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান একই মনোভাব পোষণ করে বলেছেন, খেলোয়ার জীবনে ক্রিকেটারদের রাজনীতিতে অংশগ্রহণ করা উচিত নয়।
আশরাফ বলেন, 'যেসব সংস্কার হয়েছে, তাতে আমি বিশ্বাস করি জাতীয় দলে থেকে কেউ রাজনীতিতে যুক্ত হতে পারে কিনা সে বিষয়ে অবশ্যই একটি প্রক্রিয়া থাকা উচিত।’
সাকিব আল হাসানের রাজনীতিতে সম্পৃক্ততা প্রসঙ্গে আশরাফ স্বীকার করেছেন সমাধানের সম্ভাবনার কথা।
তিনি আরও বলেন, ‘মানুষ মাত্রই ভুল করে। সেগুলো সংশোধনেরও সুযোগ রয়েছে। সাকিব যদি তার এই যাত্রায় ভুল করে থাকে, সেটা সে নিজে বুঝে নিজেকে সঠিক পথে ফিরিয়ে আনার সুযোগ পাবে।’
আসন্ন সফরে বাংলাদেশের হয়ে খেলতে যাচ্ছেন সাকিব। তার রাজনীতিতে অংশগ্রহণ জাতীয় দলের সমর্থকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। তার আগে জাতীয় নির্বাচনেও প্রার্থী হয়েছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
সাকিব ও মাশরাফি দুজনই আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। যারা সম্প্রতি ছাত্র-জনতার আন্দোলনে পদচ্যুত হয়েছেন। এর ফলে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করেছেন।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ক্রিকেট দল
ভয়ডরহীন ক্রিকেটে যুক্তরাষ্ট্রের লড়াকু পুঁজি
৪৯০ দিন আগে
যুব-ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে বিসিবির অভিনন্দন
অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ায় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শুক্রবার অভিনন্দন বার্তায় বিসিবি বলেছে, বিসিবি দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, 'বৈষম্যবিরোধী ছাত্র' আন্দোলনের জাতীয় সমন্বয়কারী ভূঁইয়া খেলাধুলার অগ্রগতিতে তার আবেগ ও অঙ্গীকারসহ নতুন দায়িত্বে দূরদৃষ্টি ও অনুকরণীয় নেতৃত্ব দেবেন।
আরও পড়ুন: বিসিবির অস্পষ্ট অবস্থানেই তামিমের আন্তর্জাতিক ক্যারিয়ার অনিশ্চিত
বাংলাদেশের খেলাধুলার জন্য একটি গুরুত্বপূর্ণ সময়ে তিনি এই পদে নিয়োগ পেয়েছেন। বিসিবি তার প্রতিটি পদক্ষেপে সাফল্য কামনা করে। বাংলাদেশে ক্রিকেটের উন্নতির জন্য অভিন্ন লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করার প্রত্যাশায় রয়েছে বিসিবি।
আরও পড়ুন: মুশতাকের দীর্ঘমেয়াদি স্পিন বোলিং কোচ হওয়া নিয়ে অনিশ্চয়তায় বিসিবি
৪৯৩ দিন আগে
পাকিস্তানের বিপক্ষে চার দিনের ওয়ানডে সিরিজে বাংলাদেশ 'এ' দলের নেতৃত্বে এনামুল ও তৌহিদ
পাকিস্তান 'এ' দলের বিপক্ষে দুই ম্যাচের চার দিনের সিরিজে বাংলাদেশ 'এ' দলকে নেতৃত্ব দেবেন এনামুল হক বিজয়। আর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ 'এ' দলের নেতৃত্ব দেবেন তৌহিদ হৃদয়।
তিন সপ্তাহের দীর্ঘ পাকিস্তান সফরে দ্বিতীয় সারির বাংলাদেশ দল দুটি চার দিনের ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে।
বাংলাদেশের হয়ে মাত্র পাঁচটি টেস্ট খেলা ৩১ বছর বয়সি উদ্বোধনী ব্যাটসম্যান বিজয়ের গড় ৪৪ রান নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ভালো রেকর্ড রয়েছে।
২০২৩ সালের মার্চে অভিষেকের পর থেকে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটিংয়ে নিয়মিত মুখ ২৩ বছর বয়সি হৃদয়।
আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে বিসিসিআইয়ের বাড়তি বোনাস ফিরিয়ে দিয়ে প্রশংসিত রাহুল দ্রাবিড়
লিস্ট 'এ' ম্যাচে তিনি ৪৮ রানের ভালো গড়সহ ৩ হাজার ২৪ রান করেছেন।
এর আগে মঙ্গলবার, দুইটি চার দিনের এবং একটি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার জন্য আগামী মাসে পাকিস্তান সফরের জন্য বাংলাদেশ এ দলের তিনটি পৃথক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই স্কোয়াডে জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক মুশফিকুর রহিম ও মুমিনুল হককে রাখা হয়েছে।
আগামী ৬ আগস্ট পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল।
তিন সপ্তাহের এই সফরে বাংলাদেশ 'এ' দল ১০ থেকে ১৩ আগস্ট পাকিস্তান 'এ' দলের বিপক্ষে প্রথম চার দিনের আনঅফিসিয়াল টেস্ট ম্যাচ খেলবে এবং ১৭ থেকে ২০ আগস্ট একই দলের বিপক্ষে দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচ খেলবে।
আরও পড়ুন: কোটা সংস্কার আন্দোলনে ‘রক্তপাত’ চান না হৃদয়-শরীফুল
সফরকারী বাংলাদেশ 'এ' দল আগামী ২৩, ২৫ ও ২৭ আগস্ট পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে।
প্রথম চার দিনের ম্যাচের বাংলাদেশ স্কোয়াড: মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাহাদাত হোসেন দিপু, মোসাদ্দেক হোসেন সৈকত, মহিদুল ইসলাম অঙ্কন, নাইম হাসান, হাসান মুরাদ, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, রহমান রেজাউর রাজা, ও রুয়েল মিয়া।
চার দিনের ম্যাচের দ্বিতীয় বাংলাদেশ স্কোয়াড: এনামুল হক বিজয়, মোহাম্মদ নাইম, সাইফ হাসনাত, সৌম্য সরকার, সাহাদাত হোসেন দিপু, মোসাদ্দেক হোসেন সৈকত, জাকের আলি অনিক, তৌহিদ হৃদয়, মহিদুল ইসলাম অঙ্কন, হাসান মুরাদ, তানভীর ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব, রহমান রেজাউর রাজা, ও রুয়েল মিয়া।
ওয়ানডে ম্যাচের বাংলাদেশ স্কোয়াড: সৌম্য সরকার, এনামুল হক বিজয়, মোহাম্মদ নাইম, সাইফ হাসনাত, তৌহিদ হৃদয়, মহিদুল ইসলাম অঙ্কন, মোসাদ্দেক হোসেন সৈকত, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, মেহেদী হাসান, তানভীর ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব, রহমান রেজাউর রাজা ও রুয়েল মিয়া।
আরও পড়ুন: টেস্টে ইংল্যান্ডের দ্রুততম ফিফটি হাঁকালেন স্টোকস
৫০২ দিন আগে
টেস্টে ইংল্যান্ডের দ্রুততম ফিফটি হাঁকালেন স্টোকস
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজের শেষ ম্যাচে ম্যাচে দুর্দান্ত এক রেকর্ড গড়েছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। মাত্র ২৪ বলে হাফ সেঞ্চুরি করে ইংলিশ ব্যাটারদের মধ্যে দ্রুততম ফিফটির মালিক এখন তিনি।
ম্যাচটি ১০ উইকেটে জয়ের পথে ইয়ান বোথামের গড়া ২৮ বলে ফিফটির রেকর্ডটি ভেঙে দেন স্টোকস। ১৯৮১ সালে দিল্লিতে ভারতের বিপক্ষে ওই রেকর্ড গড়েন বোথাম।
ইংলিশ ওপেনার জ্যাক ক্রলি ডান হাতের আঙুলে চোট পাওয়ায় তৃতীয় ম্যাচে তার পরিবর্তে ব্যাট হাতে মাঠে নামেন স্টোকস। ৩-০ ব্যাবধানে সিরিজ নিশ্চিত করতে চতুর্থ ইনিংসে জয়ের জন্য ৮২ রানের লিড পায় ইংল্যান্ড। লক্ষ্য তাড়ায় নেমে ক্যারিবীয় বোলারদের পিটিয়ে ৭.২তম ওভারেই জয়ের বন্দরে পৌঁছায় ইংল্যান্ড।
মাত্র ২৮ বলে দুটি ছক্কা ও ৯টি চারের সাহায্যে ৫৭ রানে অপরাজিত থাকেন স্টোকস। অন্যপ্রান্তে ১৬ বলে চারটি চার মেরে ২৫ রানে অপরাজিত ছিলেন বেন ডাকেট।
আরও পড়ুন: ভারতকে হারিয়ে প্রথম এশিয়া কাপের শিরোপা জিতল শ্রীলঙ্কার মেয়েরা
এদিন টেস্ট ক্রিকেটের দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ডটিও ভেঙে দেওয়ার সম্ভাবনা তৈরি করেন স্টোকস। প্রথম ১৮ বলে ৪১ রান তুলে ফেলেন তিনি। ২০১৪ সালে মিসবাহ-উল হকের গড়া ২১ বলে ফিফটির রেকর্ড ভাঙতে তার দরকার ছিল পরের দুই বলে একটি করে ছক্কা ও চার। তবে শেষ পর্যন্ত তার আর হয়ে ওঠেনি।
ম্যাচের পর বিবিসিকে তিনি বলেন, ‘রেকর্ডটি যে গড়েছি, ব্যাটিং করার সময় তা জানতাম না। (ফিফটির পর) ডাকেট এসে আমাকে আলিঙ্গন করে বলছিল, এটা রেকর্ড হয়ে যেতে পারে। তবে ম্যাচ শেষে ড্রেসিং রুমে যাওয়ার পর কলি (অ্যাসিস্ট্যান্ট কোচ পল কলিংউড) আমাকে বিষয়টি জানান।’
তিন ম্যাচ সিরিজের তিনটিই জিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করেছে ইংল্যান্ড। গত ১৯ জুলাই শুরু হওয়া প্রথম ম্যাচটি এক ইনিংস ও ১১৪ রানে হারে ক্যারিবীয়রা। এরপর দ্বিতীয় ম্যাচটি ইংল্যান্ড জেতে ২৪১ রানের বড় ব্যাবধানে।
এই সিরিজের পর দ্য হান্ড্রেডে নরদার্ন সুপারচার্জার্সের হয়ে চারটি ম্যাচ খেলবেন স্টোকস। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে আগামী ২১ আগস্ট থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচ টেস্ট সিরিজে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন ৩৩ বছর বয়সী এই ব্যাটার।
আরও পড়ুন: বিদেশি ক্রিকেট লিগগুলোতে যেমন খেলছেন বাংলাদেশি ক্রিকেটাররা
৫০৪ দিন আগে