সিনেমা
ঈদুল আজহা ২০২৪ এ বাংলাদেশি যেসব সিনেমা মুক্তির অপেক্ষায়
গত ঈদের রেকর্ড বজায় রেখে আসন্ন ঈদুল আজহাতেও মুক্তির মিছিলে শামিল হয়েছে বেশ কিছু বাংলাদেশি চলচ্চিত্র। বিগ বাজেটের ব্যবসানির্ভর সিনেমা থেকে শুরু করে নতুন কাজও রয়েছে এই তালিকায়। ঈদের উৎসব মুখরতা নতুন ছবি দেখার আনন্দকে বাড়িয়ে দেয় দ্বিগুণ। আর এই উদ্দেশ্যেই ঈদকে কেন্দ্র করে পুঞ্জীভূত হতে থাকে বড় পর্দার আয়োজন। চলুন, এবারের ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা ঢালিউড সিনেমাগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক।
২০২৪ ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে যেসব বাংলাদেশি চলচ্চিত্র
তুফান
ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত এই অ্যাকশন চলচ্চিত্রটির পরিচালনায় রয়েছেন ‘পোড়ামন ২’ ও ‘দহন’ খ্যাত নির্মাতা রায়হান রাফী। প্রযোজনায় রয়েছে ভারতের এসভিএফ এবং বাংলাদেশের চরকি এবং আলফা আই। শাকিব ছাড়াও ‘তুফানে’ দেখা যাবে দুই বাংলার সাড়া জাগানো সব অভিনয়শিল্পীদের। তারা হলেন চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, মিমি চক্রবর্তী, যীশু সেনগুপ্ত, মাসুমা রহমান নাবিলা এবং মিশা সওদাগর।
গত ২৮ মে শাকিব খানের সিনেমা ক্যারিয়ারের ২৫ বছর পূর্তি উপলক্ষে মুক্তি দেওয়া হয় ছবিটির প্রথম গান ‘লাগে উরা ধুরা’। প্রীতম হাসানের সুর, সংগীতায়োজন ও গায়কীতে গানটি সামাজিক মাধ্যম জুড়ে বেশ সাড়া ফেলে।
আরও পড়ুন: শাকিব খানের 'তুফান' চলচ্চিত্রের চমকপ্রদ কিছু তথ্য
ময়ূরাক্ষী
২০১৯ সালে ‘নোলক’ এর পর থেকে প্রায় ৪ বছরের বিরতির পর ‘ময়ূরাক্ষীর’ মাধ্যমে আবারও প্রেক্ষাগৃহে ফিরছেন চিত্রনায়িকা ববি। প্রেম ও প্রতারণা কেন্দ্রিক গল্পের আবর্তে ছবিটি নির্মিত হয়েছে গোলাম রাব্বানীর গল্প, চিত্রনাট্য ও সংলাপে। রাশিদ পলাশ পরিচালিত ছবিটির প্রধান চরিত্রে ববির সঙ্গে জুটি হিসেবে আছেন সুদীপ বিশ্বাস দ্বীপ। এছাড়া অন্যান্যদের মধ্যে রয়েছেন সাদিয়া মাহি, সমু চৌধুরী, সুমিত সেনগুপ্ত, দীপক সুমন এবং ফারজানা ছবি।
ছবির সংগীত পরিচালনা ও গায়কীতে ছিলেন জাহিদ নিরব। তার সহ-কণ্ঠশিল্পী হিসেবে আরও ছিলেন পুর্ণতা, মুহিন খান ও তরসা। আজ ইন্টারন্যাশনালের অধীনে চলচ্চিত্রটির প্রযোজনায় ছিলেন চৌধুরী নিজাম নিশো।
আরও পড়ুন: ইতালির গালফ অব নেপলস ইনডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভালের দশম অধিবেশনে মনোনীত ‘ময়না’
রঙবাজার
এবারের ঈদে পরিচালক রাশিদ পলাশের আরও একটি ছবি মুক্তির মিছিলে রয়েছে, যার নাম রঙবাজার। তামজিদ অতুলের গল্পে সিনেমাটির চিত্রনাট্য ও সংলাপ গড়েছেন গোলাম রাব্বানী।
৯০ দশকের শেষের দিকে যৌনকর্মীদের আবাসস্থল উচ্ছেদ নিয়ে একটি ঘটনা দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এর উপর ভিত্তি করেই রচিত হয়েছে লাইভ টেকনোলজি প্রযোজিত সিনেমাটির গল্প।
‘রঙবাজার’ এর অভিনয়শিল্পীরা হলেন, মৌসুমী হামিদ, শম্পা রেজা, নাজনীন চুমকি, তানজিকা আমিন, শাজাহান সম্রাট, লুৎফুর রহমান জর্জ, জান্নাতুল ফেরদৌস পিয়া, বড়দা মিঠু, মাসুম রেজয়ান, কনিকা এবং কানিজ।
আরও পড়ুন: কিরণ রাওয়ের ‘লাপাতা লেডিস’ নিয়ে যে কারণে এত আলোচনা
নীলচক্র
গত রোজার ঈদে গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’ এর মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে মন্দিরা চক্রবর্তীর। সিনেমাটির নাম ভূমিকায় তার অভিনয় ব্যাপক নজর কাড়ে দর্শক ও সমালোচকদের। ‘কাজলরেখার’ রেশ কাটতে না কাটতেই মন্দিরা কুরবানীর ঈদে হাজির হচ্ছেন ‘নীলচক্রে’। এবার তিনি জুটিবদ্ধ হবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়ক আরিফিন শুভর সঙ্গে। সম্প্রতি প্রকাশিত সিনেমার ফার্স্ট লুক ইতোমধ্যে দর্শকদের নিকট বেশ প্রশংসিত হয়েছে।
ফিল্ম ফায়োস প্রোডাকশনের প্রযোজনায় সিনেমাটির পরিচালনায় রয়েছেন মিঠু খান। তিনি নাজিম উদ দৌলার সঙ্গে যৌথভাবে ছবিটির কাহিনী বিন্যাস ও চিত্রনাট্যও লিখেছেন।
শুভ-মন্দিরা জুটি ছাড়া এখানে আরও দেখা যাবে ফজলুর রহমান বাবু, শাহেদ আলী, দীপান্বিতা মার্টিন, মনির আহমেদ শাকিল এবং টাইগার রবিকে।
আরও পড়ুন: 'প্রিয় মালতী' হতে যাচ্ছে মেহজাবীন চৌধুরীর প্রথম সিনেমা
৫৫৯ দিন আগে
ইতালির গালফ অব নেপলস ইনডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভালের দশম অধিবেশনে মনোনীত ‘ময়না’
ইতালির গালফ অব নেপলস ইনডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভালের দশম অধিবেশনে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগে মনোনীত হয়েছে বাংলাদেশের মনজুরুল ইসলাম মেঘ পরিচালিত ‘ময়না’ (I want to be Mother)।
জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে আলিম উল্যাহ খোকনের কাহিনি ও প্রয়োজনায় ময়না সিনেমার চিত্রনাট্য, সংলাপ রচনা ও পরিচালনা করেছেন মনজুরুল ইসলাম মেঘ।
আরও পড়ুন: বেটিয়া ফিল্ম ফেস্টিভালের জুরি হলেন মনজুরুল ইসলাম
ইউরোপের অন্যতম মর্যাদাপূর্ণ এই আসন্ন উৎসবের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতার তালিকায় স্থান করে নিয়েছে- মরক্কোর জিহানে এল বাহার পরিচালিত ‘ট্রিপল এ’, বাংলাদেশের মনজুরুল ইসলাম মেঘ পরিচালিত ‘আই ওয়ান্ট টু বি মাদার (ময়না)’, ইতালির স্টেফানো উসারডি পরিচালিত ‘উইদ্যাউট এজ’, আন্দ্রেয়া বিফুলকো পরিচালিত ‘করসা আবুসিভা’, ব্র্যান্ডো ইমপ্রোটা পরিচালিত ‘লা পারফেজিওন’, যুক্তরাষ্ট্রের চাইসেন বিচাম পরিচালিত ‘হোয়াট উই ফাইন্ড অন দ্য রোড’, জুলিয়া হ্যালপেরিন, জেসন কর্টলুন্ড পরিচালিত ‘ক্রুকডফিঙ্গার’, কানাডার টেলর ওলসন পরিচালিত ‘লুক এট মি’, মেক্সিকোর মাউরো মাউদ পরিচালিত ‘উনা ললাবে হাচিয়ে ইল পাসাদু’ এবং স্পেনের কার্লোস অ্যাসিতুনো পরিচালিত ‘সেপ্টেম্বর’।
‘ময়না' সিনেমায় অভিনয় করেছেন রাজ রিপা, কায়েস আরজু, আমান রেজা, আফ্ফান মিতুল, জিলানী, সুব্রত, মোমেনা চৌধুরী, নাদের চৌধুরী, খলিলুর রহামান কাদরী, সূচনা সিকদার, আনোয়ার, সীমান্ত, স্মৃতি রানী দেবী, তাহমিনা মোনা, মন্টু, সোহেল, সাব্বির, শিশু শিল্পী জান্নাতুল ভোর, বিশেষ চরিত্রে আপন ও শিশির সরদার।
বাংলাদেশের গ্রামীণ প্রান্তিক পর্যায়ের মধ্যবিত্ত পরিবারের উচ্চভিলাসী একটি মেয়ের বেড়ে উঠা এবং সাংসারিক জীবনের কঠিন বাস্তবতায়, শহরের সংগ্রামী দিনগুলো ফুটে উঠেছে ময়না চলচ্চিত্রে।
পরিচালক মনজুরুল ইসলাম মেঘ বলেন, ‘ইউরোপের একটি উৎসবে বাংলাদেশের সিনেমা মনোনীত হওয়া মানেই আমাদের কাছে পুরস্কার পাওয়ার আনন্দের থেকে বেশি।
গালফ অব নেপলস ইনডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল ইতালির অত্যন্ত মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব। এই উৎসবের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতায় স্থান পেয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, স্পেন, ইতালি, মেক্সিকো, মরক্কো ও বাংলাদেশের সিনেমা। এশিয়ার একমাত্র চলচ্চিত্র হিসেবে লড়বে ময়না, এটি বাংলা চলচ্চিত্রের জয়।
আরও পড়ুন: ইন্দোনেশিয়ার কিরাম আর্টস ফেস্টিভালে বাংলাদেশের পূজা
পরিচালক আরও বলেন, “আমাদের ‘ময়না’ সিনেমা দক্ষিণ কোরিয়ার ২১তম ‘আপোরিয়া আন্তর্জাতিক ভিলেজ চলচ্চিত্র উৎসব ২০২৪ এ মনোনীত হয়েছে। এর আগে লন্ডনের ২৫তম ইএমএমএএস বিবিসি ফেস্টিভ্যাল অব মাল্টিকালচারাল ২০২৩ এ ‘ময়না’ সেরা ফিল্ম প্রডাকশন পুরস্কার পেয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের মর্যাদাবান উৎসবগুলোতেই ময়না স্থান করে নিচ্ছে।’
তিনি আরও বলেন, ‘সামনে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা পাচ্ছি, এই অর্জন আমার টিমকে দিতে চাই।’
মেঘ জানান, দক্ষিণ কোরিয়ায় ময়না সিনেমার প্রিমিয়ারের পাশাপাশি ১৫ দিনের একটি আন্তর্জাতিক ফিল্ম ওয়ার্কশপে অংশ নেবে ময়না। বিভিন্ন দেশের প্রথিতযশা ১৬ জন পরিচালকের সঙ্গে যৌথ কর্মশালা পরিচালনা করবেন এবং চলচ্চিত্রের ওপর আলোচনা করবেন তিনি।
দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত অপোরিয়াকে সিনেমার অলিম্পিক বলা হয়। বিগত ২০ বছর ধরে আয়োজন হলেও এই প্রথম বাংলাদেশি চলচ্চিত্র ময়না মনোনয়নের মধ্য দিয়ে বাংলাদেশ অংশগ্রহণের সুযোগ পেল।
এদিকে, প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া সূত্র জানায়, আগামী সেপ্টেম্বরে ‘ময়না’ বাংলাদেশের সিনেমা হলে মুক্তি পাবে।
'ময়না' সিনেমার প্রযোজক আলিম উল্যাহ খোকন বলেন, “ময়নার আন্তর্জাতিক সাফল্যে আমরা মুগ্ধ। জাজ মাল্টিমিডিয়া থেকে আমরা অনেক ভালো ও ব্যবসা সফল সিনেমা নির্মাণ করেছি এবং তা অব্যাহত। আমরা যেমন নায়ক-নায়িকা তৈরি করেছি, তেমনি নতুন পরিচালকও তৈরি করেছি। আমাদের ‘ময়না’ বিভিন্ন দেশের উৎসবে প্রশংসিত হচ্ছে, আশা করছি বাংলাদেশেও ময়না ব্যবসা সফল ও প্রশংসিত হবে।”
গালফ অব নেপলস ইনডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভাল অনুষ্ঠিত হবে ইতালির নেপল উপসাগরের সৈকতে আগামী ১১-১৪ জুন পর্যন্ত।
আরও পড়ুন: খাজানায় চলছে ওপার বাংলার ফুড ফেস্টিভাল
৫৮০ দিন আগে
কিরণ রাওয়ের ‘লাপাতা লেডিস’ নিয়ে যে কারণে এত আলোচনা
২৬ এপ্রিল বিশ্ব নন্দিত ওটিটি (ওভার-দ্য-টপ) প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে প্রিমিয়ার হলো কিরণ রাওয়ের ‘লাপাতা লেডিস’ চলচ্চিত্র। এর আগে ১ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর থেকেই শোরগোল শুরু হয়ে গেছে হিন্দি ভাষার ছবিটি নিয়ে। প্রথম সারির কোনো অভিনয়শিল্পী না থাকলেও সিনেমাটির ভূয়সী প্রশংসা করেছেন স্বনামধন্য বলিউড তারকারা। মিডিয়াপাড়াজুড়ে এই চলচ্চিত্রটি নিয়ে কেন এত আলোচনা, চলুন তা জেনে নেওয়া যাক।
‘লাপাতা লেডিস’ চলচ্চিত্রের কলাকুশলী
পরিচালক কিরণ রাওয়ের শুরুটা ছিল ২০১০ সালে রোমান্টিক সিনেমা ‘ধোবি ঘাট’ দিয়ে। দীর্ঘ ১৪ বছর পর দ্বিতীয় চলচ্চিত্র হিসেবে এবার তিনি ফিরলেন স্যাটায়ার নিয়ে।
প্রযোজনা কমিটিতে তার সঙ্গে রয়েছেন জ্যোতি দেশপান্ডে এবং প্রাক্তন স্বামী বলিউডের তারকা অভিনেতা আমির খান। বিপ্লব গোস্বামীর গল্প নিয়ে চলচ্চিত্রের জন্য চিত্রনাট্য ও সংলাপ নির্মাণ করেছেন স্নেহা দেশাই।
সিনেমার অভিনয়শিল্পীরা হলেন নিতানশি গোয়েল, প্রতিভা রান্তা, স্পর্শ শ্রীবাস্তাব, ছায়া কদম, অভয় ডুবে, রবি কিষাণ, দুর্গেশ কুমার, এবং গীতা আগারওয়াল।
আরও পড়ুন: 'প্রিয় মালতী' হতে যাচ্ছে মেহজাবীন চৌধুরীর প্রথম সিনেমা
ছবিটির সংগীত আয়োজন করেছেন রাম সম্পাথ এবং গানের কথায় ছিলেন দিব্যনিধি শর্মা, প্রশান্ত পান্ডে এবং স্বানন্দ কিরকিরে। সিনেমাটোগ্রাফিতে ছিলেন বিকাশ নওলাখা এবং সম্পাদনায় জাবীন মার্চেন্ট।
ছবিটি সর্বপ্রথম ২০২৩ সালের ৮ সেপ্টেম্বর টিআইএফএফ (টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল) এ প্রদর্শিত হয়েছিল।
৫৯০ দিন আগে
'প্রিয় মালতী' হতে যাচ্ছে মেহজাবীন চৌধুরীর প্রথম সিনেমা
বর্তমান সময়ের বহুরূপী অভিনয় শিল্পীদের মাঝে স্বনামধন্য একটি নাম মেহজাবিন চৌধুরী। দীর্ঘ ১৪ বছরের অভিনয় জীবনে বহুমুখী প্রতিভার কারণে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন এই তরুণ অভিনেত্রী। মডেলিং, বিজ্ঞাপন ও নাট্যাঙ্গনে সমানভাবে নিজের কাজের দক্ষতার সাক্ষর রাখায় ভূষিত হয়েছেন নানা সম্মাননায়। মেহুর অনবদ্য অভিনয় দেখা গেছে শর্ট ফিল্ম এবং ওটিটি (ওভার-দ্যা-টপ) কন্টেন্ট ওয়েব ফিল্ম ও ওয়েব সিরিজেও। স্বতন্ত্র অভিনয় নৈপুণ্য নিয়ে এবার তিনি পদার্পণ করতে চলেছেন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে; সিনেমার নাম ‘প্রিয় মালতী’। চলুন, আসন্ন সেই সিনেমাটির ব্যাপারে সংক্ষেপে জেনে নেওয়া যাক।
‘প্রিয় মালতী’ চলচ্চিত্রের নির্মাণ
পরিচালনায় ও গল্প লেখনীতে রয়েছেন তরুণ নির্মাতা শঙ্খ দাশগুপ্ত। নির্দেশনা অনেক আগে শুরু করলেও আলোচনায় এসেছেন মূলত ‘বলি’ (২০২১) এবং ‘গুটি’ (২০২৩) ওয়েব সিরিজ দু’টির মাধ্যমে।
চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে ফ্রেম পার সেকেন্ড এবং চরকি’র ব্যানারে। নির্মাতা প্রতিষ্ঠান ওটিটি হলেও সিনেমাটি বানানো হয়েছে প্রেক্ষাগৃহে মুক্তির লক্ষ্যে।
‘প্রিয় মালতী’র গল্পের প্রেক্ষাপট
চলচ্চিত্রে গল্প নিয়ে এখন পর্যন্ত নির্মাতা বা অভিনয় শিল্পীদের কেউই স্পষ্ট করে তেমন কিছু বলেননি। যতটুকু প্রকাশ করেছেন তা হচ্ছে, এটি মূলত একটি নারীকেন্দ্রিক মুভি। নানা চড়াই-উৎড়াইয়ের মাঝে নারীদের জীবন-সংগ্রামকে গভীরভাবে তুলে ধরা হয়েছে সিনেমাতে। নাম ভূমিকায় মেহু থাকলেও এখানে গল্পটা নিজেই সিনেমার প্রধান চরিত্র।
গত ১৯ এপ্রিল প্রকাশিত টিজারে দেখা যায়, হাসি, কান্না, আতঙ্ক, হতাশা এবং ভয়; বিভিন্ন দৃষ্টিকোণ থেকে প্রতিফলিত হয়েছে এক নারীর দৈনন্দিন জীবন। মালতীকে ঘিরে আবর্তিত ঘটনার আবহে উন্মুক্ত হয়েছে নাটকীয়তা, থ্রিলার ও অপরাধ ঘরানার অনিন্দ্য সংমিশ্রণ।
আরও পড়ুন: অস্কারজয়ী অভিনেত্রী এমা স্টোন ‘নিজ নামেই’ পরিচিত হতে চান
প্রথম ছবিতে মেহজাবীনের সহশিল্পীরা
আসন্ন চলচ্চিত্রটির নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। বিগত বছরগুলোর মতো এবারে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে দেখা যাবে এই অভিনেত্রীকে। ছোট পর্দায় তার সেরা কাজগুলোর মধ্যে রয়েছে-
২০১৮-এর 'বড় ছেলে', ২০১৯-এর 'বুকের বাঁ পাশে', ২০২১-এর 'শেষটা সুন্দর', এবং 'এই শহরে'।
দক্ষ এই শিল্পীর ভিন্ন ধারার কাজগুলোর মধ্যে সর্বাধিক জনপ্রিয়তা পেয়েছে ‘চিরকাল আজ’ (২০২২), এবং ধারাবাহিক টিভি চলচ্চিত্র ‘পুনর্জন্ম’ (২০২১-২০২৩)।
‘প্রিয় মালতী’ সিনেমাতে বিপরীতে কোন নায়ক ছাড়াই মুখ্য চরিত্রে দেখা যাবে মেহজাবীনকে। এখানে মেহজাবীনের সহশিল্পীরা হলেন শাহজাহান সম্রাট, নাদের চৌধুরী, এবং রিজভী রিজু।
মেহজাবীনের বড় পর্দায় অভিষেক
২০০৯ সালে রিয়েলিটি শো লাক্স চ্যানেল আই সুপারস্টার থেকে বিজয়ের মুকুট অর্জন। তারপর থেকেই শুরু মিডিয়া জগতে মেহজাবীন চৌধুরীর পথ চলা। ২০১০-এর ২১ ফেব্রুয়ারি ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ‘তুমি থাকো সিন্ধুপারে’ নাটকে প্রথম অভিনয় করেন মেহজাবীন। তারপর থেকে ধীরে ধীরে ছোট পর্দার পরিচিত মুখ হয়ে উঠতে শুরু করেন।
আরও পড়ুন: সালমান খানের মুম্বাইয়ের বাড়ির সামনে গুলি
বড় পর্দায়ও তার অভিষেক হওয়ার কথা ছিল সেই সময়েই; অর্থাৎ আজ থেকে প্রায় দেড় দশক আগে। ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে সালাহউদ্দিন লাভলু পরিচালিত ‘ওয়ারিশ’ শিরোনামের চলচ্চিত্রটির শুভ মহরতও হয়েছিল। ছবিতে তার বিপরীতে নায়ক হিসেবে আরিফিন শুভর অভিনয় করার কথা ছিল। কিন্তু পরে ছবিটি আর নির্মাণ মঞ্চ পর্যন্ত যেতে পারেনি।
২০২২ সালে ওটিটিতে যাত্রা শুরু করেন চরকি’র ‘রেডরাম’ ওয়েব চলচ্চিত্র দিয়ে। ভিকি জাহেদ পরিচালিত রহস্য-থ্রিলারটিতে তার বিপরীতে ছিলেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো।
৫৯৪ দিন আগে
শাকিব খানের 'তুফান' চলচ্চিত্রের চমকপ্রদ কিছু তথ্য
২০২৩ সালের ১১ ডিসেম্বর আনুষ্ঠানিক ঘোষণার মধ্যে দিয়ে কাজ শুরু হয় ‘তুফান’ চলচ্চিত্রের। সেই থেকে হৈচৈ-এর শুরু ঢালিউড সুপার স্টার শাকিব খান অভিনীত এই নতুন মুভি নিয়ে। ২৮ মার্চ প্রথম পোস্টার প্রকাশিত হওয়ার পর থেকে দর্শক ও গণমাধ্যমজুড়ে জল্পনা-কল্পনা যেন আরও বেড়ে গেছে। শাকিব ভক্ত ছাড়াও ছবিটি এবার বাংলা মুভিপ্রেমিদের আরও বড় অংশকে আকৃষ্ট করছে। কেননা বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটিতে অংশ নিচ্ছেন দুই বাংলার জনপ্রিয় সব তারকারা। চলুন, অ্যাকশন ঘরানার চলচ্চিত্র ‘তুফান’ নিয়ে চমকপ্রদ কিছু তথ্য জেনে নেওয়া যাক।
‘তুফান’ এর পর্দার পেছনের শিল্পীরা
ছবিটির নির্দেশনায় রয়েছেন এ সময়ের ভিন্ন ধারার চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফি। প্রথম ছবি ‘পোড়ামন ২’ (২০১৮) দিয়ে বাজিমাত করার পর থেকে তিনি একের পর এক দুর্দান্ত ছবি উপহার দিয়ে চলেছেন। ‘পরান’ (২০২২), ‘খাঁচার ভেতর অচিন পাখি’ (২০২১) এবং ‘সুড়ঙ্গ’ (২০২৩) এ অনবদ্য নির্মাণশৈলী রাফিকে এনে দিয়েছে স্বতন্ত্র ভক্তশ্রেণী।
বাংলাদেশের আলফা-আই স্টুডিওস ও ওটিটি প্ল্যাটফর্ম চরকি এবং ভারতের এসভিএফ- এই ৩টি প্রোডাকশন হাউজ যৌথভাবে প্রযোজনা করছে ছবিটি। স্বভাবতই নির্মাণ খরচের প্রতিযোগিতায় সমসাময়িক সব সিনেমাকে পেছনে ফেলতে যাচ্ছে ‘তুফান’।
আরও পড়ুন: শাকিব-সোনাল জুটি: কতটা বরাবর হলো!
‘তুফান’ চলচ্চিত্রের গল্প
কাহিনী ও চিত্রনাট্য নিয়ে পরিচালক ও অভিনয়শিল্পীরা এখনও গোপনীয়তা বজায় রেখে চলেছেন। এরই মধ্যে ফার্স্ট লুক প্রকাশিত হওয়ার পর থেকে ভক্তদের মাঝে ছবি নিয়ে কৌতুহলটা দ্বিগুণ বেড়ে গেছে।
সোফায় হেলান দেওয়া শাকিব খানের বৈমানিক সানগ্লাসের সঙ্গে কালো জ্যাকেট, লম্বা ও ঢেউ খেলানো চুল মারদাঙ্গা কাহিনীর আভাস দিচ্ছে।
বুকের কাছে বোতাম খোলা শার্টের মাঝে গলার কালো লকেট, হাতের অনামিকা ও কনিষ্ঠায় কালো আংটি। এর সঙ্গে পায়ের কাছে কালো বন্দুকটি হলিউডের গডফাদার মুভির কথা মনে করিয়ে দেয়। সর্বপরি, দর্শক এবার পূর্ণদৈর্ঘ্য পর্দায় দেখতে চলেছে গ্যাংস্টার শাকিবকে। সেই সূত্রে বলা যেতে পারে যে, আদ্যোপান্ত হাই-ভোল্টেজ অ্যাকশন ঘরানার ছবি হতে যাচ্ছে ‘তুফান’।
আরও পড়ুন: ভারতের ৩ রাজ্যে শাকিব খানের ‘প্রিয়তমা’
‘তুফান’ এ দুই বাংলার সেরা তারকারা
সিনেমাটির সবচেয়ে চিত্তাকর্ষক বিষয়টি হলো এর কাস্টিং। বাংলাদেশ ও ভারতের জনপ্রিয় সব তারকাদের বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে এখানে। ফলে প্রত্যেক তারকার স্বতন্ত্র ভক্তদের সংযোজনে দুই বাংলা জুড়ে বিশাল এক দর্শক শ্রেণী তৈরি হয়েছে ‘তুফান’ এর জন্য।
শাকিব খানের বিপরীতে প্রধান সহশিল্পী হিসেবে রয়েছেন কলকাতার তারকা মিমি চক্রবর্তী।
এটি কেবল মিমি-শাকিব জুটির প্রথম ছবিই নয়, সেই সঙ্গে এটি মিমির অভিনয় ক্যারিয়ারেও প্রথম বাংলাদেশি চলচ্চিত্র। ২০১২ সালের ‘বাপি বাড়ি যা’ এবং ‘বোঝেনা সে বোঝেনা’ দিয়ে লাইমলাইটে আসেন মিমি। এরপর থেকে বিভিন্ন আর্ট ফিল্মসহ অনেক ব্যবসায়িক ছবিতে অভিনয় করেছেন তিনি। বিগত বছরগুলোতে তার সেরা কাজগুলোর মধ্যে রয়েছে ‘এসওএস কলকাতা’ (২০২০) এবং ‘বাজি’ (২০২১)।
আরও পড়ুন: রাফির পরিচালনায় শাকিব খানের ‘তুফান’
‘তুফান’-এ প্রধান সহশিল্পী হিসেবে আরও থাকছেন বাংলাদেশের ছোট পর্দার তারকা মাসুমা রহমান নাবিলা। বড় পর্দায় আনাগোণাটা খুব একটা না থাকলেও ‘আয়নাবাজি’ (২০১৬)-এর মাধ্যমে দর্শকদের মনে এক বিশাল জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী।
ছবিতে খলনায়কের ভূমিকায় দেখা যাবে টলিউড অভিনেতা যীশু সেনগুপ্তকে। বিনোদন জগতে তার পদার্পণ বেশ আগে হলেও ‘সব চরিত্র কাল্পনিক’ (২০০৮), ‘আবহমান’ (২০১০), ‘নৌকাডুবি’ (২০১১), ‘চিত্রাঙ্গদা’ (২০১২) চলচ্চিত্রগুলো তাকে ব্যাপক সুখ্যাতি এনে দিয়েছে। বিগত দশকে তার সেরা কাজগুলো ছিলো ২০১৪-এর ‘জাতিস্মর’, ২০১৫-এর ‘রাজকাহিনী’ ও ‘আরশিনগর’, ২০১৬-এর ‘জুলফিকার’।
অতিথি চরিত্র হলেও ‘তুফান’-এর সঙ্গে চঞ্চল চৌধুরীর যুক্ত হওয়াটা দারুণ চমক দিয়েছে মুভিপ্রেমীদের।
আরও পড়ুন: একই প্ল্যাটফর্মে দুই তারকা শাকিব-সাকিব
চলতি বছরের ‘রুমি’ এবং ‘মনোগামী’ এর জনপ্রিয়তার রেশ কাটতে না কাটতেই নতুন সিনেমার খবরটি নেটিজেনদের মধ্যে রীতিমতো প্রত্যাশার ঝর বইয়ে দিয়েছে। বিশেষ চরিত্রটি কেমন হবে তা এখনও খোলাসা করা হয়নি। ফলে রায়হান রাফি ও চঞ্চল চৌধুরীর এই কাজ নিয়ে কৌতুহল বেড়েই চলেছে সিনেমাপ্রেমীদের।
এখানেই শেষ নয়; ‘তুফান’ টিমের সঙ্গে আরও রয়েছেন ৬ বার জাতীয় চলচ্চিত্র পুরষ্কার বিজয়ী বর্ষিয়ান অভিনেতা ফজলুর রহমান বাবু। তার এই সেরা কাজগুলো হচ্ছে ‘শঙ্খনাদ’ (২০০৪), ‘মেয়েটি এখন কোথায় যাবে’ (২০১৬), ‘ফাগুন হাওয়ায়’ (২০১৯), ‘গহীন বালুচর’ (২০১৭) এবং ‘বিশ্বসুন্দরী’ (২০২০), এবং ‘নোনা জলের কাব্য’ (২০২১)। দীর্ঘ অভিনয় জীবনে বহু সিনেমায় কাজ করলেও শাকিব খানের সঙ্গে এই প্রথম কাজ করছেন ফজলুর রহমান বাবু।
এছাড়া রায়হান রাফির ২০২১ সালের সিনেমা ‘খাচার ভিতর অচিন পাখি’তেও তার কাজ ব্যাপক ভাবে সমাদৃত হয়। যে কোনো চরিত্রে অবলীলায় মিশে যাওয়ার মতো এক অদ্ভূত স্বতঃস্ফূর্ততা রয়েছে এই শক্তিমান অভিনেতার মাঝে।
আরও পড়ুন: না ফেরার দেশে অভিনেতা রুমি
‘তুফান’ সিনেমায় আরও দেখা যাবে শহীদুজ্জামান সেলিম, একে আজাদ সেতু, গাজী রাকায়েত এবং হাসনাত রিপনকে।
কবে মুক্তি পাচ্ছে ‘তুফান’
সিনেমার শুটিং শুরু হয় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে। এ পর্যন্ত ভারতের হায়দারাবাদের রামুজি ফিল্ম সিটিতে শুটিংয়ের কাজ শেষ হয়েছে। ৯০ দশকের গাড়ি, বাড়িঘর ও অন্যান্য স্থাপনায় সাজানো সেটটি দারুণ ভাবে নজর কেঁড়েছিল দর্শকদের।
বর্তমানে কলকাতা শহরে দৃশ্য ধারণের কাজ চলছে, যেটি শুরু হয়েছিল গত ১৫ এপ্রিল থেকে। চলবে প্রায় এক মাস ধরে। পরিকল্পনা অনুসারে একটি ট্রেইলারও প্রকাশ করা হবে শিগগিরই। বাকি সবকিছু ঠিকঠাক থাকলে যাবতীয় চমক নিয়ে ‘তুফান’ এর পর্দা উঠবে আগামী ঈদুল আজহায়।
আরও পড়ুন: খালিদকে স্মরণ করে শুরু হচ্ছে টিএমএম বাংলা সংগীত প্রতিযোগিতা ২০২৪
শেষাংশ
দুই বাংলার বড় বড় ৩টি প্রযোজনা প্রতিষ্ঠানের সমর্থনে শাকিব খানের ‘তুফান’ মুভি বাংলাদেশি ছবির জন্য এক মাইলফলক হতে যাচ্ছে। বিশেষ করে ওটিটি (ওভার-দ্য-টপ) এর বদৌলতে রায়হান রাফির ভিন্ন ধারার নির্মাণশৈলী বাংলাদেশি ছবির নতুনত্বের ব্যাপারে অবহিত করবে গোটা বিশ্বকে।
অন্যদিকে, শাকিব খানসহ মিমি চক্রবর্তী, যীশু সেনগুপ্ত, চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান নাবিলা, ও ফজলুর রহমান বাবুর ভক্তরা সব মিলে বিশাল এক দর্শক শ্রেণী তৈরি করছে ‘তুফান’-এর জন্য। এই ধারাবাহিকতায় সর্বাঙ্গীনভাবে এই সিনেমার জন্য শৈল্পিক গুনগত মানের পাশাপাশি থাকছে ব্যবসায়িক ভাবেও সফল হওয়ার অপার সম্ভাবনা।
আরও পড়ুন: কারিনা-টাবু ও কৃতির ক্রু: তিন প্রজন্মের তিন নায়িকার রম্য সিনেমা
৫৯৬ দিন আগে
অস্কারজয়ী অভিনেত্রী এমা স্টোন ‘নিজ নামেই’ পরিচিত হতে চান
হলিউডে নিজের শক্তিশালী ভূমিকার জন্য বিখ্যাত এমা স্টোন তার জন্মের সময় দেওয়া নামটিতেই পরিচিত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
বিবিসির একটি প্রতিবেদনে অভিনেত্রীকে উদ্ধৃত করে বলা হয়েছে, তার অভিনয়ের মঞ্চের নামের চেয়ে তার ব্যক্তিগত পরিচয়ের দিকে ফিরে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন এমা স্টোন। তিনি বলেছেন, ‘আমার নিজের নামে ফিরতে পারলে খুব ভালো হতো। আমি এমিলি হতে চাই।’
দ্য হলিউড রিপোর্টারের সঙ্গে আলাপচারিতায় অভিনেত্রী উল্লেখ করেছিলেন, তিনি এমন লোকদের পছন্দ করেন যারা তাকে ভালোভাবে জানেন। যাদের সঙ্গে কাজ করেন, তারা তাকে এমিলি বলে ডাকলেই তার ভালো লাগে।
স্টোন ব্যাখ্যা করেন, অভিনেতাদের ইউনিয়নে নাম নিবন্ধনের সময় প্রথমে তার পরিবর্তন করা হয়। কারণ অন্য একজন সদস্য তার নাম নিবন্ধন করেন। ।এ কারণে 'এমা' নামটি গ্রহণ করতে তিনি বাধ্য হয়েছিলেন।
তার নতুন প্রকল্প, "দ্য কার্স" এর প্রচারমূলক সাক্ষাৎরের সময় এ ব্যাখ্যা দেন তিনি। তার আসল নাম ব্যবহার না করায় অস্বস্তির কথা প্রকাশ করেন এমা। তিনি বলেন, একই কারণে তিনি অন্য নাম ব্যবহার করেছিলেন। তবে এটি আর করবেন না ।
তিনি বলেন, তার সহঅভিনেতা নাথান ফিল্ডার প্রায়ই তাকে ‘এম’ বলে ডাকেন। এটি তিনি সহজভাবেই মেনে নিয়েছেন। ফিলডার বলেন, ‘এটি বন্ধুত্ব স্থাপনের একটি উপায়।’
আরও পড়ুন: কারিনা-টাবু ও কৃতির ক্রু: তিন প্রজন্মের তিন নায়িকার রম্য সিনেমা
স্টোন প্রাথমিকভাবে তার প্রিয় স্পাইস গার্ল এমা বান্টনের দ্বারা অনুপ্রাণিত হয়ে এমা নামটি বেছে নিয়েছিলেন, যিনি বেবি স্পাইস নামেও পরিচিত।
ইউনিয়ন বিধিবিধানের কারণে পেশাগত নাম গ্রহণের অনুশীলন বিনোদন শিল্পে খুবই সাধারণ ঘটনা। উদাহরণস্বরূপ, প্রাক্তন 'ডক্টর হু' তারকা ডেভিড টেন্যান্ট তার আসল নাম ডেভিড ম্যাকডোনাল্ড। তিনি পেট শপ বয়েজের নীল টেন্যান্ট থেকে তার পেশাগত নামটি বেছে নিয়েছিলেন।
একইভাবে, কানাডিয়ান সংগীতশিল্পী দ্য উইকেন্ড কপিরাইট সমস্যাগুলো এড়িয়ে যাওয়ার জন্য একটি 'ই' বাদ দিয়ে তার পেশাগত নামটি পরিবর্তন করেন। আমেরিকান অভিনেত্রী ও পরিচালক এলিজাবেথ ব্যাংকস তার আসল নাম এলিজাবেথ মিচেলকে স্ক্রিন অ্যাক্টরস গিল্ডে নিবন্ধিত করেছিলেন।
এই নাম পরিবর্তনের ঘটনাগুলো হলিউড ফিল্ম ওকে ইন্ডাস্ট্রির মধ্যে তাদের পেশাদার এবং ব্যক্তিগত পরিচয় বজায় রাখার ক্ষেত্রে শিল্পীরা যে প্রায়শই একক চ্যালেঞ্জ এবং ব্যক্তিগত আপসের মুখোমুখি হয়, তা তুলে ধরে।
আরও পড়ুন: সালমান খানের মুম্বাইয়ের বাড়ির সামনে গুলি
৫৯৭ দিন আগে
সালমান খানের মুম্বাইয়ের বাড়ির সামনে গুলি
বলিউড অভিনেতা সালমান খানের মুম্বাইয়ের বাড়ির সামনে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে শহরটির পুলিশ।
এনডিটিভির খবরে বলা হয়েছে, রবিবার ভোর ৫টার দিকে দুই অজ্ঞাত ব্যক্তি একটি মোটরসাইকেলে করে এসে সালমান খানের বান্দ্রার বাসভবনের বাইরে ৫টি গুলি ছুঁড়ে পালিয়ে যায়।
আরও পড়ুন: ফের সালমান খানকে হত্যার হুমকি, অভিযুক্ত আটক
পুলিশ জানিয়েছে, সালমান খানের বাসভবনের প্রথম তলায়ও একটি গুলি লাগে। বিদেশি অস্ত্র ব্যবহার করে গুলি চালানো হয়েছে। মুম্বাই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং কারা গুলি চালিয়েছে তাদের খুঁজে বের করার চেষ্টা করছে।
গত বছর ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) জানায়, ১৯৯৮ সালে কৃষ্ণসার হরিণ শিকারের ঘটনার কারণে কারাগারে বন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের হত্যার উদ্দেশ্যে শীর্ষ ১০ জনের মধ্যে একজন হলেন সালমান খান। হরিণ শিকারের ঘটনা বিষ্ণোই সম্প্রদায়কে ক্ষুব্ধ করেছিল বলে দাবি ওই গ্যাংস্টারের।
বিষ্ণোই জানিয়েছেন, তাঁর অনুচর সম্পাত নেহরা হামলার উদ্দেশ্যে খানের বান্দ্রার অ্যাপার্টমেন্টে নজরদারি চালাচ্ছিলেন। তবে হরিয়ানা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স নেহরাকে গ্রেপ্তার করেছে।
আরও পড়ুন: হুমকির পর সালমান খানের নিরাপত্তা জোরদার
গত বছরের ১১ এপ্রিল আরেকটি হত্যার হুমকির চিঠি পাওয়ার পরে মুম্বাই পুলিশ সালমান খানের নিরাপত্তা লেভেল ওয়াই+ এ উন্নীত করে।
খবরে বলা হয়েছে, সালমানকে হুমকির ই-মেইল পাঠানোর অভিযোগে যুক্তরাজ্যে বসবাসকারী এক ভারতীয় ছাত্রকে লুকআউট সার্কুলার (এলওসি) দেওয়া হয়েছিল।
আরও পড়ুন: বলিউড অভিনেতা সালমান খানকে হত্যার ষড়যন্ত্র!
৬১০ দিন আগে
কারিনা-টাবু ও কৃতির ক্রু: তিন প্রজন্মের তিন নায়িকার রম্য সিনেমা
গত ২৯ মার্চ মুক্তির পর থেকেই দর্শক সহ সমালোচকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বলিউড মুভি ক্রু। প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করা তিন প্রজন্মের তিন নায়িকা টাবু, কারিনা ও কৃতি চলচ্চিত্রের মূল আকর্ষণ। শুধু তাই নয়, হৈচৈ-এর ব্যপ্তি সম্প্রসারিত হয়েছে নারীপ্রধান হিন্দি ছবির জগতে এর যুগান্তকারী ভূমিকা পর্যন্ত। তবে অভিনয়, চিত্রনাট্য, ও নির্মাণের বিচারে ছবিটি কতটুকু উতড়ে যেতে পেরেছে চলুন জেনে নেওয়া যাক।
ক্রু মুভির কলাকুশলীরা
নিধি মেহরা ও মেহুল সুরির চিত্রনাট্যে রম্য চলচ্চিত্রটির পরিচালনায় ছিলেন রাজেশ এ কৃষ্ণান। টাবু, কারিনা কাপুর খান, ও কৃতি স্যানন ছাড়াও ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিলজিৎ দোসাঞ্জ, রাজেশ শর্মা, কুলভূষণ খারবান্দা, এবং কলকাতার অভিনেতা শাশ্বত চ্যাটার্জি। এছাড়া একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে জনপ্রিয় স্ট্যান্ড-আপ কমেডিয়ান ও টিভি উপস্থাপক কপিল শর্মাকে।
সঙ্গীত আয়োজনে ছিলেন দিলজিৎ দোসাঞ্জ, বাদশা, রাজ রঞ্জোধ, বিশাল মিশ্র, অক্ষয়-আইপি, ভার্গ-রোহিত। ব্যাকগ্রাউন্ড স্কোর কম্পজিশনের দায়িত্বে ছিলেন জন স্টুয়ার্ট এদুরি।
আরও পড়ুন: এবারের ঈদে মুক্তির অপেক্ষায় ১০টি নাটক
সিনেমাটোগ্রাফিতে কাজ করেছেন অনুজ রাকেশ ধাওয়ান। চলচ্চিত্রের সার্বিক সম্পাদনার দায়িত্ব পালন করেছেন মনন সাগর।
ক্রু-এর নির্মাণ প্রতিষ্ঠান বালাজি মোশন পিকচার্স এবং অনিল কাপুর ফিল্মস অ্যান্ড কমিউনিকেশন নেটওয়ার্ক। প্রযোজনা কমিটিতে ছিলেন একতা কাপুর, রিয়া কাপুর, অনিল কাপুর এবং দিগ্বিজয় পুরোহিত।
ক্রু চলচ্চিত্রের কাহিনী
গল্পটি গীতা শেঠি, জেসমিন কোহলি, এবং দিব্যা রানা নামের তিন বিমানবালাকে নিয়ে। দেউলিয়াপ্রায় কোহিনূর এয়ারলাইন্সে তাদের ছয় মাসের বেতন বাকি।
গীতাকে তার নিজের সংসারসহ তার ছোট ভাইয়ের পরিবারেও আর্থিক সাহায্য দিতে হয়।
আরও পড়ুন: ঈদের কেনাকাটায় জনপ্রিয় ১০টি বাংলাদেশি পোশাক ব্র্যান্ড
বাবা-মায়ের বিচ্ছেদের পর জেসমিন বড় হয়েছেন নানা-নানীর কাছে। তাই পারিবারিক সম্পর্কের প্রতি তার ভীষণ বিতৃষ্ণা। তবে বিলাস জীবন-যাপনের প্রতি তার প্রচণ্ড আকর্ষণ।
আর দিব্যার পাইলট হওয়ার প্রশিক্ষণ নিতে যেয়ে অনেক ঋণ জমে যায়। কিন্তু যথেষ্ট সুযোগের অভাবে তার ভাগ্যে শেষমেষ বিমানবালার চাকরি মেলে। অবশ্য বাড়ি ফেরার সময় বিমানবালার পোশাক বদলে পাইলটের পোশাক পরে পরিবারের সামনে হাজির হন। এভাবে একদিকে পরিবারকে ফাঁকি দেন, আর অন্যদিকে টেনে চলেন সেই ঋণের বোঝা।
এমন আর্থিক সংকটে তিন জনেরই টালমাটাল অবস্থা। এরই মধ্যে কোহিনূর এয়ারলাইন্সের মালিক বিজয় ওয়ালিয়া সবাইকে ফাঁকি দিয়ে দেশ ছেড়ে পালিয়ে যায়। ফলে এতদিন ধরে সব ঠিক হয়ে যাবে ভেবে যে স্বপ্ন তারা বুকে লালন করে আসছিল, তার সব গুড়েবালি হয়ে যায়।
ঠিক এমনি সময় তাদের কাছে সুযোগ আসে স্বর্ণ চোরাচালানের। এই সুযোগের সদ্ব্যবহারের মধ্য দিয়ে তাদের জীবনে ঘটতে থাকে নানা ঘটনা, আর সিনেমার কাহিনীতে যুক্ত হতে থাকে বিচিত্র স্তর।
আরও পড়ুন: ঈদে ঘরে ফিরতে অনলাইনে প্লেন, বাস ও ট্রেনের টিকেট কাটার উপায়
৬১৬ দিন আগে
এবারের ঈদ আয়োজনে বড় পর্দার ১০টি চলচ্চিত্র
নতুন সিনেমার মাধ্যমে ঈদ বিনোদনটা বেশ পুরনো। বিগত কয়েক দশকে ঢালিউড চলচ্চিত্রের অনেক চড়াই- উৎরাই হলেও ঈদের সময় বাংলা ছবির শোরগোলটা ছিল স্বাভাবিক। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। এমনকি ব্যবসায়িক সিনেমাগুলোর পাশাপাশি মূলধারার কাতারে শামিল হচ্ছে শৈল্পিক ও নিরীক্ষাধর্মী ছবিগুলোও। তাই ভিন্ন স্বাদে বাড়ছে দর্শকদের প্রত্যাশা। চলুন, ঈদুল ফিতর ২০২৪-এ মুক্তির অপেক্ষায় থাকা তেমনি কিছু বাংলাদেশি চলচ্চিত্রের ব্যাপারে জেনে নেওয়া যাক।
আসন্ন ঈদুল ফিতর ২০২৪ এ যে ১০টি বাংলাদেশী সিনেমা দর্শক মাতানোর অপেক্ষায়
রাজকুমার
২০২২ সালের ২৯ মার্চ সিনেমার ফার্স্ট লুক প্রকাশের পর থেকেই হৈচৈ শুরু হয়েছে ‘রাজকুমার’ নিয়ে। রোমান্টিক-অ্যাকশন ঘরানার এই মুভিতে ঢালিউড সুপারস্টার শাকিব খানের নায়িকা হয়েছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। আর এ নিয়ে মোট ৩টি চলচ্চিত্র পরিচালনা করলেন পরিচালক হিমেল আশরাফ।
এখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন সুবর্ণা মোস্তফা, আফজাল হোসেন, ফারুক আহমেদ এবং ডা. এজাজ।
‘রাজকুমার’ বাংলাদেশের একটি গ্রাম্য যুবকের আমেরিকার যান্ত্রিক শহরে তার মাকে খোঁজার গল্প। এই অক্লান্ত যাত্রায় একে একে যুবকটি সম্মুখীন হয় অভিবাসন বাধা, ভিন্ন সংস্কৃতি, এমনকি প্রেম-ভালবাসার।
আরও পড়ুন: অ্যামাজন প্রাইমের পর এবার টফির পর্দায় আসছে ‘ওরা ৭ জন’
কাজলরেখা
দেশের সাড়া জাগানো চলচ্চিত্রকার গিয়াস উদ্দিন সেলিমের দীর্ঘ ১২ বছরের গবেষণার ফসল এই চলচ্চিত্র। মৈমনসিংহ গীতিকার ‘কাজলরেখা’ অবলম্বনে নির্মিত সিনেমাটির গল্প, পরিচালনা এবং প্রযোজনা করেছেন সেলিম নিজেই। সিনেমার পটভূমিক আজ থেকে প্রায় ৪০০ বছর আগের।
মুভির নাম ভূমিকায় দেখা যাবে মন্দিরা চক্রবর্তীকে। সুচ কুমারের ভূমিকায় থাকছেন শরিফুল রাজ। আর খলচরিত্র কঙ্কণ দাসী হিসেবে রয়েছেন রাফিয়াথ রশিদ মিথিলা।
চলচ্চিত্রটিতে আরও আছেন ছোট পর্দার তারকা খায়রুল বাশার, সাদিয়া আয়মান, ইরেশ যাকের, আজাদ আবুল কালাম, ও শাহানা সুমি।
লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী
ওটিটি (ওভার-দ্যা-টপ) প্ল্যাটফর্ম চরকি’র ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টের ১২টি ওয়েব ফিল্মের একটি ‘মনোগামী’। পরিচালনায় আছেন স্বয়ং প্রজেক্ট তত্বাবধায়ক প্রখ্যাত চলচ্চিত্রকার মোস্তফা সরয়ার ফারুকী। প্রজেক্টের অধীনে ইতোমধ্যে তার পরিচালিত ও অভিনীত ‘অটোবায়োগ্রাফি’ ফিল্মটি বেশ প্রশংসা কুড়িয়েছে। এবারের ঈদুল ফিতরে ‘মনোগামী’র মাধ্যমে তিনি তুলে ধরতে যাচ্ছেন নারী-পুরুষের সম্পর্কের তীক্ত সত্য কিছু দিক। এর আগে তার এই প্রচেষ্টা দেখা গিয়েছিলো ‘ব্যাচেলার’ (২০০৪) ছবিতে। এবারে আলোকপাত করা হয়েছে বিবাহিত জীবনের দিকে।
আরও পড়ুন: সর্বোচ্চ আয়কারী ১০ বাংলাদেশি চলচ্চিত্র
সিনেমার শ্রেষ্ঠাংশে রয়েছেন এ সময়ের বিনোদন পাড়ার সবচেয়ে পরিচিত মুখ চঞ্চল চৌধুরী। তার সঙ্গে সহশিল্পী হিসেবে আছেন সঙ্গীতশিল্পী ও ইউটিউবার জেফার রহমান এবং নৃত্যশিল্পী সামিনা হোসেন প্রেমাকে।
দেয়ালের দেশ
বাংলাদেশ সরকারের অনুদানে নির্মিত এই রোমান্টিক ছবির মাধ্যমে প্রথমবারের মতো চিত্র-পরিচালনা করলেন মিশুক মনি। ছবির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যও সবই তার লেখা। চলচ্চিত্রের গল্প এগিয়েছে দুটি ভিন্ন সময়কে কেন্দ্র করে।
‘দেয়ালের দেশ’-এর মাধ্যমে প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়েছেন শরিফুল রাজ ও শবনম বুবলী। ব্যবসায়িক ছবির নায়িকা হিসেবে সুপরিচিত বুবলীকে এবার দেখা যাবে অকৃত্রিম বাস্তবধর্মী চরিত্রে।
চলচ্চিত্রের অন্যান্য সহশিল্পীরা হলেন জিনাত শানু স্বাগতা, আজিজুল হাকিম, সাবেরী আলম, শাহাদাত হোসেন, এ কে আজাদ সেতু, সমাপ্তি মাশুক, এবং দীপক সুমন।
আরও পড়ুন: ঈদের কেনাকাটায় জনপ্রিয় ১০টি বাংলাদেশি পোশাক ব্র্যান্ড
মেট্রো সিনেমার ব্যানারে যৌথ ভাবে ছবির প্রযোজনা করেছেন মাহফুজুর রহমান ও মিশুক মনি।
ওমর
জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী চলচ্চিত্রকার মুহাম্মদ মোস্তফা কামাল রাজ দীর্ঘদিন পর বিনোদন পাড়ায় ফিরছেন ‘ওমর’-এর মাধ্যমে। মুভির শিরোনামটি ঠিক করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ছবির গল্প নিয়ে এখনও ‘ওমর’ টিমের কেউই তেমন কিছু প্রকাশ করেননি। তবে চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ।
চলচ্চিত্রের নাম চরিত্রে রয়েছেন শরীফুল রাজ। বিশেষ একটি চরিত্রে আবির্ভূত হবেন কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক। এছাড়া আরও থাকছেন ফজলুর রমান বাবু, নাসির উদ্দিন খান, শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, এরফান মৃধা শিবলু, ও আয়মান সিমলাকে। মাস্টার কমিউনিকেশন্সের ব্যানারে মুভির প্রযোজনায় ছিলেন খোরশেদ আলম।
আরও পড়ুন: টুয়েলভথ ফেইলের মতো অনুপ্রেরণা সৃষ্টিকারী ১০ সিনেমা
৬২৮ দিন আগে
২০২৪ সালে অস্কার পুরস্কার পেলেন যারা
বিভিন্ন ক্যাটাগরিতে চলতি বছরে অস্কার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। রবিবার (১০ মার্চ) এই পুরস্কার প্রদান করে অ্যাকাডেমি। এ বছর বিশ্বব্যাপী যারা এই সম্মানজনক পুরস্কার পেয়েছেন তারা হলেন-
সেরা ছবি ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে ‘ওপেনহাইমার’।
শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে অস্কার পেয়েছেন 'পুওর থিংস' সিনেমার এমা স্টোন।
শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে সম্মানজনক অস্কার জয় করেছেন - সিলিয়ান মারফি, ‘ওপেনহাইমার’।
সহ অভিনেতা হিসেবে অস্কার পেয়েছেন রবার্ট ডাউনি জুনিয়র- ‘ওপেনহাইমার’।
সহ অভিনেত্রী হিসেবে পুরস্কার জিতেছেন - দা'ভাইন জয় র্যান্ডল্ফ- ‘দ্য হোল্ডওভারস’।
সেরা পরিচালক হিসেবে এ বছরের অস্কার পেয়েছেন ক্রিস্টোফার নোলান- ‘ওপেনহাইমার’।
লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম ক্যাটাগরিতে অস্কার জিতেছে ‘দ্যা ওয়ান্ডারফুল স্টোরি অব হেনরি সুগারে’।
ধ্বনি ক্যাটাগরিতে অস্কার পেয়েছে ‘দ্য জোন অফ ইন্টারেস্ট’ -এর টার্ন উইলার্স এবং জনি বার্ন।
অরিজিনাল স্কোর ক্যাটাগরিতে ‘ওপেনহাইমার,’-এর লুডভিগ গোরানসন।
আরও পড়ুন: ‘অস্কার অব ফুড’-এর তালিকাভুক্ত হলেন বাংলাদেশি-আমেরিকান শেফ গুলশান
৬৪৪ দিন আগে