বৈদেশিক-সম্পর্ক
বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে এক চুক্তি, ৫ সমঝোতা স্মারক স্বাক্ষর
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে পাকিস্তানের সঙ্গে একটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ।
রোববার (২৪ আগস্ট) ঢাকার হোটেল সোনারগাঁওয়ে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসহাক দারের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
চুক্তিটি বাংলাদেশ ও পাকিস্তানের কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি সম্পর্কিত। বৈঠকে দুই পক্ষ বাণিজ্য সম্পর্ক জোরদার ও বিনিয়োগ সম্প্রসারণের ওপর গুরুত্ব দিয়েছে।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, “বর্তমানে দুই দেশের মধ্যে বার্ষিক বাণিজ্যের পরিমাণ এক বিলিয়ন ডলারের নিচে।”
বাংলাদেশ দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য চুক্তি (সাফটা) কাঠামোর আওতায় পাকিস্তানের বাজারে প্রবেশাধিকারের অনুরোধ জানিয়েছে। এর আওতায় তৈরি পোশাক, জ্বালানি, ওষুধ, কৃষিপণ্য এবং তথ্যপ্রযুক্তি রপ্তানির সুযোগ চায় বাংলাদেশ।
সরকারের আমন্ত্রণে ইসহাক দার শনিবার দুই দিনের সরকারি সফরে ঢাকায় আসেন। তিনি প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সঙ্গেও সাক্ষাৎ করবেন।
১১৩ দিন আগে
রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন বিশ্ব খাদ্য কর্মসূচির উপনির্বাহী পরিচালক কার্ল স্কাউ
কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিইএফপি) উপ-নির্বাহী পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা কার্ল স্কাউ। আগামী ২৭ আগস্ট তিনি এই পরিদর্শনে যাবেন।
রোহিঙ্গা আগমনের অষ্টম বার্ষিকী উপলক্ষে কক্সবাজারে রোহিঙ্গা পরিস্থিতির নিয়ে বাংলাদেশ সরকারের ২৫-২৬ আগস্ট আয়োজিত স্টেকহোল্ডারদের সংলাপের পর তিনি এই সফর করবেন।
এছাড়াও, স্কাউ ঢাকা সফর করবেন এবং ২৯ আগস্ট (শুক্রবার) গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন বলে আশা করা হচ্ছে।
কার্ল স্কাউ সংস্থার সামগ্রিক সমন্বয়, কৌশলগত দিকনির্দেশনা, মানবিক কূটনীতি এবং মাঠ পর্যায়ের কার্যক্রমের জন্য সহায়তার নেতৃত্ব দেন।
তিনি ডব্লিউএফপির আন্তঃসংস্থা সহযোগিতা এবং অংশীদারত্ব সর্বাধিক করতে করপোরেট প্রচেষ্টাকেও সমর্থন করেন।
পড়ুন: বাংলাদেশে দুর্ভিক্ষের কোনও শঙ্কা নেই: বিশ্ব খাদ্য কর্মসূচি
বিভিন্ন অঞ্চল এবং সংস্থায় কূটনীতি, মানবিক বিষয়, শান্তি প্রতিষ্ঠা এবং উন্নয়নে কার্ল স্কাউয়ের ২০ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে।
তিনি একজন স্বীকৃত এবং অভিজ্ঞ নেতা, যার দৃঢ় দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক অংশীদারত্ব গড়ে তোলা, সম্পদ সংগ্রহ, আন্তর্জাতিক আলোচনা, কৌশলগত যোগাযোগ দক্ষতা রয়েছে। এছাড়াও ক্ষমতায়িত ও বৈচিত্র্যময় দলগুলোকে নেতৃত্ব ও অনুপ্রাণিত করার ক্ষেত্রে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার।
১১৪ দিন আগে
দুদিনের সফরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঢাকায় এসেছেন। দুই দিনের সফরে শনিবার (২৩ আগস্ট) দুপুর ২টার কিছু পরপরই বিশেষ ফ্লাইটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ইউএনবিকে জানান, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম তাকে স্বাগত জানান।
প্রায় ১৩ বছর পর কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর এটি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সরকারের আমন্ত্রণে এই সফর হচ্ছে। পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এই সফর।
সফরকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতার সঙ্গে বৈঠক করবেন পকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।
এসব বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।
আরও পড়ুন: চার দিনের সফরে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী ঢাকায়
১৯৭১ সালের বিষয়গুলো উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন গত ৪ আগস্ট বলেছিলেন, পাকিস্তানি প্রতিনিধিদের সফরের সময় প্রতিটি বিষয়ই আলোচনায় থাকবে।
বাংলাদেশ পাকিস্তানের কাছে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা ও ক্ষতিপূরণের দাবি তুলবে কি না— এমন প্রশ্নে সাংবাদিকদের তিনি বলেছিলেন, ‘প্রতিটি বিষয় আলোচনায় থাকবে।’
‘পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি গ্রহণ করছে এবং ইসহাক দারের এ সফরে আলোচনার টেবিলে সবকিছুই থাকবে।’
চলতি বছরের ২৭-২৮ এপ্রিল পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের কথা ছিল। তবে কাশ্মীর ইস্যুতে ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের বাংলাদেশ সফর স্থগিত করা হয়।
পরে দুই দেশের পারস্পরিক আলোচনার মাধ্যমে নতুন তারিখ ঠিক করা হয়।
আরও পড়ুন: চলতি বছরে বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট চালু হবে: পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী
গত জুলাইয়ের শেষ সপ্তাহে জাতিসংঘ আয়োজিত ‘দ্বিরাষ্ট্র সমাধান’ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে ইসহাক দার ও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা হোসেনের মধ্যে বৈঠক হয়।
এ সময় ফিলিস্তিনে চলমান ইসরায়েলি আগ্রাসন ও মানবিক সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ ও পাকিস্তান। তারা ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার ও আন্দোলনের প্রতি অকুণ্ঠ সংহতি পুনর্ব্যক্ত করেন।
সেটি ছিল গত অক্টোবর থেকে এই দুই নেতার চতুর্থ বৈঠক।
পাকিস্তান হাইকমিশন সে সময় জানিয়েছিল, বৈঠকে দুপক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনা করে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। পাশাপাশি যোগাযোগ ও জনগণের মধ্যে বিনিময় বৃদ্ধির উপায় নিয়েও আলোচনা হয়েছে।
১১৪ দিন আগে
চলতি বছরে বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট চালু হবে: পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী
পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান বলেছেন, বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে চায় পাকিস্তান। এ বছরের শেষে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সরাসরি ফ্লাইট চালু হলে ও দুই দেশের বন্দরের মধ্যে কানেকটিভিটি বৃদ্ধি পেলে দেশ দুটির মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্যে নতুন দুয়ার উন্মোচিত হবে।
শুক্রবার (২২ আগস্ট) দুপুরে চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে পাকিস্তানের বানিজ্যমন্ত্রী জাম কামাল খান ও বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীনের সঙ্গে চট্টগ্রামের বিভিন্ন খাতের ব্যবসায়ীদের মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী আরও বলেন, চামড়া ও চিনি শিল্প, গার্মেন্টস শিল্প, কৃষি ও খাদ্যপণ্য, ফল আমদানি ও রপ্তানি নিয়ে আলোচনা হয়েছে। দুই দেশ যৌথভাবে বা বিদেশি বিনিয়োগের মাধ্যমে ইন্টারমেডিয়েট পণ্য উৎপাদন করতে পারলে তা উভয় দেশের জন্য লাভজনক হবে।
পাকিস্তানের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে বাণিজ্য বৃদ্ধির সম্ভাবনা ও সক্ষমতা বৃদ্ধি নিয়ে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে জানিয়ে বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা বশিরউদ্দীন বলেন, বাণিজ্যের বৈচিত্রকরণ ও ব্যবসার সক্ষমতা বৃদ্ধির জন্য যতেগুলো দেশের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা যায় সেই চেষ্টা করছে সরকার। বিক্রয়ের প্রবৃদ্ধি ও প্রতিযোগিতামূলক আমদানি সক্ষমতা বৃদ্ধি করার ক্ষেত্রে পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ চলছে।
পড়ুন: খাদ্য উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ
তিনি বলেন, ঢাকা-চট্টগ্রামসহ সারা দেশের ব্যবসায়ীদের যৌথ প্রচেষ্টায় বাংলাদেশের ব্যবসায়িক প্রবৃদ্ধি আরো উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে কাজ করছে সরকার। মতবিনিময় সভায় চট্টগ্রামের বিভিন্ন খাতের ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
চট্টগ্রামে সফরকালে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম বন্দর পরিদর্শন এবং বেসরকারি শিল্প প্রতিষ্ঠান বিএসআরএম ও কেএসআরএম কারখানা পরিদর্শন করেন। এসময় চট্টগ্রাম চেম্বার অব কমার্সের প্রশাসকসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১১৫ দিন আগে
পাকিস্তানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি অনুমোদন
বাংলাদেশ ও পাকিস্তানের কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীদের পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তির খসড়া অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।
বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। পরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
আরও পড়ুন: চার দিনের সফরে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী ঢাকায়
খসড়া চুক্তি অনুযায়ী,বাংলাদেশের কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীরা বিনা ভিসায় পাকিস্তানে যেতে পারবেন। একইভাবে পাকিস্তানের একই ধরনের পাসপোর্টধারীরা বিনা ভিসায় বাংলাদেশে আসতে পারবেন।
শফিকুল আলম বলেন, চুক্তিটি হবে পাঁচ বছরের জন্য। এ ধরনের চুক্তি আরও ৩১টি দেশের সঙ্গে আছে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ–প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।
১১৫ দিন আগে
রোহিঙ্গা সংকট সমাধানে সুস্পষ্ট পথ দেখাবে জাতিসংঘ সম্মেলন, আশা অধ্যাপক ইউনূসের
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আশা প্রকাশ করেছেন যে আসন্ন জাতিসংঘ সম্মেলন দীর্ঘদিনের রোহিঙ্গা সংকট সমাধানে একটি সুস্পষ্ট সমাধানের পথ তৈরি করবে।
সেপ্টেম্বরের শেষ সপ্তাহে নিউইয়র্কে অনুষ্ঠিত ওই সম্মেলনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য সাম্প্রতিক সময়ে আর্থিক সহায়তা কমে যাওয়ায় স্বাস্থ্য ও শিক্ষাসহ মৌলিক সেবাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এ সময় মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক টম অ্যান্ড্রুজকে পর্যাপ্ত তহবিল নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা।
বৃহস্পতিবার টম অ্যান্ড্রুজ অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এসব বিষয়ে আলোচনা হয় বলে শুক্রবার প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন। এ সময় প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করে তিনি ‘আন্তর্জাতিক অঙ্গনে রোহিঙ্গা ইস্যুটিকে অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ’ বলে মন্তব্য করেন।
আরও পড়ুন: রোহিঙ্গা সমস্যাকে আন্তর্জাতিক ফোরামে আলোচনার কেন্দ্রে নিতে প্রচেষ্টা জোরদার সরকারের
অ্যান্ড্রুজ স্মরণ করিয়ে দেন যে, প্রধান উপদেষ্টার উদ্যোগেই জাতিসংঘ সদরদফতরে আগামী ৩০ সেপ্টেম্বর রোহিঙ্গা বিষয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রোহিঙ্গাদের আশ্রয় ও সহায়তা দেয়ার জন্য বাংলাদেশ এবং দীর্ঘমেয়াদি সমাধানের আশাকে বাঁচিয়ে রাখার জন্য ড. ইউনূসের প্রতি বিশ্ব কৃতজ্ঞ বলেও মন্তব্য করেন তিনি।
তিনি সংকট সমাধানে বিভিন্ন পক্ষের সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততার প্রশংসা করেন। তবে হতাশা প্রকাশ করে এই প্রতিবেদক বলেন, রাখাইনকে স্থিতিশীল করতে এবং শরণার্থীদের প্রত্যাবর্তনের উপযোগী পরিবেশ তৈরি করতে জাতিসংঘ মহাসচিবের উদ্যোগটি দুরভিসন্ধিমূলক প্রচারণার কারণে ব্যর্থ হয়েছে।
তবুও অ্যান্ড্রুজ আশাবাদ ব্যক্ত করেন যে, সংশ্লিষ্ট পক্ষগুলোর অব্যাহত প্রচেষ্টা দ্রুত ও স্থায়ী সমাধান এনে দিতে পারে এবং এ লক্ষ্যে বাংলাদেশের নেতৃত্বের ভূমিকা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
রোহিঙ্গা ইস্যুতে আগামী ২৫ আগস্ট কক্সবাজারে অনুষ্ঠিতব্য অংশীজন সংলাপে অংশ নিতে বাংলাদেশ সফর করছেন অ্যান্ড্রুজ। ওই সংলাপের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা।
১১৫ দিন আগে
নিরাপত্তা উদ্বেগ থাকলে ভিসা ইস্যু করে না যুক্তরাষ্ট্র: দূতাবাস
নিরাপত্তা সংশ্লিষ্ট উদ্বেগের সমাধান না পর্যন্ত যুক্তরাষ্ট্র কোনো ভিসা ইস্যু করে না বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। বৃহস্পতিবার (২১ আগস্ট) ভিসা সংক্রান্ত এক ফেসবুক পোস্টে এ কথা জানিয়েছে দূতাবাস।
ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভ্যারিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় বলা হয়েছে, ভিসা মূল্যায়ন প্রক্রিয়ায় জাতীয় নিরাপত্তার সর্বোচ্চ মান বজায় রাখতে যুক্তরাষ্ট্র সরকার দৃঢ় প্রতিজ্ঞ। যতক্ষণ না সব ধরনের নিরাপত্তা সংশ্লিষ্ট উদ্বেগের সমাধান হয়, ততক্ষণ পর্যন্ত কোনো ভিসা ইস্যু করা হয় না।
আরও পড়ুন: সন্তান জন্মদানের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে ভ্রমণে ভিসা নবায়নের ঝুঁকি: দূতাবাসের সতর্কতা
ওই বার্তায় আরও বলা হয়েছে, ভুয়া নথিপত্র দাখিলকারী আবেদনকারীদের কোনো ভিসা দেওয়া হয় না। তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী এবং সংশ্লিষ্ট দেশেও আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
১১৬ দিন আগে
সরকারি সফরে চীন গেলেন সেনাপ্রধান
সরকারি সফরে আজ বৃহস্পতিবার চীনের উদ্দেশে রওনা দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে ওয়াকার-উজ-জামান চীনের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও সামরিক বাহিনীর সংশ্লিষ্ট দ্বিপক্ষীয় সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন।
সফর শেষে সেনাবাহিনী প্রধান ২৭ আগস্ট বাংলাদেশে ফিরবেন।
১১৬ দিন আগে
চার দিনের সফরে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী ঢাকায়
বাংলাদেশ-পাকিস্তান দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে চার দিনের সরকারি সফরে বাংলাদেশে এসেছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান।
বুধবার (২০ আগস্ট) রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। এ সময় বাণিজ্য মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সফরকালে দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি, বিনিয়োগের নতুন নতুন ক্ষেত্র চিহ্নিতকরণ এবং অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা হবে। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার বর্তমান বাণিজ্য সম্ভাবনা ও ভবিষ্যৎ সহযোগিতার বিষয়গুলো এই সফরের কেন্দ্রবিন্দুতে থাকবে বলে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
আরও পড়ুন: রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেছেন পাকিস্তানের হাইকমিশনার
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, জাম কামাল খান ২১ থেকে ২৪ আগস্ট পর্যন্ত ঢাকায় অবস্থান করবেন। সফরকালে চারটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার কথা রয়েছে, যা দুই দেশের বাণিজ্যিক সহযোগিতা বাড়াতে সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছে।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামাল হোসেনের সই করা ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ সময় সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি ছাড়াও ব্যবসায়ী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করবেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী। পাশাপাশি সফরের অংশ হিসেবে তিনি চট্টগ্রাম বন্দর, একটি ওষুধ শিল্প প্রতিষ্ঠান ও ইস্পাত কারখানাও পরিদর্শন করবেন।
এই উচ্চ পর্যায়ের সফরটি দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও অর্থনৈতিক সম্পর্ককে আরও গতিশীল করবে বলে আশা করছে মন্ত্রণালয়।
১১৬ দিন আগে
ঢাকার বিবৃতিতে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে: দিল্লি
ভারতে আওয়ামী লীগের সদস্যদের বাংলাদেশবিরোধী কোনো কার্যকলাপ বা ভারতীয় আইনের পরিপন্থী কোনো কর্মকাণ্ড সম্পর্কে সরকার অবগত নয় বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জারি করা সংবাদ বিবৃতি বিষয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে বুধবার তিনি বলেন, ‘ ভারতের মাটি থেকে অন্য দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যকলাপ পরিচালনার অনুমতি দেয় না সরকার।’
জয়সওয়াল বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংবাদ বিবৃতি 'ভুলভাবে উপস্থাপন' করা হয়েছে।
তবে তিনি বলেন, ভারত প্রত্যাশা পুনর্ব্যক্ত করে যে, জনগণের ইচ্ছা এবং রায় নিশ্চিত করার জন্য বাংলাদেশে যত তাড়াতাড়ি সম্ভব 'অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক' নির্বাচন অনুষ্ঠিত হবে।
পড়ুন: ঢাকার সঙ্গে সব বিষয়ে গঠনমূলক আলোচনায় প্রস্তুত ভারত: রণধীর জয়সওয়াল
এর আগে ভারতে বসবাসকারী কোনো বাংলাদেশি যাতে দেশের স্বার্থবিরোধী কার্যকলাপে জড়িত হতে না পারে সেব্যাপারে ভারত সরকারকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
বুধবার (২০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার ভারত সরকারকে এ ধরনের কোনো কার্যকলাপের অনুমতি বা সমর্থন না করার জন্য অনুরোধ করেছে এবং ভারতের মাটিতে ‘কর্মকাণ্ড নিষিদ্ধ’ বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক অফিসগুলো অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, ভারতের রাজধানী দিল্লি এবং কলকাতায় ‘কর্মকাণ্ড নিষিদ্ধ’ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের অফিস স্থাপনের খবর বাংলাদেশ সরকারের নজরে এসেছে।
ঢাকা দাবি করেছে, ভারতের মাটিতে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বের ক্রমবর্ধমান বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডের পটভূমিতে এই ঘটনা ঘটেছে।
মানবতাবিরোধী গুরুতর অপরাধের কারণে বাংলাদেশে বেশ কয়েকটি ফৌজদারি মামলায় পলাতক দলের অনেক জ্যেষ্ঠ নেতা এখনও ভারতীয় ভূখণ্ডে রয়েছেন বলে অন্তর্বর্তী সরকার জানিয়েছে।
এর আগে, চলতি বছরের ২১ জুলাই সন্ধ্যায় একটি অস্পষ্ট এনজিওর আড়ালে এই ‘কর্মকাণ্ড নিষিদ্ধ’ দলের কিছু জ্যেষ্ঠ নেতা দিল্লি প্রেস ক্লাবে একটি জনসাধারণের প্রচারণার পরিকল্পনা করেছিলেন এবং অবশেষে উপস্থিত সংবাদমাধ্যমের সদস্যদের মধ্যে পুস্তিকা বিতরণ করেছিলেন।
অন্তর্বর্তী সরকার জানিয়েছে, আজ পর্যন্ত ভারতীয় গণমাধ্যমের বেশ কয়েকটি প্রতিবেদন ভারতে অবস্থান করে দলের ক্রমবর্ধমান প্রচারণার বিষয়টি নিশ্চিত করেছে।
১১৭ দিন আগে