কার্ডিফে বিকাল সাড়ে ৩টায় বিশ্বকাপ অভিযান শুরু করছে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। আর ব্রিস্টলে ডে নাইট ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টায় আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে অজিরা।
শক্তি ও অভিজ্ঞতার দিক দিয়ে লঙ্কানদের বিপক্ষে এগিয়ে রয়েছে কিউইরা। আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানে রয়েছে নিউজিল্যান্ড আর শ্রীলঙ্কা রয়েছে নবম অবস্থানে। আজকের ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ফেভারিট হিসেবেই নামছে নিউজিল্যান্ড।
আজকের ম্যাচে সম্ভাব্য নিউজিল্যান্ড দল: ১.মার্টিন গাপটিল, ২. হেনরি নিকোলস/কলিন মুনরো, ৩. কেইন উইলিয়ামসন (অধিনায়ক), ৪. রস টেলর, ৫. টম লাথাম (উইকেটরক্ষক), ৬. জেমস নীশাম, ৭. কলিন ডি গ্র্যান্ডহোম, ৮. মিশেল স্যান্টনার/ ইশ সোধী, ৯. লকি ফার্গুসন, ১০. ট্রেন্ট বোল্ট, ১১. ম্যাট হেনরি
সম্ভাব্য শ্রীলঙ্কা দল: ১. দিমুথ করুনারত্নে (অধিনায়ক), ২. লাহিরু থিরিমান্নে, ৩. কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), ৪. কুশল পেরেরা, ৫. অ্যাঞ্জেলো ম্যাথিউস, ৬. ধনঞ্জয়া ডি সিলভা, ৭. থিসারা পেরেরা, ৮. জীবন মেন্ডিস, ৯. ইসুরু উদানা, ১০. লাসিথ মালিঙ্গা, ১১. নুয়ান প্রদীপ/সুরঙ্গা লাকমল।
অন্যদিকে বল টেম্পারিংয়ের অভিযোগে এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে অস্ট্রেলিয়ার জাতীয় দলে ফিরেছেন স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার। আফগানদের শক্তিশালী স্পিন আক্রমণকে ধসিয়ে দিতে পারেন এই দুই অজি তারকা। বিশ্বকাপে দ্বিতীয়বার খেলতে আসা আফগানিস্তানকে হারিয়ে ষষ্ঠ বিশ্বকাপের জয়ের মিশন শুরু করতে চায় অস্ট্রেলিয়া।
আজকের ম্যাচে সম্ভাব্য অস্ট্রেলিয়া দল: ১. অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ২. ডেভিড ওয়ার্নার, ৩. উসমান খাজা/ শন মার্শ, ৪. স্টিভেন স্মিথ, ৫. গ্লেন ম্যাক্সওয়েল, ৬. মার্কাস স্টইনিস, ৭. অ্যালেক্স ক্যারে (উইকেটরক্ষ), ৮. প্যাট কামিন্স, ৯. নাথান কোল্টার-নাইল, ১০. মিচেল স্টার্ক, ১১. অ্যাডাম জাম্পা।
সম্ভাব্য আফগানিস্তান দল: ১. মোহম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), ২. হজরতুল্লা জাজাই, ৩. রহমত শাহ, ৪. আসগর আফগান, ৫. মোহম্মদ নবী, ৬. গুবাদিন নাইব (অধিনায়ক), ৭. নাজিবুল্লা জার্দান, ৮. রশীন খান, ৯. মুজিব-উর-রহমান, ১০. হামিদ হাসান, ১১. দওলত জার্দান