আইসিসি বিশ্বকাপ ২০২৩-এ প্রথম জয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভারতের হিমাচল প্রদেশের ধর্মশালায় বিশ্বকাপের প্রথম ম্যাচে ৯২ বল বাকি থাকতেই আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে টাইগাররা।
প্রথমে তারা দক্ষতার সঙ্গে আফগানিস্তানকে মাত্র ১৫৬ রানে অলআউট করে। তারপর তারা ছয় উইকেট হাতে রেখে জয় ছিনিয়ে আনে। এভাবেই বাংলাদেশ তাদের আইসিসি বিশ্বকাপ ২০২৩ অভিযানে একটি দারুণ সূচনা করেছে।
আরও পড়ুন: এশিয়ান গেমস ক্রিকেট: রাকিবুলের শেষ বলের ক্যারিশমায় ব্রোঞ্জ পেল বাংলাদেশ
ধর্মশালায় এই জয় দিয়ে বিশ্বকাপের ঠিক আগে দলকে ঘিরে থাকা বিতর্কগুলো উড়িয়ে দিয়েছে টাইগাররা।
বাংলাদেশ সবসময়ই এমন একটি সূচনা চেয়েছে, যা টুর্নামেন্টের বাকি অংশের জন্য লক্ষ্য নির্ধারণ করতে পারে।
সাম্প্রতিক বছরগুলোতে একটি চ্যালেঞ্জিং প্রতিপক্ষ হিসেবে প্রমাণিত একটি দলের বিরুদ্ধে ছয় উইকেটের জয়ের মাধ্যমে উড়ন্ত সূচনা করল বাংলাদেশ। ২০১১ সালের পর আবার উপমহাদেশে অনুষ্ঠিত বিশ্বকাপ এটি।
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ ২০২৩: আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে যাত্রা শুরু বাংলাদেশের