পাকিস্তানের বিপক্ষে এর আগে কখনোই টেস্ট ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। সিরিজ শুরুর আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, এই ধারায় পরিবর্তন আনতে চান তারা। কথা রেখেছে বাংলাদেশ, কথা রেখেছেন শান্তও। শুধু ম্যাচ জয়ই নয়, পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে সিরিজ জয় করে ইতিহাস গড়েছে তার দল।
এমন জয়ে দারুণ আনন্দিত বাংলাদেশ অধিনায়ক। আনন্দ প্রকাশের ভাষা খুঁজে পাচ্ছেন না তিনি।
নিজের অনুভূতি জানাতে গিয়ে শান্ত বলেন, ‘এই সাফল্য আমাদের জন্য বিরাট একটা ব্যাপার। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। সত্যিই খুব খুশি আমরা। এখানে আসার আগে আমরা পাকিস্তানে জিততে চেয়েছিলাম। সবাই যেভাবে নিজেদের কাজটা করেছে, তাতে খুবই খুশি আমি।’
দ্বিতীয় ইনিংসে বল হাতে আগুন ঝরিয়েছেন দুই পেসার হাসান মাহমুদ ও নাহিদ রানা। এই দুজনের বোলিং বিষে পাকিস্তান নীল হয়ে যাওয়ার কারণেই পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে সিরিজ জয়ের স্বপ্ন দেখতে শুরু করে বাংলাদেশ।
এই দুই বোলারের প্রসংশা করতে গিয়ে নাজমুল বলেন, ‘সম্প্রতি তারা যেভাবে কাজ করেছে, তারই ফল পেয়েছে মাঠে।’
আরও পড়ুন: পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ
অসাধারণ এই জয়ের জন্য একাদশের বাইরের ক্রিকেটারদেরও কৃতিত্ব দিতে ভুললেন না তিনি। বললেন, ‘দলীয় পারফরম্যান্সে এই সাফল্য এসেছে। সবাই অবদান রেখেছে এই সিরিজে।’
‘এই সাফল্যে দলের প্রত্যেক খেলোয়াড়েরই সমান ভূমিকা আছে। সাফল্যে বড় অবদান রেখেছে একাদশের বাইরে থাকা চার ক্রিকেটারও। তারা মাঠের বাইরে থেকে নানাভাবে অবদান রেখেছেন।’
‘আমরা সবসময় তাদের কথাই বলি যারা রান করে বা উইকেট নেয়, কিন্তু সবার সম্মিলিত প্রচেষ্টায় এই জয় এসেছে। আশা করি, এই সংস্কৃতি অব্যাহত থাকবে।’
দুই ম্যাচেই বাংলাদেশের মিডল অর্ডারের ব্যাটারদের কল্যাণে বিপদে পড়েও ঘুরে দাঁড়িয়ে জিতেছে বাংলাদেশ। আগামী মাসে ভারতের বিপক্ষেও মিডল অর্ডার ব্যাটারদের কাছ থেকে এমন পারফরম্যান্স আশা করেন অধিনায়ক।
এসময় দলের সবচেয়ে অভিজ্ঞ দুই ক্রিকেটার মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের অবদানের কথাও উল্লেখ করেছেন শান্ত।
আরও পড়ুন: রাওয়ালপিন্ডি টেস্টে ইতিহাস গড়লেন বাংলাদেশের পেসাররা
প্রথম টেস্টে মুশফিকের অনবদ্য ১৯১ রানের ইনিংস এবং দরকারি সময়ে সাকিব উইকেট তুলে নিয়ে ম্যাচ জয়ে কার্যকর ভূমিকা রেখেছেন। ভারতের বিপক্ষেও এই দুজনের অভিজ্ঞতা কাজে লাগাতে চান তিনি।
শান্ত বলেন, ‘সাকিব ভাই আর মুশফিক ভাইয়ের বিশাল অভিজ্ঞতা দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই অভিজ্ঞতা ভারতের বিপক্ষে সিরিজে আমাদের বড় পুঁজি। আশা করছি পাকিস্তানে তারা দুজন যেভাবে খেলেছেন, ভারতের বিপক্ষে পরের সিরিজেও তারা একই রকম পারফর্ম করবেন।’