২০২৩ আইসিসি ক্রিকেট বিশ্বকাপের (পুরুষ) ১৩তম আসর শুরু হতে যাচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার (৫ অক্টোবর) টুর্নামেন্টটি শুরু হয়ে শেষ হবে চলতি বছরের ১৯ নভেম্বর।
চার বছর পর ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আয়োজিত একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ক্রিকেট টুর্নামেন্টে পুরুষদের জাতীয় দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করবে। এবারের টুর্নামেন্টটি আয়োজন করা হচ্ছে ভারতে।
এবারের ক্রিকেট আসরের বেশিরভাগ ম্যাচের টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। তবে স্টেডিয়ামে না গিয়েও বিশ্বের যেকোনো স্থান থেকে টিভির পাশাপাশি অনলাইনে এ বছরের টুর্নামেন্টটি দেখতে পারবেন ক্রিকেটভক্তরা। আসন্ন ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর লাইভ স্ট্রিমিং ও সম্প্রচারের তথ্য জেনে নিই।
আইসিসি ক্রিকেট বিশ্বকাপ-২০২৩ লাইভ স্ট্রিমিং অনলাইন: বিশ্বের সব দেশ থেকে কীভাবে ও কোথায় সব ম্যাচ দেখতে পারবেন-
আইসিসি ওডিআই বিশ্বকাপ-২০২৩ ভারতে সম্প্রচার এবং লাইভ স্ট্রিমিং
ভারতে স্টার স্পোর্টস নেটওয়ার্ক ওডিআই বিশ্বকাপ-২০২৩ এর ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে। নিচের চ্যানেলগুলোতে টিউন করতে পারেন ক্রিকেট ভক্তরা:
স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ১ এইচডি, স্টার স্পোর্টস ১ হিন্দি, স্টার স্পোর্টস ১ হিন্দি এইচডি, স্টার স্পোর্টস ১ তেলুগু, স্টার স্পোর্টস ১ তেলুগু এইচডি, স্টার স্পোর্টস ১ তামিল, স্টার স্পোর্টস ১ তামিল এইচডি, স্টার স্পোর্টস ১, কন্নড়।
আফগানিস্তানে আইসিসি ওডিআই বিশ্বকাপ -২০২৩ লাইভ স্ট্রিমিং: আরিয়ানা টিভি
শ্রীলঙ্কায় আইসিসি ওডিআই বিশ্বকাপ-২০২৩ লাইভ স্ট্রিমিং: মহারাজা টিভি
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩ বাংলাদেশে লাইভ স্ট্রিমিং: গাজী টিভি
অস্ট্রেলিয়ায় আইসিসি ওডিআই বিশ্বকাপ ২০২৩ লাইভ স্ট্রিমিং: ফক্স স্পোর্টস
দক্ষিণ আফ্রিকা ও সাব-সাহারান আফ্রিকায় আইসিসি ওডিআই বিশ্বকাপ ২০২৩ লাইভ স্ট্রিমিং: সুপারস্পোর্ট
নিউ জিল্যান্ডে আইসিসি বিশ্বকাপ লাইভ স্ট্রিমিং: স্কাই স্পোর্ট নিউ জিল্যান্ড
পাকিস্তানে আইসিসি বিশ্বকাপ লাইভ স্ট্রিমিং: পিটিভি, এআরওয়াই
সিঙ্গাপুরে আইসিসি বিশ্বকাপ লাইভ স্ট্রিমিং: স্টারহাব
স্কাই স্পোর্টসে যুক্তরাজ্যে আইসিসি বিশ্বকাপের লাইভ স্ট্রিমিং
মার্কিন যুক্তরাষ্ট্রে আইসিসি বিশ্বকাপ লাইভ স্ট্রিমিং: ইএসপিএন+ উইলো
কানাডায় আইসিসি বিশ্বকাপ লাইভ স্ট্রিমিং: উইলো টিভি
ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ: ইএসপিএন ক্যারিবিয়ান
মধ্য ও দক্ষিণ আমেরিকা এবং মেক্সিকো: ইএসপিএন
হংকং: পিসিসিডব্লিউ
মালদ্বীপ, নেপাল, ভুটান: স্টার স্পোর্টস
মালয়েশিয়ায় আইসিসি বিশ্বকাপ লাইভ স্ট্রিমিং:এমইএএসএটি
মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় আইসিসি বিশ্বকাপের লাইভ স্ট্রিমিং: এতিসালাত
ওডিআই বিশ্বকাপ ২০২৩ অফিসিয়াল ব্রডকাস্টার
ইংল্যান্ডে ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপের ম্যাচগুলো লিনিয়ার এবং ডিজিটালে সম্প্রচার করবে স্কাই স্পোর্টস। আফগানিস্তানে সব ম্যাচ আরিয়ানা টিভিতে এবং বাংলাদেশে টাইগারদের ম্যাচগুলো গাজী টিভিতে সম্প্রচার করা হবে।
পাকিস্তানে বিশ্বকাপ-২০২৩ এর ম্যাচগুলো পিটিভি এবং এআরওয়াই টেলিভিশন লাইভ সম্প্রচার করবে। শ্রীলঙ্কায় বিশ্বকাপের খেলা দেখাবে মহারাজা টিভি। নিউজিল্যান্ডের স্কাই স্পোর্টস এনজেড ম্যাচগুলো সম্প্রচার করবে। এ ছাড়া ফক্স স্পোর্টস অস্ট্রেলিয়ায় লিনিয়ার এবং কায়ো উভয় চ্যানেলে ম্যাচগুলো প্রদর্শন করবে।
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩: দল ও ফরম্যাট
এবারের বিশ্বকাপ আসরে খেলবে ১০টি দল। দলগুলো হলো- ভারত, ইংল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউ জিল্যান্ড, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও নেদারল্যান্ডস একক রাউন্ড-রবিন ফরম্যাটে একে অপরের বিরুদ্ধে খেলবে।