অন্যান্য
শাহরুখ খানকে হত্যার হুমকি
বলিউড সুপারস্টার শাহরুখ খানকে ৫০ লাখ রুপি মুক্তিপণ দাবি করে মোবাইল ফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর ) মুম্বাই পুলিশ এই তথ্য জানিয়েছে।
ছত্তিশগড়ের রায়পুর থেকে যে ব্যক্তি ফোন করেছেন তার পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে 'হিন্দুস্তানি' বলে পরিচয় দেন।
বান্দ্রা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ গুরুত্বের সঙ্গে বিষয়টি তদন্ত করছে।
কল করা ঐ ব্যক্তি ফৈজান খান বলে পুলিশের জিজ্ঞাসাবাদে জানা গেছে। তবে তিনি দাবি করেন, ২ নভেম্বর তাঁর ফোন চুরি হয়ে যায়।
আরও পড়ুন: ধুম ৪-এ শাহরুখ খান: ঘটনা না কি রটনা?
৫ নভেম্বর দুপুর ১টা ২০ মিনিট নাগাদ ফোনটি আসে, যেখানে মুক্তিপণ না দিলে 'জওয়ান' তারকার ক্ষতি করার হুমকি দেওয়া হয়।
শাহরুখ খানকে এই প্রথম হুমকি দেওয়া হলো বিষয়টি এমন নয়। গত বছরের অক্টোবরে তাকে একইভাবে হুমকি দেওয়া হয়েছিল। এর ফলে কর্তৃপক্ষকে তার সুরক্ষা ওয়াই + স্তরে উন্নীত করেছিল। এই স্তরের সুরক্ষার আওতায় তাকে ২৪ ঘণ্টা ছয়জন সশস্ত্র কর্মী সরবরাহ করে। এই সুরক্ষা সুবিধা পাওয়ার আগে তার দু'জন সশস্ত্র সুরক্ষা প্রহরীর ছিল।
সম্প্রতি বলিউডের আরেক তারকা সালমান খানের একটি ঘটনার প্রেক্ষিতে শাহরুখ খানকে এই হুমকি দেওয়া হয়।
লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কাছ থেকে তাকে হুমকি দেওয়া হয়েছিল। হুমকি দিয়ে বলা হয়, তাকে পাঁচ কোটি টাকা দিতে হবে অথবা কৃষ্ণসার হরিণ হত্যায় জড়িত থাকার অভিযোগে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ভিখারাম জালারাম বিষ্ণোই নামে ওই গ্যাংয়ের এক সদস্য এই হুমকি দিয়েছেন বলে জানা গেছে। এই গ্যাংয়ের নেতা কর্ণাটকে এখনো আটক রয়েছেন।
৩০ অক্টোবর আরেকটি ঘটনায় অজ্ঞাতনামা এক ব্যক্তি সালমান খানের কাছ থেকে ২ কোটি রুপি মুক্তিপণ দাবি করে সতর্ক করেছিল। বারবার এরূপ হুমকির প্রেক্ষিতে সালমান খানের সুরক্ষাও জোরদার করা হয়। বিশেষ করে ১২ অক্টোবর মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকীর সাম্প্রতিক হত্যার পরে এই ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ।
মুম্বাই পুলিশ উভয় বলিউড তারকার সর্বশেষ হুমকির তদন্ত করার সময় উচ্চ সতর্কতা ব্যবস্থা গ্রহণ করেছে। অভিনেতাদের ক্ষতির আশঙ্কা থেকে রক্ষায় এমন সুরক্ষা ব্যবস্থা যে রয়েছে তাএসব পদক্ষেপ নিশ্চিত করে।
আরও পড়ুন: পাঠান মুভি রিভিউ: বলিউড কিং শাহরুখ খানের অভিজাত প্রত্যাবর্তন
৪০৩ দিন আগে
‘তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি’: জন্মদিনে শাহরুখকে মেয়ে সুহানা
২ নভেম্বর (এএনআই/ইউএনবি)-সুপারস্টার শাহরুখ খান শনিবার ২ নভেম্বর) ৫৯তম জন্মদিন উদযাপন করছেন। এ উপলক্ষে মেয়ে সুহানা খান তাকে বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন।
ইনস্টাগ্রাম স্টোরিতে সুহানা ছোটবেলার কিছু মূল্যবান ছবি দিয়ে একটি কোলাজ শেয়ার করেছেন। যেখানে তিনি, তার বাবা শাহরুখ খান এবং ভাই আরিয়ান খানকে দেখা গেছে।
পোস্টটি শেয়ার করে সুহানা লিখেছেন, ‘শুভ জন্মদিন। পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসি তোমাকে’।
শাহরুখ খানের ক্যারিশম্যাটিক ব্যক্তিত্ব তার বিপুল ভক্তদের প্রভাবিত করে। "বলিউড কিং" নামে পরিচিত শাহরুখের পথচলা শুরু হয় দিল্লিতে। ১৯৮৯ সালে টিভি সিরিজ ফৌজি দিয়ে তিনি প্রথম নজরে আসেন।
আরও পড়ুন: ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে যাত্রা উৎসব-২০২৪
তার চলচ্চিত্র ক্যারিয়ার আকাশচুম্বী সাফল্য লাভ করে দেওয়ানা, ডর এবং বাজিগর এর মতো হিট সিনেমার মাধ্যমে। তবে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে তাকে প্রকৃতপক্ষে সুপারস্টার হিসেবে প্রতিষ্ঠিত করে। দীর্ঘ বিরতির পর, তিনি পাঠান, জওয়ান ও ডানকি ’র মতো ব্লকবাস্টারের মাধ্যমে শক্তিশালী প্রত্যাবর্তন করেছেন। এটি আবারও তাকে "বলিউডের কিং" হিসেবে প্রমাণ করেছে।
ক্যারিয়ারের দিক থেকে সুহানারও শাহরুখ খানের সঙ্গে কিং সিনেমায় স্ক্রিন শেয়ার করার সম্ভাবনা রয়েছে।
আগস্ট মাসে লোকার্নো চলচ্চিত্র উৎসবের আর্টিস্টিক ডিরেক্টর জিওনা এ নাজারোর সঙ্গে এক আলোচনায় শাহরুখ খান তার ক্যারিয়ার এবং অর্জন নিয়ে কথা বলেন। তিনি তার পরবর্তী সিনেমা কিং নিয়ে প্রস্তুতি এবং নির্মাতা সুজয় ঘোষের সঙ্গে তার সহযোগিতার বিষয়ে বিস্তারিত জানান।
শাহরুখ বলেন, “নির্দিষ্ট কিছু সিনেমা রয়েছে, যেগুলো আমি করতে চাই। সম্ভবত এগুলো বয়সের সঙ্গে মানানসই এবং গত ৬-৭ বছর ধরে আমি এ বিষয়ে ভাবছি। একদিন সুজয় ঘোষের সঙ্গে বসে এ বিষয়ে কথা বলি। তিনি আমাদের অফিসে কাজ করেন এবং আমাদের জন্য কিছু সিনেমা বানিয়েছেন। তখন তিনি বললেন, ‘স্যার, আমার একটা বিষয় আছে।’”
শাহরুখ তার কিং সিনেমার জন্য ওজন কমানো সম্পর্কেও আলোচনা করেন। তিনি বলেন, “আমার পরবর্তী সিনেমা কিং, এটির জন্য আমাকে কাজ শুরু করতে হবে, কিছুটা ওজন কমাতে হবে, কিছু স্ট্রেচিং করতে হবে।”
সিনেমাটি নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
সুহানা তার অভিনয় ক্যারিয়ারের সূচনা করেন গত বছর নেটফ্লিক্সের চলচ্চিত্র দ্য আর্চিস দিয়ে, যা পরিচালনা করেছিলেন জোয়া আখতার।
আরও পড়ুন: প্রখ্যাত অভিনেতা মাসুদ আলী খান আর নেই
৪০৮ দিন আগে
১ নভেম্বর থেকে শুরু হচ্ছে যাত্রা উৎসব-২০২৪
‘যদি তুমি ভয় পাও, তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে শুক্রবার (১ নভেম্বর) থেকে শুরু হচ্ছে যাত্রা উৎসব ২০২৪।
সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় এ উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। উৎসব চলবে ৭ নভেম্বর পর্যন্ত। ৭ দিনব্যাপী এ আয়োজন সবার জন্য উন্মুক্ত থাকবে।
এই উৎসবে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে নিবন্ধিত ৭টি যাত্রা দল প্রতিদিন একটি করে ‘ঐতিহাসিক ও সামাজিক’ ঘটনা অবলম্বনে নির্মিত যাত্রাপালা পরিবেশন করবে। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত পালা পরিবেশন করা হবে।
৭ দিনব্যাপী উৎসব আয়োজন প্রসঙ্গে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ জামিল আহমেদ বলেন, ‘শিল্পকলা একাডেমি মনে করে, শিল্পচর্চা জনজীবনের কেন্দ্রে অবস্থিত। শিল্পচর্চার অন্যতম মাধ্যম হিসেবে এবং গ্রামীণ জনসাধারণের বিনোদনের ঐতিহ্য বিবেচনায় আমরা এই যাত্রাপালার আয়োজন করেছি। আমরা চাই, আপনারা সবাই যাত্রা শিল্পীদের পাশে থাকুন।’
মহাপরিচালক আরও বলেন, ‘শৈশবে আমরা নৈতিকতার শিক্ষা লাভ করেছি সামাজিক যাত্রাপালাগুলো দেখে। কিন্তু সময়ের পরিক্রমায় যাত্রাশিল্পকে ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছে, সেই পরিস্থিতির আমাদের উত্তরণ ঘটাতে হবে। সুস্থ ধারার যাত্রাপালা পরিবেশনা, মানোন্নয়ন, চর্চা ও যাত্রাশিল্পীদের পৃষ্ঠপোষকতার মাধ্যমে ঐহিত্যবাহী যাত্রাপালাকে জনজীবনে ফিরিয়ে আনার লক্ষ্যেই কাজ করে যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।’
উদ্বোধনী আয়োজন শুক্রবার সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে। আলোচনা পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ছাত্র জনতার গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ইসরাফিল মজুমদার। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিশিষ্ট যাত্রা শিল্পী অনিমা দে। স্বাগত বক্তব্য রাখবেন নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক ফয়েজ জহির। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি মহাপরিচালক, নাট্য নির্দেশক ও শিক্ষক ড. সৈয়দ জামিল আহমেদ।
৭ দিনের যাত্রাপালা:
শুক্রবার: দলের নাম- সুরুভী অপেরা, পালাকার-আগন্তক, পালার নাম- নিহত গোলাপ; পালা নির্দেশক- কবির খান।
শনিবার: দলের নাম-নিউ শামীম নাট্য সংস্থা, পালাকার-প্রসাদ কৃষ্ণ ভট্টচার্য, পালার নাম- আনার কলি; পালা নির্দেশক- শামীম খন্দকার।
রবিবার: দলের নাম-বঙ্গবাণী অপেরা, পালাকার- রঞ্জন দেবনাথ, পালার নাম- মেঘে ঢাকা তারা; পালা নির্দেশক- মানস কুমার।
সোমবার: দলের নাম- নর-নারায়ণ অপেরা, পালাকার-দেবন্দ্রনাথ, পালার নাম- লালন ফকির; পালা নির্দেশক- ব্রোজেন কুমার বিশ্বাস।
মঙ্গলবার: দলের নাম-বন্ধু অপেরা, পালাকার- শামসুল হক, পালার নাম- আপন দুলাল; পালা নির্দেশক- মনির হোসেন।
বুধবার: দলের নাম-শারমিন অপেরা, পালাকার-পুর্নেন্দু রায়, পালার নাম- ফুলন দেবী; পালা নির্দেশক- শেখ রফিকুল।
বৃহস্পতিবার: দলের নাম-যাত্রাবন্ধু অপেরা, পালাকার- শ্রী শচীননাথ সেন, পালার নাম- নবাব সিরাজউদ্দৌলা পালা নির্দেশক- আবুল হাশেম।
৪১০ দিন আগে
বিবি টাঙ্গা, এরিক কেরিজ, মিঠুন চক্র ও সাদ চৌধুরী সমন্বিত ফিউশন পপ কনসার্টের আয়োজন
৬৫ বছর পূর্তি উপলক্ষে আফ্রো-বাংলা পপ সাউন্ডের ফিউশন উপস্থাপনায় ফিউশন পপ কনসারর্টের আয়োজন করেছে আলিয়ঁস ফ্রঁসেজ ডি ঢাকার (এএফডি)।
বৃহস্পতিবার রাতে আলিয়ঁস ফ্রঁসেজ প্রাঙ্গণে এ কনসার্ট অনুষ্ঠিত হয়েছে।
প্রখ্যাত ফরাসি সংগীতশিল্পী বিবি টাঙ্গা ও এরিক কেরিজের পাশাপাশি বাংলাদেশের সংগীত শিল্পী মিঠুন চক্র ও সাদ চৌধুরী সংগীত পরিবেশন করেন কনসার্টে।
বিশ্ববিখ্যাত শিল্পী বিবি টাঙ্গা আফ্রোবিট, ফাঙ্ক ও সোল সংগীতের মিশ্রণের জন্য পরিচিত। তিনি দুজন প্রতিভাবান বাংলাদেশি পপ শিল্পীর সঙ্গে মঞ্চে উঠেন। আফ্রো ও বাংলা পপের এই সংমিশ্রণ আফ্রিকান ও বাংলাদেশি সংগীত ঐতিহ্যের সমৃদ্ধ ছন্দ এবং সুরের মিশ্রণের মাধ্যমে সংগীত প্রেমীদের মুগ্ধ করেছিল।
আলিয়ঁস ফ্রঁসেজের মতে, এটি কেবল একটি কনসার্ট নয়, এটি সেই সাংস্কৃতিক সংযোগের উদযাপন, যেখানে মহাদেশ থেকে মহাদেশের সম্পর্ক গড়ে তুলতে পারে সংগীত। বৈচিত্র্যময় শব্দগুলোকে একত্রিত করে এই কনসার্টে আলিয়ঁস ফ্রঁসেজ ডি ঢাকার চেতনাকে তুলে ধরা হয়েছে- যা বিভিন্ন সংস্কৃতির মধ্যে সেতুবন্ধন তৈরি এবং সংগীতের সর্বজনীন ভাষার মাধ্যমে সৃজনশীলতার বিকাশ ঘটায়।
মর্যাদাপূর্ণ ফরাসি শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানটি সম্প্রতি দেশে তার ৬৫তম বার্ষিকীর অংশ হিসেবে বেশ কয়েকটি আকর্ষণীয় অনুষ্ঠানের আয়োজন করেছে।
৪২৩ দিন আগে
'আপনাকে অজ্ঞ বলতে বাধ্য করবেন না’: উপদেষ্টা নাহিদকে অভিনেতা সোহেল রানা
আট জাতীয় দিবস বাতিলের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলামের বক্তব্যের কড়া সমালোচনা করেছেন জনপ্রিয় অভিনেতা ও মুক্তিযোদ্ধা মাসুদ পারভেজ সোহেল রানা।
নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে সোহেল রানা লিখেছেন, 'ভাই নাহিদ, আপনার জন্মই হয়নি এমন সময়ের দেশ ও নেতাদের নিয়ে কথা বলা আপনার জন্য বেমানান। আপনাকে অজ্ঞ বলতে বাধ্য করবেন না।’
শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চ ভাষণের স্মরণে এবং ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারকে হত্যার দিনসহ আটটি জাতীয় দিবস বাতিলের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের আনুষ্ঠানিক ঘোষণার বিষয়ে গণমাধ্যমে নাহিদের মন্তব্যের পর তিনি এ পোস্ট দেন।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার নাগরিকদের ওপর বেশ কয়েকটি দিবস চাপিয়ে দিয়েছিল উল্লেখ করে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তীকালীন সরকার শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে স্বীকারন করে না।
আরও পড়ুন: বঙ্গবন্ধুকে জাতির জনক মনে করে না এই সরকার: উপদেষ্টা নাহিদ
বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতা-রাজনীতিবিদ সোহেল রানাসহ সর্বস্তরের মানুষের প্রতিক্রিয়ার বন্যা বয়ে যায়।
সেই পাবলিক পোস্টের কমেন্ট বক্সে জনপ্রিয় মঞ্চ অভিনেত্রী ও পরিচালক নূনা আফরোজ মন্তব্য করেন, ‘এ দেশের মাটিতে জন্ম নিয়ে কীভাবে ৭১, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুকে মুছে ফেলতে পারে! তারা আসলে কারা?’
এর পরপরই আরেকটি পোস্টে সোহেল রানা আরও লেখেন, ‘ইউটিউবার টেলিভিশন আপনার ইন্টারভিউ নিচ্ছে। ৭ মার্চের ভাষণের ব্যাপারে আপনার বক্তব্যের পর ওদের স্থান ত্যাগ করা উচিত ছিল।’
ঢালিউডের 'স্বর্ণযুগ'র খ্যাতিমান অভিনেতা ও রাজনীতিবিদ সোহেল রানা সম্প্রতি 'বাংলাদেশ জাস্টিস পার্টি' নামে নতুন রাজনৈতিক দল চালু করেছেন।
আরও পড়ুন: ফ্যাসিস্ট ও গণহত্যার সমর্থক-জড়িত সাংবাদিকদের বিচার হবে: নাহিদ ইসলাম
৪২৪ দিন আগে
হোটেলের বারান্দা থেকে পড়ে ওয়ান ডিরেকশন ব্যান্ডের লিয়াম পেইনের মৃত্যু
হোটেলের বারান্দা থেকে পড়ে মারা গিয়েছেন ওয়ান ডিরেকশনের সাবেক সদস্য জনপ্রিয় গায়ক লিয়াম পেইন।
বুধবার আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সের পালেরমো এলাকার কাসা সুর হোটেলের তৃতীয় তলার এক বারান্দা থেকে পড়ে ৩১ বছর বয়সি এই গায়কের মৃত্যু হয়।
চিকিৎসকরা ঘটনাস্থলেই তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলে এক বিবৃতিতে জানায় বুয়েন্স আয়ার্স পুলিশ।
বুয়েন্স আয়ার্সের নিরাপত্তা মন্ত্রণালয়ের যোগাযোগ পরিচালক পাবলো পোলিচিও বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) দেওয়া এক বিবৃতিতে বলেন, 'পেইন তার কক্ষের বারান্দা থেকে লাফিয়ে পড়েন। স্থানীয় সময় বিকেল ৫টার পর ‘মাদক বা অ্যালকোহলের প্রভাবে আক্রমণাত্মক অবস্থায় থাকা এক ব্যক্তির বিষয়ে খবর পেয়ে হোটেলটিতে যায় পুলিশ।
৯১১ নম্বরে কল করে পুলিশকে খবর দিয়েছিলেন হোটেল ম্যানেজার।
দেশটির টোডো নোটিসিয়াস টিভি চ্যানেলকে আর্জেন্টিনার রাষ্ট্রীয় জরুরি চিকিৎসা ব্যবস্থার প্রধান আলবার্তো ক্রিসেন্তি জানান, কর্তৃপক্ষ লিয়াম পেইনের মৃত্যুর বিষয়ে তদন্ত করছে। ময়নাতদন্তের পর আরও তথ্য পাওয়া যাবে।
মদ্যপানের বিরুদ্ধে লড়াইয়ের বিষয়ে সোচ্চার ছিলেন পেইন। গত বছরের জুলাইয়ে তার ইউটিউব চ্যানেলে নিজেকে নিয়ন্ত্রণের বিষয় তুলে একটি ভিডিও শেয়ার করেছিলেন।
পেইনের মৃত্যুর বিষয়টি ছড়িয়ে পড়লে কাসা সুর হোটেলের সামনে ওয়ান ডিরেকশন ভক্তদের ভিড় জমে যায়, যা নিয়ন্ত্রণে পুলিশি পাহারা বসাতে হয়।
হোটেলের বাইরে একটি অস্থায়ী স্মৃতিস্তম্ভ তৈরি করে সারি সারি মোমবাতি ও ফুলের তোড়া দিয়ে পেইনের প্রতি শ্রদ্ধা জানান ভক্তরা।
২০১০ সালে ব্রিটিশ গানের প্রতিযোগিতা সিরিজ ‘দ্য এক্স ফ্যাক্টর’ এ অডিশন দিতে যাওয়া পাঁচ জন- লিয়াম পেইন, জেইন মালিক, হ্যারি স্টাইলস, নিয়াল হোরান এবং লুই টমলিনসন মিলে গড়ে তুলেছিলেন ওয়ান ডিরেকশন।
ব্যান্ডটি পপ গানের ধরনের জন্য এবং ‘হোয়াট মেকস ইউ বিউটিফুল’, ‘নাইট চেঞ্জেস’ ও ‘স্টোরি অফ মাই লাইফ’ এর মতো রোমান্টিক গানগুলোর জন্য জনপ্রিয়তা পায়।
পেইনের ‘স্টোল মাই হার্ট’ ও ‘চেঞ্জ ইওর টিকিট’ সহ বেশকিছু গান জনপ্রিয়তা পায়। ২০১৬ সালে ভেঙে যাওয়ার আগে ওয়ান ডিরেকশনের ৬টি গান বিলবোর্ড চার্টের শীর্ষ দশে ছিল।
৪২৪ দিন আগে
'গানওয়ালাদের গান' কনসার্টে গাইবেন সাত গায়ক-গীতিকার
সাতজন জনপ্রিয় গায়ক-গীতিকারের সমন্বয়ে আগামী ২ নভেম্বর বিকেল সাড়ে ৪টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে 'গানওয়ালদের গান' শীর্ষক বিশেষ কনসার্ট।
কনসার্টের লাইন আপে থাকছেন রেজাউল করিম লিমন, জয় শাহরিয়ার, আহমেদ হাসান সানি, শুভেচ্ছা, শুভ্র, সুহৃদ স্বাগতা ও কাকতাল ব্যান্ড। এসব শিল্পী সাম্প্রতিক বছরগুলোতে সংগীত প্রেমীদের মধ্যে বিশেষত তরুণ শ্রোতাদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছেন।
অংশগ্রহণকারী শিল্পীরা সবাই গায়ক-গীতিকার। তারা প্রত্যেকেই নিজের লেখা ও সুর করা সংগীতে কণ্ঠ দিয়েছেন।
এ প্রসঙ্গে আয়োজক ও শিল্পীদের পক্ষ থেকে জয় শাহরিয়ার বলেন, 'সংগীতের জগতে যারা সুরকে নিজের ভাষায় ধারণ করেন এবং নিজের কণ্ঠে রেকর্ড করেন, তাদেরই বলা হয় 'গায়ক-গীতিকার'। আমরা তাদের নাম দিয়েছি 'গানওয়ালা'—এই শিল্পীরা একটু আলাদা।’
জয় বলেন, ‘এসব শিল্পী তাদের নিজস্ব গান পরিবেশন করেন কারণ প্রত্যেকেরই কথা বলা, দর্শন ও দৃষ্টিভঙ্গির একটি অনন্য পদ্ধতি রয়েছে। বাংলা সংগীতে এই শিল্পীদের যাত্রা শুরু থেকেই একই রকম এবং শ্রোতাদের মধ্যে এর প্রভাব ব্যাপক।’
জয় শাহরিয়ার জানান, জনপ্রিয় এই শিল্পী ও তাদের অসাধারণ সৃষ্টির ওপর আলোকপাত করতে এই বিশেষ কনসার্টের আয়োজন করছে আজব কারখানা।
'গানওয়ালাদের গান'-এর টিকিট পাওয়া যাচ্ছে getsetrock.com থেকে।
৪২৫ দিন আগে
সাইবার নিরাপত্তা সচেতনতায় যুক্তরাষ্ট্র দূতাবাসে চলচ্চিত্র প্রদর্শন
সাইবার নিরাপত্তা সচেতনতা মাস উপলক্ষে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস আমেরিকান ফিল্ম শোকেসের (এএফএস) সহযোগিতায় আমেরিকান সেন্টারে তথ্যচিত্রের ‘ফিফটিন মিনিটস অব শেইম’ প্রদর্শনের আয়োজন করা হয়।
এই আয়োজনে প্রযুক্তি শিক্ষার্থী, সুশীল সমাজের সদস্য, গণমাধ্যমকর্মী ও একাডেমিক ব্যক্তিত্বসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন। যা ডিজিটাল নিরাপত্তা ও দায়িত্বশীল অনলাইন আচরণ প্রসারে চলমান প্রচেষ্টার অংশ।
আরও পড়ুন: বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড চালু
যুক্তরাষ্ট্র দূতাবাসের ডেপুটি পাবলিক এনগেইজমেন্ট ডিরেক্টর ব্রেন ফ্ল্যানিগ্যান অনুষ্ঠানের উদ্বোধন করেন। তিনি তার বক্তব্যে অনলাইন হয়রানি ও পাবলিক শেইমিংয়ের বাস্তব জীবনের প্রভাবের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি ডিজিটাল গোপনীয়তা ও নিরাপত্তার ক্রমবর্ধমান চ্যালেঞ্জগুলোর কথা তুলে ধরেন। নিরাপদ ও দায়িত্বশীল অনলাইন আচরণের ওপর জোর দেন।
‘ফিফটিন মিনিটস অব শেইম’ তথ্যচিত্রটি মনিকা লিউইনস্কি এবং ম্যাক্স জোসেফ পরিচালিত। যা অনলাইন শেইমিং ও সাইবার হয়রানির ব্যক্তিগত প্রভাবকে কেন্দ্র করে তৈরি। এতে অনলাইনে অপব্যবহারের শিকার ব্যক্তিদের বাস্তব জীবনের অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। প্রদর্শনী শেষে, মনের বন্ধু'র প্রতিষ্ঠাতা ও সিইও তাওহিদা শিরোপা ডিজিটাল যুগে মানসিক স্বাস্থ্য এবং অনলাইন প্ল্যাটফর্মে ব্যক্তিগত নিরাপত্তা রক্ষার গুরুত্ব নিয়ে একটি আলোচনা সেশন পরিচালনা করেন। এই আয়োজন যুক্তরাষ্ট্র দূতাবাসের চলমান প্রতিশ্রুতির অংশ, যেখানে অনলাইন গোপনীয়তা, হয়রানি এবং মত প্রকাশের স্বাধীনতার সঙ্গে সম্পর্কিত চ্যালেঞ্জগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আয়োজনটি ইন্টারনেটের সঙ্গে সচেতনভাবে যুক্ত থাকা, নিরাপদ ডিজিটাল স্পেস তৈরি এবং ডিজিটাল নিরাপত্তা ও সামাজিক পরিবর্তন নিয়ে গল্প বলার ভূমিকা তুলে ধরে। আমেরিকান ফিল্ম শোকেসের সহযোগিতায় এই আয়োজনটি যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেটের একটি প্রোগ্রামের অংশ, যা সাইবার হয়রানি ও মানবাধিকার সম্পর্কিত বিষয়গুলোতে আন্তঃসাংস্কৃতিক সংলাপকে উৎসাহিত করে।
আরও পড়ুন: সেন্সরবোর্ড পুনর্গঠন করে হচ্ছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড
৪৩৩ দিন আগে
বাংলাদেশ জাস্টিস পার্টি গঠন করলেন অভিনেতা সোহেল রানা
ঢালিউড অভিনেতা, মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা 'বাংলাদেশ জাস্টিস পার্টি' নামে একটি নতুন রাজনৈতিক সংগঠন গঠন করেছেন।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত বৈঠক শেষে বর্ষীয়ান এই অভিনেতার সভাপতিত্বে দল গঠনের ঘোষণা দেওয়া হয়।
আরও পড়ুন: অস্কারে যাচ্ছে লাপাতা লেডিস
নতুন দলের ৫১ সদস্যের কমিটি ঘোষণা করা হবে এ মাসের শেষে অথবা নভেম্বরের প্রথম সপ্তাহে। শান্তির প্রতীক পায়রাকে দলের আনুষ্ঠানিক প্রতীক হিসেবে ঘোষণা করা হয়েছে।
ঢালিউডের 'সোনালি যুগ' খ্যাত জনপ্রিয় অভিনেতা সোহেল রানা দীর্ঘদিন ধরেই রাজনীতির সঙ্গে জড়িত। ছাত্রজীবনে ময়মনসিংহের আনন্দমোহন কলেজে পড়ার সময় তিনি কলেজ ছাত্রলীগের সভাপতি ছিলেন।
১৯৬৫ সালে তিনি বৃহত্তর ময়মনসিংহ ছাত্রলীগের সাধারণ সম্পাদক, ১৯৬৬ সালে পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সহকারী সাধারণ সম্পাদক এবং ১৯৬৮ সালে সমগ্র পূর্ব পাকিস্তান ছাত্রলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন।
দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় সোহেল রানা ইকবাল হলের ভিপি নির্বাচিত হন। ২০০৯ সালে তিনি জাতীয় পার্টির প্রেসিডিয়ামের সদস্যপদ গ্রহণ করে জাতীয় পার্টিতে যোগ দেন এবং জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের নির্বাচনি উপদেষ্টা নিযুক্ত হন।
আরও পড়ুন: বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড চালু
প্রবীণ ও প্রশংসিত রুপালি পর্দার অভিনেতা সোহেল রানা ১৯৭১ সালে স্বাধীনতার পরপরই প্রযোজক হিসেবে পারভেজ ফিল্মস প্রতিষ্ঠা করার মাধ্যমে দেশের চলচ্চিত্র জগতে পা রাখেন।
এই প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে প্রয়াত চলচ্চিত্র নির্মাতা চাষী নজরুল ইসলাম ১৯৭২ সালে মুক্তিযুদ্ধভিত্তিক বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র 'ওরা ১১ জন' নির্মাণ করেন।
১৯৭৩ সালে প্রয়াত কথাসাহিত্যিক কাজী আনোয়ার হুসাইনের বিখ্যাত স্পাই থ্রিলার সিরিজ 'মাসুদ রানা'র গল্প অবলম্বনে 'মাসুদ রানা' চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে অভিনেতা ও পরিচালক হিসেবে তার কর্মজীবন শুরু হয়।
অভিনেতা হিসেবে চলচিত্রে বিশেষ অবদানের জন্য সোহেল রানা তার ক্যারিয়ারে আজীবন সম্মাননাসহ তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
আরও পড়ুন: ২০২৬-এর ঈদ চলচ্চিত্রে মুখোমুখি শাহরুখ ও রণবীর
৪৩৭ দিন আগে
সেন্সরবোর্ড পুনর্গঠন করে হচ্ছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড
সেন্সরবোর্ড পুনর্গঠন করে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন অনুযায়ী সার্টিফিকেশন বোর্ড গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম।
বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড এবং জুরি বোর্ডের নবনির্বাচিত কমিটির সদস্যদের সঙ্গে মত বিনিময় শেষে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংকালে তিনি এ কথা জানান।তিনি বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে চলচ্চিত্র সেন্সর বোর্ড এবং জুরি বোর্ড গঠন করা হয়েছে। আজ দুই কমিটির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক ছিল। সেন্সর বোর্ড নিয়ে আমরা কিছু আলোচনা করেছি। ২০২৩ সালে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশনের আইনের গেজেট হয়েছিল, সেই গেজেটের বিধিমালা তৈরি হয়নি এখন পর্যন্ত। বিগত সময়েও যে সেন্সর বোর্ডটি গঠন করা হয়েছিল সেটিও কিন্তু ১৯৬৩ সালের যে আইন সে আইন অনুযায়ী করা হয়েছিল। যেহেতু গেজেটের বিধিমালা ছিল না। সেই ধারাবাহিকতায় সেটিকে অনুসরণ করেই আপদকালীন সিনেমার জগতে যেন আর্থিক ক্ষতি না আসে সেজন্য আপদকালীন একটা সেন্সর বোর্ড তৈরি করেছিলাম।
তিনি বলেন, 'আমরা দেখতে পাচ্ছি ২০২৩ সালে যেহেতু একটি আইনের গেজেট হয়ে গেছে, সেটি পর্যালোচনা করে সবার মতামতের ভিত্তিতে সেন্সর যে শব্দটি সেটিকে বাদ দিয়ে দিচ্ছি। আমাদের যে ২০২৩ সালের আইন বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন সেই আইন অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন দিয়ে সার্টিফিকেশন বোর্ডটাকে পুনর্গঠন করব।'
আরও পড়ুন: জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হবে: উপদেষ্টা নাহিদ
তিনি বলেন, ২০২৩ সালের যে আইন রয়েছে সেটি অনেক ত্রুটিপূর্ণ, সেগুলো নিয়ে আজকে আলোচনা হয়েছে। সেই আইনটিও নানান অংশীজনের সঙ্গে আলোচনা করে সংশোধনের জন্য আমরা কাজ করব। সে প্রস্তাবনা তৈরি করা হবে। যেহেতু বেশকিছু সংখ্যক সিনেমা ঝুলে রয়েছে সেগুলোকে দ্রুত মুক্তির ব্যবস্থা করার জন্যই সার্টিফিকেশন বোর্ড সেটি পুনর্গঠন করা হবে। বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন অনুযায়ী সার্টিফিকেশন বোর্ড করে দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন দিয়ে একটা সার্টিফিকেশন বোর্ড করব, সেন্সরবোর্ডকে পুনর্গঠন করে।
কেন এটি পরিবর্তন করতে হচ্ছে- জানতে চাইলে তিনি বলেন, আমাদের চলচ্চিত্র জগতের যারা আছেন তারা দীর্ঘদিন ধরে সেন্সরশিপের বিরুদ্ধে কথা বলে আসছিলেন। তাদের এক ধরনের কার্যক্রমের জন্যই কিন্তু সার্টিফিকেশন আইনের কথা ভাবা হয়েছিল বিগত সময়ে। নতুন আইন অনুযায়ী আমরা ছবি পরিচালনার কাজগুলো চলমান রাখব।
আরও পড়ুন: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের ১৪ সেপ্টেম্বর সম্মান জানাবে সরকার: উপদেষ্টা নাহিদ ইসলাম
৪৫৩ দিন আগে