জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে অবসর ভেঙে বার্সেলোনায় যোগ দিলেন পোলিশ গোলরক্ষক ভয়চিয়েখ স্টান্সনি। চলতি মৌসুমের বাকি সময়টুকুর জন্য বার্সেলোনার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
বুধবার এক বিবৃতিতে সেজনিকে দলে ভেড়ানোর খবর প্রকাশ করে বার্সেলোনা।
২০০৯ সালে ১৬ বছর বয়সে নিজ শহর ওয়ারশ ছেড়ে আর্সেনালের জার্সিতে পেশাদার ফুটবল শুরু করেন স্টান্সনি। সেখান থেকে এক মৌসুম ব্রেন্টফোর্ডে ও দুই মৌসুমে রোমায় ধারে খেলেন তিনি। এরপর ২০১৭ সালে পাড়ি জমান ইতালিতে।
আরও পড়ুন: ইয়াং বয়েজের বিপক্ষে বার্সেলোনার দাপুটে জয়
ইংল্যান্ডে থাকাকালে আর্সেনালের হয়ে দুটি এফএ কাপ ও একটি কমিউনিটি শিল্ড জিতেছেন এই গোলরক্ষক। এর মাঝে ২০১৪-১৫ মৌসুমে প্রিমিয়ার লিগের মৌসুমসেরা গোলরক্ষক হিসেবে ‘গোল্ডেন গ্লাভস’ জেতেন তিনি।
তবে ক্যারিয়ারের সেরা সময় তার কাটে ইউভেন্তুসে। তুরিনের ক্লাবটির হয়ে টানা তিন সেরি-আসহ আরও পাঁচটি ট্রফি জিতেছেন তিনি; হয়েছেন লিগসেরা গোলরক্ষকও।
ওল্ড লেডিদের সঙ্গে চুক্তির মেয়াদ এক বছর বাকি থাকলেও পারস্পরিক সমঝোতার মাধ্যমে গত মৌসুম শেষে তিনি ইউভেন্তুস ছেড়ে অবসরে যান। এরপর পোল্যান্ডের জার্সিতে ইউরো খেলে গত মাসে তিনি পেশাদার ফুটবলকে পুরোপুরি বিদায় জানান।